সুতপার ঠিকানা
সুতপার ঠিকানা | |
---|---|
পরিচালক | প্রসূন রহমান |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | প্রসূন রহমান |
কাহিনিকার | প্রসূন রহমান |
শ্রেষ্ঠাংশে |
|
বর্ণনাকারী | আসাদুজ্জামান নূর |
সুরকার | কুমার বিশ্বজিৎ |
চিত্রগ্রাহক | বায়েজিদ কামাল |
সম্পাদক | মাহফুজুল হক আশিক |
প্রযোজনা কোম্পানি | ইমেশন ক্রিয়েটর |
পরিবেশক | লেজার ভিশন (বাংলাদেশ) |
মুক্তি |
|
স্থিতিকাল | ১১৫ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
সুতপার ঠিকানা ২০১৫ সালের বাংলা যুদ্ধভিত্তিক-নাট্য চলচ্চিত্র।[১] বাংলাদেশের নারী জীবনের পটভূমিতে নির্মিত চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য রচনা এবং পরিচালনা করেছেন প্রসূন রহমান। চলচ্চিত্রে সুতপা নামে এক নারীর কিশোরী থেকে মধ্য বয়স পর্যন্ত বেড়ে ওঠা এবং জীবন সংগ্রামের কাহিনি দেখানো হয়েছে।[২] সুতপার জীবনের চারটি অধ্যায়ে সংগ্রামী নারী চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ।[৩] এছাড়াও অন্যান্য চরিত্রে ছিলেন শাহাদাত হোসাইন, সায়কা আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু এবং জয়ন্ত চট্টোপাধ্যায়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ইমেশন ক্রিয়েটরের প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি ২০১৫ সালের ৮ মে বাংলাদেশে মুক্তি পায়। হার ওন অ্যাড্রেস শিরোনামে চলচ্চিত্রটি এশিয়া, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।
শেষ্ঠাংশে
[সম্পাদনা]- অপর্ণা ঘোষ - সুতপা
- শাহাদাৎ হোসেন - সুতপার স্বামী
- সায়কা আহমেদ - সুতপার মা
- মাহমুদুল ইসলাম মিঠু - সুতপার বাবা
- জয়ন্ত চট্টোপাধ্যায় - সুতপার দাদা
- সরকার নাসরিন টুনটুনি - সুতপার দাদী
- এস এম মহসীন - বিশেষ উপস্থিতি
- সাঈদা মল্লিক মিঠু - দীপার মা
- খোরশেদ আলম - বিশেষ উপস্থিতি
- রাজীব সালেহীন
- রবি সিকদার - রাফিকুদ্দীন মোল্লা
- আনোয়ার হোসেন চৌধুরী - সুতপার ভাই
- জুনিয়া ডলি - সুতপার ননদ
- মীম চৌধুরী - দীপা
- নভিদ মুন্তাসীর - অপু
- সুদীপ বিশ্বাস - সুতপার সহযাত্রী
- কুমার নিবিড়
- প্রমিত রহমান
- আসাদুজ্জামান নূর - বর্ণনাকারী
নির্মাণ পরবর্তী
[সম্পাদনা]চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন কুমার বিশ্বজিৎ।[২]
মুক্তি
[সম্পাদনা]প্রদর্শনী
[সম্পাদনা]চলচ্চিত্রটির বেশকয়েকটি মুক্তিপূর্ব এবং মুক্তিপরবর্তী আনুষ্ঠানিক প্রদর্শনী হয়। ২০১৫ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ফিনিক্স চলচ্চিত্র উৎসবে এবং ডিসেম্বরে ভারতের ৪র্থ দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব চলচ্চিত্র বিভাগে,[৪] স্পেনের মার্বেলায় আই ফিল্মমেকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ও ইতালির লুমিয়ের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[৫] ২০১৬ সালের জানুয়ারি মাসে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা বিভাগে চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।[৬] একই বছরের মার্চে ইরানের আম্মার চলচ্চিত্র উৎসবে,[৭] এপ্রিলে যুক্তরাজ্যের লন্ডন বেঙ্গলি চলচ্চিত্র উৎসবে, এবং মে মাসে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব সাউথ এশিয়া উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।[৮] এছাড়াও বুলগেরিয়ার মেনার উৎসবে বিশ্বের ৪৬৫টি চলচ্চিত্রের মধ্যে নির্বাচিত ১৬টি চলচ্চিত্রের তালিকায় চলচ্চিত্রটি অন্তর্ভুক্ত।[৭]
চলচ্চিত্রটি মালয়েশিয়া এবং ব্রুনাইয়ের দুটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়।[৮]
বাণিজ্যিক মুক্তি
[সম্পাদনা]প্রাথমিকভাবে চলচ্চিত্রটি ২০১৫ সালের আন্তর্জাতিক নারী দিবসে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। যদিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রদত্ত অনুদানের দীর্ঘসূত্রিতার কারণে চলচ্চিত্রটি ৮ মে মাতৃ দিবসে বাংলাদেশের প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে মুক্তি দেয়া হয়।[২][৩][৯] ২০১৬ সালের মার্চে মালয়েশিয়ার গোল্ডেন স্ক্রিন সিনেমার ৪টি মাল্টিপ্লেক্সে বাণিজ্যিকভাবে মুক্তি পায় চলচ্চিত্রটি।[৮]
সমালোচকদের অভ্যর্থনা
[সম্পাদনা]সুতপার ঠিকানা সমালোচক, দর্শক এবং চলচ্চিত্র বোদ্ধাদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া লাভ করেছিল। এশিয়ান মুভি পালসের প্যানোস কোটজথানাসিস বলেন, "তার নিজের ঠিকানা" একটি দক্ষ আর্ট হাউস চলচ্চিত্র, যা বিনোদন ও সঙ্গীত এবং ঘোষের অভিনয়ের মাধ্যমে নারী জীবন সম্পর্কিত মূল বক্তব্যের অর্থবোধ সৃষ্টি করে।"[১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ফেরদৌসী, শবনম (১৩ মে ২০১৫)। "সুতপার ঠিকানা'য়"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০।
- ↑ ক খ গ "মা দিবসে পাওয়া যাবে 'সুতপার ঠিকানা'"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৭ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০।
- ↑ ক খ "ছাড়পত্র পেল 'সুতপার ঠিকানা'"। ৩ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সুতপার ঠিকানা দিল্লিতে"। জাগো নিউজ। ৬ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০।
- ↑ "দেশে দেশে সুতপার ঠিকানা"। ভোরের কাগজ। ৭ নভেম্বর ২০১৫। ২৯ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০।
- ↑ "চার উৎসবে 'সুতপার ঠিকানা'"। দৈনিক প্রথম আলো। ৩ নভেম্বর ২০১৫। ৩০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০।
- ↑ ক খ "ইরান ও বুলগেরিয়ায় 'সুতপার ঠিকানা'"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১০ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০।
- ↑ ক খ গ "লন্ডন ও টরন্টোতে 'সুতপার ঠিকানা'"। বাংলা ট্রিবিউন। ৭ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মা দিবসে 'সুতপার ঠিকানা'"। কালের কণ্ঠ। ৪ মে ২০১৫। ১২ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০।
- ↑ কোৎজথানাসিস, প্যানোস (৩ জানুয়ারি ২০২০)। "Film Review: Her Own Address aka Sutopar Thikana (2015) by Proshoon Rahmaan" (ইংরেজি ভাষায়)। এশিয়ান মুভি পালস। ৪ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- অলমুভিতে সুতপার ঠিকানা (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সুতপার ঠিকানা (ইংরেজি)
- রটেন টম্যাটোসে সুতপার ঠিকানা (ইংরেজি)