কামভোজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঋষি কামভোজ বা কুম্ভোজ হল সংস্কৃত মহাকাব্য রামায়ণের একটি চরিত্র, যাকে ঋষি অগস্তির ঘনিষ্ঠ বন্ধু হিসাবে উপস্থাপিত করা হয়েছে। ঋষি অগস্তি ছিলেন ঋষি বশিষ্ঠের ভাই এবং দক্ষিণপাঠে একজন সন্ন্যাসী হিসেবে[১] বসবাস করছিলেন। রাম, লক্ষ্মণ এবং সীতা ঋষি কামভোজের আশ্রমে এসেছিলেন যখন তারা বনবাসের জন্য পঞ্চবটীর পথে যাচ্ছিলেন। আর এটি লঙ্কেশ্বর রাবণ কর্তৃক সীতাহরণের পূর্বের ঘটনা।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "indiangyan.com"indiangyan.com। ২৩ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৫