সাত বোন রাজ্য
সাত বোন রাজ্য[১] বা সাত ভগিনী রাজ্য হচ্ছে উত্তরপূর্ব ভারতের পাশাপাশি থাকা অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্য।[২]
এই রাজ্যগুলি ২৫,৫৫১১ বর্গ কিলোমিটার এলাকা (৯৮,৬৫৩ বর্গ মাইল), অথবা ভারতের মোট এলাকার প্রায় ৭ শতাংশ এলাকা জুড়ে রয়েছে। ২০১১ সালে এই সাতটি রাজযে ৪৪.৯৮ মিলিয়ন জনসংখ্যা ছিল, যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭ শতাংশ। যদিও সাতটি রাজ্যে জাতিগত ও ধর্মীয় বিস্তারিত বৈচিত্র্য আছে[৩], তবে তারা অনেক পূর্ব থেকেই রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনুরূপতা বহন করে।[৪]
আরো দেখুন[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে সাত বোন রাজ্য সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "The Seven Sisters"। The Northeast India Travel Blog (ইংরেজি ভাষায়)। ২০১১-০৩-২৫। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১০।
- ↑ Saikia, J. P (১৯৭৬)। The Land of seven sisters (ইংরেজি ভাষায়)। Directorate of Information and Public Relations, Assam। ওসিএলসি 4136888।
- ↑ Raatan, T. (২০০৬)। History, Religion and Culture of North East India (ইংরেজি ভাষায়)। ISHA Books। আইএসবিএন 978-81-8205-178-2।
- ↑ Stirn, Aglaja; Ham, Peter Van (২০০০)। The Seven Sisters of India: Tribal Worlds Between Tibet and Burma (ইংরেজি ভাষায়)। Varaity Book Depot। আইএসবিএন 978-81-85822-77-8।