বিষয়বস্তুতে চলুন

সিছুয়ান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সিছুয়ান প্রদেশ
四川省
প্রদেশ
নামের প্রতিলিপি
 • চীনা四川省 (Sìchuān Shěng সিছুয়ান শেং)
 • সংক্ষিপ্ত রূপ or (ফিনিন: Chuān ছুয়ান or Shǔ শু
সিছুয়ানীয় ভাষা: Cuan1 or Su2)
 • সিছুয়ানীয় ভাষাSi4cuan1 Sen3
চীনের মানচিত্রে সিছুয়ান প্রদেশ-এর অবস্থান দেখানো হচ্ছে
চীনের মানচিত্রে সিছুয়ান প্রদেশ-এর অবস্থান দেখানো হচ্ছে
নামকরণের কারণ川峡四路 chuānxiá sìlù ছুয়াংশিয়া সিলু-এর সংক্ষিপ্ত রূপ
আক্ষরিক অর্থে " নদী ও গিরিখাতের
চার সার্কিট";
সোং রাজবংশের শাসনামলের চারটি সার্কিটকে নির্দেশ করছে।
Capital
(and largest city)
ছেংতু
প্রশাসনিক বিভাজন২১ জেলা, ১৮১ উপজেলা, ৫০১১ শহর
সরকার
 • সচিবওয়াং তুংমিং
 • গভর্নর বা প্রশাসকইন লি
আয়তন[]
 • মোট৪,৮৫,০০০ বর্গকিমি (১,৮৭,০০০ বর্গমাইল)
এলাকার ক্রম৫ম
জনসংখ্যা (২০১৩)[]
 • মোট৮,১১,০০,০০০
 • ক্রম৪র্থ
 • জনঘনত্ব১৭০/বর্গকিমি (৪৩০/বর্গমাইল)
 • ঘনত্বের ক্রম২২তম
জনপরিসংখ্যান
 • জাতিগত গঠনহান - ৯৫%
- ২.৬%
তিব্বতি - ১.৫%
ছিয়াং - ০.৪%
 • ভাষা ও আঞ্চলিকতাদক্ষিণ-পশ্চিমী ম্যান্ডারিন (সিছুয়ানীয় ম্যান্ডারিন), খামস তিব্বতি
আইএসও ৩১৬৬ কোডCN-51
GDP (২০১৬)CNY 3.27 trillion
USD 4.9 billion (৯ম)
 • মাথাপিছুCNY 39,835
USD 5,999 (২৫তম)
এইচডিআই (২০১৪)0.720[] (high) (২৩তম)
ওয়েবসাইটwww.sichuan.gov.cn
সিছুয়ান
চীনা অক্ষরে "সিছুয়ান"
চীনা 四川
পোস্টালSzechwan
আক্ষরিক অর্থFour River [Circuits]
Former names
Ba and Shu
চীনা
সিচুয়ানের রাজধানী, চেংডু।

সিছুয়ান[টীকা ১] গণপ্রজাতন্ত্রী চীনের একটি প্রদেশ। প্রদেশটি চীনের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত। ভৌগলিকভাবে প্রদেশটি সিছুয়ান নিম্নভূমির প্রায় পুরোটা জুড়ে অবস্থিত, যার পশ্চিমে হিমালয় পর্বতমালা, উত্তরে তাবা পর্বতমালা এবং পূর্বে ইউনকুই পর্বতমালা। সিছুয়ান প্রদেশের রাজধানীর নাম ছেংতু

প্রাচীনকালে সিছুয়ান অঞ্চলে পা এবং শু নামক দুইটি রাজ্য অবস্থিত ছিল। পরবর্তীতে ছিন রাজ্য এগুলিকে বিজয় করে নিজের অবস্থান দৃঢ় করে এবং চীনের প্রথম সম্রাটের চীন একত্রীকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। তিন রাজ্যের শাসনামলে লিউ পেইয়ের শু-এর ভিত্তি ছিল সিছুয়ান। ১৭শ শতকে ছাং শিয়েনচুং-এর বিদ্রোহে অঞ্চলটির ব্যাপক ধ্বংসসাধন হয়। কিন্তু মাঞ্চুরা অঞ্চলটি দখল করার পর ১৯শ শতকে এসে প্রদেশটি চীনের সবচেয়ে উৎপাদনশীল অঞ্চলে পরিণত হয়। ২য় বিশ্বযুদ্ধের সময় ছুংছিং তৎকালীন চীন প্রজাতন্ত্রের অস্থায়ী রাজধানী ছিল, ফলে জাপানিরা এর উপর ব্যাপক বোমাবর্ষণ করে। চীনের গৃহযুদ্ধের সময় সিছুয়ান প্রায় সবার শেষে সাম্যবাদীদের করায়ত্ত হয়। একে চার ভাগে ভাগ করে দেওয়া হয়। ১৯৫৯-৬১ সালে চীনের মহাদুর্ভিক্ষ পর্যায়ে সিছুয়ানের অনেক ক্ষতি হয়। কিন্তু তখনও এটি চীনের সবচেয়ে জনবহুল প্রদেশ ছিল। ১৯৯৭ সালে ছোংছিং পৌরসভাটিকে প্রদেশ থেকে আলাদা করে দেওয়া হয়।

সিছুয়ানের লোকেরা ম্যান্ডারিন ভাষার একটি স্থানীয় উপভাষা সিছুয়ানীয় ম্যান্ডারিন ভাষায় কথা বলে। এই ভাষাটি মিং রাজবংশের শাসনামলে ধীরে ধীরে রূপ পায় এবং বর্তমানে এতে প্রায় ১২ কোটি লোক কথা বলে (বিশ্বের ১০ম সর্বাধিক কথিত ভাষা হতে পারত)। সিছুয়ানের জলবায়ু উষ্ণ ও আর্দ্র। এখানকার লোকেরা ঝালযুক্ত রান্না খেতে পছন্দ করে। আধুনিক কালে এসে সিছুয়ানের নিজস্ব মরিচের পরিবর্তে মেক্সিকো থেকে আমদানিকৃত মরিচ দিয়ে রান্না করা হয়। সিছুয়ান রন্ধনপ্রণালীর সবচেয়ে বেশি বিখ্যাত দুইটি পদ হল কুং পাও মুরগী এবং মাপো তোফু

  1. এই ম্যান্ডারিন চীনা ব্যক্তিনাম বা স্থাননামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় ম্যান্ডারিন চীনা শব্দের প্রতিবর্ণীকরণ শীর্ষক রচনাশৈলী নিদের্শিকাতে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Doing Business in China - Survey"। Ministry Of Commerce - People's Republic Of China। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৩ 
  2. "Communiqué of the National Bureau of Statistics of People's Republic of China on Major Figures of the 2010 Population Census [1] (No. 2)"। National Bureau of Statistics of China। ২৯ এপ্রিল ২০১১। ২৭ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৩ 
  3. 《2015中国人类发展报告》 (পিডিএফ) (চীনা ভাষায়)। United Nations Development Programme China। ২০১৫। ২০১৪-০৬-১১ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-১৪