গাঙ্গুলি-দুর্জয় ট্রফি
গাঙ্গুলি–দুর্জয় ট্রফি | |
---|---|
দেশ | ভারত বাংলাদেশ |
ব্যবস্থাপক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিসিসিআই বিসিবি |
খেলার ধরন | টেস্ট ক্রিকেট |
প্রথম টুর্নামেন্ট | ২০১৬–১৭ |
শেষ টুর্নামেন্ট | ২০২৪–২৫ |
প্রতিযোগিতার ধরন | টেস্ট সিরিজ |
বর্তমান চ্যাম্পিয়ন | ভারত (৪র্থ শিরোপা) |
বর্তমান ট্রফি ধারক | ভারত |
সর্বাধিক সফল | ভারত (৪টি শিরোপা) |
সর্বাধিক রান | বিরাট কোহলি (৩৭৮) |
সর্বাধিক উইকেট | ইশান্ত শর্মা (১৫) উমেশ যাদব (১৫) |
টিভি | স্টার স্পোর্টস |
গাঙ্গুলি–দুর্জয় ট্রফি একটি ক্রিকেট ট্রফি, যা ভারত ও বাংলাদেশের মধ্যে সংঘটিত টেস্ট সিরিজের বিজয়ী দলকে প্রদান করা হয়। ২০১৭ সালে প্রথম প্রদান করা হয়। ট্রফিটি দুই বাঙালী ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় (ভারত) ও নাইমুর রহমান দুর্জয়-এর (বাংলাদেশ) নামে নামাঙ্কিত।[১][২][৩]
পটভূমি
[সম্পাদনা]বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ২০১৬ সালে সিদ্ধান্ত নেয় যে ভবিষ্যতের সমস্ত দ্বিপাক্ষিক সফর গাঙ্গুলি-দুর্জয় ট্রফির সাথে যুক্ত হবে। সিরিজের নামকরণ, অন্যান্য নাম করা সিরিজের মতো, দুই দেশের মধ্যে টেস্ট সিরিজকে একটি আবেগপূর্ণ এবং শুভ অনুভূতি প্রদান করতে সাহায্য করেছে।
প্রথম গাঙ্গুলি-দুর্জয় ট্রফি ফেব্রুয়ারি ২০১৭-এ একক ম্যাচের সিরিজ হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করা হয়েছিল। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি সর্বোচ্চ স্কোর করে এবং ম্যান অফ দ্য সিরিজ দাবি করে ভারত বিজয়ী হয়।
২টি টেস্ট নিয়ে গঠিত দ্বিতীয় গাঙ্গুলি-দুর্জো ট্রফি নভেম্বর ২০১৯ এ খেলা হয়েছিল। এর পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এই প্রথমবার ভারতে দ্বিপাক্ষিক সিরিজে বিভিন্ন ফরম্যাটে একাধিক ম্যাচ খেলেছে বাংলাদেশ।[৪]
টেস্ট সিরিজ এবং ওয়ান অফ এনকাউন্টার ট্রফির নিচে নয়
[সম্পাদনা]ভারতের ২০০০–০১ বাংলাদেশ সফর ছিল বাংলাদেশের দ্বারা খেলা প্রথম টেস্ট। তাদের মধ্যে দীর্ঘ ব্যবধান সহ সফরগুলি অনিয়মিতভাবে নির্ধারিত হয়েছিল।
সময়কাল | সফরকারী দল | আয়োজক দল | টেস্ট সংখ্যা | বাংলাদেশ | ভারত | ড্র | টাই | ফলাফল |
---|---|---|---|---|---|---|---|---|
২০০০–০১ | ভারত | বাংলাদেশ | ১
|
০
|
১
|
০
|
০
|
ভারত |
২০০৪-০৫ | ভারত | বাংলাদেশ | ২
|
০
|
২
|
০
|
০
|
ভারত |
২০০৭ | ভারত | বাংলাদেশ | ২
|
০
|
১
|
১
|
০
|
ভারত |
২০০৯–১০ | ভারত | বাংলাদেশ | ২
|
০
|
২
|
০
|
০
|
ভারত |
২০১৫ | ভারত | বাংলাদেশ | ১
|
০
|
০
|
১
|
০
|
ড্র |
টেস্টের তালিকা
[সম্পাদনা]ক্রমিক নং | তারিখ | বিজয়ী দল | ফলাফল | স্থান | ম্যান অব দ্য ম্যাচ |
---|---|---|---|---|---|
১ | ১০-১৪ নভেম্বর, ২০০০ | ভারত | ৯ উইকেটে জয়ী | ঢাকা | সুনীল জোশী |
২ | ১০-১৪ ডিসেম্বর, ২০০৪ | ভারত | ইনিংস ও ১৪০ রানে জয়ী | ঢাকা | ইরফান পাঠান |
৩ | ১৭-২০ ডিসেম্বর, ২০০৪ | ভারত | ইনিংস ও ৮৩ রানে জয়ী | চট্টগ্রাম | মোহাম্মদ আশরাফুল |
৪ | ১৮-২২ মে, ২০০৭ | – | ড্র | চট্টগ্রাম | মাশরাফি বিন মর্তুজা |
৫ | ২৫-২৯ মে, ২০০৭ | ভারত | ইনিংস ও ২৩৯ রানে জয়ী | মিরপুর | জহির খান |
৬ | ১৭-২১ জানুয়ারি, ২০১০ | ভারত | ১১৩ রানে জয়ী | চট্টগ্রাম | শচীন তেন্ডুলকর |
৭ | ২৪-২৮ জানুয়ারি, ২০১০ | ভারত | ১০ উইকেটে জয়ী | মিরপুর | জহির খান |
৮ | ১০-১৪ জুন, ২০১৫ | — | ড্র | ফতুল্লা | শিখর ধাওয়ান |
সিরিজ তালিকা
[সম্পাদনা]বছর | আয়োজক | প্রথম ম্যাচের তারিখ | টেস্ট সংখ্যা | বাংলাদেশ | ভারত | ড্র | ফলাফল | ধারক | সিরিজ সেরা খেলোয়াড় |
---|---|---|---|---|---|---|---|---|---|
২০১৬–১৭ | ভারত | ৯ ফেব্রুয়ারি ২০১৭ | ১
|
০
|
১
|
০
|
ভারত | ভারত | বিরাট কোহলি |
২০১৯–২০ | ভারত | ১৪ নভেম্বর ২০১৯ | ২
|
০
|
২
|
০
|
ভারত | ভারত | ইশান্ত শর্মা |
২০২২–২৩ | বাংলাদেশ | ১৮ ডিসেম্বর ২০২২ | ২
|
০
|
২
|
০
|
ভারত | ভারত | চেতেশ্বর পুজারা |
২০২৪–২৫ | ভারত | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ২
|
০
|
২
|
০
|
ভারত | ভারত | রবিচন্দ্রন অশ্বিন |
টেস্টের তালিকা
[সম্পাদনা]ক্রমিক নং | তারিখ | বিজয়ী দল | ফলাফল | স্থান | ম্যান অব দ্য ম্যাচ |
---|---|---|---|---|---|
১ | ৯–১৩ ফেব্রুয়ারি ২০১৭ | ভারত | ২০৮ রানে জয়ী | হায়দ্রাবাদ | বিরাট কোহলি |
২ | ১৪–১৮ নভেম্বর ২০১৯ | ভারত | ইনিংস এবং ১৩০ রানে দ্বারা জয়ী | ইন্দোর | মায়াঙ্ক আগরওয়াল |
৩ | ২২–২৬ নভেম্বর ২০১৯ | ভারত | ইনিংস এবং ৪৬ রানে দ্বারা জয়ী | কলকাতা | ইশান্ত শর্মা |
৪ | ১৪–১৮ ডিসেম্বর ২০২২ | ভারত | ভারত ১৮৮ রানে জয়ী | চট্টগ্রাম | কুলদীপ যাদব |
৫ | ২২–২৬ ডিসেম্বর ২০২২ | ভারত | ভারত ৩ উইকেটে জয়ী | ঢাকা | রবিচন্দ্রন অশ্বিন |
৬ | ১৯–২৩ সেপ্টেম্বর ২০২৪ | ভারত | ভারত ২৮০ রানে জয়ী | চেন্নাই | রবিচন্দ্রন অশ্বিন |
৭ | ২৭ সেপ্টেম্বর ২০২৪–১ অক্টোবর ২০২৪ | ভারত | ভারত ৭ উইকেটে জয়ী | কানপুর | রবিচন্দ্রন অশ্বিন |
পরিসংখ্যান
[সম্পাদনা]দলসমূহ | বাংলাদেশ ভারত |
---|---|
প্রথম সাক্ষাৎ | ১০–১৪ নভেম্বর, ২০০০, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা |
পরবর্তী সাক্ষাৎ | ১৯ সেপ্টেম্বর–১ অক্টোবর ২০২৪, গ্রিন পার্ক স্টেডিয়াম, কানপুর |
পরিসংখ্যান | |
মোট সাক্ষাৎ | ১৫ |
সর্বাধিক জয় | ভারত (১৩—০—২) |
বাংলাদেশ এবং ভারত ক্রিকেট দল ২০০০ সাল থেকে অদ্যাবধি একে-অপরের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করে আসছে। দল দুইটি এ পর্যন্ত মোট ১৫টি টেস্টে একে-অপরের মুখোমুখি হয়। ৩টি বাদে সবগুলো ক্রিকেট খেলাই বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। তন্মধ্যে বাংলাদেশ দুইটিমাত্র খেলায় ড্র করেছে। বাদ-বাকী ১৩টি খেলাতেই ভারত দল জয়ী হয়।[৫]
সংক্ষিপ্ত ফলাফল
[সম্পাদনা]আয়োজক | সর্বমোট | বাংলাদেশের জয় | ভারতের জয় | ড্র |
---|---|---|---|---|
বাংলাদেশে অনুষ্ঠিত | ১০ | ০ | ৮ | ২ |
ভারতে অনুষ্ঠিত | ৫ | ০ | ৫ | ০ |
সর্বমোট | ১৫ | ০ | ১৩ | ২ |
মাঠ
[সম্পাদনা]আরও দেখুন
[সম্পাদনা]- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
- ভারত জাতীয় ক্রিকেট দল
- বাংলাদেশ ও ভারতের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের তালিকা
- বাংলাদেশ ও ভারতের মধ্যকার টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট খেলার তালিকা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Reports: India-Bangladesh Test encounter this year to be called Durjoy-Ganguly Trophy"। ২০১৬-০৫-২৬। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০২।
- ↑ Staff, CricketCountry (২০১৬-০৫-২৬)। "India vs Bangladesh 2016 Test series to be named Ganguly-Durjoy Trophy"। Cricket Country (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০২।
- ↑ Staff, CricketCountry (২০১৬-০৬-০৯)। "India to play one-off Test vs Bangladesh at Hyderabad"। Cricket Country (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-০২।
- ↑ "Tests against South Africa and Bangladesh in India's 2019-20 home season"। ESPN Cricinfo। ৩ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৯।
- ↑ "Bangladesh"।