বিষয়বস্তুতে চলুন

রোজী আফসারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(রোজী সামাদ থেকে পুনর্নির্দেশিত)
রোজী আফসারী
জন্ম
শামীমা আক্তার রোজী

(১৯৪৬-০৪-২৩)২৩ এপ্রিল ১৯৪৬
মৃত্যু৯ মার্চ ২০০৭(2007-03-09) (বয়স ৬০)
বারডেম হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ
মৃত্যুর কারণকিডনির রোগ
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামরোজী সামাদ
নাগরিকত্ববাংলাদেশী
পেশাঅভিনেত্রী, প্রযোজক
কর্মজীবন১৯৬২–২০০৫
দাম্পত্য সঙ্গীআবদুস সামাদ
মালেক আফসারী (১৯৮ ৫-২০০৭)
সন্তানকবিতা সামাদ
রবি আফসারী
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার

রোজী আফসারী (জন্ম: শামীমা আক্তার রোজী; ২৩ এপ্রিল ১৯৪৬ - ৯ মার্চ ২০০৭), যিনি রোজী সামাদ নামেও পরিচিত; একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন। তিনি ১৯৬৪ সালে এইতো জীবন চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন। তিনি লাঠিয়াল (১৯৭৫) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনিই এই বিভাগের প্রথম বিজেতা। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল জীবন থেকে নেয়া (১৯৭০), তিতাস একটি নদীর নাম (১৯৭৩), সূর্য সংগ্রাম (১৯৭৪), সূর্য গ্রহণ (১৯৭৬), অশিক্ষিত (১৯৭৮), গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), ও এই ঘর এই সংসার (১৯৯৬)। ১৯৮৬ সালে আশা নিরাশা চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবে তার অভিষেক হয়। ২০০৫ সালে তার সর্বশেষ চলচ্চিত্র মুক্তি পায়।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

শামীমা আক্তার রোজী ১৯৪৬ সালের ২৩শে এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

রোজীর চলচ্চিত্র কর্মজীবন শুরু হয় ১৯৬৪ সালে জিল্লুর রহিম পরিচালিত এইতো জীবন চলচ্চিত্রের মধ্য দিয়ে। একই বছর তিনি জহির রায়হানের পরিচালনায় তৎকালীন পাকিস্তানে নির্মিত প্রথম রঙিন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সংগম-এ একটি প্রধান চরিত্রে অভিনয় করেন।[] পরের দুই বছরে তিনি একালের রূপকথা (১৯৬৫) ও রাজা সন্ন্যাসী (১৯৬৬) চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৬০-এর দশকের শেষভাগে তিনি এতটুকু আশা (১৯৬৮), চোরাবালি (১৯৬৮), চেনা অচেনা (১৯৬৮), রাখাল বন্ধু (১৯৬৮), প্রতিকার (১৯৬৯), বেদের মেয়ে (১৯৬৯), আলোর পিপাসা (১৯৬৯), নীল আকাশের নীচে (১৯৬৯), ও জোয়ার ভাটা (১৯৬৯) চলচ্চিত্রে অভিনয় করেন।

১৯৭০-এর দশকে জীবন থেকে নেয়া, তিতাস একটি নদীর নাম, সূর্যগ্রহণ, ও সূর্য সংগ্রাম চলচ্চিত্রে তার অভিনয় ব্যাপক দর্শক নন্দিত হয়। ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল চলচ্চিত্রে অভিনয় করে। ১৯৭৫ সালে লাঠিয়াল চলচ্চিত্রে নাম চরিত্রের স্ত্রী চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অশিক্ষিত ইত্যাদি। তার সর্বশেষ অভিনীত ছবি 'পরম প্রিয়' ২০০৫ সালে মুক্তি পেয়েছিল।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

রোজী ১৯৮৫ সালে চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[] ২০০৭ সালের ৯ মার্চ কিডনিজনিত রোগে ৫৭ বছর বয়সে রোজী মৃত্যুবরণ করেন।[]

চলচ্চিত্রের তালিকা

[সম্পাদনা]
বছরচলচ্চিত্রভূমিকাপরিচালকভাষাটীকা
১৯৬৪এইতো জীবনজিল্লুর রহমানবাংলাঅভিনীত প্রথম চলচ্চিত্র
বন্ধনউর্দু
সঙ্গমনিশাতজহির রায়হানউর্দুপাকিস্তানের প্রথম রঙ্গীন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র[]
১৯৬৫একালের রূপকথাবাংলা
১৯৬৬রাজা সন্ন্যাসীবাংলা
অউর গম নেহিউর্দু
জাগে হুয়া সাভেরাউর্দু
পুনাম কি রাতউর্দু
ইস ধার্তি পারউর্দু
উলঝানউর্দু
১৯৬৮এতটুকু আশালুসিবাংলা
চেনা অচেনাবাংলা
রাখাল বন্ধুকাওসার জঙ্গের স্ত্রীবাংলা
১৯৬৯কাসাম উস ওয়াক্ত কি
আলোর পিপাসাবাংলা
জোয়ার ভাটাবাংলা
প্রতিকারবাংলা
বেদের মেয়েবাংলা
নীল আকাশের নিচেমামুনের ভাবীনারায়ণ ঘোষ মিতাবাংলা
১৯৭০জীবন থেকে নেয়াসাথীজহির রায়হানবাংলা
যে আগুনে পুড়িবাংলা
সূর্য্য ওঠার আগেবাংলা
অধিকারবাংলা
সাধারণ মেয়েনীলুবাংলা
কাঁচ কাটা হীরেবাংলা
দীপ নেভে নাইবাংলা
বড় বউবাংলা
কলমিলতাবাংলা
গায়ের বধুবাংলা
১৯৭১সুখ-দুঃখবাংলা
স্মৃতিটুকু থাকসালেহা বেগমবাংলা
জলছবিএইচ আকবরবাংলাপ্রবীর মিত্রফারুক অভিষিক্ত চলচ্চিত্র
১৯৭২নিজেরে হারায়ে খুঁজিমঞ্জুবাংলা
বাহরাম বাদশাহবাংলা
মানুষের মনপুতুলবাংলা
সমাধানঊষাবাংলা
জীবন সংগীতবাংলা
স্বীকৃতিবাংলা
কাঁচের স্বর্গবাংলা
১৯৭৩রংবাজশিরিনজহিরুল হকবাংলা
তিতাস একটি নদীর নামবাসন্তীঋত্বিক ঘটকবাংলা
পায়ে চলার পথবাংলা
আবার তোরা মানুষ হখান আতাউর রহমানবাংলা
১৯৭৪আলোর মিছিলমীনানারায়ণ ঘোষ মিতাবাংলাবিজয়ী: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার
১৯৭৫লাঠিয়ালকাদেরের স্ত্রীনারায়ণ ঘোষ মিতাবাংলাবিজয়ী: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার
১৯৭৬সূর্যগ্রহণশিরিনবাংলা
১৯৭৭রূপালী সৈকতেআলমগীর কবিরবাংলা
১৯৭৮অশিক্ষিতমানিকের মাআজিজুর রহমানবাংলা
গোলাপী এখন ট্রেনেগোলাপী’র মাআমজাদ হোসেনবাংলা
নাগরদোলাবাংলা
১৯৭৯সূর্য সংগ্রামশিরিনবাংলা
বেলা শেষের গানবাংলা
১৯৮৬আশা নিরাশারোজী আফসারীবাংলা
১৯৯২ক্ষমামালেক আফসারীবাংলা
১৯৯৫এই ঘর এই সংসারমমতা/আপামালেক আফসারীবাংলা
২০০১ ঠেকাও মাস্তান দুর্জয়ের মা মালেক আফসারী বাংলা
২০০৩বীর সৈনিকরোজীদেলোয়ার জাহান ঝন্টুবাংলা
২০০৫পরম প্রিয়বাংলাঅভিনীত শেষ চলচ্চিত্র

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Remembering Rosy Afsari"দ্য ডেইলি স্টার। ১১ মার্চ ২০০৭। ২৮ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৪ {{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে: |4= (সাহায্য)
  2. "এফডিসি'র মুখ দেখতে চাননা মালেক আফসারী"একুশে টিভি। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯
  3. "মনে আছে মিষ্টি হাসির অভিনেত্রী রোজী আফসারীর কথা?"জাগোনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯
  4. "Google doodle celebrates 73rd birth anniversary of actor Rosy Afsari"ডেইলি এশিয়ান এজ। ২৩ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯
  5. "National award-winning actor Rosy Afsari"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৩ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৯
  6. "Rosy Afsari's 73rd Birthday"www.google.com। গুগল। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৯

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]