২০২১–২২ বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১–২২ বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
দেশবাংলাদেশ
তারিখ৩ ডিসেম্বর ২০২১ – মার্চ ২০২২[১]
মাঠ৬৪
দল৬৪
চ্যাম্পিয়নবাংলাদেশ সেনাবাহিনী (৫ম শিরোপা)
রানার্স-আপচট্টগ্রাম জেলা
ম্যাচ খেলেছে১৪৪
গোল সংখ্যা৩৯৪ (ম্যাচ প্রতি ২.৭৪টি)
২০২২–২৩ →
সকল পরিসংখ্যান ৫ জানুয়ারি ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।

২০২১-২২ বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ এটি বাংলাদেশের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ২৫তম আসর। বাংলাদেশের শীর্ষক প্রতিযোগিতাটি জেলাসমূহ এবং সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী দলগুলির জন্য প্রতিযোগিতা।[২] এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক সংগঠিত ও আয়োজক করেছিলো।[৩] টুর্নামেন্টে দেশব্যাপী মোট ৭৮টি দল প্রতিযোগী অংশগ্রহণ করেছিলো। টুর্নামেন্টের বিন্যাসটি এই সংস্করণে পরিবর্তিত হয়েছিল কারণ এটি আর শীর্ষ বিভাগের লিগ নয় এবং ১৩ বছর পরে আবার শুরু হচ্ছে।[৩][৪]

২০২০ বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে বাংলাদেশ সেনাবাহিনী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়।

অংশগ্রহণকারী দল[সম্পাদনা]

৬৪টি প্রতিযোগী দলকে আটটি অঞ্চলে ভাগ করা হয়।

পদ্মা অঞ্চল মেঘনা অঞ্চল যমুনা অঞ্চল শীতলক্ষ্যা অঞ্চল ব্রহ্মপুত্র অঞ্চল সুরমা অঞ্চল চিত্রা অঞ্চল বুড়িগঙ্গা অঞ্চল
  1. ঢাকা জেলা
  2. নারায়ণগঞ্জ জেলা
  3. মুন্সিগঞ্জ জেলা
  4. ফরিদপুর জেলা
  5. রাজবাড়ী জেলা
  6. মাদারীপুর জেলা
  7. কুমিল্লা জেলা
  8. শরীয়তপুর জেলা
  1. টাঙ্গাইল জেলা
  2. গাজীপুর জেলা
  3. শেরপুর জেলা
  4. মানিকগঞ্জ জেলা
  5. ময়মনসিংহ জেলা
  6. নেত্রকোনা জেলা
  7. জামালপুর জেলা
  8. সিরাজগঞ্জ জেলা
  1. নোয়াখালী জেলা
  2. ফেনী জেলা
  3. লক্ষ্মীপুর জেলা
  4. বান্দরবান জেলা
  5. কক্সবাজার জেলা
  6. খাগড়াছড়ি জেলা
  7. রাঙ্গামাটি জেলা
  8. চট্টগ্রাম জেলা
  1. বগুড়া জেলা
  2. জয়পুরহাট জেলা
  3. চাঁপাইনবাবগঞ্জ জেলা
  4. পাবনা জেলা
  5. নওগাঁ জেলা
  6. রাজশাহী জেলা
  7. নাটোর জেলা
  8. কুষ্টিয়া জেলা
  1. গাইবান্ধা জেলা
  2. কুড়িগ্রাম জেলা
  3. ঠাকুরগাঁও জেলা
  4. দিনাজপুর জেলা
  5. নীলফামারী জেলা
  6. রংপুর জেলা
  7. পঞ্চগড় জেলা
  8. লালমনিরহাট জেলা
  1. সুনামগঞ্জ জেলা
  2. সিলেট জেলা
  3. হবিগঞ্জ জেলা
  4. মৌলভীবাজার জেলা
  5. নরসিংদী জেলা
  6. চাঁদপুর জেলা
  7. কিশোরগঞ্জ জেলা
  8. ব্রাহ্মণবাড়িয়া জেলা
  1. ঝালকাঠি জেলা
  2. বরগুনা জেলা
  3. পটুয়াখালী জেলা
  4. ভোলা জেলা
  5. পিরোজপুর জেলা
  6. বরিশাল জেলা
  7. বাগেরহাট জেলা
  8. সাতক্ষীরা জেলা
  1. যশোর জেলা
  2. খুলনা জেলা
  3. নড়াইল জেলা
  4. মেহেরপুর জেলা
  5. চুয়াডাঙ্গা জেলা
  6. গোপালগঞ্জ জেলা
  7. মাগুরা জেলা
  8. ঝিনাইদহ জেলা

বিন্যাস[সম্পাদনা]

৬৪টি জেলা ফুটবল দল, তিনটি সার্ভিস টিম, ছয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়, পাঁচটি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান টুর্নামেন্টে অংশ নেবে। অংশগ্রহণকারীদের পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষ্যা, ব্রহ্মপুত্র, সুরমা, চিত্রা ও বুড়িগঙ্গা নামে আটটি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে সুরমা বাদে আটটি দল রয়েছে, যাতে সাতটি দল রয়েছে।[৫] প্রতিটি জোনে নকআউট ম্যাচ থাকবে যা হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে। প্রথম রাউন্ডে, প্রতিটি জোনের একটি জোড়া দল একে অপরের সাথে খেলবে যা চারটি বিজয়ী নির্ধারণ করবে। দ্বিতীয় পর্বে, প্রতিটি জোনের চারজন বিজয়ী জোনাল সেমিফাইনাল খেলবে। তৃতীয় পর্বে সেমি-ফাইনালের বিজয়ী দল জোনাল ফাইনালে একে অপরের মুখোমুখি হবে। প্রতিটি জোন থেকে আসা চ্যাম্পিয়ন চূড়ান্ত পর্বের জন্য যোগ্যতা অর্জন করবে।[৬]

শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় এবং পরিষেবা দলগুলির প্রতিনিধিত্বকারী দলগুলি - মোট ১৫টি দল - সেবা জোনে চারটি গ্রুপে বিভক্ত।[৭] এই অঞ্চলের দলগুলো রাউন্ড-রবিন প্রতিযোগিতা ভিত্তিতে খেলবে। সেবা জোনের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল ফাইনাল রাউন্ডে আটটি জোনাল চ্যাম্পিয়নের সঙ্গে যোগ দেবে।[৮]

চ্যাম্পিয়নশিপ পর্ব[সম্পাদনা]

চ্যাম্পিয়নশিপ পর্বে দশটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে: আটটি জোন থেকে বিজয়ী দল।

যোগ্যতা অর্জনকারী দল[সম্পাদনা]

দল যোগ্যতা অর্জন জোন অবস্থান তথ্যসূত্র
পদ্মা
মেঘনা
চট্টগ্রাম জেলা যমুনা চট্টগ্রাম
কুষ্টিয়া জেলা শীতলক্ষ্যা কুষ্টিয়া
ব্রহ্মপুত্র
সুরমা
চিত্রা
বুড়িগঙ্গা

পরিসংখ্যান[সম্পাদনা]

গোলদাতা[সম্পাদনা]

এই প্রতিযোগিতায় ১৪৪টি ম্যাচে ৩৯৪টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.৭৪টি গোল (৫ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী)।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Nat 'l football C' ships back after 13 years"The Daily Star। ১ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২১ 
  2. "বৃহৎ পরিসরে শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ"Offside Bangladesh (Bengali ভাষায়)। ২৫ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২১ 
  3. "Nat 'l football c' ship from Jan 17"The Daily Star। ২৮ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০২১ 
  4. "Bangabandhu National Championship kick off 3 December 2021"Bangladesh Football Federation। ২ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২১ 
  5. "বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের পৃষ্ঠপোষক ওয়ালটন"। m.mzamin.com। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২১ 
  6. প্রতিবেদক, ক্রীড়া (২০২০-০১-২১)। "বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে বগুড়া"। risingbd.com। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২১ 
  7. "বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ১৭ জানুয়ারি থেকে শুরু"The Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২১ 
  8. "বঙ্গবন্ধু ফুটবল চ্যাম্পিয়নশিপ"Jugantor। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০২১