ব্যবহারকারী আলাপ:S Shamima Nasrin/Archive 1
আলোচনা যোগ করুন
এটি আমার মূল আলাপ পাতা নয়। এখানে আমার পুরোনো আলাপগুলি সংগ্রহ করে রাখা হয়েছে। নতুন যে কোন প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার বর্তমান আলাপ পাতা ব্যবহার করুন।ধন্যবাদ!আপনাকে বৃত্তি প্রদান করা হয়েছে![সম্পাদনা]প্রিয় S Shamima Nasrin, শুভেচ্ছা নিবেন। মাসরুফ হোসেন নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]মাসরুফ হোসেন নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারন নীতিমালা অনুসারে অপসারনের যোগ্য কিনা এই বিষয়ে মতামততের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মাসরুফ হোসেন পাতায় আলোচনা করা হবে, এটি একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারন প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চ মানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ত্ব দেওয়া হবে। অপসারন প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবে। অপসারন প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারন প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৫৬, ২০ আগস্ট ২০১৫ (ইউটিসি)
সরকারি সিটি কলেজ; চট্টগ্রাম পেইজ আপডেট করার জন্য ধন্যবাদ ।[সম্পাদনা]ধন্যবাদ মোহাম্মদ আরিফুল ইসলাম (আলাপ) ১৮:৫১, ২৯ আগস্ট ২০১৫ (ইউটিসি)
গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি[সম্পাদনা]সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:
এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ। বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে, -ধন্যবাদ বিষয়টি জানানোর জন্য। S Shamima Nasrin (আলাপ) ০২:৫৬, ৬ নভেম্বর ২০১৫ (ইউটিসি) এশীয় মাস পদক[সম্পাদনা]
সুপ্রিয় S Shamima Nasrin, উইকিপিডিয়া ১৫ আয়োজক কমিটির পক্ষে, স্বয়ংক্রিয় পরীক্ষণ[সম্পাদনা]হ্যালো S Shamima Nasrin, আপনার অ্যাকাউন্টের সাথে স্বয়ংক্রিয় পরীক্ষণের সুবিধা যোগ করা হয়েছে, কারণ আপনি বিভিন্ন সময়ে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য সব নিবন্ধ সৃষ্টি করে চলেছেন। এই অধিকার আপনার সম্পাদনায় কোনো প্রভাব ফেলবে না। এটি শুধুমাত্র নতুন পাতা ও সম্পাদনা প্যাট্রোল বা পরীক্ষণের চাপ কমাবে। এই সুবিধাটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:স্বয়ংক্রিয় পরীক্ষণ পাতাটি দেখতে পারেন। এছাড়া আপনার কোনো প্রশ্ন থাকলে তা আমার আলাপ পাতায় রাখতে পারেন। আপনার সম্পাদনা আনন্দময় হোক! যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:০৩, ২৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
উইকিপিডিয়া ১৫ অনুবাদ প্রতিযোগিতা[সম্পাদনা]
{{উইকিপিডিয়া ১৫ অনুবাদক}} টেমেপ্লেট লাগাতে পারেন। যদি আপনার কোন প্রশ্ন থাকে তবে বিনা দ্বিধায় আমার আলাপ পাতায় তা রাখতে পারেন। যখন আপনি আলাপ পাতায় বার্তা রাখবেন তখন চারটি টিন্ডা চিহ্ন (~~~~) ব্যবহার করে আপনার নাম স্বাক্ষর করতে ভুলবেন না; যা স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যবহারকারী নাম এবং তারিখ সংযুক্ত করবে। আশা করি একজন উইকিপিডিয়ান হিসাবে উইকিপিডিয়া উপভোগ করবেন!
ধন্যবাদান্তে-- শাহাদাত সায়েম (আলাপ) ০৭:১৬, ২০ জানুয়ারি ২০১৬ (ইউটিসি) বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ[সম্পাদনা]সুধী,
সাহায্য চেয়ে আবেদন[সম্পাদনা]আমি উইকিতে আলাপ কিভাবে করতে হয় তা জানি না। জানি না, এই আলাপ কোন ভুল জায়গায় গেল কি না। Kawsar Ahammad (আলাপ) ১৯:৪৫, ২৬ মার্চ ২০১৬ (ইউটিসি)Kawsar Ahammad
ব্যবহারকারী পরীক্ষক আবেদনে মতামত দিন[সম্পাদনা]সুধী, নাহিদ সুলতান (আলাপ) বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ নিবন্ধের নামের ব্যাপারে[সম্পাদনা]বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ নামে খুলনাতেও একটি প্রতিষ্ঠান আছে। এক্ষেত্রে নিবন্ধ এর নাম এর শেষে কমা দিয়ে জায়গার নাম দিয়ে দিতে পারেন। যেমন বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ, চট্টগ্রাম এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ, খুলনা। আপনার মন্তব্য কামনা করছি। --Nahid Hossain (আলাপ) ১৬:৪২, ১৬ আগস্ট ২০১৬ (ইউটিসি)
বিবর্তন বিরোধীতা[সম্পাদনা]মুল নিবন্ধ: objects to evolution অনেক বড়। আমার প্রথম দিকের ইচ্ছা ছিল পুরো লেখাটার তথ্য প্রমাণ সহ একটা খসড়া অনুবাদ উইকিতে সংযোজন করা, আমি ভেবেছিলাম পুরো লেখাটার আক্ষরিক অনুবাদ এক সপ্তাহের মধ্যে করে ফেলতে পারব। কিন্তু পুরো লেখাটাই এত বড় আর সময় স্বল্পতার কারণে আক্ষরিক অনুবাদ করতেই আমার যথেষ্ট সময় লাগে। যাই হোক বারবার সতর্ক করায় আমি আপাতত প্রাঞ্জল অনুবাদে বেশি মনোযোগ দিব। পুরো লেখাটার মধ্যে যেসব বাক্যগুলো শুনতে বেখাপ্পা মনে হয়, সেগুলো কপি করে পাঠিয়ে দিলে আমি বাক্যগুলো আরো সহজিয়া করতে দৃঢ়প্রতিজ্ঞ থাকব। ধন্যবাদ। Fahim fanatic (আলাপ) ০৫:০৩, ১৭ আগস্ট ২০১৬ (ইউটিসি)
উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)[সম্পাদনা]সুপ্রিয় S Shamima Nasrin, কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে, রোলব্যাক মঞ্জুর[সম্পাদনা]আপনার অ্যাকাউন্টের সাথে "রোলব্যাক" অধিকার যুক্ত করা হয়েছে। আপনার কিছু অবদান পর্যালোচনার পর, আমি বিশ্বাস করি ধ্বংসপ্রবণতা রোধের উদ্দেশ্যে রোল্যব্যাক অধিকারটি ব্যবহার করার জন্য আপনি বিশ্বস্ত এবং আপনি এই অধিকারটি বিশ্বস্ত সম্পাদনা প্রত্যাবর্তন বা ফেরত নেয়ার কাজে অথবা সম্পাদনা যুদ্ধের কাজে ব্যবহার করবেন না। রোলব্যাক সম্পর্কিত আরো তথ্যের জন্য, উইকিপিডিয়া:রোলব্যাক পড়ুন। আপনি যদি রোলব্যাক অধিকারটি আর ব্যবহার করতে না চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি অধিকারটি আপনার একাউন্ট থেকে প্রত্যাহার করবো। শুভ কামনা ও ধন্যবাদ। আফতাব (আলাপ) ১৫:০৯, ২০ এপ্রিল ২০১৭ (ইউটিসি)
অনি হাসান নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/অনি হাসান পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে। অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। — ফেরদৌস • ১৫:০৮, ২৬ এপ্রিল ২০১৭ (ইউটিসি) ইদ মোবারক[সম্পাদনা]
শার্ল বোদলেয়ার[সম্পাদনা]@নাসরীন আপা, শার্ল বোদলেয়ার পাতাটি ছোট তবে ডিলিট করা ঠিক হবেনা, ব্যক্তিটি ফ্রান্সের খুবই খ্যাতিমান একজন মানুষ ছিলেন, ছোট নিবন্ধ এই বাংলা উইকিতে প্রচুর আছে, আপনি ছোট নিবন্ধ বড় করার উদ্যোগ নিতে পারেন, যদি সাউথ কোরিয়াতে আপনার হাতে সময় থাকে। প্রতিভা মনির (আলাপ) ১১:২২, ৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)
রাগ করবেননা[সম্পাদনা]@নাসরীন আপা, রাগ করবেননা, আমি আপনাকে মেনশন করেছিলাম এজন্যে দুঃখিত আর ওটা এমনি এমনি করিনি, রাগ করবেননা, সমকামিতা কোনো ঋণাত্মক কাজ নয় এটি আমি বুঝি, আমি এটা সাপোর্টও করি। প্রতিভা মনির (আলাপ) ১০:০৭, ১৫ নভেম্বর ২০১৭ (ইউটিসি)
আমি মাত্র নেট থেকে ও সংরক্ষিত করি[সম্পাদনা]আমি মনকরা কথা বলি নাই এখানে Syedmdarifulislam (আলাপ) ১১:২১, ২৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)
রোলব্যাক[সম্পাদনা]অযৌন জনন আর্টিকেলটি আপনি একবার রোলব্যাক করেছেন। আমি পুনরায় আর্টিকেলটি লিখেছি। আপনাকে আপনাকে অনুরোধ করছি আর্টিকেলটি দেখার, যদিও আর্টিকেলটি এখনো সম্পূর্ণ হয় নি। তবুও যদি আপনার কোন ভিন্ন মত থাকে সেটা আমাকে জানাবেন। কিন্তু হটকারীতা করে রোলব্যাক করবেন না। ধন্যবাদ। Ripan Mondal (আলাপ) ১৭:১৭, ২৭ নভেম্বর ২০১৭ (ইউটিসি) @Ripan Mondal বাংলা উইকিপিডিয়ায় স্বাগত। প্রথমত, আমি অযৌন জনন নামের কোন নিবন্ধ রোলব্যাক করিনি। আপনি অযৌন প্রজনন নিবন্ধের একটি বাক্যে পরিবর্তন আনতে পাঁচবার সম্পাদনা করেছেন এবং এর মধ্যে "বিরল মিউটেশনে এর ব্যতিক্রম হতে পারে" তথ্যটিও সম্পূর্ণভাবে মুছে দিয়েছিলেন। মূলতঃ সেটি রোলব্যাক করতে গিয়েই আপনার লিখা দুইটি লাইন রোলব্যাক করতে হয়েছে, যা কোন ব্যক্তিগত আক্রমণ ছিল না। আমি দুঃখিত। দয়া করে, আপনার যুক্ত করা নিবন্ধে তথ্যসূত্র যোগ করুন। উইকিপিডিয়া একটি দলীয় স্বেচ্ছাসেবী কার্যক্রম, আস্থা রাখুন। শুভ কামনা রইল, ধন্যবাদ। S Shamima Nasrin (আলাপ) ১৯:২৭, ২৭ নভেম্বর ২০১৭ (ইউটিসি) নিরীক্ষক[সম্পাদনা]হ্যালো। আপনার অ্যাকাউন্টের সাথে "পরীক্ষক" ব্যবহারকারী অধিকার যুক্ত করা হয়েছে, যা আপনাকে সুরক্ষিত পাতাসমূহে অন্য ব্যবহারকারীদের করা অপেক্ষমান সম্পাদনাসমূহ পর্যবেক্ষণ করার সুবিধা দিবে। অমীমাংসিত পরিবর্তনসহ পাতাসমূহ এখানে পাবেন এবং স্বয়ংক্রিয় পর্যবেক্ষণের সীমাবদ্ধতাসহ সমস্ত পাতাসমূহের স্বয়ংক্রিয় একটি তালিকা এখানে রয়েছে। মনে রাখবেন এই অধিকারটি আপনার অবস্থার কোন পরিবর্তন ঘটাবে না বা আপনার নিবন্ধ সম্পাদনাতেও প্রভাব ফেলবে না। আপনি যদি এই ব্যবহারকারী অধিকারটি না চান তাহলে যেকোন সময় যেকোন প্রশাসককে অপনার অ্যাকাউন্ট থেকে অধিকারটি প্রত্যাহারের জন্য অনুরোধ করুন। আরো দেখুন:
WAM Address Collection[সম্পাদনা]Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your postal mailing address via Google form or email me about that on erick@asianmonth.wiki before the end of Janauary, 2018. The Wikimedia Asian Month team only has access to this form, and we will only share your address with local affiliates to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. We apologize for the delay in sending this form to you, this year we will make sure that you will receive your postcard from WAM. If you've not received a postcard from last year's WAM, Please let us know. All ambassadors will receive an electronic certificate from the team. Be sure to fill out your email if you are enlisted Ambassadors list. Best, Erick Guan (talk) WAM Address Collection - 1st reminder[সম্পাদনা]Hi there. This is a reminder to fill the address collection. Sorry for the inconvenience if you did submit the form before. If you still wish to receive the postcard from Wikipedia Asian Month, please submit your postal mailing address via this Google form. This form is only accessed by WAM international team. All personal data will be destroyed immediately after postcards are sent. If you have problems in accessing the google form, you can use Email This User to send your address to my Email. If you do not wish to share your personal information and do not want to receive the postcard, please let us know at WAM talk page so I will not keep sending reminders to you. Best, Sailesh Patnaik Confusion in the previous message- WAM[সম্পাদনা]Hello again, I believe the earlier message has created some confusion. If you have already submitted the details in the Google form, it has been accepted, you don't need to submit it again. The earlier reminder is for those who haven't yet submitted their Google form or if they any alternate way to provide their address. I apologize for creating the confusion. Thanks-Sailesh Patnaik আপনি জানেন কি বিভাগে আপনাকে আমন্ত্রণ![সম্পাদনা]সুধী,
আজাকি হালনাগাদ[সম্পাদনা]About 'Bijoy Keyboard' Editing on বাংলা উইকিপিডিয়া[সম্পাদনা]With due respect, are you really a true so called ((স্বয়ংক্রিয় পরীক্ষক, রোলব্যাকার, নিরীক্ষক)) ??? I've doubt about this. There has many unnecessary, false, flattery words, untrustworthy claims on that বিজয় কিবোর্ড উইকিপিডিয়া পাতা। I fix literally all of those but you did revert to the previous one. (Without any reason) I mean Seriously?????? Why ?????????????? If you can't detect তোষামুদি, চাটুকার শব্দ then how come you became a নিরীক্ষক?? And those তোষামুদে শব্দ is fully opposite to the Wikipedia's Motto. Since Wikipedia has to be "Neutral" Rhrakibwiki (আলাপ) ১৭:৪৯, ২০ জানুয়ারি ২০১৮ (ইউটিসি) আমার আলাপ পাতায় বার্তা রাখার জন্য ধন্যবাদ। আপনার যে পরিবর্তনগুলো রোলব্যাক করা হয়েছে তা দেখতে পারেন [১] এবং নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিন কোন শব্দগুলো বিশ্বকোষীয় নিবন্ধের জন্য উপযুক্ত। উইকিপিডিয়া একটি স্বেচ্ছাসেবকমূলক প্রকল্প, দয়া করে ব্যক্তিগত আক্রমণ বর্জন করুন। উইকিপিডিয়ায় আপনার সম্পাদনা শুভ হোক। S Shamima Nasrin (আলাপ) ১৮:১৩, ২০ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)
আজাকি হালনাগাদ[সম্পাদনা]আজাকি হালনাগাদ[সম্পাদনা]আপনার তৈরি ইসলামে লিঙ্গের ভূমিকা নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]সুপ্রিয় Shamima Nasrin, মানবহিতৈষী সাহায্য[সম্পাদনা]Hi, Please review it again. Thanks
আলাপ[সম্পাদনা]আপু আমি উইকিপিডিয়ার নিরাপত্তা ও গোপনীয়তা সম্পর্কে জানতে চাই আশা করি দয়া করে উত্তর দিবেন। রবিউল ইসলাম জীবন (আলাপ) ১৮:৫৩, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)
আপনার তৈরি স্টেম ক্ষেত্রে নারী নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]সুপ্রিয় S Shamima Nasrin, আপনার জন্য একটি পদক![সম্পাদনা]
আপনার তৈরি বলিউডের সঙ্গীত নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]সুপ্রিয় Shamima Nasrin,
আপনার তৈরি বাইবেলে মুহাম্মাদ নিবন্ধটি গৃহীত হয়েছে[সম্পাদনা]সুপ্রিয় Shamima Nasrin, সুপ্রিয় S Shamima Nasrin, উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ আয়োজক কমিটির পক্ষে,
ব্যাঘ্র প্রকল্পের নিবন্ধ তালিকা থেকে লিখুন[সম্পাদনা]সুপ্রিয় S Shamima Nasrin, অসুবিধা হলে জমা করার বা লেখবার পূর্বে যোগাযোগ করুন। অনুগ্রহ করে ১২ মার্চের পূর্বের লেখা উপযুক্ত তালিকা থেকে হলেও ১২ মার্চের পর সম্প্রসারিত হিসাবে জমা দিতে গেলে, পুনরায় কমপক্ষে ৯০০০ বাইট ও ৩০০ শব্দ যোগ করে দেবেন।
সুমিতা রায় দত্ত ১২:৪৬, ১৯ এপ্রিল ২০১৮ (ইউটিসি)
ব্যাঘ্র প্রকল্প ২০১৮[সম্পাদনা]S Shamima Nasrin আপনি ব্যঘ্র প্রকল্প ২০১৮ তে দারুন কাজ করছেন। চালিয়ে যান নতুন নতুন নিবন্ধের অনুবাদ। আরও বেশ কিছু নতুন নিবন্ধ তৈরি ও জমা আপনার থেকে আশা করে সংগঠন। ধন্যবাদ। খাঁ শুভেন্দু (আলাপ) ০৬:৫৫, ২৭ এপ্রিল ২০১৮ (ইউটিসি)
Thank you for keeping Wikipedia thriving in India[সম্পাদনা]I wanted to drop in to express my gratitude for your participation in this important contest to increase articles in Indian languages. It’s been a joyful experience for me to see so many of you join this initiative. I’m writing to make it clear why it’s so important for us to succeed. Almost one out of every five people on the planet lives in India. But there is a huge gap in coverage of Wikipedia articles in important languages across India. This contest is a chance to show how serious we are about expanding access to knowledge across India, and the world. If we succeed at this, it will open doors for us to ensure that Wikipedia in India stays strong for years to come. I’m grateful for what you’re doing, and urge you to continue translating and writing missing articles. Your efforts can change the future of Wikipedia in India. You can find a list of articles to work on that are missing from Wikipedia right here: https://meta.wikimedia.org/wiki/Supporting_Indian_Language_Wikipedias_Program/Contest/Topics Thank you, — Jimmy Wales, Wikipedia Founder ১৮:১৮, ১ মে ২০১৮ (ইউটিসি)
ব্যাঘ্র প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রজ্ঞপ্তি[সম্পাদনা]নমস্কার S Shamima Nasrin!
আপনার লেখা শুভ হোক।
ব্যাঘ্র প্রকল্প নিবন্ধ প্রতিযোগিতা ২০১৮ আয়োজক কমিটির পক্ষে,
সুমিতা রায় দত্ত ১৭:৫০, ৮ জুন ২০১৮ (ইউটিসি) ইন্কস্কেপ শিখে মানচিত্র, বাংলা নিবন্ধের জন্য জরুরী বিজ্ঞান ভিত্তিক অঙ্কন শেখার ট্রেনিং এর আবেদনের আমন্ত্রণ[সম্পাদনা]ব্যাঘ্র প্রকল্প ২০১৮ এডিটাথনে ব্যক্তিগত পুরস্কার পাওয়া যাবে না জেনেও শুধু বাংলা ভাষাকে ভালবেসে ২০টির বেশী নিবন্ধ জমা করার জন্য অভিনন্দন ।
১৬ জুনের মধ্যে আপ্লাই করুন এখানে। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের জন্যও স্থান আছে। ২০১৮ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তিনদিনের ট্রেনিং ভারতের হায়দ্রাবাদে । ইন্কস্কেপ এর জ্ঞান থাকলে ভাল কিন্তু জরুরী নয়। আপ্পলাই করতে কোন অসুবিধা হলে জানান। সুমিতা রায় দত্ত ১৬:২৮, ১২ জুন ২০১৮ (ইউটিসি)
সুমিতা রায় দত্ত ১১:৫৩, ১৩ জুন ২০১৮ (ইউটিসি)
সুমিতা রায় দত্ত ১৬:০০, ১৪ জুন ২০১৮ (ইউটিসি)
Project tiger contest[সম্পাদনা]Hi, greetings from Gopala. You won the prize in Project tiger contest. We (CIS-A2K) would like to send the prize to you. Please send an email with your bank details to gopalacis-india.org. --Gopala Krishna A (CIS-A2K) (আলাপ) ০৯:০৫, ৮ আগস্ট ২০১৮ (ইউটিসি) ইদ মোবারক![সম্পাদনা]
Why are you adding unverified sources and information[সম্পাদনা]I have checked all the refs and none of these sources support the flag or the information mentioned. Kindly self revert your own edit. because You take full responsibility for the content that you add into the article. --DBigXray (আলাপ) ১৩:২২, ২৫ অক্টোবর ২০১৮ (ইউটিসি) Reply on আলাপ:খালিস্তান--DBigXray (আলাপ) ১৩:২৫, ২৫ অক্টোবর ২০১৮ (ইউটিসি) প্রশ্ন[সম্পাদনা]উইকি এশিয় মাস প্রতিযোগীতায় একটি নিবন্ধ শুরু করার পর অন্য কেউ এসে সম্পাদনা করলে নিবন্ধটি গৃহীত হবে কি? - রাফি (আলাপ) ২০:০৯, ২ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
পেশাওয়ার জেলা অনুবাদ প্রসঙ্গে[সম্পাদনা]পেশাওয়ার জেলার অনুবাদের সংশোধন করার জন্য ধন্যবাদ। তবে নিবন্ধের "শিক্ষা" অনুচ্ছেদের কয়েকটি অনুবাদের সংশোধন সঠিক হয়নি মনে হচ্ছে। ফলে কিছু পরিবর্তন করছি। সবশেষে আবারও ধন্যবাদ। খাঁ শুভেন্দু (আলাপ) ০৪:১১, ৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি) বেগুনী বক ইউরোপ, এশিয়া ও আফ্রিকায় থাকে। এমনকী এশিয়ার মধ্যে ভারতেও এটি পাওয়া যায়। নিয়মাবলী অনুযায়ী এশিয়া (মানুষ, স্থান, সংস্কৃতি, ইত্যাদি) সম্পর্কিত নিবন্ধ হতে পারে, কিন্তু বাংলাদেশ ও ভারত বাদ রেখে এশিয়ার অন্য দেশের বিষয় সম্পর্কিত হতে হবে। আমার মতে বেগুনী বক নিবন্ধটি এই নিয়মাবলী মানে না। আপনার কী মত? @Moheen:, @Waraka Saki:, @Sumita Roy Dutta: আপনাদের কী মত? বিপ্লবী (বিজয় না হওয়া পর্যন্ত, সবসময়!) ১৪:০১, ৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
--সুমিতা রায় দত্ত ১৭:১৬, ১০ নভেম্বর ২০১৮ (ইউটিসি) উইকিপিডিয়া:মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮তে নতুন তালিকা যোগ[সম্পাদনা]সুধী, উইকিপিডিয়া:মহিলা স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ অভিযান ২০১৮ প্রকল্পটি ২৪ নভেম্বর অব্ধি চলবে। খুশীর আরো একটি খবর সামাজিক স্বাস্থ্য সম্পর্কিত নিবন্ধ তালিকা যুক্ত হয়েছে। আপনার কাছ থেকে আরো নিবন্ধের আশায় আগাম ধন্যবাদ জানাই। --সুমিতা রায় দত্ত ১৭:১৬, ১০ নভেম্বর ২০১৮ (ইউটিসি) এশিয় মাস ২০১৮[সম্পাদনা]আমি সত্যি খুব আনন্দিত আমার পাঁচটি নিবন্ধই আপনি গ্রহণ করেছেন। আমি অনেক ধন্যবাদ জানাই আপনাকে। এতোদিন ধরে উইকিপিডিয়ার কোন এডিথাটনে লিখে কোন পুরস্কার পাইনি। যেহেতু আমার চারটি নিবন্ধ গৃহিত হয়েছে আমি কি একটি পোস্টকার্ড পাব? সত্যি বলতে আমি খুব উত্তেজিত এবং খুব আনন্দিত এই ব্যাপারটি নিয়ে। একটু স্বীকৃতি পেলেই আমি খুব আনন্দিত হবো। আমার নিবন্ধগুলো লিখে সত্যি খুব ভালো লাগছে। নিবন্ধ জমা দেওয়ার পর গৃহিত হলে নতুন উদ্যমে আরেকটা লিখছি। আমি শুধু এটুকুই জানতে চাই আমি কি একটি পোস্ট কার্ড পাব? যদি পাই কিভাবে পাব? কেই বা দেবে? আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। - রাফি (আলাপ) ২১:২৫, ১০ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
WAM Organizers Update[সম্পাদনা]Hi WAM Organizer! Hopefully, everything works just fine so far! Need Help Button, post in any language is fine
Please feel free to contact me and WAM team on meta talk page, send me an email by Email this User or chat with me on facebook. For some languages, the activity for WAM is very less, If you need any help please reach out to us, still, 12 more days left for WAM, Please encourage your community members to take part in it. If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page. Best Wishes, উইকিপিডিয়া এশীয় মাস এ নিবন্ধ তালিকায় সমস্যা[সম্পাদনা]ভূটান রিলেটেড আর্টিকেল তালিকায় battle of five lamas নিবন্ধে ক্লিক করলে তা Second battle of Simtokha Dzong এ নিয়ে যায়।আমি সেটাই সিমটোখা ডং এর দ্বিতীয় যুদ্ধ নামে অনুবাদ করে জমা দিয়েছি ২৪ নভেম্বর।এখন পর্যন্ত কেউ পর্যালোচনা করেনি।আমার নিবন্ধ কি গৃহিত হবে ?না তালিকা বহির্ভূত বিবেচিত হবে?একটু যদি ব্যাপারটা দেখতেন।--Rezwan islam27 (আলাপ) ২২:৫৮, ২ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
What's Next (WAM)![সম্পাদনা]Congratulations! The Wikipedia Asian Month has ended successfully and you've done amazing work of organizing. What we've got and what's next?
Thanks again, Regards WAM Postcard collection[সম্পাদনা]Dear organiser, Thanks for your patience, I apologise for the delay in sending the Google form for address collection. Please share this form and the message with the participants who created 4 or more than 4 articles during WAM. We will send the reminders directly to the participants from next time, but please ask the participants to fill the form before January 10th 2019. Things to do:
Invitation to Organize Wiki Loves Love 2019[সম্পাদনা]Wiki Loves Love (WLL) is an International photography competition of Wikimedia Commons to subject love testimonials happening in the month of February 2019. The primary goal of the competition is to document love testimonials through human cultural diversity such as monuments, ceremonies, snapshot of tender gesture, and miscellaneous objects used as symbol of love; to illustrate articles in the worldwide free encyclopedia Wikipedia, and other Wikimedia Foundation (WMF) projects. February is around the corner and Wiki Loves Love team invites you to organize and promote WLL19 in your country and join hands with us to celebrate love and document it on Wikimedia Commons. The theme of 2019 is Festivals, ceremonies and celebrations of love. To organize Wiki Loves Love in your region, sign up at WLL Organizers page. You can also simply support and spread love by helping us translate the commons page in your local language which is open for translation. The contest starts runs from 1-28 February 2019. Independent from if there is a local contest organised in your country, you can help by making the photo contest Wiki Loves Love more accessible and available to more people in the world by translating the upload wizard, templates and pages to your local language. See for an overview of templates/pages to be translated at our Translations page. Imagine...The sum of all love! --MediaWiki message delivery (আলাপ) ১২:৩৩, ৬ জানুয়ারি ২০১৯ (ইউটিসি) ভারতের সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে অনলাইন এডিটাথন[সম্পাদনা]ভারতের সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া সম্প্রদায়-এর পক্ষ থেকে ২০১৯ সালের ২৫শে জানুয়ারি থেকে ২৭শে জানুয়ারি পর্যন্ত ৩ দিন ধরে বাংলা উইকিপিডিয়ায় একটি অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। আপনি যদি এডিটাথনে যোগ দিতে ইচ্ছুক হন তাহলে এখানে নাম নিবন্ধন করুন। এডিটাথন সম্পর্কে বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন - উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০১৯/ভারতের সাধারণতন্ত্র দিবস। খাঁ শুভেন্দু (আলাপ) ১৭:১৯, ১৯ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
আজাকি হালনাগাদ[সম্পাদনা]আজাকি হালনাগাদ[সম্পাদনা]উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮ প্রসঙ্গে[সম্পাদনা]শুভেচ্ছা নিবেন; জনাব আমি উইকিপিডিয়া এশীয় মাস ২০১৮ এ কিছু সংখ্যক নিবন্ধন অনুবাদ করে তৈরি করেছিলাম, এবং আমার ২৪টি নিবন্ধন গৃহীত হয়েছিল। এবং গত ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে আমার কাছে পত্র যোগাযোগের ঠিকানার চাওয়া হয়েছিল তখন আমি সঠিকভাবে আমার পত্র যোগাযোগ এর ঠিকানা পাঠালাম কিন্তু এখন পর্যন্ত আমি কোনো পুরস্কার (একটি পোস্টকার্ড এবং আরেকটি বিশেষ পোস্টকার্ড) পেলাম না। দয়া করে একটু জানাবেন কেন আমি এখও কোন পোস্টকার্ড পেলামনা । ধন্যবাদ । —মারুফ হোসেন (আলাপ) ০৬:৫১, ২২ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
কোনো নিবন্ধ রচনা শুরু করার আগেই এই তালিকায় সৃষ্টিকারী কলামে নিবন্ধের পাশে আপনার নাম যুক্ত করুন। না হয় অন্য কেউ একই নিবন্ধ তৈরি করার সম্ভাবনা থাকছে, এরকম ইতোমধ্যে ঘটেছে। কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ধন্যবাদ। ~মহীন (আলাপ) ১৭:২০, ২ মে ২০১৯ (ইউটিসি)
নিবন্ধ প্রতিযোগিতা ২০১৯-এ স্বাগতম[সম্পাদনা]
Project Tiger 2.0[সম্পাদনা]Sorry for writing this message in English - feel free to help us translating it Hello, We are glad to inform you that Project Tiger 2.0/GLOW is going to start very soon. You know about Project Tiger first iteration where we saw exciting and encouraging participation from different Indian Wikimedia communities. To know about Project Tiger 1.0 please see this page Like project Tiger 1.0, This iteration will have 2 components
Thanks for your attention, Invitation from WAM 2019[সম্পাদনা]Hi WAM organizers! Hope you are all doing well! Now it's a great time to sign up for the 2019 Wikipedia Asian Month, which will take place in November this year (29 days left!). Here are some updates and improvements we will make for upcoming WAM. If you have any suggestions or thoughts, feel free to discuss on the meta talk page.
Reach out the WAM team here at the meta talk page if you have any questions. Best Wishes, আমরা আপনার কাছ থেকে শুনতে চাই[সম্পাদনা]প্রিয় ব্যবহারকারী:S Shamima Nasrin/Archive 1, ভাষা দলটি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের বৃদ্ধিতে সহায়তার জন্য অনুবাদ ব্যবহারের বিষয়টি বিস্তৃত করার জন্য একটি নতুন উদ্যোগ শুরু করছে। আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আপনি বিষয়বস্তু অনুবাদ সরঞ্জামটি দিয়ে বেশ কয়েকটি নিবন্ধ অনুবাদ করেছেন। (bn:উইকিপিডিয়া:আলোচনাসভা#বাংলা_উইকিপিডিয়ার_জন্য_অনুবাদ_সমর্থন_উন্নত_করা) দয়া করে আপনি আপনার স্থানীয় সম্প্রদায়ের আলোচনায় অথবা মিডিয়াউইকি প্রকল্পের আলাপ পাতার আলোচনায় অংশগ্রহণ করুন এবং আপনার মতামত প্রদান করুন। ভাষা দলের পক্ষ থেকে, আপনাকে ধন্যবাদ! Elitre (WMF) ১৩:১১, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি) উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ[সম্পাদনা]সুধী, |