বিষয়বস্তুতে চলুন

বিপ্রদাশ বড়ুয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিপ্রদাশ বড়ুয়া
জন্ম (1940-08-20) ২০ আগস্ট ১৯৪০ (বয়স ৮৪)
ইছামতি, রাঙ্গুনিয়া উপজেলা, চট্টগ্রাম
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাঢাকা বিশ্ববিদ্যালয়
পেশালেখক ও অধ্যাপক
পিতা-মাতাতরুণকুমার বড়ুয়া (পিতা)
সুষমা বড়ুয়া (মাতা)
পুরস্কারএকুশে পদক (২০১৪)
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯১)

বিপ্রদাশ বড়ুয়া হলেন একজন বাংলাদেশী লেখক। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০১৪ সালে একুশে পদক লাভ করেন। [] []

জীবনী

[সম্পাদনা]

বিপ্রদাশ বড়ুয়া চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি গ্রামে ১৯৪০ সালের ২০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে এম এ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি শিশু একাডেমি তে কর্মরত ছিলেন এবং সহকারী পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।[][]

সাহিত্যকর্ম

[সম্পাদনা]
উপন্যাস
  • মুক্তিযোদ্ধারা(১৯৯১)
  • অচেনা
  • ভয় ভালোবাসা নির্বাসন(১৯৮৮)
  • সমুদ্রের ও বিদ্রোহীরা(১৯৯৯)
শিশুতোষ উপন্যাস
  • রোবট ও ফুল ফোটানোর রহস্য
  • তাঁতি ও ঘোড়ার ডিম
  • আরব্য রজনী
  • অজগর রাজা
  • ডাকাত ডাকাত
ছোটগল্প
  • যুদ্ধজয়ের গল্প
  • গাঙচিল
  • সাদা কফিন
  • নদীর নাম গণতন্ত্র
শিশুতোষ গল্প
  • সূর্য লুঠের গান
প্রবন্ধ
  • কবিতায় বাকপ্রতিমা
নাটক
  • কুমড়োলতা ও পাখি
জীবনী
  • বিদ্যাসাগর (১৯৮৮)
  • পল্লীকবি জসীমউদ্দীন

পুরস্কার

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "বিপ্রদাশ বড়ুয়ার ৭৫তম জন্মদিন"। বাংলানিউজ২৪। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২ 
  2. "বরেণ্য : বিপ্রদাশ বড়ুয়া"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২