শাহজাহানপুর থানা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাহজাহানপুর
থানা
দেশ বাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাঢাকা জেলা
সিটি কর্পোরেশনঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
প্রতিষ্ঠা২০১২
আয়তন
 • মোট১.৭৭ বর্গকিমি (০.৬৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২,৭৪,৩২৪
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

শাহজাহানপুর থানা বাংলাদেশের রাজধানী ঢাকার একটি থানা। ১.৭৭ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত এ থানার জনসংখ্যা ২,৭৪,৩২৪। শাহজাহানপুর, শান্তিবাগ, মোমেনবাগ, গুলবাগ, বকশীবাগ, শহীদবাগ, রাজারবাগ, মালিবাগ প্রভৃতি এলাকা এ থানার অন্তর্গত।[১]

নামকরণ[সম্পাদনা]

শাহজাহানপুরের নামকরণের সঠিক ইতিহাস পাওয়া যায় না। কথিত আছে, শাহ জাহান তার পিতা মোঘল সম্রাট জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করে ১৬২৪ সালের দিকে তার অনুগত বাহিনী নিয়ে যখন দক্ষিণাত্য থেকে ঢাকায় আসেন, সে সময় তিনি কিছুদিন এ এলাকায় অবস্থান করেন। তার নামানুসারে এ এলাকার নামকরণ করা হয় শাহজাহানপুর।[২]

ইতিহাস[সম্পাদনা]

২০১২ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৭তম থানা হিসেবে শাহজাহানপুর থানা গঠিত হয়। এ থানার অন্তর্গত এলাকাগুলো পূর্বে মতিঝিল থানার অধীনে ছিল।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "রাজধানীতে ৪৭তম থানা উদ্বোধন"বাংলানিউজ২৪.কম। এপ্রিল ২৮, ২০১২। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৩ 
  2. বরুণ দাস (জুন ৩, ২০১৯)। "ঢাকার যত পুর"ভোরের কাগজ। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৩ 
  3. "ঢাকার শাহজাহানপুরে নতুন থানা"বিডিনিউজ২৪.কম। এপ্রিল ২৭, ২০১২। ৭ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২৩