সেলা গিরিপথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেলা গিরিপথ
Se La Pass
২০০৭ সালের এপ্রিলে সেলা গিরিপথের দৃশ্য
উচ্চতা৪,১৭০ মিটার (১৩,৬৮০ ফু)
অবস্থানঅরুণাচল প্রদেশ, ভারত
পর্বতশ্রেণীহিমালয়
সেলা গিরিপথ

সেলা গিরিপথ (ইংরেজি: Sela Pass) অরুণাচল প্রদেশের তাওয়াংপশ্চিম কামেংয়ে সাগরপৃস্থ থেকে প্রায় ১৩,০০০ ফুট উচ্চতায় অবস্থিত।[১][২] স্থানীয় লোকের মতে, সেলা নামটি এসেছে সে-লা র থেকে, লা মানে গিরিপথ। সেলা গিরিপথ হল তাওয়াং জেলার ভিতর আটক ওখ স্থানে থাকা রাস্তা। তওয়াং শহর,থেকে প্রায় ৭৮ কি.মি. উত্তরে গেলে এই অঞ্চলটি পাওয়া যায়। শীতকালে এর তাপমাত্রা -১০ ডিগ্রী সে থেকে নিম্নগামী হয়। বছরের ১২ মাস সেলা পাসটি বরফাবৃত হয়ে থাকে। এখানে থাকা সেলা সরোবরটির সৌন্দর্য্য দেখে পর্য্যটক সমূহ একে স্বর্গীয় সরোবর বলে ।[৩]

ভৌগোলিক বিবরণ[সম্পাদনা]

সেলা গিরিপথ তওয়াং এর থেকে উত্তরে ৭৮ কি.মি. দূরে অবস্থিত। পথটি বছরের ১২ মাসই খোলা থকে যদিও কখনো কখনো ঘন তুষারপাতর জন্য রাস্তাটি মাঝ সময়ে বন্ধ করে দেওয়া হয়। সীমান্ত সুরাক্ষা পথ নির্মাণ কোম্পানী এই পথটির দেখাশুনার দায়িত্বে আছে। অঞ্চলটির সর্ব্বোচ গড় তাপমাত্রা ১৫ ডিগ্রী সে: আর সর্বনিম্ন -১০ ডিগ্রী সে:[৪]

কিম্বদন্তী[সম্পাদনা]

বৌদ্ধ ধর্মএর লোকরা বিশ্বাস করে যে, সেলা গিরিপথের আশে-পাশে প্রায় ১০১ টা ছোট-বড় সরোবর আছে।

সেলা গিরিপথের আলোকচিত্র[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "High Altitude Sela Pass–Backbone of Tawang District"Sankara Subramanian C (www.beontheroad.com)। beontheroad.com। JANUARY 21, 2011। সংগ্রহের তারিখ 2013-04-18  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "Sela Passmountain pass"। travelomy.com। ২০১৩-০৫-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-১৮ 
  3. "Other Important Atractions of Tawang District"National Informatics Centre, Tawang (Arunachal Pradesh)। ২০১৩-০১-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-১৮ 
  4. "Sela Pass"Pan India Internet Private Limited (PIIPL)। arunachalonline.in। ২০১৩-০৬-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০৪-১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]