২০১৯ বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৯ বঙ্গমাতা অনূর্ধ্ব–১৯ নারী গোল্ডকাপ
বিবরণ
স্বাগতিক দেশবাংলাদেশ বাংলাদেশ
তারিখ২২ এপ্রিল – ৩ মে ২০১৯
দল৬ (১টি কনফেডারেশন থেকে)
মাঠ
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়ন বাংলাদেশ  লাওস (১ম শিরোপা)
পরিসংখ্যান
ম্যাচ
গোল সংখ্যা৩৩ (ম্যাচ প্রতি ৪.১৩টি)
দর্শক সংখ্যা৩৪,৫৯২ (ম্যাচ প্রতি ৪,৩২৪ জন)
শীর্ষ গোলদাতালাওস এমএস পে ফোমফাকডি (৮টি গোল)
সেরা খেলোয়াড়বাংলাদেশ সানজিদা আক্তার
সেরা গোলরক্ষকবাংলাদেশ মাহমুদা আক্তার
২০২০ →
সর্বশেষ হালনাগাদ: ২৩ এপ্রিল ২০১৯

২০১৯ বাঙ্গামাতা অনূর্ধ্ব–১৯ নারী গোল্ডকাপ হল বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক যুব নারী ফুটবল টুর্নামেন্ট। এটি বঙ্গমাতা অ–১৯ আন্তর্জাতিক নারী গোল্ডকাপের প্রথম সংস্করণ।[১] ঘূর্ণিঝড় ফণীর কারণে এই আসরের ফাইনাল বাতিল করা হয় ও বাংলাদেশ-লাওসকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

ড্র[সম্পাদনা]

১২ মার্চ ২০১৯ তারিখে ঢাকার সোনারগাঁওয়ে হোটেল প্যান প্যাসিফিকে ড্র অনুষ্ঠিত হয়। ছয়টি দলকে দুটি গ্রুপে মধ্যে বিভক্ত করা হয়। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল নকআউট পর্যায়ে যোগ্যতা অর্জন করে।

ভেন্যু[সম্পাদনা]

গ্রুপ পর্বে ৯টি ম্যাচ অনুষ্ঠিত হয়, সেমি ফাইনাল খেলা হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে। স্টেডিয়ামটিতে ৩৬,০০০ হাজার আসনধারণ ক্ষমতা রয়েছে।

অংশগ্রহণকারী দল[সম্পাদনা]

দেশ
 বাংলাদেশ
 সংযুক্ত আরব আমিরাত
 মঙ্গোলিয়া
 লাওস
 কিরগিজস্তান
 তাজিকিস্তান

গ্রুপ পর্ব[সম্পাদনা]

গ্রুপ এ[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 লাওস ১১ +১১ সেমি-ফাইনালে উন্নীত
 মঙ্গোলিয়া −২
 তাজিকিস্তান −৯
উৎস: bff.com.bd
 তাজিকিস্তান০–৩ মঙ্গোলিয়া
প্রতিবেদন
  • গোল ১৩' উন্দ্রাল টুভিশিনজারগাল
  • গোল ২৮' এঙ্খমার্গাড এঙ্খবাটার
  • গোল ৬৯' ডেল্গোরজায়া ন্যামসুরেন
দর্শক সংখ্যা: ৪,৩১৬
রেফারি: মিজানুর রহমান (বাংলাদেশ)

 মঙ্গোলিয়া০–৫ লাওস
প্রতিবেদন
  • গোল ২'৫০' এমএস পে ফোমফাকডি
  • গোল ১৩'৩২' অপহতশালা
  • গোল ৮২' সাইসামনে
দর্শক সংখ্যা: ১,৩২৯
রেফারি: মাহমুদ আল-মাজারাফি (ওমান)

 লাওস৬–০ তাজিকিস্তান
  • এমএস পে ফমফকডি গোল ৪'৩৭'
  • অনুতা চান্থীথং গোল ২৫' (পে.)
  • সাইসামনে ইন্থফোনে গোল ৭৫'৯০'
  • ফয়জুলেভা মার্জনা গোল ৯০+৪' (আ.গো.)
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ১,৯৪২
রেফারি: জাইদ থামের মহম্মদ (ইরাক)

গ্রুপ বি[সম্পাদনা]

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 বাংলাদেশ +৩ সেমি-ফাইনালে উন্নীত
 কিরগিজস্তান
 সংযুক্ত আরব আমিরাত −৩
উৎস: bff.com.bd
 বাংলাদেশ২-০ সংযুক্ত আরব আমিরাত
বাফুফে
দর্শক সংখ্যা: ৯,৪১৪
রেফারি: আব্দেল আকেল (জর্ডান)

 সংযুক্ত আরব আমিরাত১–২ কিরগিজস্তান
  • শাহেদ খালেদ আলজারকান গোল ৩৯'
প্রতিবেদন
  • গোল ৬' ব্রোনবেকোভা আইজহান
  • গোল ১৮' ইরিসবেক কাইযু কেনজহেবুবু
দর্শক সংখ্যা: ১,৬৭১
রেফারি: আই. আলম (বাংলাদেশ)

 বাংলাদেশ২–১ কিরগিজস্তান
প্রতিবেদন
  • গোল ৬৯' যাইরিনা
দর্শক সংখ্যা: ৪,২২০
রেফারি: শেন ইনহাও (চীন)

নকআউট পর্যায়[সম্পাদনা]

বন্ধনী[সম্পাদনা]

 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
২৯ এপ্রিল ২০১৯ - ঢাকা
 
 
 লাওস
 
৩ মে ২০১৯ - ঢাকা
 
 কিরগিজস্তান
 
 লাওস
 
৩০ এপ্রিল ২০১৯ - ঢাকা
 
 বাংলাদেশ
 
 বাংলাদেশ
 
 
 মঙ্গোলিয়া
 

সেমি-ফাইনাল[সম্পাদনা]

 লাওস৭–১ কিরগিজস্তান
  • এমএস পে ফোমফাকডি গোল ৯'২১'৮৬'৮৯' (পে.)
  • মনথিপ সিসাকেথ গোল ৭৪'
  • ভাডি ইন্থিয়া গোল ৫৭'
  • ভংসিংখাম গোল ৯০+২'
প্রতিবেদন
  • গোল ৪৩' এইতুর্গান
দর্শক সংখ্যা: ২,৩০০
রেফারি: সরকার অসিত কুমার (ভারত)

ফাইনাল[সম্পাদনা]

ঘূর্ণিঝড় ফণীর কারণে ফাইনাল বাতিল করা হয় ও বাংলাদেশ-লাওসকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। [২]

গোলদাতা[সম্পাদনা]

এই প্রতিযোগিতায় ৮টি ম্যাচে ৩৩টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ৪.১৩টি গোল।

৮টি গোল

  • লাওস এমএস পে ফোমফাকডি

৪টি গোল

  • লাওস সাইসামনে ইন্থফোনে

২টি গোল

১টি আত্মঘাতী গোল

  • লাওস ফয়জুলেভা মার্জনা (তাজিকিস্তানের বিপক্ষে)

সম্প্রচার[সম্পাদনা]

এলাকা টিভি
বাংলাদেশ আরটিভি [৩]

স্পনসরশিপ[সম্পাদনা]

স্থানীয় ক্রীড়া বিপণন সংস্থা কে-স্পোর্টস, টুর্নামেন্টের এই সংস্করণের স্বত্ব কিনে নিয়েছে এবং সমস্ত ব্যয় সরবরাহ করবে। [৪]

সহ-স্পনসরগণ হল:

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯ 
  2. "ফণীর কারণে বাতিল ফাইনাল, বাংলাদেশ-লাওস যৌথ চ্যাম্পিয়ন"bangla.bdnews24.com। ৩ মে ২০১৯। ২০ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৯ 
  3. http://www.dailynayadiganta.com/sports/387994/ বঙ্গমাতা-ফুটবল-সম্প্রচার-করবে-আরটিভি
  4. https://www.dhakatribune.com/sport/football/2019/01/16/bff-ties-with-k-sports-for-bangamata-u-19-gold-cup