বে-নজীর আহমদ
বে-নজীর আহমদ | |
---|---|
![]() | |
জন্ম | ১৯০৩ |
মৃত্যু | ১৯৮৪ (বয়স ৮০–৮১) |
জাতীয়তা | বাংলাদেশি |
পুরস্কার | একুশে পদক,বাংলা একাডেমি পুরস্কার |
বে-নজীর আহমদ[১] (১৯০৩–১৯৮৩)[২] ছিলেন একজন বাংলাদেশি কবি ও লেখক।[৩] বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৭৯ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত হন। তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।
স্বাধীনতা আন্দোলন[সম্পাদনা]
যুবক বয়সে আহমেদ বাংলাদেশে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করে গ্রেফতার হন। তবে পদ্মা নদী দিয়ে তিনি পালাতে সক্ষম হয়েছিলেন।
লেখকজীবন[সম্পাদনা]
পরবর্তী জীবনে তিনি লেখালেখি করেছেন। তিনি মূলত নজরুল ঘরানার লেখক ছিলেন। তার বিভিন্ন লেখা বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হয়।
কাব্যগ্রন্থ[সম্পাদনা]
- বৈশাখী ও বন্দির বাশি
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ চাকলাদার, শফি (১ নভেম্বর ২০১৩)। "অসাধারণ কবি বে-নজীর আহমদ এবং আমার ছোট্ট স্মৃতি"। দৈনিক সংগ্রাম। ৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ মাহবুবুল হক (২০১২)। "আহমদ, বেনজীর"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ Bangla Sahitya (Bengali Literature), the intermediate level Bangladeshi national text book published in 1996 by all educational boards.