বরাক উপত্যকা
বরাক উপত্যকা (দক্ষিণ আসাম নামেও পরিচিত)[১] ভারতের আসাম রাজ্যের দক্ষিণাংশে অবস্থিত।এই উপত্যকার প্রধান শহর হল শিলচর।বরাক নদীর নাম থেকেই এই অঞ্চলের নাম হয়েছে।বরাক উপত্যকা আসামের তিনটি প্রশাসনিক জেলা নিয়ে গঠিত - কাছাড়, করিমগঞ্জ, এবং হাইলাকান্দি। পূর্বে কাছাড় ও হাইলাকান্দি ব্রিটিশ ভারতের কাছাড় জেলায় এবং করিমগঞ্জ সিলেট জেলায় অবস্থিত ছিল। ১৯৪৭ সালে ভারত বিভাগের সময় করিমগঞ্জকে সিলেট জেলা থেকে বিচ্ছিন্ন করা হয়; সিলেটের বাকী অংশ তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এবং করিমগঞ্জ ভারতের মধ্যে আসে।
পরিচ্ছেদসমূহ
নামকরণ[সম্পাদনা]
"বরাক" নামটি 'ব্রা' ও 'ক্রো' শব্দদুটি থেকে এসেছে। ব্রা অর্থ বিভক্ত হওয়া এবং ক্রো অর্থ উপরের অংশ/শাখা।বরাক নদীটি করিমগঞ্জ জেলার হরিতিকরের কাছে সুরমা নদী এবং কুশিয়ারা নদীতে বিভক্ত হয়েছে। এই বিভাজিত নদীর শাখাস্রোতকে স্থানীয় মানুষেরা 'ব্রাক্রো' নামে উচ্চারণ করত। বহুবছর ধরে উচ্চারণ বিকৃতির ফলে ব্রাক্রো নামটি বরাকে পরিণত হয়েছে।[২]
জেলার তালিকা[সম্পাদনা]
ভাষা[সম্পাদনা]
বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ সিলেটি ভাষায় কথা বলেন, যা বাংলা ভাষার একটি উপভাষা।
ধর্ম[সম্পাদনা]
এখানকার মোট জনসংখ্যার ৪২% হিন্দু, ৫০% মুসলিম, ৪% খ্রিস্টান এবং অন্যান্য ৪%। কাছাড় জেলায় হিন্দুধর্মাবলম্বীরা হল সংখ্যাগরিষ্ঠ ৬০% এবং করিমগঞ্জ জেলায় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ (৫৩%) যেখানে মুসলিমরা হাইলাকান্দি জেলায় সংখ্যাগরিষ্ঠ (৫৮%)।[৩]
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব[সম্পাদনা]
- মৌলানা আব্দুল জলিল চৌধুরী
- আবদুল মতলিব মজুমদার
- কামিনী কুমার চন্দ
- অরুণ কুমার চন্দ
- ময়নুল হক চৌধুরী
- সৈয়দ মুজতবা আলি
- দেবোজিত সাহা
- কবীন্দ্র পুরকায়স্থ
- ললিত মোহন শুক্লবৈদ্য
- সন্তোষ মোহন দেব
- ড. জহুরুল হক
- উল্লাসকর দত্ত
- কামাল উদ্দিন আহমেদ
- অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি (১৮৬৫-১৯৫৩) প্রখ্যাত ইতিহাস বেত্তা, শ্রীহট্টের ইতিবৃত্ত (পূর্বাংশ এবং উত্তরাংশ প্রকাশিত হয় যথাক্রমে ১৯১০ ও ১৯১৭ খ্রীঃ) গ্রন্থের লেখক।তিনি করিমগঞ্জের জফরগড় পরগনার (পাথরকান্দি থানা) মৈনা গ্রামে জন্ম গ্রহন করেন।
- মহবুবুর রব চৌধুরী ( জন্মঃ ১৯১৫ মৃত্যুঃ১৯৯৭)প্রবীণ এ স্বাধীনতা সংগ্রামী পাথারকান্দি থানার ধলছড়া চৌধুরী বাড়ীর সন্তান ছিলেন। তিনি স্বাধীনতা উত্তরকালে জিপি ও আঞ্চলিক পঞ্চায়েত প্রেসিডেন্ট। করিমগঞ্জ মহকুমা পরিষদ ও স্কুল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
- জনাব আব্দুল মুক্তাদির চৌধুরী, সাবেক মন্ত্রী, বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবী, করিমগঞ্জ।
নির্বাচনকেন্দ্র[সম্পাদনা]
বরাক উপত্যকায় দুটি লোকসভা আসন আছে।
তথ্যসূত্র[সম্পাদনা]
আরও দেখুন[সম্পাদনা]
- Tunga, S. S. (১৯৯৫)। Bengali and Other Related Dialects of South Assam। Delhi: Mittal Publications। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৯, ২০১৩।
বহি:সংযোগ[সম্পাদনা]
- Barak Valley
- Web Portal on Barak Valley
- National freedom struggle :In Barak-Surma Valley of Assam[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
স্থানাঙ্ক: ২৪°৪৮′ উত্তর ৯২°৪৫′ পূর্ব / ২৪.৮০০° উত্তর ৯২.৭৫০° পূর্ব