বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Adib5271

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ফেব্রুয়ারি, ২০১২

[সম্পাদনা]

উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। যদিও যে-কেউ এখানে গঠনমূলক সম্পাদনা করতে পারেন, কিন্তু কমপক্ষে আপনার সাম্প্রতিক একটি সম্পাদনা গঠনমূলক হিসেবে বিবেচিত হয়নি এবং তা বাতিল করা হয়েছে। অনুগ্রহপূর্বক যে-কোনো প্রকারের পরীক্ষামূলক সম্পাদনার জন্য খেলাঘর ব্যবহার করুন। সেই সাথে বিশ্বকোষীয় ও কোনো গঠনমূলক সম্পাদনার জন্য আমাদের স্বাগত পাতাটিও পড়ে নিন। ধন্যবাদ। বেলায়েত (আলাপ | অবদান) ১৭:০৩, ২৭ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

403 Error : জবাব!

[সম্পাদনা]

প্রিয় আদিব, 403: User account expired যে এররটি দেখাচ্ছে, সেটা toolserver.org-এ, উইকিপিডিয়াতে নয়। সেখানে ম্যাসেজেই একটা ইমেইল ঠিকানা আছে, soxred93 [at] toolserver [dot] org (soxred93@toolserver.org); যেহেতু আপনি ভুলবশত সমস্যাটির সম্মুখিন হয়েছেন, এই ঠিকানায় ইমেইল করে সমাধান চাইতে পারেন। সমস্যাটা গ্লোবালি হচ্ছে কিনা জানিনা, অন্তত আপনি, সুব্রতদা এবং আমারও হচ্ছে। এই ঠিকানায় ইমেইল করে সমাধান চেয়ে কোনো সমাধান হয়তো পেতে পারেন।
আপনি যে বলছেন - অন্য ব্যবহারকারীরা কী নিবন্ধ প্রণয়ন বা কোন কোন নিবন্ধে সম্পাদনা করেছেন, আমি আগে নিবন্ধ প্রণয়ন করেছি, কোন নিবন্ধে সম্পাদনা করেছি, কিছুই দেখতে পারছি না। উইকিপিডিয়ায় কাজ ব্যাহত হচ্ছে। —তা আসলে ঠিক নয়। এরজন্য আপনার উইকিপিডিয়ায় কাজ ব্যহত হবার কথা নয়। হয়তো সাময়িকভাবে আপনি বিভিন্ন পরিসংখ্যান দেখতে পাচ্ছেন না মাত্র, আশা করি সেটা সাময়িকই হবে। পরিসংখ্যানের চিন্তা না করে আমরা বরং কাজ এগিয়ে নিতে থাকি। ততক্ষণে যদি মেইলটা কোনো কাজে আসে। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৫৭, ৪ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

Talkback

[সম্পাদনা]
সুপ্রিয়, Adib5271। Jayantanth-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৭:১০, ৪ মার্চ ২০১২ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।উত্তর দিন

--জয়ন্ত (আলাপ - অবদান) ১৭:১০, ৪ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

রয়েল সোসাইটি দ্রুত অপসারণ

[সম্পাদনা]

রয়েল সোসাইটি নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। অন্যথায় ট্যাগ লাগানোর দশ দিন পর এই পাতাটি অপসারণ বা একীকরণ করা হবে।

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার নীতি অনুসারে নয়। অনুগ্রহ করে উইকিপিডিয়ার নিবন্ধের জন্য প্রণীত সাধারণভাবে গ্রহণযোগ্য নীতিমালাটি দেখুন, এবং আপনি চাইলে আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের প্রতি আপত্তি জানাতে পারেন। সেই সাথে ব্যাখ্যা করুন কেন আপনি বিশ্বাস করেন যে, এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{আপত্তি}} ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনার যুক্তি প্রদান করার অনুরোধ করা হচ্ছে। তবে অনুগ্রহ করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৭:৪১, ১২ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন


আইজাক নিউটনের শেষ জীবন নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। অন্যথায় ট্যাগ লাগানোর দশ দিন পর এই পাতাটি অপসারণ বা একীকরণ করা হবে।

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার নীতি অনুসারে নয়। অনুগ্রহ করে উইকিপিডিয়ার নিবন্ধের জন্য প্রণীত সাধারণভাবে গ্রহণযোগ্য নীতিমালাটি দেখুন, এবং আপনি চাইলে আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের প্রতি আপত্তি জানাতে পারেন। সেই সাথে ব্যাখ্যা করুন কেন আপনি বিশ্বাস করেন যে, এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{আপত্তি}} ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনার যুক্তি প্রদান করার অনুরোধ করা হচ্ছে। তবে অনুগ্রহ করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন।  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:০২, ১৭ মার্চ ২০১২ (ইউটিসি)উত্তর দিন

নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পে আপনার মতামত প্রয়োজন

[সম্পাদনা]

প্রিয় অবদানকারী,

বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারী বৃদ্ধি ও নতুন ব্যবহারকারীদের জন্য সম্পাদনার পরিবেশ উন্নয়নের উদ্দেশ্য উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্প সফল করতে আপনার মতামত প্রয়োজন। ইতিমধ্যেই কিছু ব্যবহারকারী তাঁদের মতামত জানিয়েছেন। তাঁদের মতামতের প্রেক্ষিতে আমরা একটি সারকথায় উপনীত হয়েছি, যা এখানে পাওয়া যাবে

সেই সাথে সুনিশ্চিতভাবে কতোগুলো বিষয় নির্ধারণ করার উদ্দেশ্যে আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। অনুগ্রহ করে এই আইডিয়াগুলোর ওপর আপনার মতামত প্রদানসহ ঐ পাতায় উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর প্রদান করে আমাদের এই প্রকল্পটি এগিয়ে নিতে সহায়তা করুন। বাংলা উইকিপিডিয়ার একজন সক্রিয় অবদানকারী হিসেবে আপনার মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই সাথে এই প্রকল্প সম্পর্কিত যে-কোনো জিজ্ঞাসায় নিঃসঙ্কোচে আমার আলাপ পাতায় বার্তা রাখুন। এছাড়াও tanvir@wikimedia.org ঠিকানায় আমাকে ই-মেইলও করতে পারেন। আপনাদের সবার অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হোক ও দ্রুত গতিতে এগিয়ে যাক! — তানভির রহমানআলাপ১০:২০, ৩ জুন ২০১২ (ইউটিসি)উত্তর দিন

Nomination of কথোপকথন for deletion

[সম্পাদনা]

A discussion is taking place as to whether the article কথোপকথন is suitable for inclusion in Wikipedia according to Wikipedia's policies and guidelines or whether it should be deleted.

The article will be discussed at Wikipedia:Articles for deletion/কথোপকথন until a consensus is reached, and anyone is welcome to contribute to the discussion. The nomination will explain the policies and guidelines which are of concern. The discussion focuses on high-quality evidence and our policies and guidelines.

Users may edit the article during the discussion, including to improve the article to address concerns raised in the discussion. However, do not remove the article-for-deletion template from the top of the article.  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৪৭, ২৬ আগস্ট ২০১২ (ইউটিসি)উত্তর দিন

তবে তা-ই হোক...

[সম্পাদনা]

যা মুছে ফেলেছেন, আমরাও চাই তা মুছে যাক। আপনার কাজের উন্নতি হয়েছে এজন্য আপনাকে অভিনন্দন। নতুন তৈরি করা নিবন্ধগুলোর কলেবর এবং মান বাড়ছে। আপনার কাজের মধ্যেও সৌন্দর্য্য এসেছে। শুধু তথ্যসূত্র সংক্রান্ত বিষয়ে একটু সুন্দর করে গুছিয়ে দিতে হবে। এটা একটু দেখে নেয়ার অনুরোধ। তাছাড়া শুধু cite web নয়, খবরের জন্য আছে citenews, আছে citejournal, বইয়ের জন্য আছে citebook - আপনি এর যেকোনোটি ব্যবহার করতে পারেন, যেখানে যেটা প্রযোজ্য। কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে বা যে-কাউকে জিজ্ঞাসা করে জেনে নিন, কিন্তু ভুল পথে পা না বাড়ালে ভালো হয়। মাকসুদুল আলম‎ নিবন্ধে URL এমনকি নিবন্ধের শিরোনামও ভুল দিয়েছিলেন। এগুলোতে একটু যত্নবান হওয়া দরকার বোধ করি। কাজ ভালো হচ্ছে, আরেকটু যত্নবান হলেই হয়ে যাবে, ইনশাল্লাহ। ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:২৯, ২২ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

এইটি যদি আপনার তৈরি করা উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধ হয়ে থাকে,তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

এলসভিয়ার নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের প্রস্তাব করা হয়েছে। কারণ এটি একটি খালি পাতা। এই ভুক্তিটিতে পর্যাপ্ত বাক্য নেই, অর্থাৎ এটি উইকিপিডিয়ার নিবন্ধের ন্যূনতম দৈর্ঘ্য পর্যন্ত পৌঁছেনি। অনুগ্রহপূর্বক নিবন্ধটিতে পর্যাপ্ত পরিমাণ (সাধারণত মূল নিবন্ধে দুই অনুচ্ছেদবিশিষ্ট, বা ১৫০ শব্দ, বা ১,২০০ অক্ষরবিশিষ্ট লেখাকে অসম্পূর্ণ হিসেবে গ্রহণ করা হয়) লেখা যোগ করার মাধ্যমে এটিকে কমপক্ষে অসম্পূর্ণ পর্যায়ে উন্নীত করুন। এখানে নিবন্ধ পাতায় থাকা আরও দেখুন, তথ্যসূত্র, বহিঃসংযোগ, বিষয়শ্রেণী, টেমপ্লেট ইত্যাদি মূল নিবন্ধের অংশ বিসাবে বিবেচনা করা হচ্ছে না। আরও একটি বিষয় লক্ষ্য রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং তথ্যসূত্র হিসাবে নির্ভরযোগ্য উৎস ব্যবহার করতে হবে যেন অন্যরা সেটি যাচাই করতে পারে।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারনের আপত্তি জানাতে "দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন" লেখা লেবেলের উপর ক্লিক করুন। এইটি করার ফলে আপনার কাছে একটি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, যেখানে আপনি ব্যাক্ষ্যা করুন, কেনো নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি । আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায়আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন।  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:০৭, ১২ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

ছোট ছোট নিবন্ধ

[সম্পাদনা]

অনুগ্রহ করে ছোট ছোট এক দুই লাইনের নিবন্ধ তৈরি করবেন না। নিবন্ধে অন্তত এক প্যারা লেখা যোগ করুন। এ ধরনের দুই এক লাইনের নিবন্ধ উইকিপিডিয়া মান উন্নয়ন না করে বরং তা পাঠকের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই অনুগ্রহ করে নতুন করে নিবন্ধ তৈরি না করে আগে আপনার তৈরি করা ছোট নিবন্ধগুলোর মানোন্নয়ন করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:১৭, ১৯ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে আবারও অনুরোধ করছি, ছোট ছোট এক দুই লাইনের নিবন্ধ তৈরি করবেন না। আপনি যদি আর কোন নতুন ছোট নিবন্ধ তৈরি করেন তাহলে আপনাকে উইকিপিডিয়া সম্পাদনা করা থেকে বিরত রাখতে বাঁধা প্রদান করা হতে পারে। অনুগ্রহ করে আপনার তৈরি করা নিবন্ধগুলো সম্প্রসারণ করুন, নতুবা নিবন্ধগুলোও মুছে ফেলা হতে পারে। অনুগ্রহ করে গঠনমূলক সম্পাদনা করুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:০৫, ১৩ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

লাল লিংককে নীল করার জন্য আগে নিবন্ধ প্রণয়ন করছি। দ্রুতই মানোন্নয়নের কাজে হাত দিতে যাচ্ছি। ভুল বুঝবেন না। দয়া করে এটাকে ধ্বংসপ্রবণতার আওতায় ফেলবেন না।Adib5271 (আলাপ) ১৫:১২, ১৩ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

নিরলস অবদানের স্বীকৃতি

[সম্পাদনা]
নিরলস অবদানের জন্য পদক
বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত ভাবে নোবেল বিজয়ীদের নিবন্ধ যোগ করায় ব্যবহারকারী Adib5271 কে এই পদক দেয়া হল। --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৮:০০, ৩১ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী

[সম্পাদনা]

অনুগ্রহ করে, নিবন্ধ তৈরির পরে নিবন্ধটিতে বিষয়শ্রেণী যোগ করুন। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১৩:৩৪, ১২ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

Nomination of ইউনিলিভার for deletion

[সম্পাদনা]

A discussion is taking place as to whether the article ইউনিলিভার is suitable for inclusion in Wikipedia according to Wikipedia's policies and guidelines or whether it should be deleted.

The article will be discussed at Wikipedia:Articles for deletion/ইউনিলিভার until a consensus is reached, and anyone is welcome to contribute to the discussion. The nomination will explain the policies and guidelines which are of concern. The discussion focuses on high-quality evidence and our policies and guidelines.

Users may edit the article during the discussion, including to improve the article to address concerns raised in the discussion. However, do not remove the article-for-deletion template from the top of the article. বেলায়েত (আলাপ | অবদান) ১৭:০৯, ৩০ মার্চ ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

ছোট ছোট নিবন্ধ

[সম্পাদনা]

আদিব,আপনাকে বারবার বলা , ছোট ছোট এক দুই লাইনের নিবন্ধ তৈরি করবেন না। এ ধরনের দুই এক লাইনের নিবন্ধ উইকিপিডিয়া মান উন্নয়ন না করে বরং তা পাঠকের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই অনুগ্রহ করে নতুন করে নিবন্ধ তৈরি না করে আগে আপনার তৈরি করা ছোট নিবন্ধগুলোর মানোন্নয়ন করুন। নতুবা নিবন্ধগুলোও মুছে ফেলা হতে পারে। -যুদ্ধমন্ত্রী (আলাপ) ১১:২৮, ৭ জুন ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

বন্ধুসভা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

A discussion is taking place as to whether the article বন্ধুসভা is suitable for inclusion in Wikipedia according to উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী or whether it should be deleted.

The article will be discussed at উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বন্ধুসভা until a consensus is reached, and anyone is welcome to contribute to the discussion. The nomination will explain the policies and guidelines which are of concern. The discussion focuses on high-quality evidence and our policies and guidelines.

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি অপসারন করবেন না। যুদ্ধমন্ত্রী (আলাপ) ১০:৩৫, ১২ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

July 2013

[সম্পাদনা]

উইকিপিডিয়ায় স্বাগতম। A page you recently created, বন্ধুসভা, may not conform to some of Wikipedia's guidelines for new pages, so it will be removed shortly (if it hasn't been already). Please use the sandbox for any tests, and consider using the Article Wizard. For more information about creating articles, you may want to read Your first article. You may also want to read our introduction page to learn more about contributing. Thank you.টেমপ্লেট:Z43 বেলায়েত (আলাপ | অবদান) ০৭:৩৭, ১৪ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

পুরনো পরামর্শ

[সম্পাদনা]

আপনার তৈরি করা নিবন্ধগুলো মাঝে বেশ ভালো হয়েছিল, কিন্তু সাম্প্রতিক নিবন্ধগুলো সেই ছোট নিবন্ধের কাতারে দাঁড়াচ্ছে। আপনার নিবন্ধগুলোতে আরও কিছু তথ্য যোগ করার সুযোগ রয়েছে। আমার পুরনো পরামর্শ স্মরণ করার অনুরোধ রইলো।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:৩০, ২৬ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

আদিব, আবারো আপনাকে বিরক্ত করতে হচ্ছে, এজন্য দুঃখিত। ছোট নিবন্ধ বিষয়ে, আপনার পুরোনো মন্তব্য মনে করিয়ে দিচ্ছি, লাল লিংককে নীল করার জন্য আগে নিবন্ধ প্রণয়ন করছি। দ্রুতই মানোন্নয়নের কাজে হাত দিতে যাচ্ছি। ভুল বুঝবেন না। দয়া করে এটাকে ধ্বংসপ্রবণতার আওতায় ফেলবেন না। দয়া করে নিজের মন্তব্যের প্রতি শ্রদ্ধাশীল হোন। সর্বশেষ বেলায়েত ভাই আপনাকে বলার পরও আপনি আরো দুই/তিনটি নিবন্ধ তৈরি করেছেন। যেগুলো দুই/তিন লাইন করে। আপনি কারো কথাতেই কর্ণপাত করছেন না। দয়া করে, উইকিতে গঠনমূলক অবদান রাখার চেষ্ঠা করুন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:১৪, ২৬ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

কথোপকথন নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

A tag has been placed on কথোপকথন requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section A1 of the criteria for speedy deletion, because it is a very short article providing little or no context to the reader. Please see Wikipedia:Stub for our minimum information standards for short articles. Also please note that articles must be on notable subjects and should provide references to reliable sources that verify their content.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৪:০৯, ২৬ জুলাই ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

দুই লাইনের নিবন্ধ প্রসঙ্গে।

[সম্পাদনা]

আদিব ভাই, আপনাকে শেষবার বলছি দয়া করে দুই/এক লাইনের নিবন্ধ তৈরি বন্ধ করুন। এরকম করতে থাকলে পরবর্তীতে আপনার বিষয়ে প্রশাসকদের আলোচনাসভাতে একটি আলোচনার সূত্রপাত করতে হবে। এমনতো নয় যে, আপনি যে সকল বিষয়ে নিবন্ধ তৈরি করছেন তাদের সম্পর্কে তথ্য সহজলভ্য নয়। আপনার তৈরি নিবন্ধের বিষয়ে নেটে প্রচুর তথ্য রয়েছে। এছাড়া ইংরেজি উইকিতেও প্রচুর তথ্য রয়েছে। দুই/তিন প্যারা যোগ করা খুব কঠিন কাজ নয়। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০০:২২, ৩ আগস্ট ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

প্রবেশদ্বার প্রসঙ্গে

[সম্পাদনা]

শুভেচ্ছা নিন। আপনার অবদান অবিস্মরণীয়। আপনি নিবন্ধ লেখার পর কষ্ট করে সেই নিবন্ধের প্রবেশদ্বার টেমপ্লেটটি যুক্ত করে দিয়েন। যেটার প্রবেশদ্বার থাকবেনা সেটাও দিয়েন। পরবর্তীতে তৈরি করে দিব। ধন্যবাদ।(Mohd. Toukir Hamid (আলাপ) ১৫:৪০, ৩১ আগস্ট ২০১৩ (ইউটিসি))উত্তর দিন

পিৎজা হাট নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

A tag has been placed on পিৎজা হাট requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section A1 of the criteria for speedy deletion, because it is a very short article providing little or no context to the reader. Please see Wikipedia:Stub for our minimum information standards for short articles. Also please note that articles must be on notable subjects and should provide references to reliable sources that verify their content.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। নাসির খান সৈকতআলাপ ১২:৪৭, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

জন চার্লস পোলানি নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

A tag has been placed on জন চার্লস পোলানি requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section A1 of the criteria for speedy deletion, because it is a very short article providing little or no context to the reader. Please see Wikipedia:Stub for our minimum information standards for short articles. Also please note that articles must be on notable subjects and should provide references to reliable sources that verify their content.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। নাসির খান সৈকতআলাপ ১৬:৪২, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

জেমস ব্যাচেলার সামনার নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

A tag has been placed on জেমস ব্যাচেলার সামনার requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section A1 of the criteria for speedy deletion, because it is a very short article providing little or no context to the reader. Please see Wikipedia:Stub for our minimum information standards for short articles. Also please note that articles must be on notable subjects and should provide references to reliable sources that verify their content.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। নাসির খান সৈকতআলাপ ১৬:৪২, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

চার্লস কে. কাও নিবন্ধটির মান উন্নয়ন প্রসঙ্গে

[সম্পাদনা]

উইকিপিডিয়াতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রায় ৩৫ দিন আগে আপনি চার্লস কে. কাও নিবন্ধটি মান উন্নয়নের কাজ শুরু করেন, এবং কাজ চলছে টেমপ্লেট যুক্ত করেছেন। কিন্তু গত ৩৫ দিনে আপনি এই নিবন্ধ কোন ধরনের সম্পাদনা করেননি।

নিবন্ধটিতে পর্যাপ্ত তথ্য সংযোজনের পর দ্রুত কাজ চলছে টেমপ্লেটটি অপসারনের অনুরোধ করছি। --নাসির খান সৈকতআলাপ ১৭:১৪, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

থ্রি ইডিয়টস নিবন্ধটির মান উন্নয়ন প্রসঙ্গে

[সম্পাদনা]

উইকিপিডিয়াতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রায় ৩৮ দিন আগে আপনি থ্রি ইডিয়টস নিবন্ধটি মান উন্নয়নের কাজ শুরু করেন, এবং কাজ চলছে টেমপ্লেট যুক্ত করেছেন। কিন্তু গত ৩৮দিনে আপনি এই নিবন্ধ কোন ধরনের সম্পাদনা করেননি।

নিবন্ধটিতে পর্যাপ্ত তথ্য সংযোজনের পর দ্রুত কাজ চলছে টেমপ্লেটটি অপসারনের অনুরোধ করছি। --নাসির খান সৈকতআলাপ ১৭:১৮, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

মনফড়িং এর গল্প নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

A tag has been placed on মনফড়িং এর গল্প, requesting that it be speedily deleted from Wikipedia. This has been done for the following reason:

উল্লেখযোগ্য টেলিফিল্ম নয়

Under the criteria for speedy deletion, articles that do not meet basic Wikipedia criteria may be deleted at any time.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। যুদ্ধমন্ত্রী (আলাপ) ২০:২৫, ২৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী যোগ

[সম্পাদনা]

অনুগ্রহ করে, নিবন্ধ তৈরির পরে নিবন্ধটিতে বিষয়শ্রেণী যোগ করুন। ধন্যবাদ। --- ইয়াহিয়া (আলাপ) ১৭:৪২, ২৫ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন


কিছু কিছু নিবন্ধে করি। বাকীগুলোতেও করবো। ধন্যবাদ। --Adib5271 (আলাপ) ০৯:১৭, ২৬ নভেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

প্রবেশদ্বার যোগ

[সম্পাদনা]

অনুগ্রহ করে, নিবন্ধ তৈরির পরে নিবন্ধটিতে প্রবেশদ্বার যোগ করুন। আপনার কয়েকটি বিশ্ববিদ্যালয় নিবন্ধে আমি যোগ করে দিয়েছি। ধন্যবাদ। (Mohd. Toukir Hamid (আলাপ) ০৮:৫৮, ৫ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি))উত্তর দিন

প্রবেশদ্বার জিনিস্টা কী? এটা যোগ করলে কী সুবিধা?--Adib5271 (আলাপ) ০৯:১১, ৫ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

সোজা বাংলায় প্রবেশপথ। প্রবেশদ্বার:সূচিপত্র পাতায় আপনি সবগুলোর প্রবেশদ্বার পাবেন, অবশ্য যেগুলো তৈরি করা হয়েছে। আপনি ইচ্ছা করলে প্রবেশদ্বার তৈরি বা পুরনো প্রবেশদ্বারগুলো সম্পাদনা করতে পারবেন। আপনার তৈরিকৃত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা নিবন্ধে আমি নিচে ডান পার্শে প্রবেশদ্বার যোগ করে দিয়েছি। আপনার কোন প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। (Mohd. Toukir Hamid (আলাপ) ০৯:৩৫, ৬ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি))উত্তর দিন

নিবন্ধ সৃষ্টি সম্পর্কে

[সম্পাদনা]

আদিব, আপনাকে বেলায়েত ভাই, আমি কয়েকবার অনুরোধ করেছি আপনার তৈরি নিবন্ধগুলো একটু ভালোভাবে তৈরি করুন। আমার জানা মতে আপনি শুধু নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও বিশ্ববিদ্যালয়ের নিবন্ধগুলোই বেশি তৈরি করেন সুতরাং নিবন্ধে অহেতুক খালি অনেকগুলো অনুচ্ছে না যুক্ত করে শুধু ইংরেজি নিবন্ধের ভুমিকাংশটুকুও যদি অনুবাদ করে যুক্ত করেন তবুও দেখতে ভালো লাগতো। আপনার তৈরি অধিকাংশ নিবন্ধগুলো অসংখ্য খালি অনুচ্ছেদে ভরপুর, ইনফোবক্স ইংরেজিতেই রয়েছে। আমি এটা বুজলাম না আপনি যদি সত্যিই উইকিকে সম্বৃদ্ধ করতে চান তাহলে এরকম অসংখ্য নতুন নিবন্ধ তৈরি করেই কি লাভ তার চেয়ে বরং তৈরিকৃত নিবন্ধগুলোই যদি কিছুটা হলেও উন্নয়ন করতেন তাহলেও উইকির জন্য এবং পাঠকদের জন্যও ভালো হত। আর একটি কথা আপনি বার্তার উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করেন না, সেক্ষেত্রে উইকি সম্পর্কে আপনার মনোভাবও বুঝা যাচ্ছে না। এটার উত্তর না দিলেও আশা করি বিষয়গুলো খেয়াল রাখবেন। ধন্যবাদ। -- যুদ্ধমন্ত্রী আলাপ ১২:০৭, ২১ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

এই নিবন্ধটি ইংরেজি ভাষায় লেখা হয়েছে। অনেকদিন পূর্বে ট্যাগ লাগানো হয়েছিল ট্রান্সলেট করার কিন্তু আপনাকে জানানো হয়নি। তাই যত দ্রুত সম্ভব ট্রান্সলেট করুন। যুদ্ধমন্ত্রী (আলাপ) ২১:৫০, ৫ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

কমন্স ক্যাটাগরি

[সম্পাদনা]

আদিব ভাই, আমি সম্প্রতি অপনার বিষয়শ্রেণী তৈরি দেখলাম এবং লক্ষ্য করলাম, আপনি কমন্স ক্যাটাগরি {{Commons cat|ইউনিভার্সিটি অব ওয়াশিংটন এর শিক্ষক}} এভাবে যুক্ত করছেন কিন্তু কমন্সে বাংলা নামে কোন ক্যাটাগরি না থাকায়, এটি মিসগাউড করছে। আপনি যদি আগেরটির পরিবর্তে {{Commons cat|University of Washington staff|{{PAGENAME}}}} এভাবে যুক্ত করেন তাহলে এটি বাংলা নামই প্রদর্শণ করবে কিন্তু ক্লিক করলে কমন্সের ইংরেজি নামের সঠিক বিষয়শ্রেণীতে নিয়ে যাবে। তাই নাম দেওয়ার সময় বাংলা করার প্রয়োজন নেই। --Ayatulla (আলাপ) ০৯:০৮, ২৫ মার্চ ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে ধন্যবাদ।--Adib5271 (আলাপ) ০৯:১২, ২৫ মার্চ ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে মনে করিয়ে দিতে আমি এখানে মন্তব্য করলাম। {{Commons cat| }} টেমপ্লেটে বাংলা নাম দিয়ে লাভ নেই। কষ্ট করে, বিষয়শ্রেণী তৈরির পর কমন্সের ইংরেজি নামটি দিন। :) --আফতাব (আলাপ) ২৩:০০, ৯ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী যোগ

[সম্পাদনা]

সুপ্রিয় আদিব, আমি দেখেছি আপনি মাঝে মাঝে একসঙ্গে অনেক নিবন্ধে একটি বিষয়শ্রেণী যোগ করেন। আপনি চাইলে, এই কাজটি আমি বট দিয়ে করে দিতে পারি। সেক্ষেত্রে আপনাকে, এখানে ব্যবহারকারী:Aftab1995/কাজের তালিকাতে যেসব নিবন্ধে বিষয়শ্রেণী যোগ করা লাগবে সেটি তালিকা দিয়ে একটি আলাদা অনুচ্ছেদ যোগ করতে হবে। তাহলে আমি বট দিয়ে করে দিতে পারব। --Aftab1995 (আলাপ) ১৩:৩১, ১৩ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ। তবে কাজটা আমি নিজেই করতে চাই। --Adib5271 (আলাপ) ১৭:৫১, ১৩ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

শুভ নববর্ষ ১৪২১ এর শুভেচ্ছা

[সম্পাদনা]
আজকের এই শুভ নববর্ষের শুভক্ষনে; বাঙালির সাজ সাজ রবে আপনাকে রাঙাতে আমার পক্ষ থেকে আপনাকে শুভ নববর্ষের বাঙালিয়ানা শুভেচ্ছা জানাচ্ছি এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সবার জন্য পান্না ভাত আর ইলিশ মাছ পাঠালাম। তাই পরিবারের সবাই মিলে খুব মজা করে খাবেন এবং ভাল থাকবেন সবসময় এই শুভ কামনায় ; ---- মাসুম ইবনে মুসা  কথোপকথন ১৮:৫২, ১৪ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

এলিজাবেথ আরিফা মুবাশশিরা নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

এলিজাবেথ আরিফা মুবাশশিরা নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/এলিজাবেথ আরিফা মুবাশশিরা পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Ibrahim Husain Meraj (আলাপ) ০৪:১৬, ৪ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নন-গ্র্যাজুয়েট অ্যালামনাই নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

[সম্পাদনা]

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় নন-গ্র্যাজুয়েট অ্যালামনাই নিবন্ধটি উইকিপিডিয়া থেকে দ্রুত অপসারণের জন্য একটি ট্যাগ লাগানো হয়েছে। নিম্নলিখিত কারণে এটি করা হয়েছে:

অনুবাদ করা হয়নি

দ্রুত অপসারণ নীতি অনুসারে, যেসকল নিবন্ধ উইকিপিডিয়ার সাধারণ নীতিমালা অনুসরণ করেনি সেগুলো যেকোন মুহুর্তে অপসারণ করা হতে পারে।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৫৮, ৯ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

পবিত্র ঈদুল ফিত্‌র এর দাওয়াত এবং শুভেচ্ছা

[সম্পাদনা]
মহা পবিত্র ঈদুল ফিতর আগত, আর তাই আমরা সকলেই এই দিনকে ঘিরে উচ্ছ্বসিত; উদ্বেলিত। প্রিয়জনের সাথে থাকার এই মহা পবিত্র উৎসবে আপনাকে আমার পক্ষ থেকে ঈদের দাওয়াত এবং শুভেচ্ছা রইল। আশা করছি যে, দাওয়াতটি সাদরে গ্রহণ করবেন এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য অপরিসীম শুভ কামনা ব্যক্ত করে; ---- মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৬:৪২, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। ঈদ মোবারক। --Adib5271 (আলাপ) ০০:৪১, ৩১ জুলাই ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

কাজ চলছে ট্যাগ

[সম্পাদনা]

প্রিয়, আপনি হয়ত লার্স অনসেজার নিবন্ধে কাজ চলছে টেমপ্লেটটি লাগিয়ে নিবন্ধটি লিখতে ভুলে গেছেন। অনুগ্রহ করে, নিবন্ধটি সম্পূর্ণ করুন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৫১, ২৪ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। --Adib5271 (আলাপ) ১৩:২০, ২৭ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

Invitation to Medical Translation

[সম্পাদনা]

Medical Translation Project

Invitation to the Medical Translation Project – a joint Wikimedia project started by the English language WikiProject Medicine!

Thank you for being one of the top Medical editors! I want to use this opportunity to introduce you to our most ambitious project.

We want to use Wikipedia to spread knowledge where it will be used. Studies have shown that Wikipedia is the most common resource of medical knowledge, and used by more people than any other source! We want high quality articles, available to everyone, regardless of language ability. It isn't right that you would need to know a major language to get hold of quality content!

That is why in the recent Ebola crisis (which is still ongoing) we translated information into over 70 languages, many of them small African languages. This was important, as Wikipedia was also shown to be the biggest resource used in Africa for information on Ebola! We see tremendous potential, but also great risks as our information needs to be accurate and well-researched. We only translate articles that have been reviewed by medical doctors and experts, so that what we translate is correct. Many of our translators are professionals, but many are also volunteers, and we need more of you guys – both to translate, but also to import finished translations, and fix grammatical or other style issues that are introduced by the translation process.

Our articles are not only translated into small languages, but also to larger ones, but as of 2015 this requires users to apply for an article to be translated, which can be done here (full articles, short articles) with an easy to manage google document.

So regardless of your background head over to our main page for more information, or to our talk page and ask us questions. Feel free to respond in any language, we will do our best to find some way to communicate. No task is too small, and we need everyone to help out!

I hope you will forgive me for sending this message in English – we also need translators for messages like this, and above all local language community managers, which act as a link between us and you. Also I can not reply on your talk page, so please go to our talk page!

Thank you for helping medical information on Wikipedia grow! -- CFCF 🍌 (email) 15:37, 28 January 2015 (UTC)

Google Translation of this message

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৪:৫৩, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ

[সম্পাদনা]

সুধী,
শুভেচ্ছা নেবেন। অতি সম্প্রতি সম্প্রদায়ের আলোচনাসভায় বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ ও নীতিমালা বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনাটি শেষ হবে আগামী ২৯শে মার্চ। উক্ত বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ। --নাহিদ সুলতান (আলাপ) বুধবার ৭:২৪, ০২ মার্চ ২০১৬ (ইউটিসি)

এম তাহের এ সাইফ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা

[সম্পাদনা]

এম তাহের এ সাইফ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/এম তাহের এ সাইফ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে।

অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। Jamirul Haque (আলাপ) ১৪:১১, ২২ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)

[সম্পাদনা]

সুপ্রিয় Adib5271,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

প্রসঙ্গ বার্লিনের হামবোল্ড বিশ্ববিদ্যালয়

[সম্পাদনা]

সুপ্রিয়,

জার্মান ভাষায় এই বিশ্ববিদ্যালয়টির নাম Humboldt Universität zu Berlin, উচ্চারণ অনুযায়ী যার সঠিক প্রতিবর্ণীকরণ হওয়া উচিত বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়। এই হুমবোল্ট নামটি বাংলাতেও যথেষ্টই চালু। সেই কারণে নিবন্ধের নামে এই সঠিক প্রতিবর্ণীকরণটিই থাকা প্রয়োজন। নিবন্ধটি খুঁজে পাওয়ার উদ্দেশ্যে এবং বাংলায় হামবোল্ড নামটিও চালু ধরে নিলেও সেটি নিবন্ধের প্রথম লাইনে উচ্চারান্তর বলে উল্লেখ করাই যথেষ্ট বলে মনে করি। মতামতের অপেক্ষায় রইলাম। --অরিন্দম মৈত্র (আলাপ) ০৫:০৪, ৫ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

  • যেহেতু দু'দিন অপেক্ষা করা সত্ত্বেও উপরোক্ত বিষয়ে কোনও বিরুদ্ধ যুক্তি উত্থাপিত হল না, তাই আমি এই নিবন্ধের নাম পরিবর্তন করে হুমবোল্ট বিশ্ববিদ্যালয়, বার্লিন করলাম। নিবন্ধটি পাঠকেরা যাতে ঝট করে খুঁজে পেতে পারেন,সেই স্বার্থেই বার্লিন শব্দটি পরে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত নামটিই সামনে আনলাম। --অরিন্দম মৈত্র (আলাপ) ১৮:২৫, ৭ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক

[সম্পাদনা]
এই ইদ আপনার এবং আপনার পরিবারের সদস্যবৃন্দের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইদ মোবারক :) -মেরাজ (আলাপ) ১৮:১৫, ২৬ জুন ২০১৭ (ইউটিসি) উত্তর দিন

ঈদ মোবারক --Adib5271 (আলাপ)

ইদ মোবারক!

[সম্পাদনা]
চিত্র:ইদ মোবারক.jpg
কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে

কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে।
কোরবানী দে তোরা কোরবানী দে
--কাজী নজরুল ইসলাম
আপনার এবং আপনার পরিবারের মহান ত্যাগ মহান আল্লাহর দরবারে কবুল হোক এই কামনায়। সবাইকে ইদের অনেক অনেক শুভেচ্ছা। ইদ মোবারক --IqbalHossain (আলাপ) ১২:৩৫, ২১ আগস্ট ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

জেমস উইল্কিন্সন দ্রুত অপসারণ

[সম্পাদনা]

জেমস উইল্কিন্সন নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারন হিসাবে বলা হয়েছে

অত্যন্ত সংক্ষিপ্ত, মাত্র ১ লাইন, অগ্রহণীয় তথ্যসূত্র

দ্রুত অপসারণের বিচারধারা মতে, নিবন্ধটি উইকিপিডিয়ার মূল নীতি অনুসারে নয়, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ার সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালার জন্য দেখুন এবং আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাক্ষ্যা করুন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনাকে {{hangon}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারে এবং নিবন্ধের আলাপ পাতায় আপনি আপনার যুক্তি রাখতে পারেন।তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। একজন মহাপুরুষ (আলাপ) ০৮:৪২, ২৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

[সম্পাদনা]

সুপ্রিয় Adib5271,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনার সময় নির্বাচন

[সম্পাদনা]

আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে দুটি সময় নির্বাচন করেছি, আপনারা আপনাদের পছন্দ মত মতামত ২৩ নভেম্বর-এর মধ্যে দিতে পারেন। সবার মতামত অনুসারে ২৪ নভেম্বর আলোচনার জন্য একটি সময় নির্বাচন করে জানিয়ে দেয়া হবে।

আপনার বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত দিতে পারেন।

২৬ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)
২৭ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)

বিঃদ্রঃ আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় ৪ জন ২৭ নভেম্বর এবং ১ জন ২৬ নভেম্বর সমর্থন দিয়েছেন।

আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৭:৫০, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (তৃতীয় দফা)

[সম্পাদনা]

সবার মতামত অনুসারেে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে আগামীকাল, ২৭ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৯:৩১, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (তৃতীয় দফা)

[সম্পাদনা]

সবার মতামত অনুসারেে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে আগামীকাল, ২৭ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ২০:৪৬, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনার সারসংক্ষেপ

[সম্পাদনা]

আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি জনি এবং রাজীব আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আমরা উইকিমিডিয়া ২০৩০ আন্দোলনের কৌশলের সুপারিশ এবং এর উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ও বাস্তবায়ন করার উদ্দেশ্যে তিন দফায় আলোচনা করেছি। আমাদের এই আলোচনায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও নেপাল থেকে উইকিমিডিয়ান অংশগ্রহণ করেছেন। সকল অংশগ্রহণকারীর প্রতি রইলো বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমাদের তিন দফায় আলোচনার উপর ভিক্তি করে উইকিমিডিয়া ফাউন্ডেশনে তিনটি সুপারিশ এবং দশটি উদ্যোগের প্রতিবেদন দেয়া হবে। এই জন্য আপনাদের সবাইকে এই ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ফর্মটি ২৮ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে। এর পরে সময়সীমা শেষ হওয়ার কারণে এই ফর্মটি বন্ধ হয়ে যাবে।

৫ এবং ৬ ডিসেম্বরের বৈশ্বিক কথোপকথনে অংশগ্রহণের জন্য এই নিবন্ধন ফর্মটি চালু করা হয়েছে, নিবন্ধন ফর্মটি ৪ ডিসেম্বর পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে, সবাইকে নিবন্ধন ফর্মটি পূরণের জন্য অনুরোধ করা হচ্ছে।

আমাদের আজকের (২৭ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৮:১৩, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান

[সম্পাদনা]

সুপ্রিয় Adib5271,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

হিন্দুধর্ম বিষয়ক শারদীয় এডিটাথন ২০২৩

[সম্পাদনা]

সুপ্রিয় Adib5271,

বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।

এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১২, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

গ্যোটে বিশ্ববিদ্যালয় ফ্রাঙ্কফুর্ট-এর খসড়া নামস্থানে স্থানান্তর প্রসঙ্গে

[সম্পাদনা]

প্রিয় Adib5271, গ্যোটে বিশ্ববিদ্যালয় ফ্রাঙ্কফুর্ট নিবন্ধটি তৈরির জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু এক বা একাধিক ব্যবহারকারী উদ্বেগ প্রকাশ করেছেন যে এটি এখনও মূল নামস্থানের জন্য উপযুক্ত নয়, কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ভূমিকাংশ ছাড়া তথ্যছকের কিয়দাংশ সহ অবশিষ্ট নিবন্ধ পুরোটাই ইংরেজিতে লিখিত। মানোন্নয়নের সুযোগ অক্ষুণ্ণ রেখেই পাতাটি খসড়া নামস্থানে স্থানান্তর করা হয়েছে। আপনি বা অন্য যেকোনো ব্যবহারকারীকে এখানে নিবন্ধটির মানোন্নয়ন বা উল্লেখিত সমস্যা নিরসনের জন্য অনুরোধ করা হচ্ছে। একইসঙ্গে এই উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত পাতাটিকে পুনরায় মূল নামস্থানে স্থানান্তর না করতেও অনুরোধ করা হচ্ছে।

পুনশ্চঃ টানা ৬ মাসের মধ্যে কোনোরূপ উল্লেখযোগ্য ও গঠনমূলক (উদাহরণ: অনুল্লেখ্য/বট সম্পাদনা ইত্যাদি গণনায় ধরা হবেনা) সম্পাদনা না হলে বা উল্লেখিত সমস্যাগুলোর নিরসন না হলে নিবন্ধটি পরিত্যক্ত বলে বিবেচিত হবে এবং খসড়া নামস্থান থেকেও অপসারিত হবে। এটি করা হবে দ্রুত অপসারণের বিচারধারার স১৩ অনুসারে। Aishik Rehman (আলাপ) ০১:৫৯, ২৬ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার খসড়া নিবন্ধ, খসড়া:গ্যোটে বিশ্ববিদ্যালয় ফ্রাঙ্কফুর্ট

[সম্পাদনা]

সুপ্রিয়, Adib5271। "গ্যোটে বিশ্ববিদ্যালয় ফ্রাঙ্কফুর্ট" পৃষ্ঠাটি তৈরির জন্য আপনার জমা দেওয়া নিবন্ধ সৃষ্টির অনুরোধের পাতাটিতে বা খসড়া পাতাটিতে আপনি প্রায় ছয় মাসেরও বেশি সময় আগে সর্বশেষ সম্পাদনা করেছিলেন।

আমাদের নীতিমালা অনুসারে বিশ্বকোষের মূল নামস্থানের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত এরকম উপাদানগুলোর অনির্দিষ্টকালের হোস্টিংয়ের জন্য উইকিপিডিয়া উপযুক্ত স্থান নয়, তাই খসড়াটি মুছে ফেলা হয়েছে। আপনি যদি এটির উপর আরও কাজ করার পরিকল্পনা করেন এবং এটি পুনরুদ্ধার করতে চান, তবে আপনি এর জন্য পুনরুদ্ধারের অনুরোধ করতে পারেন। প্রযোজ্য ক্ষেত্রে একজন প্রশাসক তা পুনরুদ্ধার করে দিবেন, যাতে আপনি এটিতে কাজ চালিয়ে যেতে পারেন।

অনুরোধটি জমা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনার সম্পাদনা যাত্রা শুভ হোক! -- Yahya (আলাপ | অবদান) ১৯:০২, ২৪ মে ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

[সম্পাদনা]

প্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

[সম্পাদনা]

প্রিয় সবাই,

আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।


অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন