ইন্দোর
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।এপ্রিল ২০২০) ( |
ইন্দোর | |
---|---|
শহর | |
মধ্য প্রদেশ, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪৩′ উত্তর ৭৫°৫০′ পূর্ব / ২২.৭২° উত্তর ৭৫.৮৩° পূর্বস্থানাঙ্ক: ২২°৪৩′ উত্তর ৭৫°৫০′ পূর্ব / ২২.৭২° উত্তর ৭৫.৮৩° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | মধ্য প্রদেশ |
জেলা | ইন্দোর |
সরকার | |
• ধরন | পৌর সংস্থা |
• শাসক | ইন্দোর পৌর সংস্থা |
আয়তন | |
• শহর | ৫৩০ বর্গকিমি (২০০ বর্গমাইল) |
• মহানগর | ১,২০০ বর্গকিমি (৫০০ বর্গমাইল) |
এলাকার ক্রম | 8 |
উচ্চতা | ৫৫০ মিটার (১,৮০০ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• শহর | ১৯,৯৪,৩৯৭ |
• জনঘনত্ব | ৩,৮০০/বর্গকিমি (৯,৭০০/বর্গমাইল) |
বিশেষণ | ইন্দোরি |
ভাষা | |
• অফিসিয়াল | হিন্দি |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
Sex ratio | Female 925 Male 1000[১] |
Climate | Cwa / Aw (Köppen) |
Precipitation | ৯৪৫ মিমি (৩৭.২ ইঞ্চি) |
Avg. annual temperature | ২৪.০ °সে (৭৫.২ °ফা) |
Avg. summer temperature | ৩১ °সে (৮৮ °ফা) |
Avg. winter temperature | ১৭ °সে (৬৩ °ফা) |
ওয়েবসাইট | indore |
ইন্দোর /ɪnˈdɔːr/ (শুনুন) ভারতের সর্বাধিক জনবহুল এবং বিশাল শহর রাজ্য মধ্যপ্রদেশে অবস্থিত । এটি ইন্দোর জেলা ও ইন্দোর বিভাগ উভয়ের সদর দফতর হিসাবে কাজ করে । এটি রাজ্যের একটি সেরা শিক্ষা কেন্দ্র হিসাবেও বিবেচিত হয় ,ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্দোর এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, ইন্দোর যার সাক্ষ্য বহন করে । এটি মালওয়া মালভূমির দক্ষিণ প্রান্তে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫৫৩ মিটার (১৮১৪ ফুট) উচ্চতায় অবস্থিত। এটি মধ্য ভারতের প্রধান শহরগুলির মধ্যে সর্বাধিক উচ্চতায় অবস্থান করে। শহরটি রাজ্যের রাজধানী ভোপাল থেকে ১৯০ কিলোমিটার (১২০ মাইল) পশ্চিমে অবস্থিত । ইন্দোর শহরের (২০১১ সালের জনগণনানুসারে) জনসংখ্যা আনুমানিক ১,৯৯৪৩৯৭ (নগর নিগম) এবং ২,১৭০,২৯৫। শহরটির আয়তন ৫৩০ বর্গ কিলোমিটার ( ২০০ বর্গ মাইল), যা ইন্দোরকে মধ্যপ্রদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ প্রধান শহর করে তুলেছে।
ষোড়শ শতকে প্রতিষ্ঠিত হবার পরে ইন্দোর প্রধান দুই শহর মুম্বই এবং দিল্লির মধ্যে একটি বাণিজ্যিক কেন্দ্র রূপে আত্মপ্রকাশ করেছে। ** সর্বশেষ স্বচ্ছ ভারত সর্বেক্ষণ অনুযায়ী এটি ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর।
নামকরণ[সম্পাদনা]
গুপ্তযুগীয় লেখসমূহে একে 'ইন্দ্রপুর' বলে উল্লেখ করা হয়েছে। মনে করা হয়, ইন্দ্রেশ্বর মহাদেবের মন্দির থেকে শহরের এই নামকরণ। দেবরাজ ইন্দ্র এই মন্দিরের অধিষ্ঠাতা দেবতা। লোককথা এরূপ যে ইন্দ্র স্বয়ং এখানে তপস্যা করেন ও সন্ত স্বামী ইন্দ্রপুরীকে মন্দির প্রতিষ্ঠার আদেশ দেন। পরবর্তীকালে তুকজী রাও হোলকর মন্দিরের পুনর্নির্মাণ করান।
ইতিহাস[সম্পাদনা]
জলবায়ু[সম্পাদনা]
রাজনীতি[সম্পাদনা]
নাগরিক পরিষেবা[সম্পাদনা]
অর্থনীতি[সম্পাদনা]
সংস্কৃতি[সম্পাদনা]
পরিবহণ[সম্পাদনা]
শিক্ষা[সম্পাদনা]
স্বাস্থ্য[সম্পাদনা]
ইন্দোর শহরে একান্নটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র ও বেশ কয়েকটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য হল -- এমওয়াই হাসপাতাল, বোম্বে হাসপাতাল, এসএআইএমএস, চৈতরাম হাসপাতাল, সিএইচএল হাসপাতাল, মেদান্ত, অ্যাপোলো, ভাসন, নবচেতনা পুনর্বাসন ও নেশামুক্তি কেন্দ্র প্রভৃতি।
২০১৮ খ্রীস্টাব্দের জাতীয় পরিবার-স্বাস্থ্য সর্বেক্ষণের প্রতিবেদন অনুযায়ী, শতকরা ৪৯% ইন্দোরবাসী নিরামিষাশী।
গণমাধ্যম[সম্পাদনা]
ক্রীড়া[সম্পাদনা]
পর্যটনস্থল[সম্পাদনা]
ভৌগোলিক উপাত্ত[সম্পাদনা]
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২২°৪৩′ উত্তর ৭৫°৫০′ পূর্ব / ২২.৭২° উত্তর ৭৫.৮৩° পূর্ব।[২] সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৫৪৬ মিটার (১৭৯১ ফুট)।
জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]
ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে ইন্দোর শহরের জনসংখ্যা হল ১,৯৬৪,০৮৬ জন।[৩] এর মধ্যে পুরুষ ৫৩% এবং নারী ৪৭%।
এখানে সাক্ষরতার হার ৮৫.৮৭%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৯.৯৫% এবং নারীদের মধ্যে এই হার ৮১.৪৮%। সারা ভারতের সাক্ষরতার হার ৭৯.৫%, তার চাইতে ইন্দোর এর সাক্ষরতার হার বেশি। এই শহরের জনসংখ্যার ১৩% হল ৬ বছর বা তার কম বয়সী।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ উদ্ধৃতি ত্রুটি: অবৈধ
<ref>
ট্যাগ;auto
নামের সূত্রের জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Indore"। Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০০৭।
- ↑ "আদমশুমারি ২০১১"। সংগ্রহের তারিখ জুলাই ১৬, ২০২০। https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | শিরোনাম = ভারতের ২০০১ সালের আদমশুমারি|ভাষা=en}}
![]() |
ভারতের মধ্য প্রদেশ রাজ্য বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |