আনিস সিদ্দিকী
আনিস সিদ্দিকী | |
---|---|
![]() | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৬ এপ্রিল ১৯৩৪ দরগাহপুর গ্রাম, আশাশুনি, সাতক্ষীরা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ২৫ ডিসেম্বর ১৯৮৫ মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ। |
দাম্পত্য সঙ্গী | জাহিদা সিদ্দিকা ১৯৪২ - ২০২৩ |
পিতামাতা | শেখ আব্দুল আজিজ, খােদেজা খাতুন |
পুরস্কার | একুশে পদক –১৯৮৭ |
আনিস সিদ্দিকী (৬ এপ্রিল ১৯৩৪–২৫ ডিসেম্বর ১৯৮৫) ছিলেন বাংলাদেশী কথাশিল্পী ও সাহিত্যিক। সাহিত্যে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৮৭ সালে তাকে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক-এ ভূষিত করেন।[১]
প্রাথমিক ও শিক্ষা জীবন[সম্পাদনা]
আনিস সিদ্দিকী সাতক্ষীরার আশাশুনি উপজেলা দরগাহপু
র গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ আব্দুল আজিজ, মাতা খােদেজা খাতুন। গ্রামের মাদ্রাসার প্রাথমিক পাঠ গ্রহণ করে ১৯৭৪ সালে আর কে বিকে এইচ সি ইনস্টিটিউশনে ভর্তি হয়ে ১৯৫১ সালে মেট্রিকু লেশন করেন। খুলনার দৌলতপরের বি এন কলেজ থেকে শিক্ষা জীবন শেষ করেন।[২]
কর্মজীবন[সম্পাদনা]
আনিস সিদ্দিকী বরিশাল জিলা স্কুলে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এর পর খুলনা জিলা স্কুলে। ১৯৬৭ সালে যােগদান করেন ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরী হাইস্কুলে।[১]
তিনি স্বল্প প্রাচীন ও সাম্প্রতিক বিশ্বের বিশিষ্ট চরিত্রাবলম্বনে ঐতিহাসিক উপন্যাস রচনা এবং শিশু পাঠক গ্রন্থ রচনা করেছেন। সাহিত্যে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৮৭ সালে তাকে রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক-এ ভূষিত করেন।[১]
গ্রন্থ[সম্পাদনা]
আনিস সিদ্দিকীর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে: -[৩][৪]
- মোগল হেরেমের অন্তরালে
- নির্বাসিত সম্রাট বাহাদুর শাহ্
- ঢাকার ঐতিহাসিক ট্রাজেডী
- সংগ্রামী সুকর্ন
- যখন আমি রাণী ছিলাম
- সম্রাট জাহাঙ্গীরের স্মৃতিকথা
পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]
মৃত্যু[সম্পাদনা]
আনিস সিদ্দিকী ২৫ ডিসেম্বর ১৯৮৫ সালে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসভবন শুভেচ্ছায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।[২]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ ঘ "একুশে পদকপ্রাপ্ত সুধীবৃন্দ ও প্রতিষ্ঠান" (পিডিএফ)। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। পৃষ্ঠা ১৬। ২২ এপ্রিল ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৯।
- ↑ ক খ "প্রখ্যাত ব্যক্তিত্ব, আনিস সিদ্দিকী"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২১। উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে ":0" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - ↑ আনিস সিদ্দিকী এর বই সমূহ। বাংলাদেশ: রকমারি.কম। ২৭ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২১।
- ↑ আনিস সিদ্দকী। "মহাযুদ্ধের নায়ক হিটলার"। গুডরিড্স। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২১।