আসাম হিমালয়

স্থানাঙ্ক: ২৯°৩৭′৫০″ উত্তর ৯৫°০৩′১৯″ পূর্ব / ২৯.৬৩০৫৬° উত্তর ৯৫.০৫৫২৮° পূর্ব / 29.63056; 95.05528
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আসাম হিমালয় হচ্ছে পশ্চিম দিকে ভুটানের পূর্ব সীমান্তে এবং পূর্বদিকে ৎ্‌সাংগপো নদীর বেঁকে যাওয়া অংশের মধ্যবর্তী হিমালয় পর্বতশ্রেণীর একটি ঐতিহ্যবাহী এলাকা। এই পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হল নামচা বারওয়া। অন্যান্য উচ্চ শৃঙ্গের মধ্যে রয়েছে গায়লা পেরি, এবং গায়লা বারওয়া সংলগ্ন শৃঙ্গ; কংটো, এবং নয়েজি কংসং। এই এলাকাটি এখনও সর্বসাধারণের কাছে পরিচিত নয়, এবং সামান্য সংখ্যক বিদেশী পর্যটক এই জায়গা ভ্রমণ করেছে। আসাম হিমালয় নামটি বিভ্রান্তিকর, কারণ এই পর্বতশ্রেণীর কিছু অংশ দক্ষিণ-পূর্ব তিব্বত, বাকি অংশ ভুটান এবং ভারতীয় অঞ্চল এবং রাজ্য যেমন- উত্তর আসাম, সিক্কিম এবং অরুণাচল প্রদেশে অবস্থিত।[১]

আরো দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Assam Himalayas"Encyclopædia Britannica Online। Encyclopædia Britannica। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৫ 

উৎস[সম্পাদনা]