ব্যবহারকারী আলাপ:SR19

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অভিনন্দন এবং স্বাগতম![সম্পাদনা]

প্রিয় SR19, আপনি একদিনেই বেশ ভালো সম্পাদনা শুরু করেছেন, আপনাকে শুভেচ্ছা। কিন্তু কিছু নতুন নিবন্ধ দেখে একটু বলা প্রয়োজন মনে করলাম: দশা (তরঙ্গ), আড় তরঙ্গ, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি - নিবন্ধগুলো একটু বেশিই ছোট। আপনার অবগতির জন্য জানাচ্ছি "দুষ্ট গরুর চেয়ে শূণ্য গোয়াল ভালো" নীতিতে এখন চলছে বাংলা উইকিপিডিয়া এবং মান রক্ষার্থে আমরা নিবন্ধকে ধরে বেশ কিছু গুছিয়ে নেয়াকে পছন্দ করছি। আপনাকে জানিয়ে রাখি: টেমপ্লেট:খালি অনুযায়ী ১৫০ শব্দ বা ১,২০০ অক্ষরবিশিষ্ট নিবন্ধকে খালি বিবেচনা করা হয় না। তাই ন্যূনতম এই দৈর্ঘ্য অতিক্রম না করলে নিবন্ধগুলোতে 'খালি ট্যাগ' কিংবা 'অপসারণ ট্যাগ' সাঁটা হতে পারে, যা কোনোভাবেই সুন্দর হবে না। তাই অনুরোধ থাকবে, পর্যাপ্ত তথ্য থাকলেই কেবল নতুন নিবন্ধে হাত নিন, অথবা বিদ্যমান নিবন্ধে তথ্য যোগ করুন। আর তথ্যসূত্রসহ তথ্য যোগ করুন, বই, জার্নাল, [ব্লগ, ফোরাম, সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ব্যতিত] ওয়েবসাইট ইত্যাদি থেকে রেফারেন্স দিন। আশা করি আমরা সবাই মিলে সুন্দর একটা বাংলা উইকিপিডিয়া গড়বো এর মান বজায় রেখে। আপনাকে আপনার অবদানের জন্য অসংখ্য ধন্যবাদ। যেকোনো প্রয়োজনে পাশে আছি। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৫৬, ২১ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

তাই সম্পাদনায় একটাই নীতি বানিয়ে ফেলুন: লিখলে বড় নিবন্ধ, নয়তো মোটেই নয়। :) ভালো থাকবেন। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:০০, ২৩ মার্চ ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]