নিউ সাউথ ওয়েলস ক্রিকেট দল
কর্মীবৃন্দ | |
---|---|
অধিনায়ক | পিটার নেভিল |
কোচ | ফিল জ্যাকুয়েস |
দলের তথ্য | |
রং | হাল্কা নীল সাদা |
প্রতিষ্ঠা | ১৮৫৬ |
স্বাগতিক মাঠ | সিডনি ক্রিকেট গ্রাউন্ড |
ধারণক্ষমতা | ৪৬,০০০ |
ইতিহাস | |
শেফিল্ড শিল্ড জয় | ৪৭ (১৮৯৬, ১৮৯৭, ১৯০০, ১৯০২, ১৯০৩, ১৯০৪, ১৯০৫, ১৯০৬, ১৯০৭, ১৯০৯, ১৯১১, ১৯১২, ১৯১৪, ১৯২০, ১৯২১, ১৯২৩, ১৯২৬, ১৯২৯, ১৯৩২, ১৯৩৩, ১৯৩৮, ১৯৪০, ১৯৪৯, ১৯৫০, ১৯৫২, ১৯৫৪, ১৯৫৫, ১৯৫৬, ১৯৫৭, ১৯৫৮, ১৯৫৯, ১৯৬০, ১৯৬১, ১৯৬২, ১৯৬৫, ১৯৬৬, ১৯৮৩, ১৯৮৫, ১৯৮৬, ১৯৯০, ১৯৯৩, ১৯৯৪, ২০০৩, ২০০৫, ২০০৮, ২০১৪, ২০২০ |
অস্ট্রেলীয় ঘরোয়া সীমিত-ওভারের ক্রিকেট প্রতিযোগিতা জয় | ১১ (১৯৮৫, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৪, ২০০১, ২০০২, ২০০৩, ২০৬, ২০১৫, ২০১৬) |
কেএফসি টুয়েন্টি২০ বিগ ব্যাশ জয় | ১ (২০০৯) |
চ্যাম্পিয়ন্স লীগ টুয়েন্টি২০ জয় | ১ (২০০৯) |
দাপ্তরিক ওয়েবসাইট | নিউ সাউথ ওয়েলস ব্লুজ |
নিউ সাউথ ওয়েল্স ক্রিকেট দল (বা, নিউ সাউথ ওয়েল্স ব্লুজ) নিউ সাউথ ওয়েল্সের সিডনিভিত্তিক অস্ট্রেলীয় পুরষদের প্রথম-শ্রেণীর পেশাদার ক্রিকেট দল। শেফিল্ড শিল্ড নামে পরিচিত অস্ট্রেলীয় প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা ও সীমিত ওভারের ম্যাটাডোর বিবিকিউস ওয়ান-ডে কাপে দলটি অংশগ্রহণ করে থাকে। পূর্বে অধুনা বিলু্প্ত টুয়েন্টি২০, বিগ ব্যাশ ২০১১-১২ মৌসুমের পূর্বে বিগ ব্যাশে খেলেছে এনএসডব্লিউ ব্লুজ। চ্যাম্পিয়ন্স লীগ টুয়েন্টি২০ প্রতিযোগিতার উদ্বোধনী আসরে নিউ সাউথ ওয়েল্স শিরোপা জয় করে।
ঘরোয়া ক্রিকেটে সর্বাধিক সফল দলের মর্যাদা পাচ্ছে দলটি। এ পর্যন্ত তারা ৪৭বার প্রথম-শ্রেণীর প্রতিযোগিতার শিরোপা লাভ করেছে। পাশাপাশি অস্ট্রেলীয় ঘরোয়া সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্টের কাপ জিতেছে ১০বার। প্রায়শই সফরকারী আন্তর্জাতিক দলের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়ে থাকে। বাংলাদেশ বাদে প্রত্যেক টেস্ট দলের বিপক্ষে তারা খেলেছে। ঘরোয়া পর্যায়ের খেলায় সফলতার কারণে এ দল থেকে বেশ কিছুসংখ্যক ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে খেলছেন। পাশাপাশি খেলোয়াড় নির্বাচনে নিউ সাউথ ওয়েল্সের পক্ষপাতিত্বের জন্য পরিচিতি পেয়েছে দলটি।[১]
রঙ
[সম্পাদনা]নিউ সাউথ ওয়েল্স ব্লুজ দলের প্রধান রঙ হচ্ছে আকাশী নীল। এ রঙটি নিউ সাউথ ওয়েল্স রাজ্যের রঙকে প্রতিনিধিত্ব করছে। দ্বিতীয় পর্যায়ের রঙ হচ্ছে নেভি ব্লু। এছাড়াও সাদা রঙের সংমিশ্রণ ঘটেছে এতে।
পোশাক সরবরাহকারী ও নির্মাতা
[সম্পাদনা]সময়কাল | কিট নির্মাতা | প্রধান স্পন্সর | ক্ষুদ্রতর স্পন্সর | শর্টস স্পন্সর |
---|---|---|---|---|
২০১২- | ক্লাসিক স্পোর্টসওয়ার | ট্রান্সপোর্ট ফর এনএসডব্লিউ | ট্রান্সপোর্ট ফর এনএসডব্লিউ | ট্রান্সপোর্ট ফর এনএসডব্লিউ |
দলীয় সদস্য
[সম্পাদনা]আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে অংশগ্রহণকারী খেলোয়াড়দেরকে তালিকায় গাঢ় করে দেখানো হয়েছে। তালিকাটি ২৮ এপ্রিল, ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক।[২]
জার্সি নং | খেলোয়াড়ের নাম | জাতীয়তা | জন্ম তারিখ | ব্যাটিং | বোলিং | মন্তব্য |
---|---|---|---|---|---|---|
ব্যাটসমস্যান | ||||||
৩ | ড্যানিয়েল হিউজ | ১৬ ফেব্রুয়ারি ১৯৮৯ | বামহাতি | ডানহাতি মিডিয়াম | ||
১৭ | কার্টিস প্যাটারসন | ৫ মে ১৯৯৩ | বামহাতি | ডানহাতি অফ ব্রেক | ||
১৯ | স্টিভ স্মিথ | ২ জুন ১৯৮৯ | ডানহাতি | ডানহাতি লেগ ব্রেক | ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে চুক্তিবদ্ধ, অধিনায়ক | |
২৭ | এড কাউয়ান | ১৬ জুন ১৯৮২ | বামহাতি | ডানহাতি লেগ ব্রেক | ||
৩১ | ডেভিড ওয়ার্নার | ২৭ অক্টোবর ১৯৮৬ | বামহাতি | ডানহাতি লেগ ব্রেক | ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে চুক্তিবদ্ধ | |
৩৬ | নিক লার্কিন | ১ মে ১৯৯০ | ডানহাতি | — | ||
৫৩ | নিক ম্যাডিনসন | ২১ ডিসেম্বর ১৯৯১ | বামহাতি | স্লো লেফট-আর্ম অর্থোডক্স | ||
99 | বেন রোরার | ২৬ মার্চ ১৯৮১ | বামহাতি | — | ||
– | জেসন সাংঘা | ৮ সেপ্টেম্বর ১৯৯৯ | ডানহাতি | বামহাতি লেগ ব্রেক | অস্থায়ীভাবে চুক্তিবদ্ধ | |
অল-রাউন্ডার | ||||||
১৪ | বেন ডরশুইস | ২৩ জুন ১৯৯৪ | ডানহাতি | বামহাতি ফাস্ট-মিডিয়াম | ||
২১ | মইসেস হেনরিকুইস | ১ ফেব্রুয়ারি ১৯৮৭ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | সহঃ অধিনায়ক | |
৭২ | স্টিভ ও’কিফ | ৯ ডিসেম্বর ১৯৮৪ | ডানহাতি | স্লো লেফট-আর্ম অর্থোডক্স | ||
৭৭ | শন অ্যাবট | ২৯ ফেব্রুয়ারি ১৯৯২ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ||
৯৩ | ক্রিস গ্রীন | ১ অক্টোবর ১৯৯৩ | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | অস্থায়ীভাবে চুক্তিবদ্ধ | |
– | জন্টি প্যাটিনসন | ৩ অক্টোবর ১৯৯৬ | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | অস্থায়ীভাবে চুক্তিবদ্ধ | |
উইকেট-রক্ষক | ||||||
১ | রায়ান কার্টার্স | ২৫ জুলাই ১৯৯০ | ডানহাতি | — | ||
২০ | পিটার নেভিল | ১৩ অক্টোবর ১৯৮৫ | ডানহাতি | — | ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে চুক্তিবদ্ধ | |
– | জে লেনটন | ১০ আগস্ট ১৯৯০ | বামহাতি | — | ||
বোলার | ||||||
২ | জোশ ল্যালর | ২ নভেম্বর ১৯৮৭ | ডানহাতি | বামহাতি মিডিয়াম-ফাস্ট | ||
৪ | ডগ বলিঙ্গার | ২৪ জুলাই ১৯৮১ | বামহাতি | বামহাতি ফাস্ট-মিডিয়াম | ||
৫ | হ্যারি কনওয়ে | ১৭ সেপ্টেম্বর ১৯৯২ | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | ||
৮ | জোশ হজলউড | ৮ জানুয়ারি ১৯৯১ | বামহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে চুক্তিবদ্ধ | |
৯ | ট্রেন্ট কোপল্যান্ড | ১৪ মার্চ ১৯৮৬ | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | ||
১১ | গুরিন্দার সান্ধু | ১৪ জুন ১৯৯৩ | বামহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | ||
৩০ | প্যাট্রিক কামিন্স | ৮ মে ১৯৯৩ | ডানহাতি | ডানহাতি ফাস্ট | ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে চুক্তিবদ্ধ | |
৫৬ | মিচেল স্টার্ক | ৩০ জানুয়ারি ১৯৯০ | বামহাতি | বামহাতি ফাস্ট-মিডিয়াম | ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে চুক্তিবদ্ধ | |
৬৭ | নাথান লায়ন | ২০ নভেম্বর ১৯৮৭ | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে চুক্তিবদ্ধ | |
– | মিকি এডওয়ার্ডস | ২৩ ডিসেম্বর ১৯৯৪ | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | অস্থায়ীভাবে চুক্তিবদ্ধ | |
– | রায়ান গিবসন | ৩০ ডিসেম্বর ১৯৯৩ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | ||
– | লিয়াম হ্যাচার | ১৭ সেপ্টেম্বর ১৯৯৬ | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | অস্থায়ীভাবে চুক্তিবদ্ধ | |
– | অর্জুন নায়ার | ১২ এপ্রিল ১৯৯৮ | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ||
– | উইলিয়াম সমারভিল | ৯ আগস্ট ১৯৮৪ | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | ||
– | হেনরি থর্নটন | ১৬ ডিসেম্বর ১৯৯৬ | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | অস্থায়ীভাবে চুক্তিবদ্ধ |
উল্লেখযোগ্য খেলোয়াড়
[সম্পাদনা]নিউ সাউথ ওয়েল্স ও অস্ট্রেলিয়া - উভয় দলের পক্ষে প্রতিনিধিত্বকারী উল্লেখযোগ্য খেলোয়াড়দের তালিকা নিম্নরূপ:
- স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান
- স্টিভ ওয়াহ
- মার্ক ওয়াহ
- মাইকেল বেভান
- অ্যাডাম গিলক্রিস্ট
- স্টুয়ার্ট ম্যাকগিল
- গ্লেন ম্যাকগ্রা
- মাইকেল স্ল্যাটার
- জিওফ লসন
- ডগ ওয়াল্টার্স
- ভিক্টর ট্রাম্পার
- বিল ও’রিলি
- ফ্রেড স্পফোর্থ
- রে লিন্ডওয়াল
- আর্থার মরিস
- নীল হার্ভে
- অ্যালান বর্ডার
- অ্যালান ডেভিডসন
- বব সিম্পসন
- মন্টি নোবেল
- স্ট্যান ম্যাককাবে
- চার্লি ম্যাককার্টনি
- রিচি বেনো
- মার্ক টেলর
- সিড গ্রিগরি
- নর্ম ও’নীল
- ওয়ারেন বার্ডসলি
- আর্থার মেইলি
- ব্রায়ান বুথ
- ইয়ান ক্রেগ
- সিড বার্নস
- বিল ব্রাউন
- জ্যাক গ্রিগরি
- স্যামি কার্টার
- চার্লস কেলেওয়ে
- জিম কেলি
- চার্লস টার্নার
- পার্সি ম্যাকডোনেল
- জর্জ বোনর
- আলিক ব্যানারম্যান
- ডেভ গ্রিগরি
- নাথান ব্র্যাকেন
- স্টুয়ার্ট ক্লার্ক
- ব্রেট লি
- সাইমন ক্যাটিচ
- মাইকেল ক্লার্ক
- ডগ বলিঙ্গার
- নাথান হারিৎজ
- ব্রাড হাড্ডিন
- ফিলিপ হিউজ
- ডেভিড ওয়ার্নার
- ফিল জ্যাকুয়েস
- হ্যারি মোজেস
- স্টিভ স্মিথ
- মিচেল স্টার্ক
- উসমান খাজা
- শেন ওয়াটসন
- স্টিভ ও’কিফ
- বো ক্যাসন
- মইসেস হেনরিকুইস
- প্যাট কামিন্স
- জোশ হজলউড
- নাথান লায়ন
সাফল্যগাঁথা
[সম্পাদনা]- শেফিল্ড শিল্ড/পুরা কাপ চ্যাম্পিয়ন: ৪৭
- ১৮৯৫-৯৬, ১৮৯৬-৯৭, ১৮৯৯-০০, ১৯০১-০২, ১৯০২-০৩, ১৯০৩-০৪, ১৯০৩-০৪, ১৯০৪-০৫, ১৯০৫-০৬, ১৯০৬-০৭, ১৯০৮-০৯, ১৯১০-১১, ১৯১১-১২, ১৯১৩-১৪, ১৯১৯-২০, ১৯২০-২১, ১৯২২-২৩, ১৯২৫-২৬, ১৯২৮-২৯, ১৯৩১-৩২, ১৯৩২–৩৩, ১৯৩৭–৩৮, ১৯৩৯–৪০, ১৯৪৮–৪৯, ১৯৪৯–৫০, ১৯৫১–৫২, ১৯৫৩–৫৪, ১৯৫৪–৫৫, ১৯৫৫–৫৬, ১৯৫৬–৫৭, ১৯৫৭–৫৮, ১৯৫৮–৫৯, ১৯৫৯–৬০, ১৯৬০–৬১, ১৯৬১–৬২, ১৯৬৪–৬৫, ১৯৬৫–৬৬, ১৯৮২–৮৩, ১৯৮৪–৮৫, ১৯৮৫–৮৬, ১৯৮৯–৯০, ১৯৯২–৯৩, ১৯৯৩–৯৪, ২০০২–০৩, ২০০৪–০৫, ২০০৭–০৮, ২০১৩-১৪, ২০১৯-২০
- শেফিল্ড শিল্ড/পুরা কাপ রানার-আপ (১৯৮২-৮৩ মৌসুমের চূড়ান্ত খেলা থেকে প্রবর্তিত): ৩
- ১৯৯০–৯১, ১৯৯১–৯২, ২০০৬–০৭
- ঘরোয়া ওয়ান-ডে কাপ চ্যাম্পিয়ন: ১১
- ১৯৮৪–৮৫, ১৯৮৭–৮৮, ১৯৯১–৯২, ১৯৯২–৯৩, ১৯৯৩–৯৪, ২০০০–০১, ২০০১–০২, ২০০২–০৩, ২০০৫–০৬, ২০১৫, ২০১৬
- ঘরোয়া ওয়ান-ডে কাপ রানার-আপ: ৮
- ১৯৭৯–৮০, ১৯৮১–৮২, ১৯৮২–৮৩, ১৯৯০–৯১, ১৯৯৭–৯৮, ১৯৯৮–৯৯, ২০১৩-১৪, ২০১৪-১৫
- কেএফসি টুয়েন্টি২০ বিগ ব্যাশ চ্যাম্পিয়ন: ১
- ২০০৮–০৯
- চ্যাম্পিয়ন্স লীগ টুয়েন্টি২০ চ্যাম্পিয়ন: ১
- ২০০৯
রেকর্ডসমূহ
[সম্পাদনা]সর্বাধিক প্রথম-শ্রেণীর খেলায় অংশগ্রহণকারী
[সম্পাদনা]অবস্থান | খেলা | খেলোয়াড় | সময়কাল |
---|---|---|---|
১ | ১৩৫ | গ্রেগ ম্যাথুজ | ১৯৮২/৮৩ – ১৯৯৭/৯৮ |
২ | ১২০ | ফিল এমরি | ১৯৮৭/৮৮ – ১৯৯৮/৯৯ |
৩ | ১১৫ | জিওফ লসন | ১৯৭৭/৭৮ – ১৯৯১/৯২ |
৪ | ১০৮ | মার্ক ওয়াহ | ১৯৮৫/৮৬ – ২০০৩/০৪ |
৫ | ১০৭ | স্টিভ রিক্সন | ১৯৭৪/৭৫ – ১৯৮৭/৮৮ |
উৎস:[৩] সর্বশেষ হালনাগাদকরণ: ১৩ মে, ২০২০ |
সর্বাধিক প্রথম-শ্রেণীর রান
[সম্পাদনা]অবস্থান | রান | খেলোয়াড় | সময়কাল |
---|---|---|---|
১ | ৯,৩০৯ (১৮৩ ইনিংস) | মাইকেল বেভান | ১৯৮৯/৯০ – ২০০৬/০৭ |
২ | ৮,৪১৬ (১৮২ ইনিংস) | মার্ক ওয়াহ | ১৯৮৫/৮৬ – ২০০৩/০৪ |
৩ | ৮,০০৫ (১৩৫ ইনিংস) | অ্যালান কিপাক্স | ১৯১৮/১৯ – ১৯৩৫/৩৬ |
৪ | ৬,৯৯৭ (১৭২ ইনিংস) | মার্ক টেলর | ১৯৮৫/৮৬ – ১৯৯৮/৯৯ |
৫ | ৬,৯৪৬ (১৫৯ ইনিংস) | স্টিভ ওয়াহ | ১৯৮৪/৮৫ – ২০০৩/০৪ |
উৎস:[৪] সর্বশেষ হালনাগাদকরণ: ১৩ মে, ২০২০ |
সর্বাধিক প্রথম-শ্রেণীর উইকেট
[সম্পাদনা]অবস্থান | উইকেট | খেলোয়াড় | খেলা | গড় |
---|---|---|---|---|
১ | ৪১৭ | গ্রেগ ম্যাথিউস | ১৩৫ | ২৮.৬৪ |
২ | ৩৯৫ | জিওফ লসন | ১১৫ | ২৩.৩৬ |
৩ | ৩৩৪ | আর্থার মেইলি | ৬৭ | ২৭.৬৬ |
৪ | ৩২৫ | বিল ও’রিলি | ৫৪ | ১৬.৫২ |
৫ | ৩২২ | রিচি বেনো | ৮৬ | ২৬.০০ |
উৎস:[৫] সর্বশেষ হালনাগাদকরণ: ১৩ মে, ২০২০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ McGrath and co conspicuous by their absence Sydney Morning Herald. Retrieved 27 April, 2017
- ↑ [১] Cricket.com.au. Retrieved 21 September 2016
- ↑ http://aus.cricinfo.com/db/STATS/AUS/STATES/NSW/FC_INDIV_MOST_MATCHES_NSW.html[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://aus.cricinfo.com/db/STATS/AUS/STATES/NSW/FC_BAT_MOST_RUNS_NSW.html[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://aus.cricinfo.com/db/STATS/AUS/STATES/NSW/FC_BOWL_MOST_WKTS_NSW.html[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]