ব্যবহারকারী আলাপ:Mayeenul Islam/বাক্সবন্দী ৪

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টুঙ্গিপাড়া পাতা প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় মঈনুল সাহেব, আমি এবং আরও কয়েক জন বন্ধু মিলে এই পেজের উন্নয়নে অবদান রাখার চেষ্টা করেছি। এরই প্রেক্ষাপটে বিভিন্ন তথ্য সংগ্রহ করে যুক্ত করি। কিন্তু আপনি সেগুল গ্রহন করেন নি। কারনটা জানালে খুশি হব। তথ্য সূত্রের কথা যদি বলেন মুক্তিযুদ্ধের অংশে আমরা একজন শিক্ষকের নাম দিয়েছি যিনি এবিষয়ে দির্ঘ দিন গবেষণা করেছেন এবং এই বিষয়ে একটি বই প্রকাশের পথে। তারই অংশ বিশেষ তুলে দিয়েছি। আপনার একটা উত্তর পেলাম আলাপ পাতায় এরকম " বিষয় এবং প্রাসঙ্গিকতা যা-ই হোক, গ্রহণযোগ্যতা থাকলে তো কথাই নেই। এখন দরকার নিবন্ধের কলেবর বাড়ানো। তথ্যের অভাব কিংবা অন্য সমস্যা দেখিয়ে এক-দুই লাইনের নিবন্ধ আর বয়ে নেয়া সম্ভব নয়। আপনাদেরকে ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১১:০৫, ৯ ডিসেম্বর ২০১২ (ইউটিসি) " ভাই আমরা আপনার সাথে একমত। তাই পেজটিকে উত্তর উত্তর উন্নয়ন সাধনে সচেষ্ট। প্রাসঙ্গিকতা ও গ্রহণযোগ্যতা প্রাধান্য দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি আমাদের এই প্রচেষ্টা কে আন্তরিকতার চোখে দেখবেন।

আপনি বা আপনারা যে উদ্যোগ নিয়েছেন, তা অবশ্যই প্রশংসার দাবিদার এবং আপনাদের উদ্যোগের প্রতি অবশ্যই আমার এবং অন্যান্য সকল উইকিপিডিয়ানের আন্তরিকতর দৃষ্টি রয়েছে। শুধু সমস্যা হলো আপনার/আপনাদের পদ্ধতিটা ঠিক হয়নি। আপনি বোধহয় ঐ পাতায় সম্পাদনার সময় নিচের এই লেখাগুলো লক্ষ করেছেন:
  • যে উপাদান কপিরাইট লঙ্ঘন করবে তা অপসারণ করা হবে। বিশ্বকোষীয় উপাদান অবশ্যই যাচাইযোগ্য হতে হবে।
  • সম্পাদনা সংরক্ষণের আগে নিশ্চিত হয়ে নিন যে আপনার সম্পাদনাটি কোন মৌলিক গবেষণা নয়, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে লেখা, এতে সন্নিবিষ্ট তথ্য যাচাইযোগ্য, এবং এটি কোন কপিরাইট ভঙ্গ করেনি।
  • স্বত্ব সংরক্ষিত কোন লেখা বা ছবি স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া এখানে জমা দেবেন না। শুধুমাত্র পাবলিক ডোমেইন-এর বিষয়বস্তুই প্রকাশকের অনুমতি ছাড়া এখানে যোগ করা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, ইন্টারনেটের অধিকাংশ ওয়েবপেজ ও ছবি পাবলিক ডোমেইন-এর আওতায় পড়ে না। সম্পাদনার ব্যাপারে আরও তথ্যের জন্য আমাদের নীতিমালা ও নির্দেশাবলী দেখুন।
আপনাদের দেয়া তথ্যগুলো কাহিনীর মতো, কোনো বিশ্বকোষীয় তথ্য নয়। তাই কোনো কারণ দর্শানো ব্যাতিরেকে এই ধরণের লেখা যোগকে ধ্বংসপ্রবণতা হিসেবে রিভার্ট করা যায়। এছাড়া আপনাদের দেয়া তথ্যগুলোর উৎস ব্যক্তিগত (আপনার সেই শিক্ষক কিংবা তাঁর গবেষণা, আমি তাঁর প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, কোনো গ্রহণযোগ্য কিংবা উল্লেখযোগ্য গবেষণা প্রতিবেদন কিংবা গবেষণা-পুস্তক নয়, তাই এগুলোকে আপাতত আমাদেরকে তাঁর কিংবা আপনাদের ব্যক্তিগত অভিমত বলে ধরে নিতে হচ্ছে)। এছাড়া এই তথ্যগুলো তৃতীয় পক্ষীয় কোনো তথ্য-উৎস থেকে যাচাই করাও সম্ভব নয়, আমি বোঝাতে চাচ্ছি, এগুলোকে ক্রস-রেফারেন্স করে পোক্ত করতে হবে। একটিমাত্র উৎস কখনোই কোনো তথ্যের জন্য নির্ভরযোগ্য উৎস হিসেবে গ্রহণযোগ্য নয়।
আমি অনুরোধ করবো উইকিপিডিয়ার স্বাগত পাতাটি পড়ে নিতে এবং প্রয়োজনীয় নির্দেশনা ও পদ্ধতি জেনে নিয়ে সম্পাদনা করতে। নচেৎ ভুলভাবে তথ্যযোগ করেই যাবেন আর নিয়মতান্ত্রিকভাবে তা রিভার্ট করা হতে থাকবে। শেষটায় সব শ্রম হবে পণ্ড। ...আরেকটা কথা, একটা অ্যাকাউন্ট খুলে নিয়ে তা থেকে সম্পাদনা করুন, এতে আপনাকে নির্দিষ্ট বার্তা দেয়া সহজ হবে। আপনার যেকোনো প্রশ্নে স্বাগতম। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:৫৪, ২৩ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

ব্রিটিশ ভারত প্রসঙ্গে[সম্পাদনা]

মঈনুল ভাই আমি ইংরেজি উইকিপেডিয়ার সূর্য সেন এবং প্রীতিলতা পাতায় জাতীয়তা ভারতীয় দেখে বাংলাদেশি করেছিলাম। Tittodutta সাহেবের সাথে এ নিয়ে বেশ ঝামেলা হয়েছে। আমার ইংরেজি আলাপ পাতায় এ নিয়ে দেখতে পারেন। আসলে এ নিয়ে কি কোন আইন আছে? ব্রিটিশ ভারত প্রসঙ্গে আপনার হস্তক্ষেপ কামনা করছি। (Mohd. Toukir Hamid (আলাপ) ১৬:৫৯, ৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি))[উত্তর দিন]

British Raj (বাংলায়: ব্রিটিশ ভারত) নিবন্ধটায় Pritilata, Preeti, Surya, Surja, Shurja, Shurya কিছু দিয়েই প্রীতিলতা কিংবা সূর্য সেনকে পেলাম না। যাহোক, টিটু'র একটা বক্তব্য ভুল না যে, ঐসময় "বাংলাদেশ" বলে কোনো রাজ্যের অস্তিত্ব ছিল না, তাঁরা বাঙালি ছিলেন, কিন্তু বাংলাদেশী ছিলেন না। আর বোধহয় কোনো ভুল বুঝাবুঝির সুযোগ নেই। নাকি আছে? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১১:২২, ৮ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Request for username change.[সম্পাদনা]

ভাই, আমার উইকিপিডিয়া এর ব্যবহারকারী নাম পরিবর্তনের অনুরোধ করছি।

টকব্যাক[সম্পাদনা]

সুপ্রিয়, Mayeenul Islam। Subrata Roy-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

Article requests[সম্পাদনা]

Hi! Do you do article requests in the Bengali language? There are some topics I would like to see in Bengali. Thank you WhisperToMe (আলাপ) ০০:১৮, ১৪ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Hi! Thanks for your interest. I'm afraid, I'm a bit irregular in Wikipedia now a days. I may not fulfill the task. But you can put your request to the Village Pump, somebody can do that for you. :) Best regards.  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৩:৪৬, ১৪ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
Thank you :) I'll do the village pump WhisperToMe (আলাপ) ১৩:২৫, ১৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

টকব্যাক[সম্পাদনা]

সুপ্রিয়, Mayeenul Islam। Nhasive-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।
সুপ্রিয়, Mayeenul Islam। Nhasive-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

উচ্চারণগত সঠিক নামস্থানে স্থানান্তর[সম্পাদনা]

মঈনুল ভাই, লক্ষ্য করলাম সম্পাদনা সারাংশে সঠিক বানান উল্লেখ করে চুইং-কে চ্যুইংয়ে রূপান্তর করেছেন। ব্যাখ্যা দিয়েছেন [Chew = চ্যু হবে, অর্থাৎ উচ্চারণগত সঠিক নামস্থানে স্থানান্তর]। বানান ভুল হলে অবশ্যই স্থানান্তর কিংবা সংশোধন করা প্রয়োজন ও সর্বদাই স্বাগতঃ জানাই। কিন্তু -

  • ডিকশনারীতে লেখা রয়েছে Chew = চু; Chewing-gum = চুয়িং-গাম
  • বাংলা একাডেমীর ব্যবহারিক বাংলা অভিধানে এ বিষয়ে কোন উল্লেখ নেই।
  • গুগল সার্চে চুইং গাম শব্দটিই সর্বাধিক ও বহুল ব্যবহৃত!
  • এখানে নিবন্ধের আলাপ পাতা রইল কিসের জন্য?
  • যদি উচ্চারণগত সঠিক হয়, তাহলে আলোচ্য নিবন্ধটির ভিতরের বানান পরিবর্তন করার দায়িত্ব কার?
  • নিবন্ধ প্রণেতা হিসেবে ব্যবহারকারীর আলাপে জানাতে পারতেন!

আশাবাদী যে, বিস্তারিত ব্যাখ্যা দিয়ে প্রয়োজনীয় সম্পাদনা করবেন। ধন্যবাদ সহকারে - সুব্রত রায় (আলাপ) ১৪:১৬, ১৮ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আমার মতে সাধারণ প্রচলিত বানানকে, উচ্চারণগত শুদ্ধতা কারণ দেখিয়ে জটিল করার কোন অর্থ হয় না। অধিকাংশ সময়ে এ ধরনের উচ্চারণগত সঠিক বানান একেবারেই অপ্রচলিত হয়ে থাকে এবং সাধারণ পাঠকদের বিভ্রান্তিতে ফেলে দেয়। উইকিপিডিয়ার কাজ কোন প্রচলিত বানানকে পরিবর্তন/শুদ্ধ করা নয়, উইকিপিডিয়ার সেটাই অনুসরণ করা উচিত যা সাধারণত আমাদের আশে পাশে ঘটে থাকে। বাংলা ভাষায় প্রথমবারের মতন ব্যবহৃত বা একেবারে অনিয়মিত ভাবে ব্যবহৃত বিদেশী শব্দে হয়তো এ ধরনের শুদ্ধতার সুযোগ নেওয়া যায়, কিন্তু বহুল ব্যবহৃত এবং স্বীকৃত বানানকে শুদ্ধতার নাম করে জটিল করা উইকিপিডিয়ার জন্য যথার্থ নয়। অনেকে প্রশ্ন করেন তাহলে কি পাঠক শুদ্ধ বানানটি জানবে না? অবশ্যই জানবে, যদি আপনার মনে হয় প্রচলিত বানানটি ভুল তাহলে নিবন্ধের শুরুতেই উল্লেখ করা যায় যে এ শব্দটি বা নামের প্রচলিত বানান এটি হলেও শুদ্ধ বানানটি হবে আরেকটি। এভাবে নিবন্ধে পাঠককে শুদ্ধ শব্দ সম্পর্কে জানানো যায়। তাতে পুরো নিবন্ধই অপ্রলিত বানানে লেখার প্রয়োজন হয় না।
এবার আসা যাক চুইং গাম নিবন্ধে। নিবন্ধের নাম পরিবর্তনের আগে অবশ্যই নিবন্ধের আলাপের পাতায় আলোচনার প্রয়োজন ছিল। যেহেতু নিবন্ধের সাম্প্রতিক সম্পাদক উইকিপিডিয়ায় স্বক্রিয় রয়েছে তাই আলোচনায় উত্তর পাওয়া যেত স্বল্প সময়েই। উপরে সুব্রত দা গুগুলের কথা বলেছেন, টুলটি শব্দের প্রচলিত রূপের ব্যবহার সম্পর্কে জানার খুব ভাল উপায়। কোন শব্দের বানান বা প্রচলিত রূপ সম্পর্কে জানতে গুগুলের কোন তুলনা হয় না। আমি ব্যক্তিগত ভাবে প্রচলিত চুইং গাম বানানটি ব্যবহারের পক্ষে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:২৪, ১৮ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যা, বেলায়েত ভাই, এটা ভেবে দেখা হয়নি; বিষয়টা ভুলই হয়ে গেছে দেখছি। আমি আসলে বিষয়টাকে খুবই সহজ হিসেবে দেখেছিলাম, বিষয়টা দেখছি অতটা সহজ ছিল না। সুব্রতদা, মাতব্বরি টাইপের কিছু ছিল না, আমি ছোটবেলা থেকেই এই বানানে অভ্যস্থ ছিলাম বলে অতো ঘাঁটাঘাঁটির ধার ধারিনি; তাছাড়া নিবন্ধটা অতি-সাধারণ একটা খাদ্যের ছিল বলে অতোটা গুরুত্বও দেইনি (যদিও তানভির ভাই শিখিয়েছিলেন, সব নিবন্ধই গুরুত্বপূর্ণ)। সত্যি বলছি, ভুল হয়ে গেছে। যাহোক, ডিকশনারিতে দেখলাম "চূ" আছে (বাংলা একাডেমী), সেক্ষেত্রে "চূয়িংগাম"-এ স্থানান্তর করা যায়। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:০১, ১৮ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

মঈনুল ভাই, প্রসঙ্গের অবতারণা করায় দুঃখ প্রকাশ করছি। আসলে যখন নিবন্ধ সৃষ্টি করি তখন আমাকে অনেকাংশেই নতুন একটি পরীক্ষার মুখোমুখি হতে হয়। নামকরণ সঠিকতো! পূর্বেই নিবন্ধটি সৃষ্টি হয়নিতো! উইকি'র সাথে সামঞ্জস্যপূর্ণতো ইত্যাদি বিষয়গুলো নজর রাখতে হয় বেশী। যেহেতু একটু বেশী সক্রিয় ব্যবহারকারী (?) ও নিবন্ধ প্রণেতা, তাই বেশ কষ্ট পাই নিবন্ধ স্থানান্তরিত হলে।

এ বিষয়ে লেখার সময় আরো দু'টো বিষয় যুক্ত করছি -

  • উভয়ের মধ্যে যদি সম্পাদনা যুদ্ধ চলতো, তাহলে কি শোভনীয় হতো!
  • রোলব্যাক যদি আপনি করেন, তাহলে বেশ মানানসই হবে। সেদিন কারিগরি ত্রুটিতে টেমপ্লেট:Category handler/blacklist চাপ পড়ে ও তৎক্ষণাৎ রোলব্যাক করি।
  • প্রয়োজনে চ্যুইং গামকে রিডাইরেক্ট করা যায়।
  • এ আলোচনাকে সংশ্লিষ্ট নিবন্ধে স্থানান্তর করা প্রয়োজন বলে মনে করছি।

শেখার কোন শেষ নেই। কাজ করলেই আলোচনা-সমালোচনার সৃষ্টি হবে। পুরনো ব্যবহারকারী হিসেবে নিশ্চয়ই আমাদের অজানা নয়! বেলায়েত ভাইয়ের কাছ থেকেও বেশ কিছুটা তথ্য পেলাম। নতুনরাও এ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করবে বলে বিশ্বাস করি। ধন্যবাদ উভয়কেই! - সুব্রত রায় (আলাপ) ১৭:৩১, ১৮ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Mayeenul Islam। Bellayet-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৬:০৮, ২৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।[উত্তর দিন]

বেলায়েত (আলাপ | অবদান) ১৬:০৮, ২৭ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Translation notification: Wikimedia Highlights, December 2012[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Wikimedia Highlights, December 2012 is available for translation. You can translate it here:

The priority of this page is medium.


Please consider helping non-English-language Wikimedia communities to stay updated about the most important Wikimedia Foundation activities, MediaWiki development work and other international Wikimedia news from last month. Completed translations will be announced on Facebook, Twitter, Identi.ca and project village pumps. If you have questions about the translation notifications system, you can ask them at [১]. You can manage your subscription at [২].

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ০৮:০৫, ২৯ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)

আলাপ:বাংলা ভাষা আন্দোলন#পর্যালোচনা সংক্রান্ত পাতায় নতুন বার্তা এসেছে। নাসির খান সৈকতআলাপ ১৯:৫৮, ১ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা[সম্পাদনা]

সুপ্রিয়, Mayeenul Islam। আলাপ:খ্রিস্টধর্মে বাণীবাহকগণ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
১৬:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি) তারিখে বার্তাটি যোগ হয়েছে। আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা ভাষা আন্দোলন - আলোচনায় দ্রুত অংশগ্রহনের অনুরোধ[সম্পাদনা]

আলাপ:বাংলা ভাষা আন্দোলন পাতার আলোচনায় দ্রুত অংশগ্রহনের অনুরোধ করছি। --নাসির খান সৈকতআলাপ ০৮:৫১, ১০ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আলাপ:বাংলা ভাষা আন্দোলন#নির্বাচিত নিবন্ধ হিসাবে স্বীকৃতি অনুচ্ছেদে নতুন আলোচনা। --নাসির খান সৈকতআলাপ ১৭:৪৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

নোটিশ[সম্পাদনা]

প্রিয়, আপনাকে এই বার্তাটি প্রদান করা হয়েছে কারণ উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা একটি আলোচ্য বিষয়ের অবতারণা করা হয়েছে যেখানে আপনার কোনো বিষয় জড়িত থাকতে পারে। আলোচনার বিষয় নির্বাচিত নিবন্ধের প্রস্তাবনা: বাংলা ভাষা আন্দোলন। আপনাকে ধন্যবাদ। বেলায়েত (আলাপ | অবদান) ১৮:১২, ১৩ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Translation notification: FDC portal/CentralNotice2013-1[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page FDC portal/CentralNotice2013-1 is available for translation. You can translate it here:

The priority of this page is high.


This banner will invite logged-in editors on all projects to participate in the current public review phase about funding requests by 4 Wikimedia organizations. Around 2.6 million US dollars of donation money are available in this FDC round. (Questions about the translation notification system can be asked at [৩], and you can manage your subscription at [৪].)

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ০৬:৩২, ৫ মার্চ ২০১৩ (ইউটিসি)

স্থানান্তর[সম্পাদনা]

আপনার বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব/sandbox পাতাটিকে ব্যবহারকারী:Mayeenul Islam/বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব/sandbox এ সরিয়ে দিয়েছি। কারন:পাতাটি কোন নিবন্ধ নয়। কিন্তু তা নতুন নিবন্ধের তালিকায় চলে গিয়েছিল।--লিমন আলাপ ১৪:৫২, ৫ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

:) আমরা নিয়মিত হতে পারছি না, আপনারা আছেন দেখে ভাল্লাগে। এগিয়ে যাক বাংলা উইকিপিডিয়া। :)  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৭:১০, ৬ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ[সম্পাদনা]

জনাব মঈনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বিষয়গুলো সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য। আমি উইকিপিডিয়া সম্পাদনায় একেবারেই নতুন এবং অনেক নিয়ম আমি জানি না। বাংলা উইকিপিডিয়াতে বিভিন্ন বিষয়ের ছোট ছোট নিবন্ধ ও অনেক নিবন্ধের অনুপস্থিতি দেখেই আমি সম্পাদনার চেষ্টা শুরু করেছি। আপনি অবশ্যই জানেন যে নিবন্ধগুলোর কথা আপনি উল্লেখ করেছেন সেগুলো একদম প্রাথমিক বিষয়বস্তু বলে সেগুলো সম্বন্ধে প্রকৃতপক্ষে আর তেমন বেশী কিছু লেখা সম্ভব নয়। তবুও, আমি সেগুলোতে আরও তথ্য সংযোজন করতে চেষ্টা করবো। খুটিনাটি সবকিছুই উইকিপিডিয়াতে থাকা উচিত এ চিন্তাধারা থেকে আমি নিবন্ধগুলোতে হাত দিয়েছিলাম। আমি আপনাকে আমার প্রতিটি কাজে নজর রাখতে বিশেষভাবে অনুরোধ করবো যাতে আপনি আমার ভুলত্রুটিগুলো শুধরে দিতে পারেন। প্রতিটি নিবন্ধের ক্ষেত্রে কী করণীয় আমাকে সরাসরি উল্লেখ করলে বাধিত থাকবো। বাংলা উইকিপিডিয়াকে যথা সম্ভব সমৃদ্ধ করতে চেষ্টা করবো।

--SR19 (আলাপ) ০৫:৪৭, ২২ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Translation notification: Fundraising 2012/Translation/Drop down banner[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Fundraising 2012/Translation/Drop down banner is available for translation. You can translate it here:

The priority of this page is high. The deadline for translating this page is 2013-04-12.

URGENT: New languages needed for new fundraising banner

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ১৩:০৫, ৫ এপ্রিল ২০১৩ (ইউটিসি)

টকব্যাক[সম্পাদনা]

সুপ্রিয়, Mayeenul Islam। Suvray-এর আলাপ পাতায় আপনার জন্য একটি নতুন বার্তা এসেছে।
আপনি {{ফিরতি বার্তা}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময় এই বিজ্ঞপ্তিটি মুছে ফেলতে পারেন।

Translation notification: Fundraising 2012/Translation/Thank you letter[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Fundraising 2012/Translation/Thank you letter is available for translation. You can translate it here:

The priority of this page is medium. The deadline for translating this page is 2013-05-18.

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ১৯:০৫, ৬ মে ২০১৩ (ইউটিসি)

Translation notification: Announcement Universal Language Selector[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Announcement Universal Language Selector is available for translation. You can translate it here:

The priority of this page is medium. The deadline for translating this page is 2013-06-11.

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ২১:৩৭, ৭ জুন ২০১৩ (ইউটিসি)

আমি প্রভাত[সম্পাদনা]

জন্মসুত্রে বাংলাদেশী হিন্দু। তবে এখন থাকি কোলকাতায়। কেমন আছেন আপনি? -প্রভাত কুমার বন্দোপাদ্ধায় (আলাপ) ১৩:১৬, ৯ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

হ্যা দাদা, এই তো আছি বেশ, আলহ্বামদুলিল্লাহ। আপনার "বন্দোপাদ্ধায়" (বন্দ্যোপাধ্যায় নয়) বানানটা বেশ আগ্রহোদ্দীপক! :) ভালো আছেন তো? কলকাতা কেমন লাগছে? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৯:১৩, ১০ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Translation notification: Admin activity review/2013/Notice to communities[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Admin activity review/2013/Notice to communities is available for translation. You can translate it here:


The deadline for translating this page is 2013-07-20.

This text will be used to inform communities which will be affected by the new global Admin activity review process which is carried out by stewards. You can also translate the page about the review itself. In order to ensure the global community understands what is happening, your translations will be very helpful.

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ০১:৫৫, ১৬ জুলাই ২০১৩ (ইউটিসি)

Translation notification: Admin activity review/2013/Notice to communities[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Admin activity review/2013/Notice to communities is available for translation. You can translate it here:


The deadline for translating this page is 2013-07-20.

This text will be used to inform communities which will be affected by the new global Admin activity review process which is carried out by stewards. You can also translate the page about the review itself. In order to ensure the global community understands what is happening, your translations will be very helpful.

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ০১:৫৬, ১৬ জুলাই ২০১৩ (ইউটিসি)

মোহাম্মদ আমীন[সম্পাদনা]

নিবন্ধের মানোন্নয়নের চেয়ে, ট্যাগ সাঁটার কাজটি বেশ সহজ। ট্যাগ সেঁটেছেন ঠিকই কিন্তু বিস্তারিত আলোচনা করেননি আসলে কেন এই নিবন্ধটি উইকিপিডিয়া থেকে অপসারণ করা উচিত। কোনো নিবন্ধে যেকোনো ট্যাগ বিশেষ করে অপসারণ ট্যাগ যুক্ত করলে এর কারণ বিস্তারিতভাবে লিখুন এবং আলোচনা করুন। অবদানকারীর পরিশ্রমের প্রতি নূন্যতম মর্যাদা প্রদর্শন করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:২৫, ১৪ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

যে নিবন্ধটা একজন অনুল্লেখ্য ব্যক্তির উপর তৈরি হয়ে অনবরত পরিশ্রম বিলিয়ে যাচ্ছে, তাতে আলোচনা চালিয়ে যাওয়াও পরিশ্রম বিলানো বৈকি। তাই সম্পাদনা সারাংশে কারণ উল্লেখ করে পরিশ্রমের সম্মান দেখানোর চেষ্টা করেছি। চাক্ষুস সম্ভাবনাহীন বৃথা পরিশ্রমকারীকে আমি আর যা-ই হোক সিমপ্যাথি দেখানোর মানুষ নই। সিলেট জেলা নিয়ে এরকম বহু আলোচনা হয়েছে - শেষ পর্যন্ত বৃথা পরিশ্রমকারীরা বৃথা পথেই চলেন। আমি ভাই মনঃস্তত্ত্ব দিয়ে জগৎ বিচার করি - আমাকে বোঝাতে না পারার জন্য আমি দুঃখিত। (আমা কর্তৃক না হোক, এবারে কিন্তু আলোচনা শুরু হয়েছে...) —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৯:১১, ১৫ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Translation notification: Wikimedia Highlights, July 2013[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Wikimedia Highlights, July 2013 is available for translation. You can translate it here:

The priority of this page is medium.


Please consider helping non-English-language Wikimedia communities to stay updated about the most important Wikimedia Foundation activities, MediaWiki development work and other international Wikimedia news from last month. Completed translations will be announced on Facebook, Twitter, project village pumps and (for some languages) mailing lists. If you have questions about the translation notifications system, ask them here. You can manage your subscription here.

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ০০:৩১, ৩১ আগস্ট ২০১৩ (ইউটিসি)

প্রশাসকদের আলোচনাসভা[সম্পাদনা]

বর্তমানে প্রশাসকদের আলোচনাসভায় বাংলা উইকি-তে ফাইল মুভার নামে একটি ব্যবহারকারী গ্রুপ প্রবর্তনের বিষয়ে আলোচনা রয়েছে। এখানে আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি। ধন্যবাদ।----প্রত্যয় (স্বাগতম) ১৪:১৩, ২৩ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

দৃষ্টি আকর্ষণ[সম্পাদনা]

সুপ্রিয়, প্রশাসকদের আলোচনা সভার এই আলোচ্যটির বিষয়ে আপনার আশু দৃষ্টি আকর্ষণ করছি। - Ashiq Shawon (আলাপ) ২০:৫৮, ৩০ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ[সম্পাদনা]

ধন্যবাদ মঈনুল ভাই। প্রত্যেকবুদ্ধ নিবন্ধটি শেষ করার পর আমারও মন ভরেনি। আসলে ইংরেজী থেকে অনুবাদের জন্য সঠিক শব্দ খুঁজে পাচ্ছিলাম না। আসলে সত্যি কথা বলতে, বেশির ভাগ বৌদ্ধ ধর্ম নিয়ে লেখা গুলি ইংরেজী থেকে অনুবাদ করতে গিয়ে একটু বিপদেই পড়ে যাই। পালি শব্দগুলির ঠিক ইংরেজী হয়না। যেমন ধরুন দুঃখ শব্দের কত রকমই না ইংরেজী দিয়েছে। কিন্তু ঠিক মেলাতে পারেনি। প্রত্যেকবুদ্ধের ক্ষেত্রেও তাই ঘটে গেছে। ইংরেজীতে দেখলাম অভিধর্মসমুচ্চয় এবং খড়্গভীষণ সূত্র নিয়ে ভালো নিবন্ধ নেই। অথচ প্রত্যেকবুদ্ধ ভালো করে লিখতে গেলে দরকার ছিল এই দুইটি নিবন্ধ। আমি আসলে মূলতঃ তিব্বত সম্বন্ধীয় নিবন্ধগুলিতে হাত দিয়েছি। তাই তিব্বতী বৌদ্ধ ধর্ম সম্বন্ধে যতটুকু দরকার, সেগুলির বেশি কিছু করে উঠতে পারিনি। সবেমাত্র ৬০০-৮০০ শতকের কাজ চলছে। আমি অনেকদিন ধরে র্ন্যিং মার নয় যানকে (যার মধ্যে প্রত্যেকবুদ্ধযানও পড়ে) এড়িয়ে চলছিলাম, এই ভেবে যে লেখাগুলি আমি ঠিকমত লিখতে পারব না। কিন্তু আজ এড়াবার উপায় ছিল না। ভবিষ্যতে এই বিষয়ে আরো নিবন্ধ যোগ হলে আশা করি নিবন্ধটিকে ঠিকমতো লিখতে পারব।

মঈনুল ভাই, অচিন মুলুক আর নেই বললেই চলে। যে হারে জনসংখ্যা বাড়ছে, সে গুড়ে বালি। আর তার ওপর রয়েছে, সেনাবাহিনী, জঙ্গী হানা, পারমিটের মুশকিল আর সময়ের অভাব। কিন্তু আধা অচিন কিছু কিছু এখনো রয়ে গেছে বৈকি। সেই সব দিকে নজর রাখার চেষ্টা করি। সব সময় যে, সফল হই, তাও নয়। আমার হিমালয় হলেই চলে। আমি তাতেই খুশি। ২৯শে জানুয়ারী, লাদাখে চাদর ট্রেকে যেতে পারি। যদিও অচিন নয়, তবে বেশ কঠিন, আর অদ্ভূত সুন্দর। লেহ পর্যন্ত টিকিট কেটে চলে আসুন। দেখা হয়ে যাবে। বোধিসত্ত্ব (আলাপ) ১৮:০১, ১ নভেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Translation notification: Privacy policy[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Privacy policy is available for translation. You can translate it here:

The priority of this page is high.


The discussion phase about the draft for the Wikimedia Foundation's new privacy policy is ending on January 15. Your help is welcome in translating the current version of the draft, which is expected to be

close to the final version. This will also enable more community members to contribute comments before the discussion phase ends.

The main text of the privacy policy is contained in the following pages, please click "Translate" on each of them:

Privacy policy / Summary / What the policy doesn't cover / Definitions

Please also consider translating the FAQ and other supplementary material, which can be found (along with the main text) here:

[৫]

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ০৮:৪৫, ৮ জানুয়ারি ২০১৪ (ইউটিসি)

Translation notification: Data retention guidelines[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Data retention guidelines is available for translation. You can translate it here:

The priority of this page is high.


The discussion phase about the draft for the Wikimedia Foundation's new data retention guidelines is ending on February 14. Your help is welcome in translating the current version of the draft, which is expected to be close to the final version. This will also enable more community members to contribute comments before the discussion phase ends.

Please click "Translate" on both of these pages:

Introduction explaining the discussion phase / Main text of the guidelines

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ০৫:১৯, ১০ ফেব্রুয়ারি ২০১৪ (ইউটিসি)

Translation notification: Wikimedia Blog/Drafts/Heartbleed[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Wikimedia Blog/Drafts/Heartbleed is available for translation. You can translate it here:



This is the text of a just published blog post summarizing the actions taken to protect users of Wikimedia sites against the recently discovered "Heartbleed" security vulnerability. (The post explains that users will need to re-login the next time they use their accounts and suggests to change passwords as a standard precautionary measure, but it is currently not intended to enforce a password change for all users.) Completed translations will be added to the blog post.

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ১৯:২৪, ১০ এপ্রিল ২০১৪ (ইউটিসি)

উইকিপিডিয়ায় সিলেট বিভাগের সমুচিত ইতিহাস রক্ষা করুন[সম্পাদনা]

বহু দিন পরে আপনার সাথে আলাপ। আশা করি ভাল আছে জনাব Mayeenul Islam । আজ আমার আলাপের একমাত্র বিষয় হচ্ছে সিলেট বিভাগ নিবন্ধ । আমি আপনাকে অনুরুধ করতে এ পাতায় এসেছি । নিবন্ধ পরিস্কারের আড়ালে সিলেট বিভাগের সম্পূন্য ইতিহাস তলিয়ে যাচ্ছে । আমি বিশ্বাষ করি আপনি এতে এগিয়ে আসলে ইউকিপিডিয়ায় থাকা উচিত্, এমন বিষয় বস্তুকে রক্ষা করা যাবে । ভাল থাকুন ধন্যবাদ আপ্নাকে ।Mdyusufmiah (আলাপ)

Translation notification: Wikimedia Highlights, April 2014[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Wikimedia Highlights, April 2014 is available for translation. You can translate it here:



Please consider helping non-English-language Wikimedia communities to stay updated about the most important Wikimedia Foundation activities, MediaWiki development work and other international Wikimedia news from last month. Completed translations will be announced on Facebook, Twitter, project village pumps and (for some languages) mailing lists. If you have questions about the translation notifications system, ask them here. You can manage your subscription here.

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ০৮:৫৯, ২৬ মে ২০১৪ (ইউটিসি)

Translation notification: Wikimedia Highlights, May 2014[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Wikimedia Highlights, May 2014 is available for translation. You can translate it here:



Please consider helping non-English-language Wikimedia communities to stay updated about the most important Wikimedia Foundation activities, MediaWiki development work and other international Wikimedia news from May. Completed translations will be announced on Facebook, Twitter, project village pumps and (for some languages) mailing lists. If you have questions about the translation notifications system, ask them here. You can manage your subscription here.

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ০৭:৪৩, ১ জুলাই ২০১৪ (ইউটিসি)

পবিত্র ঈদুল ফিত্‌র এর দাওয়াত এবং শুভেচ্ছা[সম্পাদনা]

মহা পবিত্র ঈদুল ফিতর আগত, আর তাই আমরা সকলেই এই দিনকে ঘিরে উচ্ছ্বসিত; উদ্বেলিত। প্রিয়জনের সাথে থাকার এই মহা পবিত্র উৎসবে আপনাকে আমার পক্ষ থেকে ঈদের দাওয়াত এবং শুভেচ্ছা রইল। আশা করছি যে, দাওয়াতটি সাদরে গ্রহণ করবেন এবং এরই সাথে সাথে আপনি এবং আপনার পরিবারের সকলের জন্য অপরিসীম শুভ কামনা ব্যক্ত করে; ---- মাসুম ইবনে মুসা  কথোপকথন ০৭:০৬, ২৭ জুলাই ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Translation notification: Mailing lists/List info[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Mailing lists/List info is available for translation. You can translate it here:

The priority of this page is medium.


We are re-designing our mailing list information pages and we would very much appreciate if you could please translate a few short phrases so that non-English speakers are able to easily sign up to our Mailing lists. If you have questions about the translation notifications system, ask them here. You can manage your subscription here.

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ০০:১০, ১৯ আগস্ট ২০১৪ (ইউটিসি)

ধন্যবাদ[সম্পাদনা]

জনাব Mayeenul Islam।

ধন্যবাদ আমার অনুবাদ করা "এপিক এয়ার" নামের ছোট্ট নিবন্ধটা দেখার জন্য। আপনি ওটাতে notability ট্যাগ লাগিয়েছেন ।

১.এটি একটি অনুবাদ মাত্র- অরিজিনাল নিবন্ধটা ১৭ জানুয়ারি ২০১৪ লেখা হয়েছিল ইংরেজিতে। এখনো টিকে আছে । ২. Proposed airlines গুলো নিয়ে উইকি তে নিবন্ধ লেখা হয়। ৩. এটা কোন কোম্পানি প্রোফাইল না। যোগাযোগব্যাবস্থা রিলেটেড নিবন্ধ।

আলাপ পাতা/আলোচনা অংশে প্রশ্ন রাখলে আরও ভাল বুঝতে পারতাম আপনার কাছে কোন কোন বিষয়টা ভাল লাগেনি। --Enamul (আলাপ) ২১:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Enamul আপনাকে ধন্যবাদ। খুব বেশিদিন হয়নি আপনি কাজ করছেন, তবু ভালো কিছু কাজ করেছেন দেখে খুব ভালো লাগলো। কথা খুব সংক্ষিপ্ত হবে, কারণ আপনি আগে এই আলোচনাটি পড়ে নেবেন। এরপর আপনি উল্লেখযোগ্যতা (সংস্থা ও কোম্পানী)-এর পয়েন্টগুলো পড়ে নেবেন। আশা করি আপনার অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, অনেক ধারণাগত দূরত্ব দূর হয়ে যাবে, যা একসময় আমারও ছিল। শুধু কয়েকটা কথা বলে রাখি:
  • অন্যত্র আছে, এখানেও থাকতে বাধা কোথায়? - নীতি পরিহার করতে হবে। ভুল জিনিস অন্যত্র থাকলে ভুলভাবে আছে। ভুলের পুণরাবৃত্তি হলে চলবে না।
  • আপনার সাথে কারো কোনো ব্যক্তিগত আক্রোশ নেই, কিংবা আলোচ্য নিবন্ধের কিংবা সংগঠন/প্রতিষ্ঠানের সাথেও নেই। আমরা দীর্ঘদিন যাবৎ নিজের খেয়ে বোনের মোষ তাড়াই উইকিপিডিয়াতে - আপনি তা জানেন।
  • এপিক এয়ার এবং নভোএয়ার নিবন্ধদ্বয় আমার নজরে পড়েছে বলে ট্যাগ সেঁটেছি, ইংরেজি নিবন্ধও একই দোষে দুষ্ট, তাই সেখানেও ট্যাগ সেঁটে একই নোটিশ জারি করেছি।

 —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৪:০১, ১৬ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ফিরতি বার্তা এপিক এয়ার এবং নভোএয়ার সমন্ধে[সম্পাদনা]

জনাব মঈনুল ইসলাম। আপনার বার্তা পড়লাম। আপনার পুরানো ক্ষত দেখলাম। আসলে আমার পক্ষে তথ্যসুত্র জোগাড় করা সম্ভব না বলেই আমি ইংরেজি গুলোর অনুবাদ করার চেষ্টা করছিলাম। যাহোক আপনাকে ধন্যবাদ আমার মাথার ভুত তাড়ানোর জন্য। আচ্ছা আমি যেহেতু ওই নিবন্ধ গুলোর কিছু করতে করতে পারব না আমি নিজেই কি আমার অংশ গুলো মুছে দেব? ভাল থাকুন --Enamul (আলাপ) ০৪:৪২, ১৬ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

না, তা দেবেন না। নিবন্ধগুলোতে যে ট্যাগ সাঁটা হয়েছে, তা যদি ভুল না হয়, তাহলে নিবন্ধগুলো আপনা-আপনিই কালের আবর্তে হারিয়ে যাবে। মুছে দেয়া হবে সেগুলো। আর, অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে আমাদের, দেখেন তো সেদিকে কিছু করা যায় কিনা...। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১০:৫০, ১৬ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Translation notification: Research:Global South User Survey 2014/Questions[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Research:Global South User Survey 2014/Questions is available for translation. You can translate it here:

The priority of this page is medium. The deadline for translating this page is 2014-09-24.

Thank you for everyone who helped so far with translating this page. There are still a few more languages to work on, so feel free to help if you can spare a few hours over the weekend!

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ১৪:৪৯, ২০ সেপ্টেম্বর ২০১৪ (ইউটিসি)

A tag has been placed on অকট্যাল (দ্ব্যর্থতা নিরসন) requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section G6 of the criteria for speedy deletion, because it is an orphaned disambiguation page which either

  • disambiguates two or fewer extant Wikipedia pages and whose title ends in "(disambiguation)" (i.e., there is a primary topic); or
  • disambiguates no (zero) extant Wikipedia pages, regardless of its title.

Under the criteria for speedy deletion, such pages may be deleted at any time. Please see the disambiguation page guidelines for more information.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Ibrahim Husain Meraj (আলাপ) ২০:৪৯, ৩ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

ঠিক বুঝলাম না। দ্ব্যর্থতা নিরসন পাতাটি অবান্তর নয়, অপসারণ করতে হবে কেন? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ০৪:০৫, ৬ নভেম্বর ২০১৪ (ইউটিসি)[উত্তর দিন]

Translation notification: Global AbuseFilter/2014 announcement[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Global AbuseFilter/2014 announcement is available for translation. You can translate it here:

The priority of this page is high.


Global AbuseFilters were recently enabled on many Wikimedia projects. As we'd like to notify the affected wikis about it, we've created a page for announcing this: Global AbuseFilter/2014 announcement. We'd like to make the announcement accessible to as many users as possible and therefore would like to ask for your help in translating the announcement.

In order to reach out to the communities in their native language, we would like to ask for your help in translating the following mass message which will be sent to the affected wikis as well:

The message will be sent in about three days time from now (on 13 November) so if you are planning on translating the message, please make sure that Global AbuseFilter/2014 announcement (condensed) is translated before the deadline.

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ১৭:১২, ১০ নভেম্বর ২০১৪ (ইউটিসি)

Translation notification: Admin activity review/2014/Notice to communities[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Admin activity review/2014/Notice to communities is available for translation. You can translate it here:



Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ২৩:১১, ২১ ডিসেম্বর ২০১৪ (ইউটিসি)

Translation notification: Wikimedia Highlights, December 2014[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Wikimedia Highlights, December 2014 is available for translation. You can translate it here:



Please consider helping non-English-language Wikimedia communities to stay updated about the Wikimedia blog's most notable posts from December, covering Wikimedia Foundation activities, MediaWiki development work and other international Wikimedia news. Completed translations will be announced on Facebook, Twitter, project village pumps and (for some languages) mailing lists. If you have questions about the translation notifications system, ask them here. You can manage your subscription here

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

Thank you!

Meta translation coordinators‎, ২৩:৫৮, ৩১ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)

বুঝলাম ণা

ধন্যবাদ[সম্পাদনা]

আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আসলে আমি আলাপ পাতা তৈরি সম্পর্কে প্রযোজ্য বিষয় সম্পর্কে জানতাম না তাই ভুলটা হয়ে গিয়েছে। আমি অতি দ্রুত এই বিষয়টা সমাধান করছি। দয়াকরে জানাবেন ব্যবহারকারী পাতার ক্ষেত্রে এ নীতি প্রযোজ্য কি না? ধন্যবাদ এস(Ace) (আলাপ) ০৪:৪৫, ১ মার্চ ২০১৫ (ইউটিসি)শুভ বিশ্বাস[উত্তর দিন]

ট্যাগ প্রসংগে[সম্পাদনা]

আসলে ট্যাগ দেওয়া হয় শুধু নিবন্ধ ফেলার জন্য তা নয়, ট্যাগ দেওয়া হয় নিবন্ধ সৃষ্টিকারি বা সংশ্লিষ্টদের নিবন্ধে উন্নয়নের জন্য দৃষ্টি আকর্ষনের জন্য। কিছু লোক ক্রেডিট নেওয়ার জন্য শুধু নিবন্ধ তৈরি করে ও ব্যবহারকারি পাতায় তার লিংক দিতে পছন্দ করেন। তাদের কে জানানোর জন্যও ট্যাগ দেওয়া হয়। তাছাড়া আমি যে যে নিবন্ধে ট্যাগ দিয়েছি সেগুলো উন্নয়নের জন্য কাজ করেযাচ্ছি। পরীক্ষা থাকার জন্য ট্যাগ প্রদানকরে সংশ্লিষ্টদের এবিষয়ে সহায়তা কামনা করেছি। তবে যায় হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে জানানোর জন্য। ভবিষ্যতেও আপনার সাহায্য কামনা করছি।
ধন্যবাদ। এস(Ace) (আলাপ)শুভ বিশ্বাস

Translation notification: Oversight policy[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Oversight policy is available for translation. You can translate it here:



Oversight policy, an important global policy page, was recently migrated to the Translate extension system along with other updates to the page. You are invited to participate in the translation of this page and and a few other related pages.

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

You can change your notification preferences here.

Thank you!

Meta translation coordinators‎, ১৬:৩১, ৭ মার্চ ২০১৫ (ইউটিসি)

এটি যদি উইকিপিডিয়াতে আপনার তৈরি করা প্রথম নিবন্ধ হয়ে থাকে, তবে আপনি উইকিপিডিয়াতে প্রথম নিবন্ধের দিক-নির্দেশনা অবশ্যই পাঠ করে নিন।

আমরা আপনাকে নিবন্ধ উইজার্ড ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে উৎসাহিত করছি।

হ্যালো, এবং উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনাকে এই নোটিশ দেয়া হচ্ছে কারণ আপনি যে পাতাটি তৈরি করেছিলেন তা পরীক্ষামূলক পাতা হিসেবে ট্যাগ করা হয়েছে এবং তা মুছে ফেলা হয়েছে বা খুব শীঘ্রই মুছে ফেলা হতে পারে। পরীক্ষামূলক কিছু করতে চাইলে অনুগ্রহ করে খেলাঘর ব্যবহার করুন। আপনি যদি বিশ্বকোষে অবদান রাখা সম্পর্কে আরও জানতে চান তাহলে স্বাগতম পাতাটি এক নজর দেখে নিন।

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Ibrahim Husain Meraj (আলাপ) ১৫:৫৩, ১৫ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

A tag has been placed on ডায়াল এম ফর মার্ডার (দ্ব্যর্থতা নিরসন) requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section G6 of the criteria for speedy deletion, because it is an orphaned disambiguation page which either

  • disambiguates two or fewer extant Wikipedia pages and whose title ends in "(disambiguation)" (i.e., there is a primary topic); or
  • disambiguates no (zero) extant Wikipedia pages, regardless of its title.

Under the criteria for speedy deletion, such pages may be deleted at any time. Please see the disambiguation page guidelines for more information.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Ibrahim Husain Meraj (আলাপ) ১৫:০২, ৪ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

A tag has been placed on বেলেঁ (দ্ব্যর্থতা নিরসন) requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section G6 of the criteria for speedy deletion, because it is an orphaned disambiguation page which either

  • disambiguates two or fewer extant Wikipedia pages and whose title ends in "(disambiguation)" (i.e., there is a primary topic); or
  • disambiguates no (zero) extant Wikipedia pages, regardless of its title.

Under the criteria for speedy deletion, such pages may be deleted at any time. Please see the disambiguation page guidelines for more information.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Ibrahim Husain Meraj (আলাপ) ০০:৪৩, ৫ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

সিকা নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা[সম্পাদনা]

A tag has been placed on সিকা requesting that it be speedily deleted from Wikipedia. This has been done under section G6 of the criteria for speedy deletion, because it is an orphaned disambiguation page which either

  • disambiguates two or fewer extant Wikipedia pages and whose title ends in "(disambiguation)" (i.e., there is a primary topic); or
  • disambiguates no (zero) extant Wikipedia pages, regardless of its title.

Under the criteria for speedy deletion, such pages may be deleted at any time. Please see the disambiguation page guidelines for more information.

আপনি যদি মনে করেন যে এই নোটিশটি এখানে ভুল করে প্রদান করা হয়েছে, তবে এই অপসারণের আপত্তি জানাতে নিবন্ধে যেয়ে দ্রুত অপসারণের আপত্তি করতে চাইলে এখানে ক্লিক করুন লেখা লেবেলের উপর ক্লিক করুন। এটি করার ফলে আপনি আগে থেকে বিন্যাস্ত সংশ্লিষ্ট নিবন্ধের আলাপ পাতা পাবেন, সেখানে আপনি ব্যাখ্যা করুন, কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। অথবা আপনি নিবন্ধের আলাপ পাতায় সরাসরি আপনার কারণ ব্যক্ত করতে পারেন। কিন্তু এটাও মনে রাখবেন, দ্রুত অপসারণ ট্যাগ কোনো নিবন্ধে করা হলে, কোনো দেরি না করে অপসারণ করা হয় যদি নিবন্ধটি দ্রুত অপসারণ বিচারাধারার সাথে মিলে যায়। এটি যদি দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে না হয় তবে নিবন্ধ থেকে এই নোটিশটি সরিয়ে ফেলুন, কিন্তু অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না আমরা আপনাকে নিবন্ধটিকে সম্প্রাসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। যদি ইতিপূর্বে নিবন্ধটি অপসারিত হয়ে থাকে আপনি কোনো একজন সক্রিয় প্রশাসকের সহিত যোগাযোগ করুন।

অনুগ্রহপূর্বক আরও লক্ষ করুন যে, অপসারণের প্রস্তবনা কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। এটি শুধুমাত্র একটি নোটিশ যা উইকিপিডিয়ার নীতিমালা অনুসারে আপনাকে প্রদান করা হয়েছে। উইকিপিডিয়ায় অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আরও কোনো প্রশ্ন থাকলে আপনি বিনা দ্বিধায় আমার আলাপের পাতায় বার্তা রাখতে পারেন। Ibrahim Husain Meraj (আলাপ) ০১:২২, ৫ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Translation notification: Single User Login finalisation announcement/Post-rename notice[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Single User Login finalisation announcement/Post-rename notice is available for translation. You can translate it here:

The priority of this page is high. The deadline for translating this page is 2015-04-12.

This is a short message for accounts that will be renamed next week as part of single-user login finalisation.

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

You can change your notification preferences here.

Thank you!

Meta translation coordinators‎, ২২:৩৭, ৭ এপ্রিল ২০১৫ (ইউটিসি)


উইকিপ্রকল্প ইসলামে আপনাকে আমন্ত্রণ![সম্পাদনা]

উইকিপ্রকল্প ইসলামে অংশগ্রহণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, এটি ইসলামমুসলমানদের সাথে সম্পর্কিত নিবন্ধসমূহের মানোন্নয়ন ও সংস্কারের জন্য উৎসর্গীকৃত একটি প্রকল্প।

বর্তমানে আমরা এ প্রকল্পের উন্নতিকল্পে কাজ করছি; আপনিও আমাদের সাথে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে ইসলামী নিবন্ধগুলিকে মানসম্মত পর্যায়ে আনতে সাহায্য করতে পারেন। ধন্যবাদ আপনাকে; আপনার উইকি সম্পাদনা শুভ হোক।

ইসলাম প্রবেশদ্বার মাসুম (আলাপ)

১৩:২১, ২৬ এপ্রিল ২০১৫ (ইউটিসি)

টুনস ম্যাগ এর উপরে নিবন্ধ উইকিপিডিয়া'য় সংযোজন প্রয়োজন[সম্পাদনা]

টুনস ম্যাগ এর উপরে নিবন্ধ উইকিপিডিয়া'য় সংযোজন প্রয়োজন। টুনস ম্যাগ এ বছর ডয়চে ভেলের অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য বব্স’ এর বাংলা ভাষা বিভাগে পিপল'স চয়েস অ‍্যাওয়ার্ড-২০১৫ বিজয়ী হয়েছে।

আপনি কি এই বিষয়ে আমাকে সহযোগিতা করতে পারেন?

ধন্যবাদ

Translation notification: Wikimedia Highlights, April 2015[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Wikimedia Highlights, April 2015 is available for translation. You can translate it here:



Please consider helping non-English-language Wikimedia communities to stay updated about the Wikimedia blog's most notable posts from April 2015, covering Wikimedia Foundation activities and other important events from across the Wikimedia movement. Completed translations will be announced on social media, project village pumps and (for some languages) mailing lists.

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

You can change your notification preferences.

Thank you!

Meta translation coordinators‎, ২৩:০৪, ১৩ মে ২০১৫ (ইউটিসি)

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি[সম্পাদনা]

সুধী, বাংলা উইকিপিডিয়ায় অবদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনি নিশ্চই জানেন, উইকিপিডিয়ার প্রায় সকল লেখা বা অন্যান্য মিডিয়া ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার অ্যালাইক লাইসেন্সের আওতাভুক্ত। সম্প্রতি একটি আলোচনার মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, আমরা না জেনেই উক্ত লাইসেন্সের একটি ধারা লঙ্ঘন করে যাচ্ছি। আমরা প্রায় সময়ই ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করে বাংলাতে যুক্ত করে থাকি। লাইসেন্স-এর শর্তানুসারে, কোন কিছু অন্য উইকিমিডিয়া প্রকল্প থেকে অনুবাদ করলে মূল প্রকল্পের লেখকদের স্বীকৃতি প্রদান করতে হয়। আমরা ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধ অনুবাদ করলেও ইংরেজি উইকিপিডিয়ার লেখকদের স্বীকৃতিপ্রদান করি না অনেক সময়ই। যারা বিশেষ:ContentTranslation ব্যবহার করে অনুবাদ করেন, তাদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃতি প্রদান হয়ে যায়। যারা ম্যানুয়ালি অনুবাদ করেন, তারা খুব সহজেই নিচের যেকোন একটি পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে স্বীকৃতিপ্রদান করতে পারেন:

  • নিবন্ধ তৈরির সময় সম্পাদনা সারাংশে লিখুন অমুক উইকিপিডিয়ার অমুক নিবন্ধের অনুবাদ। যেমন, ইংরেজি থেকে নিবন্ধ অনুবাদ করলে সারাংশে লিখবেন, [[:en:ইংরেজি নিবন্ধের নাম]] থেকে অনুবাদ। নিবন্ধ তৈরির সময় একবার সারাংশে এটি উল্লেখ করলেই চলবে।
  • অথবা, সংশ্লিষ্ঠ নিবন্ধের আলাপ পাতায় {{অনূদিত পাতা}} টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন। উদাহরণ হিসেবে দেখুন, আলাপ:২০০৩ বাংলাদেশ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

এখন থেকে বাংলা উইকিপিডিয়ার সকল সম্মানিত ব্যবহারকারীগণকে এই স্বীকৃতিপ্রদানের চর্চা করার অনুরোধ করছি। একইসাথে যেহেতু এটা সম্পর্কে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে সুতরাং আমরা আপনাকে উইকিপিডিয়া:উইকিপিডিয়ার অভ্যন্তরে অনুলিপি করা পাতাটির অনুবাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। কোন প্রশ্ন থাকলে আলোচনাসভায় বার্তা রাখার অনুরোধ করছি। আপনার সম্পাদনা আনন্দময় হোক। ধন্যবাদ।

বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের পক্ষে,
নাহিদ (আলাপ) ও আফতাব (আলাপ)
বৃহস্পতিবার ১৫:০৫, ০৫ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

দারুণ! সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ, বিশেষ করে আফতাব আর নাহিদকে। —মঈনুল ইসলাম (আলাপঅবদান) ১৮:০২, ১৬ নভেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Translation notification: Wikimedia Highlights, October 2015[সম্পাদনা]

Hello Mayeenul Islam,

You are receiving this notification because you signed up as a translator to Bengali on Meta. The page Wikimedia Highlights, October 2015 is available for translation. You can translate it here:



Please consider helping non-English-language Wikimedia communities to stay updated about the Wikimedia blog's most notable posts from October, covering Wikimedia Foundation activities and other important events from across the Wikimedia movement. Completed translations will be announced on social media, project village pumps and (for some languages) mailing lists.

Your help is greatly appreciated. Translators like you help Meta to function as a truly multilingual community.

You can change your notification preferences.

Thank you!

Meta translation coordinators‎, ০০:১৮, ১৩ নভেম্বর ২০১৫ (ইউটিসি)

I'M NEW HERE.I WANNA WRITE SOMETHING ABOUT WORLD LITERATURE. SUGGEST ME WHAT I HAVE TO DO FIRST?

বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ[সম্পাদনা]

সুধী,
শুভেচ্ছা নেবেন। অতি সম্প্রতি সম্প্রদায়ের আলোচনাসভায় বাংলা উইকিপিডিয়ায় চেকইউজার অধিকার যুক্তকরণ ও নীতিমালা বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনাটি শেষ হবে আগামী ২৯শে মার্চ। উক্ত বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানানোর অনুরোধ করছি। ধন্যবাদ। --নাহিদ সুলতান (আলাপ) বুধবার ৭:২৪, ০২ মার্চ ২০১৬ (ইউটিসি)

ব্যবহারকারী পরীক্ষক আবেদনে মতামত দিন[সম্পাদনা]

সুধী,
ব্যবহারকারী পরীক্ষক অধিকারের আবেদন পাতায় বর্তমানে তিনটি আবেদন উন্মুক্ত রয়েছে। আপনিও আপনার মতামত প্রদান করতে পারেন। এছাড়া আপনি ইচ্ছে করলে প্রার্থীদের প্রশ্নও জিজ্ঞেস করতে পারেন। আবেদনে মতামত প্রদান করা যাবে ১লা মে ২০১৬ পর্যন্ত। ধন্যবাদ।

নাহিদ সুলতান (আলাপ)
রবিবার ১৭:০২, ২৪ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

pdf file upload করে কিভাবে??[সম্পাদনা]

ভাইয়া আমি pdf file upload করে কিভাবে এটা জানিনা,,। একটু বলবেন please.....

শুভ নববর্ষ, Mayeenul Islam![সম্পাদনা]

-- Iqsrb722 (আলাপ) ০৪:১০, ১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :)[সম্পাদনা]

সুপ্রিয় Mayeenul Islam,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ইদ মোবারক[সম্পাদনা]

এই ইদ আপনার এবং আপনার পরিবারের সদস্যবৃন্দের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইদ মোবারক :) -মেরাজ (আলাপ) ১০:৪০, ২৬ জুন ২০১৭ (ইউটিসি) [উত্তর দিন]
মেরাজ, দেরিতে হলেও, আপনাকেও ইদ মুবারক!  —মঈনুল ইসলাম (আলাপঅবদান) ০৭:৫৫, ৫ জুলাই ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন নিবন্ধ যোগ প্রসঙ্গে[সম্পাদনা]

প্রিয় মঈনুল ইসলাম ভাই, সালাম নিবেন। উইকিপিডিয়াতে আমি একদম নতুন। মাত্র চারদিন হলো রেজিস্টার করেছি। একটা ছোট নিবন্ধ লেখার চেষ্টা করেছিলাম এমবিবিএস ডিগ্রী নিয়ে। অনুগ্রহ করে দেখবেন। এটি প্রকাশযোগ্য কিনা একটু দেখে প্রয়োজনীয় পরামর্শ দিলে চিরকৃতজ্ঞ থাকবো

মুহাম্মদ হুসাইন (আলাপ) ১১:৩৮, ২৫ মে ২০১৮ (ইউটিসি)মুহাম্মদ হুসাইন[উত্তর দিন]

লেখা সুন্দর হয়েছে। চালিয়ে যান। আরো তথ্য যোগ করে নিবন্ধকে আরো তথ্যবহুল করে তুলুন। —মঈনুল ইসলাম (আলাপঅবদান) ০৪:০১, ২ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

ইদ মোবারক![সম্পাদনা]

চিত্র:ইদ মোবারক.jpg
কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে

কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে।
কোরবানী দে তোরা কোরবানী দে
--কাজী নজরুল ইসলাম
আপনার এবং আপনার পরিবারের মহান ত্যাগ মহান আল্লাহর দরবারে কবুল হোক এই কামনায়। সবাইকে ইদের অনেক অনেক শুভেচ্ছা। ইদ মোবারক --IqbalHossain (আলাপ) ১২:৩২, ২১ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

সিতেশ রঞ্জন দেব নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

সিতেশ রঞ্জন দেব নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সিতেশ রঞ্জন দেব পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। ~মহীন (আলাপ) ১৮:০০, ১৮ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@Moheen: নিবন্ধের আলাপ পাতায় উল্লেখযোগ্যতা নিয়ে আগেও আলোচনা হয়েছে। আরো কিছু লিংক উল্লেখ করছি:
 —মঈনুল ইসলাম (আলাপঅবদান) ১২:২৭, ২৯ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ[সম্পাদনা]

সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ভাই ভালো আছেন??

বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। দেলোয়ার () • ২০:১৮, ২৩ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পের অনুস্মারক[সম্পাদনা]

সুধী,
বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ইতিমধ্যে বড়লেখা উপজেলা নিবন্ধটি সমৃদ্ধ করতে চেয়েছেন, যা নির্দিষ্ট তারিখে শেষ হবার কথা থাকলেও সেটি সম্পূর্ণ করেননি। আপনাকে বড়লেখা উপজেলা নিবন্ধটি যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই প্রকল্পে যোগদান করায় আপনাকে ধন্যবাদ। -- জনি (আলাপ), শনিবার ১৩:২৪, ২৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

ঈদ শুভেচ্ছা[সম্পাদনা]

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

সুপ্রিয় Mayeenul Islam,
ইদ নিয়ে আসে আনন্দ, ইদ নিয়ে আসে সুখের বার্তা। কিন্তু আমাদের চারপাশে মহামারী বিস্তারকারী করোনাভাইরাস তার কালো থাবা বিছিয়ে বসে আছে। তাই উৎসব পালনে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। আমরা যেন আনন্দ ভাগাভাগি করতে গিয়ে করোনাভাইরাস ভাগাভাগি করে না বসি।

সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন।
ইদ মোবারক! ফেরদৌস

সংগ্রহশালা তৈরিতে সাহায্যের প্রস্তাব[সম্পাদনা]

প্রিয় মঈন ভাই,

আশা করি ভালই আছেন। আপনি সম্ভবত জেনে থাকবেন যে আলাপ পাতার সংগ্রহশালা ব্যবস্থাপনার জন্য আমার তৈরি স্ক্রিপ্ট কাজের অনুমতি পেয়েছে। তাই যদি আপনি আপনার আলাপ পাতার পুরনো বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তরিত করতে চান, তবে আপনার আলাপ পাতার (এই পাতাটিতেই) সবার উপরে {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা|max-day=7|current-index=1}} যুক্ত করুন। টেমপ্লেটটির অন্যান্য সেটিং সম্পর্কে জানতে টেমপ্লেট:স্বয়ংক্রিয় সংগ্রহশালা/নথি দেখুন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৬:১৪, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]