ব্যবহারকারী আলাপ:Waraka Saki
স্থানান্তর[সম্পাদনা]
চিত্র স্থানান্তরের জন্য mw.loader.load('//bn.wikipedia.org/w/index.php?title=ব্যবহারকারী:আফতাবুজ্জামান/স্থানান্তর ও প্রতিস্থাপন.js&action=raw&ctype=text/javascript'); ব্যবহার করতে পারেন। কিছু কষ্ট লাঘব হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১০, ১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: আপনাকে ধন্যবাদ। নিবন্ধ, টেমপ্লেট এবং বিষয়শ্রেণীর জন্য কি একই ধরনের কোন স্ক্রিপ্ট রয়েছে? – Waraka Saki (আলাপ) ০৯:১৯, ২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- আমার জানামতে না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১২, ২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: আচ্ছা, ধন্যবাদ। – Waraka Saki (আলাপ) ২০:১২, ২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- আমার জানামতে না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১২, ২ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
সেনাবাহিনী প্রধান (শ্রীলঙ্কা)[সম্পাদনা]
@Waraka Saki:, @ওয়ারাকা সাকি ভাই, সেনাবাহিনী প্রধান (শ্রীলঙ্কা) নিবন্ধটির সম্পাদনাগুলো পরীক্ষিত করে দিন। MH Babar (আলাপ) ০৮:২৯, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @MH Babar:
করা হয়েছে। – Waraka Saki (আলাপ) ০৮:৩২, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @Waraka Saki:, @ওয়ারাকা সাকি ভাই, এখন ইরানে নারী এবং মালয়েশিয়ায় সমকামীদের অধিকার নিবন্ধ দুটির সম্পাদনা পরীক্ষিত করে দিন। MH Babar (আলাপ) ০৯:২৪, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @MH Babar:
করা হয়েছে। – Waraka Saki (আলাপ) ০৯:৩৪, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @MH Babar:
- @Waraka Saki:, @ওয়ারাকা সাকি ভাই, এখন ইরানে নারী এবং মালয়েশিয়ায় সমকামীদের অধিকার নিবন্ধ দুটির সম্পাদনা পরীক্ষিত করে দিন। MH Babar (আলাপ) ০৯:২৪, ৯ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক![সম্পাদনা]
![]() |
পরিশ্রমী পদক |
শাবাশ Md Rohit Khan Patowary (আলাপ) ১৪:৪৪, ১৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি) |
টেমপ্লেট সংশোধন করুন[সম্পাদনা]
সাকি,
দেখা যাচ্ছে যে, {{ফিফা খেলোয়াড়}}
টেমপ্লেট কাজ করছে না। দ্রুত সংশোধন করুন। উদাহরণ: এ [১] সম্পাদনাটি। - Suvray (আলাপ) ১৬:৫২, ১৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @Suvray:
করা হয়েছে। – Waraka Saki (আলাপ) ১৭:০৭, ১৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
করা হয়নি - Suvray (আলাপ) ১৭:৩৪, ১৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @Suvray: গ্রাহাম বিল্বির ক্ষেত্রে উক্ত পাতাটি উপলব্ধ নয় (এখানে দেখুন)। – Waraka Saki (আলাপ) ১৭:৩৯, ১৪ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
সংগ্রহশালা[সম্পাদনা]
ভাই, আপনার আলাপ পাতাটিতে অনেক আলাপ জমা হয়ে গিয়েছে। আপনি এই পাতার একদম শুরুতে এই কোড যুক্ত করতে পারেন:
{{সংগ্রহশালাসমূহ}} {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা |max-day=14 |current-index = 1 |archive-size = 150000 |বার্তা-প্রদর্শন=না }}
এতে একটি বট ১৪ দিনের পুরনো আলোচনা আপনার সংগ্রহশালায় নিয়ে যাবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৪০, ১৬ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: আমি পূর্ববর্তী আলোচনাগুলো সংগ্রহশালায় স্থানান্তর করে দিয়েছি। – Waraka Saki (আলাপ) ১৫:৪৮, ১৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
অভিনন্দন[সম্পাদনা]
বাংলা উইকিপিডিয়ায় ৭৬,০০০ এর বেশি সম্পাদনা নিয়ে আপনি এখন সবচেয়ে বেশি সম্পাদনার রেকর্ডের অধিকারী। আপনাকে অভিনন্দন জানাই। আপনার অগ্রযাত্রা অব্যাহত হোক, এই কামনায় — Meghmollar2017 • আলাপ • ১৫:৩৪, ১৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
- @Meghmollar2017: আপনাকে অসংখ্য ধন্যবাদ। – Waraka Saki (আলাপ) ১৫:৪৯, ১৭ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)
চিত্র আপলোড প্রসঙ্গে[সম্পাদনা]
@Waraka Saki:, @ওয়ারাকা সাকি ভাই, একটি খুনের স্বপ্ন নিবন্ধটির ইংরেজি সংস্করণ Ekti Khuner Svapna-তে চিত্র আপলোড করে দিন (চিত্র বাংলা উইকিপিডিয়ারটা ব্যবহার করুন)। ফয়সাল ফরিদ (আলাপ) ১৩:০২, ১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Waraka Saki:, @ওয়ারাকা সাকি ভাই, মহীন ভাই আপলোড করে দিয়েছেন। ফয়সাল ফরিদ (আলাপ) ১৩:০৮, ১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
শ্রীলঙ্কার সেনাপ্রধান[সম্পাদনা]
@Waraka Saki:, @ওয়ারাকা সাকি ভাই, শ্রীলঙ্কার সেনাপ্রধান নিবন্ধটিতে শ্রীলঙ্কা সেনাবাহিনী গোলন্দাজ শাখা উইকি সংযোগ করে দিন (দ্বিতীয় বন্ধনী অর্থাৎ [ ] দিয়ে দিন)। খোরশেদ সবুজ (আলাপ) ০৪:৩৩, ৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @খোরশেদ সবুজ:, @বিশাল ভাই, আপনিতো অনেক পুরনো সম্পাদক। একই বার্তা একাধিক ব্যবহারকারীর আলাপ পাতায় দেয়া অপ্রয়োজনীয় নয় কি! —ইয়াহিয়া (আলাপ • অবদান) ০৭:০৭, ৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Yahya:, @ইয়াহিয়া ভাই, আসলে আমার এটাও পুরোনো অভ্যাস যে বিভিন্ন মানুষকে বার্তা দেই। খোরশেদ সবুজ (আলাপ) ০৮:০০, ৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @খোরশেদ সবুজ: আমার মতে একাধিক ব্যক্তিকে একই বার্তা দেয়া উচিত না। যাকে বার্তা দিচ্ছেন, সে অনলাইনে না থাকার কারণে কাজটি করতে দেরি হতে পারে। এই সময়টুকু অপেক্ষা করা উচিত। আর একাধিক আলাপ পাতায় বার্তা দিলে টহলকারীদের সময়ও নষ্ট হয়।—ইয়াহিয়া (আলাপ • অবদান) ০৮:২৯, ৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)
- @Yahya:, @ইয়াহিয়া ভাই, উইকিপিডিয়াতে অনেক দক্ষ সম্পাদক দেখেছি তারা এখন উইকিপিডিয়াতে এখন আর আসেননা যেমনঃ মাসুম ইবনে মুসা ভাই; আপনিও একজন দক্ষ উইকিপিডিয়ান, উইকিপিডিয়া থেকে আপনি চলে যেয়েননা যেন ভাই; আমি আপনার দীর্ঘ উইকিযাত্রা কামনা করি। খোরশেদ সবুজ (আলাপ) ০৮:৪১, ৭ জানুয়ারি ২০২১ (ইউটিসি)