হিড়িম্ব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হিড়িম্ব
অন্তর্ভুক্তিরাক্ষস
উত্তরসূরিভীম
আবাসকাম্যক বন
ব্যক্তিগত তথ্য
সহোদরহিড়িম্বা

হিড়িম্ব (সংস্কৃত: हिडिम्ब, Hiḍimba) ছিলেন হিন্দু মহাকাব্য মহাভারতে উল্লেখিত একজন শক্তিশালী দানব রাজা।[১] তিনি ভীম কর্তৃক নিহত হন এবং এটি আদিপর্বের ৯ম উপ-পর্বে (হিড়িম্ব-বধ পর্ব) বর্ণিত হয়েছে।[২]

মৃত্যু[সম্পাদনা]

রাক্ষস হিড়িম্ব তার বোন হিড়িম্বার সাথে একটি বনে বাস করত। ভ্রমণের সময়, পাণ্ডবরা সেই বনে বিশ্রামের জন্য থামেন এবং ভীম পাহারায় দাঁড়িয়েছিলেন। হিড়িম্ব মানুষের মাংস খেয়েছিল এবং তাদেরও গ্রাস করতে আগ্রহী হয়েছিল। তিনি হিড়িম্বাকে পাঠান পাণ্ডবদের হত্যা করে তাঁর কাছে নিয়ে আসতে। হিড়িম্বা তার নির্দেশে চলে গেল, কিন্তু ভীমকে দেখে তার মন বদলে গেল। সে এক সুন্দরী নারীর রূপ ধারণ করল এবং ভীমকে তার ভাইয়ের কথা বলল। সে তাকে তার স্বামী হওয়ার প্রস্তাব দেয়।[৩]

হিড়িম্ব তার বোনের উপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করার জন্য তার দিকে ছুটে আসে। ভীম হিড়িম্বকে বাধা দেন এবং তার পরিবর্তে তাকে লড়াই করার জন্য চ্যালেঞ্জ করেন। ঘুমন্ত পাণ্ডবরা তাদের লড়াইয়ের শব্দে জেগে ওঠে এবং হিড়িম্বকে হত্যা করতে ভীমকে সাহায্য করার প্রস্তাব দেয় কিন্তু ভীম তাদের দর্শক হিসাবে দ্বন্দ্ব দেখতে বলেন। অর্জুন ভীমকে স্মরণ করিয়ে দেন যে রাত হতে চলেছে এবং সেই সময় রাক্ষসরা শক্তিশালী হয়ে ওঠে এবং ভীমের উচিৎ যত তাড়াতাড়ি সম্ভব হিড়িম্বকে হত্যা করা। ভীম হিড়িম্বকে চিড়ে দুই টুকরো করে ফেললেন।[৩]

মন্দির[সম্পাদনা]

হিমাচল প্রদেশে হিড়িম্বর বোন হিড়িম্বির উদ্দেশ্যে নিবেদিত কয়েকটি মন্দির রয়েছে।

সবচেয়ে বিখ্যাত মন্দির হল মানালির হিড়িম্বা দেবী মন্দির। এখানে স্থাপিত কিছু পবিত্র বস্তুর মধ্যে রয়েছে রথ, পায়ের ছাপ এবং একটি ছোট মূর্তি। হিড়িম্বা কুল্লু উপত্যকার অন্যতম শক্তিশালী দেবতা। দেওদার বনে অবস্থিত প্যাগোডা আকৃতির কাঠের মন্দিরে জটিল কারুকার্যে খোদাই করা কাঠের দরজা এবং কাঠের শিখরা রয়েছে, যা ৫০০ বছরেরও বেশি পুরানো বলে ধারণা করা হয়।

উৎসব[সম্পাদনা]

দশেরার বার্ষিক উৎসবে অংশগ্রহণের জন্য বিশ্বাসীরা কুল্লু শহরে যেতে পারে, যেখানে হিড়িম্বার রথ রঘুনাথের প্রধান রথের সঙ্গে, কুল্লু উপত্যকা জুড়ে দেবতাদের একটি সমাবেশে নেতৃত্ব দেয়। সাত দিনের উৎসবের শেষে, “লঙ্কা দহন” দিবসে, হিড়িম্বার উদ্দেশ্যে বলি দেওয়া হয়। ঘাটোটকাচ পার্শ্ববর্তী বানজার গ্রাম এবং সিরাজ জেলারও একটি জনপ্রিয় দেবতা।

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. HimVani, Team (২০০৭-০৩-২৮)। "Hidimba: The unsung heroine of Mahabharata"HimVani (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৩ 
  2. "The Mahabharata, Book 1: Adi Parva: Hidimva-vadha Parva: Section CLIV"www.sacred-texts.com। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১০ 
  3. MahabharataPenguin Books। ২০১৫। পৃষ্ঠা 265–272। আইএসবিএন 9780143425144