বিষয়বস্তুতে চলুন

নিজামুদ্দিন আসির আদ্রাভি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(নিজামুদ্দীন আসির আদ্রাভী থেকে পুনর্নির্দেশিত)

নিজামুদ্দিন আসির আদ্রাভি
ব্যক্তিগত তথ্য
জন্ম১৯২৬
মৃত্যু২০ মে ২০২১(2021-05-20) (বয়স ৯৪–৯৫)
ধর্মইসলাম
অঞ্চলভারত
আখ্যাসুন্নি
ব্যবহারশাস্ত্রহানাফি
আন্দোলনদেওবন্দি
প্রধান আগ্রহইতিহাস
উল্লেখযোগ্য কাজতারীখে জমিয়তে উলামায়ে হিন্দ, তেহরীকে আজাদী আউর মুসলমান, কারওয়ানে রাফ্তা
যেখানের শিক্ষার্থীজামিয়া কাসেমিয়া (মাদ্রাসা শাহী)
এর প্রতিষ্ঠাতামাদরাসা দারুস সালাম, আদ্রী
মুসলিম নেতা

নিজামুদ্দিন আসির আদ্রাভি ( আসির আদ্রাভি নামেও পরিচিত) (১৯২৬ — ২০ মে ২০২১) ছিলেন একজন ভারতীয় সুন্নি মুসলিম পণ্ডিত, ইতিহাসবিদ এবং উর্দু ভাষার লেখক। তিনি তেহরীকে জমিয়তে উলামায়ে হিন্দ (জমিয়তে উলামায়ে ইসলাম- এর ইতিহাস ২ খন্ড) রচনা করেন, যা মুহাম্মদ কাসিম নানুতভী, রশিদ আহমদ গাঙ্গূহী, মাহমুদ হাসান দেওবন্দি এবং হুসাইন আহমদ মাদানির জীবনীগ্রন্থ হিসেবে পরিচিত। [][]

তিনি ১৯২৬ সালে ব্রিটিশ ভারতের যুক্ত প্রদেশের মাউ-তে জন্মগ্রহণ করেন

শিক্ষা জীবন

[সম্পাদনা]

তিনি মাদ্রাসা ফয়েজুল গুরাবাতে ভর্তি হন। তারপরে তিনি জামিয়া মিফতাহুল উলুমে ভর্তি হন এবং সেখানে হাবিবুর রহমান আজমী, মুন্সী জহিরুল হক নিশাত সিমাবি এবং আবদুল লতিফ নোমানীর অধীনে পড়াশোনা করেন। [][] এরপরে তিনি মুবারকপুরের মাদ্রাসা ইয়াহিয়াউল উলূমে ভর্তি হন। সেখানে তিনি শুকরুল্লাহ মুবারকপুরী, বশির আহমদ মাজাহিরী, মুহাম্মদ উমর মাজাহিরী ও মুহাম্মদ ইয়াসিনের নিকট পড়াশোনা করেন। এরপর তিনি দারুল উলুম মাউতে ভর্তি হন। সেখানে তিনি আব্দুর রশীদ হুসাইনির নিকট মিশকাত ও কারী রিয়াসত আলীর নিকট জালালাইন অধ্যয়ন করেন। তিনি দারুল উলূম দেওবন্দে ভর্তির জন্য আবেদন করেছিলেন তবে তিনি ব্যর্থ হন এবং এভাবে উচ্চশিক্ষার জন্য মাদ্রাসা শাহী চলে যান এবং ১৯৪২ সালে স্নাতক হন। তিনি ফখরুদ্দীন আহমদ মুরাদাবাদীর নিকট সহীহ বুখারী, ইসমাঈল সাম্ভালীর নিকট সহীহ মুসলিম এবং মুহাম্মদ মিয়া দেওবন্দীর নিকট তিরমিযি অধ্যয়ন করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

তিনি ১৯৫৪ সালে মাউ-তে মাদ্রাসা দারুস সালাম প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৭৫ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত উত্তর প্রদেশের লখনউয়ের জমিয়তে উলামায়ে হিন্দের কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি বার্ধক্যের কারণে শয্যাশায়ী না হওয়া অবধি ১৯৭৮ সালের ৪ ফেব্রুয়ারি থেকে বারাণসীর রেওরি তালাবের জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ইসলামি বিজ্ঞান পড়াতেন। [][]

উর্দুতে তিনি ত্রিশটি বই লিখেছেন। তিনি ছোট গল্পের জন্যও পরিচিত। [][]

রচনাবলি

[সম্পাদনা]

তিনি ত্রৈমাসিক তারজুমানের সম্পাদক ছিলেন এবং এর জন্য কয়েকশ নিবন্ধ লিখেছেন। তিনি সাপ্তাহিক আল জামিয়াত এবং দৈনিক আল জামিয়াতের কলামিস্ট এবং লেখক ছিলেন। তিনি মুহাম্মদ কাসিম নানুতভী, মাহমুদ হাসান দেওবন্দী, ইমামউদ্দিন পাঞ্জাবি, রহমতউল্লাহ কিরানভি, রশিদ আহমদ গঙ্গোহি, মাহমুদ হাসান এবং হুসাইন আহমদ মাদানীর জীবনী লিখেছেন। [] তাঁর বইগুলির মধ্যে রয়েছে:[][]

  • মাআছির-ই শাইখুল ইসলাম ( হুসাইন আহমদ মাদানির জীবনী)
  • তেহরীকে আজাদী আওর মুসলমান
  • দারুল উলুম দেওবন্দ
  • দাবিস্তানে দেওবন্দ কি ইলমী খিদমাত
  • উর্দু শরাহ দিওয়ানে মুতানাব্বী
  • তেহরীকে জমিয়তে উলামায়ে হিন্দ
  • ফন আসমাউর রিজাল
  • তাফসীর মে ইসরাঈলি রিওয়ায়াত
  • তারিকে তাবরী কা তেহিকিকি জায়েযাহ

মৃত্যু

[সম্পাদনা]

তিনি ২০২১ সালের ২ মে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Urdu Ke Farogh Mai Ulama-e-Deoband Ka 150 Saala Kirdar" (Urdu ভাষায়)। All India Tanzeem Ulama-e-Haque। জানুয়ারি ২০১৭: 533। 
  2. Aafi, Aaqib Anjum। "Mawlāna Nizāmuddīn Asīr Adrawi, Hayāt awr Kārnāme"HindustanUrduTimes.com (Urdu ভাষায়)। ২৯ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯ 
  3. Dastan Na'tamam (November, 2009 সংস্করণ)। Kutub Khana Husainia, Deoband। পৃষ্ঠা 13,21–28,331। 
  4. Afkar-e-Alam (Volume 1) (August, 2008 সংস্করণ)। Shaikhul Hind Academy। পৃষ্ঠা 5। 
  5. "Books authored by Maulana Nizamuddin Asir Adrawi"viaf.orgVirtual International Authority File। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০ 
  6. "مشہور مؤرخ اور درجنوں کتابوں کے مصنف مولانا اسیر ادروی نہیں رہےـ | Online Urdu News Portal | Urdu News Paper"Baseerat Online Urdu News Portal (উর্দু ভাষায়)। ২০২১-০৫-২০। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২০