ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেটার ও অধিনায়ক স্যার ফ্রাঙ্ক ওরেলের সম্মানে ট্রফিটির নামকরণ হয়েছে। টাই টেস্টের পর অস্ট্রেলীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড ও স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের গঠিত কমিশন সাবেক টেস্ট ক্রিকেটার ও পেশাদার অলঙ্কার ব্যবসায়ী আর্নি ম্যাককরমিক এ স্থায়ী ট্রফিটি তৈরি করেন।[৭][৮]
টাই টেস্টে ব্যবহৃত একটি ক্রিকেট বল ট্রফির নকশায় ব্যবহার করা হয়েছে।[৮][৯]বিশ্ব ক্রিকেট অঙ্গনে অ্যাশেজ সিরিজের ন্যায় ফ্রাঙ্ক ওরেল ট্রফিকে অন্যতম মর্যাদাকর স্থায়ী ট্রফিরূপে গণ্য করা হয়।
↑Chowdhury, Saj (২ এপ্রিল ২০০৩)। "Legend behind the Worrell Trophy"। BBC Sport। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)
↑"Obituary – Ernie McCormick"। Wisden Almanack। ১৯৯২। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৭।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)