ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা মাহদিয়া চৌধুরী (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:০১, ১ মার্চ ২০২২ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎মাহদিয়া চৌধুরী-এর প্রশ্ন (০৬:০১, ১ মার্চ ২০২২): নতুন অনুচ্ছেদ)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।


সাম্প্রতিক মন্তব্য: মাহদিয়া চৌধুরী কর্তৃক ২ বছর পূর্বে "মাহদিয়া চৌধুরী-এর প্রশ্ন (০৬:০১, ১ মার্চ ২০২২)" অনুচ্ছেদে

অনুরোধ

@আফতাবুজ্জামান জনাব, একটু কষ্ট করে যদি Category:2020 in politics, Category:2021 in politics জাতীয় বিষয়শ্রেণীগুলো বট দিয়ে করে দিতেন। তবে খুব ভালো হতো। ধন্যবাদ ( আমার কোন বার্তায় ধন্যবাদ শব্দটা লেখা না থাকলেও ধরে নিবেন কুউ পুলক আপনাকে ধন্যবাদ জানিয়েছে, হয়তো লিখতে ভুলে গেছে)। --  কুউ পুলক  ০১:১০, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@কুউ পুলক: আমাকে একটি তালিকা করে দিতে পারবেন এই জাতীয় আর কোন কোন বিষয় নিয়ে করতে হবে? -- আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪৮, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান অল্প অল্প করে দেবার চেষ্টা করেত পারি। --  কুউ পুলক  ১৪:৫০, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান এই নিন ছোট্ট একটা তালিকা এখানে আছে --  কুউ পুলক  ১৬:২৫, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান আরো অল্প কয়েকটা যোগ করলাম (আগের তালিকার নিচে দেখুন) এখানে --  কুউ পুলক  ১৬:৪২, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@কুউ পুলক: আচ্ছা। করে জানাবো। -- আফতাবুজ্জামান (আলাপ) ২২:৩৫, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Sizanvai-এর প্রশ্ন (০৯:০১, ২৯ ডিসেম্বর ২০২১)

Hello my mentor boss,i tolk to you??please give me your contract number 😁 --Sizanvai (আলাপ) ০৯:০১, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

লোকপ্রশাসন নিয়ে রায়হান রিয়াদ মল্লিক-এর প্রশ্ন (১৪:৪৯, ২৯ ডিসেম্বর ২০২১)

আমি তথ্যসূত্র হিসেবে নিউজের লিংক দিচ্ছি,কিন্তু সেই নিউজের লিংকে এন্টার করলে নিউজ দেখাচ্ছে না।এক্ষেত্রে করণীয়? --রায়হান রিয়াদ মল্লিক (আলাপ) ১৪:৪৯, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@রায়হান রিয়াদ মল্লিক: এই পদ্ধতি অনুসরণ করে দেখুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৬, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

জিজ্ঞাসা

আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ#টুর্নামেন্ট অনুযায়ী দলের ফলাফলআইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ#দলসমূহের পারফরম্যান্স, দুটোর মধ্যে কোনটা রাখা ভালো? চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ২১:৩২, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@চ্যাম্পিয়ন স্টার ১: একই জিনিস মনে হচ্ছে। যেকোন একটা রাখলেই হবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪০, ২৯ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ওহিদ

আপনি যদি এখানে আমাকে সাহায্য করতেন তাহলে খুব ভালো হয়, তাহলে আবু বকর নিবন্ধটি লেখা শেষ করতে পারবো। আমার এই তালিকা কিভাবে তৈরি করতে হয়, তা কিছু বুঝতে পারছি না, বহু কষ্টে দুটি ধাপ নিয়ে গেছি। ইংরেজি উইকিপিডিয়ায় Help:Family tree সব দেখেছি। তাও হচ্ছে না। এটা হয়তো কোন কোডের দ্ধারা হয়, আপনি এই বিষয়ে জ্ঞানের অধিকারী আমাকে একটু সাহায্য করুন। -- ওহিদ (আলাপ) ২০:০৩, ৩০ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@ওহিদ: করেছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:০৪, ৩০ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

খালি পাতা কিভাবে তৈরি করা হয়? (যেমন ধরেন বিষয়শ্রেণীর ক্ষেত্রে)। -- ওহিদ (আলাপ) ২১:৩৭, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@ওহিদ: কিছু না লিখে সংরক্ষণ করলে খালি পাতা তৈরি হবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪৮, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ, দেখছি পরে এই ব্যাপারটা। আপনি এই নিবন্ধটি "জাবির ইবনে হাইয়ান" নামে স্থানান্তর করে দেন, আমি করছি কিন্তু দ্বন্দ্ব লেখা আসছে। -- ওহিদ (আলাপ) ২১:৫২, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ওহিদ: সঠিক বানান কোনটি? হায়য়ান/হায়ান? -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৫৩, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশ নৌবাহিনী সংক্রান্ত সাহায্য

আশা করি আপনি ভালো আছেন, আমি বাংলাদেশ নৌবাহিনী ব্যবহৃত হাই স্পিড বোট সম্পর্কে নতুন তথ্য এবং তথ্যসূত্র পেয়েছি। কিন্তু সেটি ফেইসবুক হতে প্রাপ্ত। তবে আমি আরো উপযুক্ত তথ্যসূত্র জন্য অপেক্ষা করছি। আমি মাত্র এইমাত্র আরেকটি সম্পাদনা করেছি, যদি আপনি একটু পরীক্ষা করে দিতেন তাহলে খুব ভালো হতো। অপূর্ব রায়-২৩ (আলাপ) ১৮:৪৪, ৩১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

করেছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫৬, ৩১ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

http://www.dewbn.gov.bd/Notice ভাই এই লিংকের 14 number tender (EXPRESSION OF INTEREST (EOI) 03 (Three) in Number Landing Craft Tanks (LCTs)) বিস্তারিত তথ্য pdf format এ দেওয়া আছে বিধায় ছবি ডাউনলোড করতে পারছি কিন্তু, তথ্যসূত্র হিসেবে ব্যবহার করতে পারছিনা। কিভাবে তথ্যসূত্র হিসেবে যোগ করা যায়, তাতে যদি একটু সাহায্য করতেন তাহলে খুব ভালো হতো। অপূর্ব রায়-২৩ (আলাপ) ০৫:২১, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ভাই আমার কাজটি হয়ে গেছে, আরেকজনের মাধ্যমে আমি তথ্যসূত্রগুলো যুক্ত করতে পেরেছি। একটা অনুরোধ রইল, আপনি যখন সময় পাবেন তখন আমার সম্পাদনা গুলো একটু নিরীক্ষা করে দিবেন। অপূর্ব রায়-২৩ (আলাপ) ০৮:২৩, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় জাহাজের তালিকা" এখানে করা আমার সম্পাদনা তুই যদি একটু নিরীক্ষা করে দিতেন তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকতাম। অপূর্ব রায়-২৩ (আলাপ) ১৯:৪৬, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় জাহাজের তালিকা" এখানে করা আমার সম্পাদনা তুই যদি একটু নিরীক্ষা করে দিতেন তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকতাম। অপূর্ব রায়-২৩ (আলাপ) ১৭:৫৪, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@অপূর্ব রায়-২৩: প্রতিবার বলতে হবে না। নজরে পড়লে করে দেওয়া হবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৫, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Sakib Chy99-এর প্রশ্ন (০৫:৩৩, ১ জানুয়ারি ২০২২)

আমি কিছু তথ‍্যে সংযুক্ত করতে চাচ্চি কিন্তু তা কেন সম্ভব হচ্ছে না জানাবেন কি --Sakib Chy99 (আলাপ) ০৫:৩৩, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ

টেমপ্লেট:তথ্যছক পরীক্ষা টেমপ্লেটটি একটু দেখে দেবেন? চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১১:৩৮, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@চ্যাম্পিয়ন স্টার ১: দেখেছি, ঠিক আছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৪, ১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পাক ইসলামী যুগে পৃথিবীর সেরা শক্তি বলে কোন সম্রাজ্য কে বিবেচনা করা হতো নিয়ে Imtiaz nayan-এর প্রশ্ন (০৯:৫৭, ২ জানুয়ারি ২০২২)

পাক ইসলামী যুগে পৃথিবীর সেরা শক্তি বলে কোন সম্রাজ্য কে বিবেচনা করা হতো..? --Imtiaz nayan (আলাপ) ০৯:৫৭, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে নবুওয়াত লাভ করেন নিয়ে Imtiaz nayan-এর প্রশ্ন (১০:০৩, ২ জানুয়ারি ২০২২)

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে নবুওয়াত লাভ করেন --Imtiaz nayan (আলাপ) ১০:০৩, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Imtiaz nayan সুধী, এটা পড়ে দেখুন। উত্তর পেয়ে যাবেন। --  কুউ পুলক  ১০:১০, ২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

মাঙ্গা নিবন্ধের বিষয়শ্রেণী

অ্যাঞ্জেল হার্ট (মাঙ্গা) নিবন্ধে বিষয়শ্রেণী হিসেবে স্বয়ংক্রিয়ভাবে বিষয়শ্রেণী:২০২২-এর মাঙ্গা, বিষয়শ্রেণী:২০২২-এর অ্যানিমে টেলিভিশন ধারাবাহিক এবং বিষয়শ্রেণী:আসন্ন অ্যানিমে টেলিভিশন ধারাবাহিক যুক্ত হয়ে গেছে। কিন্তু এটি কোন আসন্ন কিংবা ২০২২ সালের মাঙ্গা বা অ্যানিমে নয়। এই ব্যাপারটা একটু দেখুন। মেহেদী আবেদীন ১২:২৭, ৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin: এখন ঠিক আসবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪৭, ৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

How we will see unregistered users

Hi!

You get this message because you are an admin on a Wikimedia wiki.

When someone edits a Wikimedia wiki without being logged in today, we show their IP address. As you may already know, we will not be able to do this in the future. This is a decision by the Wikimedia Foundation Legal department, because norms and regulations for privacy online have changed.

Instead of the IP we will show a masked identity. You as an admin will still be able to access the IP. There will also be a new user right for those who need to see the full IPs of unregistered users to fight vandalism, harassment and spam without being admins. Patrollers will also see part of the IP even without this user right. We are also working on better tools to help.

If you have not seen it before, you can read more on Meta. If you want to make sure you don’t miss technical changes on the Wikimedia wikis, you can subscribe to the weekly technical newsletter.

We have two suggested ways this identity could work. We would appreciate your feedback on which way you think would work best for you and your wiki, now and in the future. You can let us know on the talk page. You can write in your language. The suggestions were posted in October and we will decide after 17 January.

Thank you. /Johan (WMF)

১৮:১০, ৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)

নাম পরিবর্তন

ইতিহাস যাতে নষ্ট না হয় সেইভাবে, ক্যালকুলাস-কে "কলনবিদ্যা" নামে স্থানান্তর করে দেন। এটি গনিতের শাখা যা ইংরেজিতে calculus এবং বাংলায় কলনবিদ্যা। -- ওহিদ (আলাপ) ১৬:৫৪, ৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@ওহিদ: নিবন্ধের আলাপ পাতায় প্রস্তাব রাখতে পারেন। আমি নিশ্চিত না, কারণ বাংলায় ক্যালকুলাস শব্দটি অত্যাধিক ব্যবহৃত। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১২, ৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমার একাদশ শ্রেণির বইতে রয়েছে, একটু খুজতে হবে বইটি। আপনাকে ছবি তুলে পাঠাবো কি? -- ওহিদ (আলাপ) ১৭:১৮, ৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ওহিদ নিবন্ধের আলাপ পাতায় প্রস্তাব রাখা উচিত আগে ও সেখানের সিদ্ধান্তের ভিত্তিতে আগানো উচিত। কারণ হল কিছু শব্দ বাংলায় ঢুকে গেছে, যার বাংলা করা এখন উচিত হবে কিনা তা নিয়ে আমি নিশ্চিত না (চেয়ার, টেবিলের মত)। নতুন/অপরিচিত কোন শব্দ হলে, আমি নিজেই উদ্যোগী হয়ে বাংলা করে ফেলতাম। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৫, ৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ওহিদ: ভাই, কোন বই? — আদিভাইআলাপ১৭:২৯, ৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 এবং আফতাবুজ্জামান: বই না খুজে পাওয়ায় আপাতত বইটির নামটা বলতে পারি, এস এন দে (পুরোনাম: সৌরেন্দ্রনাথ দে) গণিত বই একাদশ শ্রেণীর। -- ওহিদ (আলাপ) ১৭:৪১, ৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
এছাড়াও class 12-এর বইতেও ছিল আরও বিস্তারিতভাবে। ধন্যবাদ Meghmollar2017-ভাই বোঝার জন্য। :) -- ওহিদ (আলাপ) ১৭:৪৮, ৭ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Rs Corporation ইমেল পরিবর্তন করে rscorporation85@gmail.com এরা যুক্ত করতে চাই RS CORPORATION (আলাপ) ১২:৩৯, ১৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

স্যার, আমি আমার ব্যবহারকারী নামটি পরিবর্তন করে আমার পুরো নাম মোঃ মোস্তাফিজুর রহমান কাইয়ুম করতে চাই। 103.14.72.196 (আলাপ) ১৯:০৩, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বাণিজ্যিক উদ্দেশ্যে রচনা?

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় নিবন্ধটি তৈরি করেছে ব্যবহারকারী:Tuca1861। মজার ব্যাপার হল এই বিশ্ববিদ্যালয়টিকে সংক্ষেপে টুকা (TUCA) বলা হয়ে থাকে। জানামতে নিজ প্রতিষ্ঠান সম্পর্কে উইকিপিডিয়ায় লেখা যায়না। মেহেদী আবেদীন ১৫:২৯, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin: তিনি হয়ত ঐ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বা শিক্ষার্থী (নাম দেখে আন্দাজে বলছি)। যাইহোক, এখন নিবন্ধে বাণিজ্যিক উদ্দেশ্যমূলক কোন লেখা থাকলে তা পরিষ্কার করতে হবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪০, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: ইতিমধ্যে আমি খানিকটা পরিষ্কার করেছি। বাকিটুকু রাখবো কিনা বুঝতে পারছিনা। মেহেদী আবেদীন ১৫:৪৩, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

টুইংকেল টেমপ্লেট নিয়ে

@আফতাবুজ্জামান জনাব, {{এতে একত্রীকরণ}} ও {{এ থেকে একত্রীকরণ}} টেমপ্লেট দুইটি একটা পাতায় ব্যবহার করে আমার মনে হলো এদের নামকরণে উল্টোকরণ করা দরকার। কেননা {{এতে একত্রীকরণ}} ব্যবহার করলে আসে এই নিবন্ধটি কিংবা অনুচ্ছেদটি ---- নিবন্ধে একত্র করা যেতে পারে। এবং {{এ থেকে একত্রীকরণ}} ব্যবহার করলে আসে এই নিবন্ধের সঙ্গে -------- নিবন্ধটি একীভূত করার প্রস্তাব করা হলো। আমার মনে হয় যে নিবন্ধে আমি {{এতে একত্রীকরণ}} টেমপ্লেট দিব সেখানে অন্য নিবন্ধ থেকে তথ্য আসবে আর যে নিবন্ধে আমি {{এ থেকে একত্রীকরণ}} টেমপ্লেট দিব, সেখান থেকে তথ্য আরেকটা নিবন্ধে যাবে। --  কুউ পুলক  ১৫:৪৮, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@কুউ পুলক: ধরুন, নিবন্ধটি নিবন্ধের সাথে একত্রীত করা উচিত। তাহলে, ক নিবন্ধে {{এতে একত্রীকরণ|খ}} দিতে হবে (মানে খ-তে একত্রীকরণ করুন), যা ফলাফল দিবে: এই নিবন্ধটি কিংবা অনুচ্ছেদটি নিবন্ধে একত্র করা যেতে পারে। অপরদিকে খ নিবন্ধে {{এ থেকে একত্রীকরণ|ক}} দিতে হবে (মানে ক থেকে একত্রীকরণ করুন), যা ফলাফল দিবে: এই নিবন্ধের সঙ্গে নিবন্ধটি একীভূত করার প্রস্তাব করা হলো। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৬, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান উল্টোকরণ করলে কেমন হবে দেখুন। ধরুন, ক নিবন্ধ টি খ নিবন্ধের সাথে একত্রীত করা উচিত। ক নিবন্ধে দিব এ থেকে একত্রীকরণ আর খ নিবন্ধে দিব এতে একত্রীকরণ ফলাফল দিবে: ক নিবন্ধে দেখবে এই নিবন্ধটি কিংবা অনুচ্ছেদটি খ নিবন্ধে একত্র করা যেতে পারে। আর খ নিবন্ধে দেখাবে ক নিবন্ধ বা নিবন্ধের অনুচ্ছেদ এই নিবন্ধের সাথে একত্র করা যেতে পারে। এমনটাই কিন্তু সকলের জন্য বোধগম্য হবে বলে আমার মনে হয়। --  কুউ পুলক  ১৬:৪০, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@কুউ পুলক: "তে"/"থেকে" আছে যে। চাইলে টেমপ্লেটের শিরোনাম আরও সুনির্দিষ্ট করা যায়। এতে একত্রীকরণ → "এই নিবন্ধ এটির সাথে একত্রীকরণ করুন", এ থেকে একত্রীকরণ → "এটি থেকে এই নিবন্ধে একত্রীকরণ করুন"। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৯, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

রায়হান রিয়াদ মল্লিক-এর প্রশ্ন (১৭:১৪, ৮ জানুয়ারি ২০২২)

ভাইয়া,আমি কুয়াশা উৎসব নামে নতুন একটি নিবন্ধ পাতা সৃষ্টি করেছিলাম।কে বা কারা,কি উদ্দেশ্যে আমার নিবন্ধপাতাটি মুছে দিলো,আমি জ্ঞাত নই।এ ব্যাপারে আমি আপনার পরামর্শ কামনা করছি। --রায়হান রিয়াদ মল্লিক (আলাপ) ১৭:১৪, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@রায়হান রিয়াদ মল্লিক: আমি এখানে স্থানান্তর করে দিয়েছি, নিবন্ধে উন্নতি করে আমাকে জানাতে পারেন। নিবন্ধটিতে "গ্রামীণ বাংলা ও লোকজ সংস্কৃতির অন্যতম মহোৎসব" সম্পর্কে বিস্তারিত লিখুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২০, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

উৎসবের বিবরণ সাধারণত সংক্্ষিপ্ত হয়। তবে আমি সবসময়ই চেষ্টা করে যাবো,এই নিবন্ধপাতার উন্নতি সাধনের। রায়হান রিয়াদ মল্লিক (আলাপ) ১৭:২৬, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

প্রশ্ন ছিল

আমি আমার সদ্য তৈরিকৃত নিবন্ধ উদ্দেশ্য (ব্যাকরণ) এর মধ্যে কর্তা (ব্যাকরণ) (যেটি এখনো তৈরি করা হয় নি) নিবন্ধটিকে পুনর্নির্দেশ করাতে চাই, যেন এই নামে লিংক করালে সেটি উদ্দেশ্য (ব্যাকরণ) নিবন্ধে নির্দেশ করে। এক্ষেত্রে আমার করণীয় কি? Wiki N Islam (আলাপ) ১৮:০৫, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Wiki N Islam: #পুনর্নির্দেশ [[উদ্দেশ্য (ব্যাকরণ)]] নামে কর্তা (ব্যাকরণ) পাতাটি তৈরি করতে হবে। তাহলে কর্তা (ব্যাকরণ) ক্লিক করলে উদ্দেশ্য (ব্যাকরণ) চলে আসবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০৯, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

এটি কিভাবে তৈরি করবো? Wiki N Islam (আলাপ) ১৮:১৩, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Wiki N Islam: উপরের লাইনের লাল লিঙ্কে ক্লিক করেন আর যে বাক্স আসবে তাতে #পুনর্নির্দেশ [[উদ্দেশ্য (ব্যাকরণ)]] যোগ করে পাতাটি প্রকাশ করেন। তাহলেই হয়ে যাবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১৮, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Wiki N Islam: https://i.imgur.com/fN5Etps.png -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:২০, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ আপনাকে। Wiki N Islam (আলাপ) ০২:১৯, ৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

স্থানান্তর

আমার ব্যবহারকারী:ওহিদ/খেলাঘর-কে ব্যবহারকারী:ওহিদ/আল-আজহারের ইমামদের তালিকা করে দেন, পুনর্নির্দেশনা ছাড়া। -- ওহিদ (আলাপ) ১৯:৫১, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@ওহিদ আপনি নিজেই এইলিঙ্কে গিয়ে পৃষ্ঠাটি তৈরী করতে পারেন। অতঃপর আপনার খেলাঘর থেকে সকল তথ্য এ পাতায় অনুলিপি করতে পারেন। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৯:৫৭, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL: করা যেতে পারে, তবে সেটি করলে ইতিহাস নষ্ট হবে, কিন্তু আমি ইতিহাস সঠিক রাখতে চায় এইক্ষেত্রে। :) -- ওহিদ (আলাপ) ২০:০৫, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ওহিদ: করেছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:০৮, ৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পেজ প্রিভিউ টা ঠিক করা যাবে?

স্যার, আমি নতুন একটি নিবন্ধ খুলেছি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় নামে। নিবন্ধের ডান পাশে আমি কিছু এনিমেশন দিয়েছি। তো আমার সমস্যাটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের লোগার যেই জিফ ফাইলটা আছে () সেটা আমি পেজ প্রিভিউ(নামের উপরে মাউজ নিয়ে রাখলে একটা প্রিভিউ আসে) হিসেবে দিতে চাচ্ছি, সেটা কিভাবে করবো একটু বলতে পারবেন? বর্তমানে যেটা আছে সেটা আমি রাখতে চাচ্ছিনা।শুভ আহমেদ (আলাপ) ১৩:৫১, ৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Tuca1861: দুঃখের বিষয় নিবন্ধে এটি করা যাবে না, এটি উইকি নীতিমালায় গ্রহণযোগ্য হবে না। আর আপনাকে উইকিতে স্বাগত জানাই, আমি আশা করব আপনি চলে যাবেন না, বাংলা উইকির নিবন্ধের উন্নতিতে কিছু সাহায্য করবেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৭, ৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা তাহলে অন্তত জেপিজি তো দেওয়া যাবে, তাইনা? অন্য নিবন্ধগুলো দেখলাম নিজে থেকেই ইনফোবক্স এর মধ্যে থাকা ছবিটিকে প্রিভিউ এর মধ্যে দেখায়, কিন্তু এই নিবন্ধে সেটা হচ্ছেনা। ছবির সাইজের কোন ব্যাপার থাকতে পারে?
আর হ্যা, বাংলা উইকির উন্নতির জন্য যতটা সম্ভব করবো। -- SHUVO ১৫:৩৯, ৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Tuca1861, পূর্বরূপ বা প্রাকদর্শনে ৩টার ১টা ছবি দেখা যাওয়ার কথা। কিন্তু আমি ঠিক নিশ্চিত না কেন আসছে না। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৭, ৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
এখন আমি কি করতে পারি বলতে পারবেন? -- SHUVO ০৬:৩৯, ১০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Shamim7177-এর প্রশ্ন (১৫:১৭, ৯ জানুয়ারি ২০২২)

Hsc পাঠ্যপুস্তুক আছে? --Shamim7177 (আলাপ) ১৫:১৭, ৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পুনর্নির্দেশ

সংযুক্ত আরব প্রজাতন্ত্র জাতীয় ফুটবল দল পাতাটি তৈরী নেই। ঐ পাতাটি মিশর জাতীয় ফুটবল দল পাতার সাথে পুনর্নির্দেশিত করে দেবেন? চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১৭:৪০, ৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@চ্যাম্পিয়ন স্টার ১: করেছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৫, ৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ছবি

File:Dr. Shabir Ally.jpg এই ছবিটি কমন্সে ক্রপ করে দিলে ভালো হতো, শুধু শরীর আর হাত টুকু যেন দেখা যায়। অসংখ্য ধন্যবাদ। -- ওহিদ (আলাপ) ২১:১৮, ১০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

কোন ওয়েবসাইট দিয়ে করলেন সেটাও বলবেন। -- ওহিদ (আলাপ) ২১:২৯, ১০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ওহিদ https://croptool.toolforge.org/ -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৩১, ১০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আশরাফুল আলম আহাদ-এর প্রশ্ন (২২:৪৭, ১১ জানুয়ারি ২০২২)

শুভেচ্ছা ও ভালবাসা রইল --আশরাফুল আলম আহাদ (আলাপ) ২২:৪৭, ১১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Ali Hajrat-এর প্রশ্ন (০৬:৩০, ১৫ জানুয়ারি ২০২২)

আমিও গর্বিত আপনার মতো মেন্টর পেয়ে💝 --Ali Hajrat (আলাপ) ০৬:৩০, ১৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

প্রবেশদ্বার:আনিমে এবং মাঙ্গা

সিটি হান্টার এখনো নির্বাচিত বা ভালো নিবন্ধ ঘোষিত হয়নি। এটা প্রবেশদ্বারে এখনই দেওয়া উচিত হবে বলে মনে হয় না। স্বীকৃত নিবন্ধ পাতাটি দেওয়া হয়েছিল যাতে ভবিষ্যতে এই প্রকল্পের আওতাধীন নির্বাচিত ও ভালো নিবন্ধগুলোর তালিকা দেওয়া যায় সেজন্য। অন্য সব প্রবেশদ্বারে এই পাতা রয়েছে। মেহেদী আবেদীন ০৯:১২, ১৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin: আসলে আমি ওখানে দেওয়ার জন্য কোন নিবন্ধ খুঁজে পাচ্ছিলাম না। পরে সিটি হান্টারের কথা মনে পড়ল। "/স্বীকৃত নিবন্ধ" নামে উপপাতাটি তৈরি করা যায়। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১৩, ১৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

EmonHossainJuel-এর প্রশ্ন (০৬:৩৬, ১৮ জানুয়ারি ২০২২)

আসসালামু আলাইকুম উইকিপিডিয়াতে আমি কিভাবে আমার লেখা কোন গল্প বা ঐ ধরণের কিছু যুক্ত করতে পারবো? --EmonHossainJuel (আলাপ) ০৬:৩৬, ১৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

লুকায়িত করুন

এই সংস্করণটি লুকায়িত করে দিন। —শাকিল (আলাপ · অবদান) ১৮:০৩, ১৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@MdsShakil: করেছি। আপনার সম্পাদনাও লুকাতে হল, না হলে সম্পাদনা পার্থক্য থেকে ফোন নম্বর বের করা যেত। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১৩, ১৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
অসংখ্য ধন্যবাদ —শাকিল (আলাপ · অবদান) ১৮:১৪, ১৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:নতুন অবদানকারীর সাহায্য পাতা নিয়ে RS CORPORATION-এর প্রশ্ন (২৩:০৪, ১৮ জানুয়ারি ২০২২)

rs Corporation এর পক্ষ থেকে জানতে চাই, উইকিপিডিয়া প্লাটফর্ম কত সালে গঠিত এবং এত উইকিপিডিয়া নামের অর্থ কি? --RS CORPORATION (আলাপ) ২৩:০৪, ১৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

RS CORPORATION-এর প্রশ্ন (২৩:৫৮, ১৮ জানুয়ারি ২০২২)

আর এস করপোরেশন এর ইমেল নাম্বারটি ইতি ভূল সংশোধন করতে চাই --RS CORPORATION (আলাপ) ২৩:৫৮, ১৮ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

RS CORPORATION-এর প্রশ্ন (০০:০২, ১৯ জানুয়ারি ২০২২)

আর এস করপোরেশন নামে একটি একাউন্ট খোলা হয়েছে যাহার ইমেল ঠিকানা ভূল, সংশোধন করে সঠিক ইমেইল ঠিকানা দিতে চাই, এখন আমি কিভাবে সংশোধন করবো। --RS CORPORATION (আলাপ) ০০:০২, ১৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@RS CORPORATION: ইমেইল পরিবর্তন করতে এখানে যান। আর লক্ষ্য করুন যে আপনার নাম উইকিপিডিয়ার নীতিমালা বিরোধী, কোন কর্পোরেশনের নামে ব্যবহারকারী নাম রাখা যাবে না। উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন পাতায় নাম পরিবর্তনের আবেদন করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ০২:৩৭, ১৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট আমদানির জন্য অনুরোধ

কিছু বিষয়শ্রেণী তৈরি করতে বেশ সমস্যায় পড়তে হয়। সেগুলো কিছু টেমপ্লেট ব্যবহার করে দ্রুত ও সহজে তৈরি করা যায়। তাই নিচের টেমপ্লেটগুলো ইংরেজি উইকিপিডিয়া থেকে আমদানি করার জন্য অনুরোধ করছি:

মেহেদী আবেদীন ১০:৩০, ১৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin: আমি তৈরি করে আপনাকে জানাবো। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫৩, ১৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

rs Corporation new account Wikipedia

ভুল ইমেল rscorporatio85@gmail.com, সঠিক হবে- rscorporation85@gmail.com, এবং উইকিপিডিয়ার সমস্ত ইমেল বা বা কোর্ড এই ইমেইল পাঠালে উপকৃত হবো। সঠিক ইমেইল rscorporation85@gmail.com RS CORPORATION (আলাপ) ১২:৪৪, ১৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@RS CORPORATION: একটু উপরেই আপনাকে উত্তর দিয়েছি। ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান#RS CORPORATION-এর প্রশ্ন (০০:০২, ১৯ জানুয়ারি ২০২২) দেখুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৬, ১৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় পাতাটি গুগল সার্চ লিস্টে পাওয়া যাচ্ছেনা।

হ্যালো ভাই, আমার একটা প্রশ্ন আছে। আমি বেশ কিছুদিন আগে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় নামে একটি নতুন পাতা খুলেছিলাম। কিন্তু এটি গুগলে সার্চ করলে কোন ফলাফল পাওয়া যাচ্ছেনা। এই ক্ষেত্রে কি করা লাগবে সেটা গুগলে এড করতে বা কতদিন লাগবে গুগলে এড হতে। ধন্যবাদ। — Tuca1861 (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@Tuca1861: হয়ে যাবে আস্তে আস্তে। আপনি বিষয়টি আরও সহজ করার জন্য নিবন্ধটি ইংরেজিতেও তৈরি করুন এবং এখানে গিয়ে একটি নতুন আইটেম যোগ করুন।–ধর্মমন্ত্রী (আলাপ) ০৮:৪৮, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni ভাই, ইংরেজিতে তৈরি করা বলতে ঠিক বুঝিনি। বর্তমান নিবন্ধতে নতুন ল্যাংগুয়েজ এড করা নাকি ঐটা আলাদাভাবে নতুন নিবন্ধ খোলা? এই দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা সেটাও আমি শিওর না যদিও। আর উইকিডাটা তে লিস্ট কখন করবো? ইংরেজীটা শেষ করার পরে নাকি এখনই?
ধন্যবাদ। -- SHUVO ১১:২৯, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Tuca1861: উইকিডাটাতে এখনই লিস্ট করতে পারেন। উইকিডাটার তথ্য নিয়ে নলেজ গ্রাফ তৈরি হয়। ইংরেজিতে তৈরি করা বলতে ইংরেজি উইকিপিডিয়া বুঝাচ্ছি। এখানেও বাংলার মত একটা ইংরেজি আর্টিকেল তৈরি করুন। তারপর উইকিডাটায় গিয়ে আন্তঃসংযোগ দিন।–ধর্মমন্ত্রী (আলাপ) ১১:৪৮, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni উইকিডাটা তে কিভাবে আমার নিবন্ধটি এড করবো বুঝতে পারছিনা ভাই। একটু হেল্প করবেন? আমি করার সময় এই সমস্যার সম্মুখীন হচ্ছি। :( -- SHUVO ১৩:৪২, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Tuca1861: আমি আগেই করে দিয়েছি। নতুন করে করতে হবেনা। মেহেদী আবেদীন ১৩:৪৫, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin অনেক অনেক ধন্যবাদ ভাই। তো এখন আমি শুধু একটি নতুন করে ইংরেজি উইকিপিডিয়াতে নিবন্ধ খুললেই হচ্ছে, তাইতো? -- SHUVO ১৩:৪৭, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Tuca1861: হ্যাঁ ঠিক তাই। ইংরেজি উইকিপিডিয়ায় পাতাটির তৈরির পর এখানে জানালে ইংরেজি পাতাটি আমি উইকিডাটায় যুক্ত করে দেবো। মেহেদী আবেদীন ১৩:৫০, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ভাই। ^_^ -- SHUVO ১৩:৫২, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Tuca1861: আপনি পুরো লিংকটি তুলে দিয়েছেন, তাই হয় নি। শুধু নিবন্ধের নামটি দিবেন তাহলেই হবে। একইভাবে enwiki লেখা থাকলে ইংরেজি নিবন্ধের নামটি দিবেন। তারপর প্রতিষ্ঠা সাল, প্রতিষ্ঠাতা, ধরন ইত্যাদি যোগ করে দিন। আর হ্যাঁ, শুধু এই নিবন্ধ নিয়ে বসে থাকবেন না। আরও ভালো ভালো নিবন্ধ তৈরি করুন। ধন্যবাদ।–ধর্মমন্ত্রী (আলাপ) ১৪:৩২, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni আচ্ছা ভাই, ধন্যবাদ। -- SHUVO ১৫:২৮, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Tuca1861: দুঃখিত ভাই, এখানে আমার কিছু করার নাই, এটা গুগলের হাতে (তবে আমি কিন্তু গুগল অনুসন্ধানে বাম দিকের বাক্সে দেখতে পাচ্ছি)।
আর আপনার আজকের প্রশ্নে ও কার্যক্রম দেখে আমার আস্তে আস্তে সন্দেহ হচ্ছে যে আপনি সম্ভবত উইকিপিডিয়ায় এসেছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের প্রচারণার জন্য। একটু উপরে আমি আপনাকে অনুরোধ করেছিলাম ও আপনি বলেছিলেন আপনি বাংলা উইকিতে অবদান রাখবেন কিন্তু রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় ছাড়া আর অন্য কিছু আপনার অবদান আমি দেখতে পাচ্ছি না। যদি এটি হয়, তাহলে আমি আপনাকে আর সাহায্য করতে আগ্রহী হব না ও অন্যদেরও তাই করতে বলব। কারণ আমি আমার সময় এমন কারো পিছনে দিতে চাই যিনি বাংলা উইকিতে অবদান রাখবেন না; কিছু একটা নিয়ে সম্ভাব্য প্রচারণা চালিয়ে পরে চলে যাবেন।
আমি চাই আমার উপরের কথা ভুল প্রমাণিত হোক। বাংলা উইকিতে আপনাকে নিয়মিত দেখতে পাব এই আশা করছি। দয়া করে বাংলা উইকিতে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় বাদেও অন্য কিছু নিয়ে অবদান রাখুন। উদাহরণ: en:Category:Universities in Iran থেকে কোন নিবন্ধ অনুবাদ করে বাংলায় তৈরি করুন কিংবা বিষয়শ্রেণী:অনুবাদের পর নিরীক্ষণ জরুরী নিবন্ধসমূহ নিরীক্ষণ করে সাহায্য করুন (মূলত বাক্য ঠিক আছে কিনা তা দেখা ও সংশোধন করে দেওয়া)। আপনি আসলেই করেন কিনা তা দেখার অপেক্ষায় রইলাম। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২৮, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমি অত্যন্ত দুঃখিত। আসলে এটাই আমার প্রথম নিবন্ধ তো, তাই এটা দিয়ে আপাতত যতটুকু পারছি শিখছি, আস্তে আস্তে যতটা সম্ভব অবদান বাড়ানো যায় বাড়াবো ইনশাল্লাহ। -- SHUVO ০৫:১৭, ২২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Tuca1861: আমি খুব নিশ্চিত, আপনি বিশ্ববিদ্যালয়টির প্রচারণার জন্য এসেছেন, বিশেষত আমি দুইবার বলার পরেও যখন একবারের জন্য অন্য কিছু নিয়ে কাজ করার চেষ্টাও করেন নি (অথচ ছবি নিয়ে একবার বলার পর আপনি সকল অনুমতি জোগাড় করে পাঠিয়েছিলেন)। এছাড়া আপনার অ্যাকাউন্টের নামও তাই নির্দেশ করে। আর উপরেও বলেছি আপনার সকল সম্পাদনা কেবলমাত্র বিশ্ববিদ্যালয়টি সম্পর্কিত।
আমার অভিজ্ঞতা আমাকে বলে, আপনি করবেন না এই সম্ভাবনা অতি প্রবল। আমি বহু মানুষ পেয়েছি যারা এইভাবে আমাকে আশা দিয়ে গেছে কিন্তু পরে আর করেনি। যাইহোক, আমার জোর করার অধিকার নেই (তবুও আপনি আসলেই করেন কিনা তা দেখার আশায় ও অপেক্ষায় রইলাম)। ভালো থাকবেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৩, ২২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী স্থানান্তরের অনুরোধ

ভাইয়া, বিষয়শ্রেণী:মুন্সিগঞ্জ জেলার দর্শনীয় স্থান বিষয়শ্রেণীটি বিষয়শ্রেণী:মুন্সীগঞ্জ জেলার দর্শনীয় স্থান শিরোনামে স্থানান্তর করে দেওয়ার অনুরোধ রইলো। অগ্রিম ধন্যবাদান্তে -- — আদিভাইআলাপ১২:৫৮, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সংশোধনী: ভাইয়া, স্থানান্তর নয়, দুইটি একত্র করে দিন। -- — আদিভাইআলাপ১৩:০৪, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

MKH Jibon-এর প্রশ্ন (১৮:২৮, ২০ জানুয়ারি ২০২২)

আমি অনলাইনে কাজ করতে চাই --MKH Jibon (আলাপ) ১৮:২৮, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@MKH Jibon: বিশেষ:নীড়পাতা দেখুন। সেখানে কাজ করার জন্য কিছু পাতা পাবেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৪, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আইপি বাধা

আমি কম্পিউটার বা মোবাইল থেকে (ব্রডব্যান্ড বা ওয়াইফাই ব্যবহার করে) উইকি সম্পাদনা করতে আইপি বাধার সম্মুখীন হচ্ছি। আমি প্রক্সিও ব্যবহার করছি না। প্রবেশকৃত অবস্থায় এই সমস্যা থেকে মুক্ত হওয়ার উপায় কী? Factcheckerhuman (আলাপ) ০৮:৪৬, ২১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Factcheckerhuman: আইপি বাধামুক্ত যোগ করে দিয়েছি। আশা করি এই সমস্যা আর হবে না। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৩, ২১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: অশেষ কৃতজ্ঞতা। -- Factcheckerhuman (আলাপ) ১৮:০০, ২১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: আমি কম্পিউটার থেকে উইকি উপাত্ত-তে নতুন আইটেম তৈরি বা সম্পাদনা করতে পারছি না। সেখানেও আইপি বাধার মুখে পড়ছি।--Factcheckerhuman (আলাপ) ১৭:১৮, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Mahir256 একটু দেখুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:২৩, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ সুরক্ষিত করার অনুরোধ

১৯৫০-এর পূর্ব পাকিস্তান দাঙ্গা নিবন্ধে ধ্বংসপ্রবণতা চালানো হয়েছিল যা আমি ঠিক করেছি। ভবিষ্যতে আবার যাতে না হয় সেজন্য এটি সুরক্ষিত করার অনুরোধ করছি। পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশ আমলের সকল ধর্মীয় দাঙ্গা সম্পর্কিত নিবন্ধ সুরক্ষিত করার দাবি জানাই। মেহেদী আবেদীন ১০:০৯, ২১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin: করেছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৫৪, ২১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

স্থানান্তরের উদ্দেশ্যে খুলে দেওয়ার জন্য অনুরোধ

উইকিপ্রকল্প অ্যানিমে এবং মাঙ্গা নিয়ে কাজ করছি। ভাবছিলাম টেমপ্লেট:WikiProject Anime and manga নিয়ে কাজ করব কিন্তু এটা স্থানান্তর করা যাচ্ছেনা। তবে পাতাটি স্থানান্তরের জন্য খুলে দেওয়ার অনুরোধ করছি। মেহেদী আবেদীন ১৮:১৮, ২১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin: ওটি ঠিক করতে কষ্ট করার দরকার নেই, {{উইকিপ্রকল্প মূল্যায়ন}} ব্যবহার করেন। যেমন: {{উইকিপ্রকল্প মূল্যায়ন|প্রকল্প=অ্যানিমে এবং মাঙ্গা|গুরুত্ব=সর্বোচ্চ|মান=সর্বোচ্চ}}, ফলাফল একই দিবে। এই, এইএই আলোচনা অনুসারে ২০১৭ সালে ঐ জাতীয় সকল টেমপ্লেটকে {{উইকিপ্রকল্প মূল্যায়ন}} দিয়ে প্রতিস্থাপন করা হয়েছিল। -- আফতাবুজ্জামান (আলাপ) ২২:০৮, ২১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: ওটা ব্যবহার করছি৷ কিন্তু সমস্যা হলো নিবন্ধগুলো কোন বিষয়শ্রেণীতে দেখায় না৷ কিন্তু উইকিপ্রকল্প ইসলাম ও উইকিপ্রকল্প বাংলাদেশের নিবন্ধগুলোতে বিষয়শ্রেণী দেখাচ্ছে৷ তাই... মেহেদী আবেদীন ২২:১১, ২১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin: আচ্ছা, ঠিক করেছি। এখন দেখাবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২২:৫৫, ২১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

গ্যাজেট

ভাই, ভ্রমণে থাকা মিডিয়াউইকি:Gadget-URLShortener.js গ্যাজেটটি আমি হালনাগাদ করেছি। আগের আর বর্তমান সংস্করণ একই পদ্ধতি ব্যবহার করে। পার্থক্য হলো, বর্তমানটি মোবাইলে কাজ করে এবং লিংক সংক্ষিপ্ত না করেও সংক্ষিপ্ত লিংক পাওয়া যায় (অর্থাৎ, সংক্ষেপ করার আগে লম্বা এনকোডেড UTF-8 লিংকের পরিবর্তে ছোট বাংলা অক্ষরের লিংক দেখায়)। এটা অনুসারে বাংলা উইকিপিডিয়ার গ্যাজেটটি (js, css, সংজ্ঞা) হালনাগাদ করা হলে মোবাইল ইউজারদের বেশ সুবিধা হতো। সিএসএস পাতাটি আমি নতুন করে যুক্ত করেছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৮:২০, ২২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Yahya: ধন্যবাদ। তবে গ্যাজেটটিতে এখন আরও কয়েকটি ধাপ পূরণ করতে বলে। যেমন: সংক্ষিপ্ত ইউআরএল ক্লিক করলে একটি পপআপ আসে ও সেখানে ইউআরএল নিশ্চিত করতে বলে, আর চূড়ান্ত ফলাফলে "অনুলিপি" করার বোতাম চলে গেছে, যেখানে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে ক্লিপবোর্ডে লিঙ্ক অনুলিপি হয়ে যেত। আমার মতে আগের ব্যবহার বজায় রেখে শুধু মোবাইলে আসার সুবিধা যোগ করলে ভালো হত। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১১, ২২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
চূড়ান্ত ফলাফলে অনুলিপি করার বোতাম আনা সম্ভব। বর্তমান কোডটা আমি যাচাই করে দেখিনি। তবে আগে একবার অন্য কোথাও ইন্সটল করেছিলাম, মোবাইল টুলবক্সে লিংক আসলেও ক্লিক করলে সংক্ষিপ্ত ইউআরএল আসে নি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৯:২৬, ২২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমি এইমাত্র বর্তমান গ্যাজেটটা পরীক্ষা২ উইকিতে নিয়ে পরীক্ষা করে দেখলাম। মোবাইলের জন্য সংজ্ঞায়িত করলেই কাজ করে। তাহলে এটাই কইরেন, অতিরিক্ত হিসেবে এই সিএসএস পাতাটিও যুক্ত করে দিয়েন। এটাই ভালো মনে হচ্ছে, ঝামেলা কম। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২০:৩৬, ২২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya: করেছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ২২:৩২, ২২ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

চিত্র

আমি নিবন্ধে চিত্র না থাকায় এটি ছবিটি আপলোড করেছিলাম না দেখে যে কমন্সে এর প্রতিস্থাপনযোগ্য চিত্র রয়েছে, তাহলে কি এটি অপসারণ করতে হবে? কমন্সে এই চিএটি। যদি অপসারণ করতে হয়, তাহলে করে দিন। -- ওহিদ (আলাপ) ০১:১০, ২৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আরেকটি, ঢালিউড portal-এ এই চিএটি করে দিন। ধন্যবাদ -- ওহিদ (আলাপ) ০১:৫১, ২৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ওহিদ: যোগ করেছি। আর ছবিটি থাকুক এখন, কমন্সে যিনি ছবি আপলোড করেছেন তিনি ঐ ছবির উপর তার নাম জলছাপ আকারে লাগিয়ে রেখেছেন, যা বড্ড বেমানান! -- আফতাবুজ্জামান (আলাপ) ০২:২১, ২৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

এই চিত্রটি বাংলায় করুন অর্থাৎ মেডেলের জায়গায় পদক করুন। ধন্যবাদ -- ওহিদ (আলাপ) ০৩:২৯, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

করেছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৩৩, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আমার ব্যবহারকারী পাতা অপসারণ করুন। -- ওহিদ (আলাপ) ১৯:৪৮, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@ওহিদ: করেছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৬, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

এটা কিভাবে সম্ভব হল

একটু ব্যবহারকারী আলাপ:Robin shaha#শুভেচ্ছা পাতাটি দেখুন। এটা কি কোন ভুল নাকি একই ব্যক্তির আরেকটি একাউন্ট? মেহেদী আবেদীন ১৩:০৩, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin: রুহান, রবিন শাহাকে বার্তা দিয়েছে আর গোপাল চন্দ্র রায় উত্তর দিয়েছে এটা? এখানে বিভিন্ন কারণ থাকতে পারে। গোপাল চন্দ্র রায় হয়ত সাম্প্রতিক পরিবর্তনে দেখে না বুঝে সেখানে উত্তর দিয়েছে। সেই সময় তিনি একদম নতুন ছিল। আমার মনে হয় না এক অ্যাকাউন্ট হবে। গোপাল চন্দ্র রায় সব সময় মোবাইল থেকে সম্পাদনা করেন, আর রবিন শাহা কম্পিউটার থেকে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩৮, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

একই পাতা

একনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লখনউ আর একনা ক্রিকেট স্টেডিয়াম পাতাদুটি একই বিষয়ক। দ্বিতীয় টি বেশি উন্নত মনে হচ্ছে, যদি পুনর্নির্দেশ করে দেন.... চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১৯:০৮, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@চ্যাম্পিয়ন স্টার ১: করা হয়েছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:১৪, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

মৃত্যু স্থান এডিট করুন

আপনি উত্তম কুমার এর মৃত্যু স্থান টালিগঞ্জ দিচ্ছেন কেন? উত্তম bellevue clinic এ মারা যান,যেটা ভবানীপুরে ।আর সুচিত্রা সেন,সৌমিত্র চট্টোপাধ্যায় ,নারায়ন দেবনাথ ও bellevue clinic মারা যান। 2401:4900:3BD5:B415:33DA:D339:C551:D6DB (আলাপ) ২১:৩২, ২৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

১ লাখ সম্পাদনা পদক!

১ লাখ সম্পাদনা!
দেখতে দেখতে ১ লাখ পার হয়ে গেল। দীর্ঘ সময় ধরে ধৈর্য্য আর প্রজ্ঞার সাথে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য ধন্যবাদ। শুভকামনা ও অভিনন্দন!😊

‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২২) ০৭:৫৭, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@FaysaLBinDaruL: ১ লাখ হতে এখনো ১৩ হাজারের মত বাকি রয়েছে :D -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৭, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান তাই নাকি? আমি বোধ হয় আপনার বৈশ্বয়িক সম্পাদনার হিসাব দেখেছিলাম। এটা তাহলে অগ্রীম হিসেবে নিন। আজ নাহয় কাল লাখ পার হবেই। :) ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৬:০৩, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@FaysaLBinDaruL আচ্ছা :P -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৮, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সহযোগীতা

ভাইয়া, আমার ব্যবহারকারী পাতাটি অপসারণের কারণটা ঠিক বুঝতে পারছিনা। যদি দয়া করে বিষয়টা জানাতেন, খুশি হতাম।

~মোঃ জাহিদ হাসান (আলাপ) ১৪:১০, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)জাহিদউত্তর দিন

@Khdmahedi: ফেরত আনা হয়েছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৯, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ধ্বংসপ্রবণতা

user:Md Merajul Islam Golder -এর আলাপ পাতার সর্বশেষ সম্পাদনা দেখুন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২১:৩৯, ২৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বাধা দিয়েছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫১, ২৯ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

প্রকাশ করুন

ভাই, আপনি এই পাতার গুরুত্ব অনুধাবন না করেই, এটিকে অপসারণ করেছেন। যতজন বাঙালী যোগী রয়েছেন তাঁদের মধ্যে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব অন্যতম। তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের মতই পরমহংস অভিধায় ভূষিত হয়েছেন, যা চারটিখানি কথা নয়। আমি অনুরোধ করব, আপনি তথ্য যাচাই করে এই পাতাটি পুনরায় প্রকাশ করুন। এখানে দেখুন : উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/অখন্ডমন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব Wikifulness (আলাপ) ০৬:৫৬, ৩০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Wikifulness: দাদা আপনি উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/অখন্ডমন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব এ থাকা মন্তব্যগুলি পড়ে দেখেছেন কী? কারণ আমি যখন নিবন্ধটি মুছে ফেলি তখন মন্তব্যগুলি বিবেচনা নিয়েছিলাম। আপনি চাইলে এটি পুনরায় সৃষ্টি করতে পারেন, তবে অবশ্যই উল্লেখযোগ্য তথ্যসূত্র দিবেন যেখানে ব্যক্তি সম্পর্কে লেখা আছে। লক্ষ্য করুন, voboghurekotha.com, babamani.tripod.com, akhandamandal.page.tl ইত্যাদি যত্রতত্র অনলাইন সাইটের সূত্র উইকিপিডিয়ার নীতি অনুসারে নির্ভরযোগ্য বিবেচিত হয় না। সংসদ বাঙালি অভিধান, আনন্দবাজার পত্রিকা, কোন উল্লেখযোগ্য লেখকের বই ইত্যাদি হল নির্ভরযোগ্য ও উল্লেখযোগ্য তথ্যসূত্র। নিবন্ধ পুনরায় লিখলে নির্ভরযোগ্য ও উল্লেখযোগ্য তথ্যসূত্র দিয়ে লিখুন। আর আপনি যদি চান, আপনার কাজের সুবিধার্থে আমি অপসারিত নিবন্ধটির একখণ্ড কপি আপনাকে দিতে পারি। আফতাবুজ্জামান (আলাপ) ০৭:৩৯, ৩০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
হ্যাঁ, কপি পাঠিয়ে দিন। *****তবে বিশেষ নিবেদন : যদি এগুলো নির্ভরযোগ্য তথ্যসূত্র না হয়, তবে এগুলোকে বহিঃসংযোগে এনেও তো এটি প্রকাশ করা যেতে পারে। এমন বহু নিবন্ধ রয়েছে যেগুলোতে একটিমাত্র প্রাতিষ্ঠানিক সূত্রের (বহিঃসংযোগ) উপর ভিত্তি করে সেগুলো বানানো হয়েছে। এমনটা করে দিলে আমার কষ্ট লাঘব হয়ে যাবে। আপনি যদি এমনটা করে দেন, তবে আমি বিভিন্ন গ্রন্থ থেকে তথ্যসূত্র এক সপ্তাহের মধ্যে এতে যোগ করে দেব। ধন্যবাদ। Wikifulness (আলাপ) ০৯:২৩, ৩০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Wikifulness: এখানে দিয়েছি। উপরে যেমনটা বলেছি, অবশ্যই উল্লেখযোগ্য তথ্যসূত্র দিবেন। উল্লেখযোগ্য তথ্যসূত্র ছাড়া যদি আপনি এটি পুনরায় নিবন্ধ হিসেবে তৈরি করেন, তবে এটিতে হয়ত কেউ পুনরায় অপসারণ প্রস্তাব করতে পারে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৭, ৩০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ঠিক আছে। ধন্যবাদ। Wikifulness (আলাপ) ১৭:০৫, ৩০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

কিছু পাতা অপসারণ

ব্যবহারকারী:Yahya/খেলাঘর/২ পাতাটি দেখুন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৩:৩৫, ৩০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

এবং যদি সম্ভব হয়, তবে বেছে বেছে এখান থেকে যা স্থানীয়ভাবে কাস্টমাইজ করার দরকার নাই, সেগুলোও। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৩:৩৯, ৩০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya: করেছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩০, ৩০ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ভাইয়া, “নজর তালিকা” শব্দটি একসাথে “নজরতালিকা” হওয়া উচিত। আর, “পছন্দ” যেহেতু বিশেষ:পছন্দসমূহ-তে লিংক করা, তাই “পছন্দসমূহ” হলে ভালো হবে। — আদিভাইআলাপ০৩:৫৯, ৩১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017: বাংলা উইকিতে সাধারণত একবচন বেশি ব্যবহৃত হয়, বেশিরভাগ ইন্টারফেস বার্তার মূল লাইনে বহুবচন থাকলেও অনুবাদে একবচন অনুসরণ করা হয়েছে। এছাড়া মেনুর সবগুলির নামের ধারাবাহিকতা বজায় রাখতে চেয়েছিলাম (যেমন: অবদানসমূহ না লিখে অবদান, পছন্দসমূহ না লিখে পছন্দ)।
নজরতালিকা সামনের সাপ্তাহে ঠিক হয়ে যাবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০০, ৩১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে, ভাইয়া। অসংখ্য ধন্যবাদ। :) — আদিভাইআলাপ১৫:১৩, ৩১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
অন্যান্য ভাষায় মেন্যু বা বিষয় বহুবচনে হলেও সামষ্ঠিকভাবে লিঙ্কগুলি একবচনে প্রকাশে অভ্যস্থ। তবে 'নজরতালিকা'র ব্যাপারে মেঘমল্লারের সাথে একমত। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৫:৪০, ৩১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Zasim zeeth-এর প্রশ্ন (০৭:৩৯, ৩১ জানুয়ারি ২০২২)

Thanks for accepting me --Zasim zeeth (আলাপ) ০৭:৩৯, ৩১ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পাতার শিরোনাম পরিবর্তন

প্রিয় সুধী, থিচ নাট হান নামক নিবন্ধে একজন জনৈক উইকিপিডিয়ান পাতার শিরোনাম পরিবর্তন করে থিক ন্যাৎ হাইং করে ধ্বংসপ্রবণতা দেখিয়েছেন। এখন, আমি অনুরোধ করছি যাতে থিচ নাট হান নামে শিরোনাম করেন। Josh Katz 12 (আলাপ) ০৫:২০, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী নাম পরিবর্তন

বর্তমান Qm93 চাহিত পুরো নাম মোঃ মোস্তাফিজুর রহমান কাইয়ুম করতে ইচ্ছুক।

ধন্যবাদ স্যার। 103.14.72.196 (আলাপ) ১৯:০৫, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@103.14.72.196 এবং মোঃ মোস্তাফিজুর রহমান কাইয়ুম: ইতিমধ্যেই হয়ে গেছে, এবার মোঃ মোস্তাফিজুর রহমান কাইয়ুম-এই নামটি দিয়ে লগইন করুন। আমি এখানে আপনার নাম পরিবর্তন করে দিয়েছি। -- ওহিদ (আলাপ) ১৯:১৪, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Thank you Mr. Ohid, Sir. For your cordial help to me. May Almighty God 'll help you. মোঃ মোস্তাফিজুর রহমান কাইয়ুম (আলাপ) ১৯:১৮, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Most welcome, May Allah SWT bless you too & wish a happy wiki-editing, y'akhi ;) -- ওহিদ (আলাপ) ১৯:২৭, ১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বাংলা করতে সাহায্য দরকার

@আফতাবুজ্জামান Category:Bays by country ও Category:Gulfs by country, দুটাই বিষয়শ্রেণী:দেশ অনুযায়ী উপসাগর হয়। আলাদা করব কিভাবে? সমাধান দিন। --  কুউ পুলক  ০৬:১২, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

 মন্তব্য @কুউ পুলক: Category:Bays by country → বিষয়শ্রেণী:দেশ অনুযায়ী উপসাগর এবং Category:Gulfs by country → বিষয়শ্রেণী:দেশ অনুযায়ী ভূবেষ্টিত উপসাগর রাখা যায়। — আদিভাইআলাপ১৪:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@কুউ পুলক: মেঘমল্লার যা বলল বিষয়শ্রেণীগুলির নাম তা করতে পারেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৪, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

চিএ সম্পর্কে

ঢাকা পোস্ট চিএ আপলোড দিবো, কমন্সে এর মুক্ত চিএ রয়েছে; কিন্তু আমার মনে হচ্ছে না এটি মুক্ত, তাহলে কি অমুক্ত হিসেবে এটি আপলোড করবো? -- ওহিদ (আলাপ) ১৬:১৪, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@ওহিদ: আমার মনে হয় এটা কমন্সে আপলোড করা যায়। লোগোটি একটা সাধারণ ফন্ট দিয়ে লেখা, শুধু O একটু শৈল্পিক। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৩, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
তাহলে আপনি একটু করে দেন, লাইসেন্স বিষয়টি ভালোভাবে বুঝতে পারছি না, চিএ এইটিই ভালো লাগছে লোগোর জন্য বোধহয়। আরেকটা জিনিস, আজকে অনেকগুলো queries রয়েছে আপনি সেগুলিতে একটু সাহায্য করেন - ১. টেমপ্লেট আলোচনা:ওয়েব উদ্ধৃতি, ২. টেমপ্লেট আলোচনা:সাময়িকী উদ্ধৃতি/নথি, ৩. টেমপ্লেট:তথ্যছক সংবাদপত্র/নথি দেখুন। অগ্ৰীম ধন্যবাদন্তে -- ওহিদ (আলাপ) ১৬:৩২, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
টেমপ্লেট:তথ্যছক সংবাদপত্র/নথি-এটির ক্ষেত্রে অসুবিধাটা হল টেমপ্লেটে দেশ ও শহর প্যারামিটার দুটি নীচে আসছে, যেখানে আসার কথা ওয়েবসাইটের উপরে। ঢাকা পোস্ট-এ দেখুন। -- ওহিদ (আলাপ) ১৬:৩৬, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ওহিদ: লোগো আমি আপলোড করে দিয়েছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৬:৪৯, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নুর হোসেন হৃদয-এর প্রশ্ন (১৭:৪১, ৩ ফেব্রুয়ারি ২০২২)

আমি কি নিজের লিখা কবিতা পোষ্ট করতে পারবো? --নুর হোসেন হৃদয (আলাপ) ১৭:৪১, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Arovy-এর প্রশ্ন (১৯:১৩, ৩ ফেব্রুয়ারি ২০২২)

সামাজিক দায়িত্বের কিছু ভালো উদাহরণ দিলে ভালো হয়। --Arovy (আলাপ) ১৯:১৩, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

মইনুদ্দিন চিশতী নিয়ে মোহাম্মাদ সাকিব-এর প্রশ্ন (১০:২৮, ৪ ফেব্রুয়ারি ২০২২)

আমি উইকিপেডিয়া অংশগ্রহণ করতে পেরে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। উইকিপেডিয়ায় ছবি সংযুক্ত করতে হয় কীভাবে? আমি যদি নির্ভরযোগ্য সুত্র থেকে প্রমাণসহ কোনো তথ্য উইকিপেডিয়ায় পোস্ট করি তাহলে সেটা অন্যেরা মুছে ফেলতে না পারে সেজন্য কী করণীয়? --মোহাম্মাদ সাকিব (আলাপ) ১০:২৮, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@মোহাম্মাদ সাকিব: আপনি উইকিতে নতুন, ফলে আমি প্রচুর নিয়ম-কানুন লিখে কঠিন করব না। আপনি আপাতত কেবল আপনার নিজের হাতে তোলা ছবি আপলোড করুন। আর ইন্টারনেট থেকে কোন ছবি নিয়ে আপলোড করবেন না। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:২২, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ তবে নিজে তোলা ছবি কি উপায়ে ছবি আপলোড করতে হয়? আর আমার আরেকটি প্রশ্ন ছিল যে, নির্ভরযোগ্য সূত্র ট্যাগ দিয়ে যখন কোনো তথ্য উইকি-তে সংযুক্ত করব তখন সেটা যাতে অন্যেরা মুছে ফেলতে না পারে সেজন্য কি করণীয়? মোহাম্মাদ সাকিব (আলাপ) ০৭:৫৯, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@মোহাম্মাদ সাকিব: আপলোড করতে এখানে যান। আর নির্ভরযোগ্য সূত্র সহকারে তথ্য যোগ করলে সেই তথ্য অপসারণের কারণ দেখি না। -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৪৮, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আলাপ:Bangladesh Gono Odhikar Parishad নিয়ে রায়হান রিয়াদ মল্লিক-এর প্রশ্ন (২০:৩৫, ৪ ফেব্রুয়ারি ২০২২)

এই পাতাটি অনিচ্ছাকৃত ভুলবশত করা হয়েছে।প্লিজ ডিলিট করে দিন। --রায়হান রিয়াদ মল্লিক (আলাপ) ২০:৩৫, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@রায়হান রিয়াদ মল্লিক: করা হয়েছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:১৯, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Mdripmos-এর প্রশ্ন (০০:০৩, ৫ ফেব্রুয়ারি ২০২২)

আমি কীভাবে কোনো নিবন্ধের নির্দিষ্ট অংশ সম্পাদনা করতে পারি??? --Mdripmos (আলাপ) ০০:০৩, ৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Mdripmos: দয়া করে এখানে গিয়ে আপনার ভাষা বাংলা নির্বাচন করুন ও সংরক্ষণ করুন। আর কোনো নিবন্ধের নির্দিষ্ট অংশ সম্পাদনা করতে, সেটির পাশে থাকা কলম আইকনে ক্লিক করুন। -- আফতাবুজ্জামান (আলাপ) ০০:১১, ৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Translation attribution

My Bengali is not very good and it takes a lot of time to type in Bangla. So sorry for typing in English. Anyway, I edit at en wiki, and there we are required to attribute inter-wiki translated content. We either attribute in the edit summary, or in the talk page. What's the rule in bn wiki? Is it similar? I'm asking cause I recently translated this page from en wiki (also created there by me, and I've faced troubles in the past regarding attribution in other wikis, for example Japanese, cause they have different rules). I both attributed on the edit summary, also in the talk page, but I'm unaware of the absolute rule. I'd appreciate it if you could share some info on inter-wiki translation attribution on bn wiki. Thanks. -- Tame (আলাপ) ০৭:৪২, ৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Tamingimpala: Yes, similar. You also provided attribution here. So, you are double good :D -- আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০২, ৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী সম্পর্কে

@আফতাবুজ্জামান জনাব, Category:Jewellery এর বাংলা হিসাবে বিষয়শ্রেণী:গহনা স্থলে বিষয়শ্রেণী:অলঙ্কার বেশি ভালো হবে। কেননা Jewellery নিবন্ধের বাংলা অলঙ্কার রয়েছে। কিন্তু সমস্যা হলো Category:Ornaments এর বাংলা হিসাবে রয়েছে বিষয়শ্রেণী:অলঙ্কার, যেটা বিষয়শ্রেণী:আভরণ হওয়া দরকার। কারন অলঙ্কার ব্যক্তির সৌন্দর্য বাড়ায় আর আভরণ বস্তুর সৌন্দর্য বাড়ায়। সিদ্ধান্ত আপনি দিবেন। --  কুউ পুলক  ০৮:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@কুউ পুলক: অভিধানে ওর্নামেন্টের অর্থ অলঙ্কার দেওয়া। অলঙ্কার-কে আভরণ করা সঠিক হবে কিনা তা নিয়ে আমি নিশ্চিত না। পরিভাষাসভায় আলোচনাটি তোলা যায়। -- আফতাবুজ্জামান (আলাপ) ২২:৫৬, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@কুউ পুলক: “অলঙ্কার ব্যক্তির সৌন্দর্য বাড়ায় আর আভরণ বস্তুর সৌন্দর্য বাড়ায়।” এই মন্তব্যের সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। অলঙ্কার যেকোনো কিছুর হতে পারে, দেহের, কাব্যের, কিংবা উদ্যানের; তাই এটি Ornament-এর সাথে মিলযুক্ত। অন্যদিকে গহনা ও আভরণ নির্দিষ্টভাবে দেহে পরিধেয় অলঙ্কারকে বোঝায়। — আদিভাইআলাপ০৩:১৫, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 ও @আফতাবুজ্জামান দেখুন Category:Ornaments এ আছে Ornaments are decorations added to an object, building, or structure, in any artistic or architectural style, including:
  • Ceramics
  • Furniture
  • Glass
  • Leather
  • Printing see also: illuminated manuscripts
  • Textiles and Weaving
  • Wallpaper
আবাব হিন্দিতে এই বিষয়শ্রেণী श्रेणी:आभरण
এখন প্রশ্ন হলো Category:Ornaments যদি বিষয়শ্রেণী:অলঙ্কার হয় তবে Category:Jewellery কি বিষয়শ্রেণী:গহনা ঠিক আছে? ঠিক থাকলে যেভাবে আছে সেভাবেই থাকুক। তবে কিন্তু নিবন্ধ Jewellery কে গহনা করতে হবে। --  কুউ পুলক  ০৩:২৯, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@কুউ পুলক: ভাই, ভাষাবিশেষে একই উৎস থেকে আসা শব্দের অর্থসঙ্কোচন ঘটতে পারে, আবার অর্থপ্রসারণও ঘটতে পারে। তাই হিন্দিতে কোনো শব্দের অর্থ বাংলায় হুবহু একই হবে না। এই শব্দগুলোর সূক্ষ্মাতিসূক্ষ্ম পার্থক্য রয়েছে অবশ্যই, কিন্তু আমাদের অভিধানগুলোতে পরিষ্কার করা হয় না। কাজেই, আরও ঘাঁটাঘাঁটি না করে একদম সঠিক কোনটা বলা যাবে না। তবে, যেহেতু নিবন্ধ ও বিষয়শ্রেণীর সামঞ্জস্য বিধান করা জরুরি, তাই নিবন্ধ স্থানান্তর করা যেতে পারে। এক্ষেত্রে @Zaheen: ভাই পূর্বে স্থানান্তর করেছিলেন কি না, সেটা দেখে নেওয়া প্রয়োজন। কারণ, জাহিন ভাই এরকম সূক্ষ্ম পার্থক্যযুক্ত নিবন্ধগুলো পারিভাষিক শব্দানুসারে স্থানান্তর করে থাকেন। — আদিভাইআলাপ০৩:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Meghmollar2017 ঠিকই বলেছেন। @Zaheen সাহেবের অবদান এককথায় অপরিসীম। উনার প্রতি শ্রদ্ধা বেড়েই চলেছে। --  কুউ পুলক  ০৪:০৯, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পাতার নাম

অস্ট্রেলিয় রাজধানী শহরসমূহের তালিকা পাতার নামে প্রথম শব্দটা অস্ট্রেলীয় করে দেবেন? চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ১৯:৫৯, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@চ্যাম্পিয়ন স্টার ১: করেছি। কাজটি আপনি নিজেও চাইলে করতে পারেন। ১. ডানদিকে কোণায় থাকা তিনবিন্দু আইকনে () ক্লিক করুন। ২. তারপর "স্থানান্তর করুন" ক্লিক করুন। ৩. বাকি ধাপ আপনি নিজেই বুঝে যাবেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:০৯, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আচ্ছা, ধন্যবাদ, নতুন জিনিস শিখলাম :) চ্যাম্পিয়ন স্টার ১ (আলাপ) ২০:১০, ৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট

টেমপ্লেট:ব্যবহারকারী/সময় এতে +৫:৩০ লিখলে ক্রটি আসছে কেন দেখেন তো। -- ওহিদ (আলাপ) ০০:৩১, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@ওহিদ: +৫.৫ দিলে কাজ করবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৫২, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

তথ্যছক

কে.সি. দাস গ্র‍্যান্ডসন্স নিবন্ধের তথ্যছকে ইংরেজি লেখা রয়ে গেছে। আপনি ব্যাপারটা একটু দেখুন। মেহেদী আবেদীন ১০:১১, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin, ঠিক করা হয়েছে। নিবন্ধে ম্যানুয়াল |leader_title= পরামিতির বিপরীতে মান দেওয়া ছিল, যা বাংলা না করায় তথ্যছকে ইংরেজি রয়ে গেছিল। -- — আদিভাইআলাপ১১:১৪, ৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

প্রক্সি ব্যবহার করার জন্য ব্লক করা সম্বন্ধে

আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াকআব্দুল্লাহ , ২০২০ সাল হতে উইকিপিডিয়ায় আছি । সম্প্রতি আমি একটি বিষয় খেয়াল করেছি , আমি যদি আমার মোবাইলে গুগল ক্রোম এবং উইকিপিডিয়া , দুইটি জায়গা থেকে আমার অ্যাকাউন্টে লগইন করি , তাহলে আমাকে ব্লক করা হয় ‌। আমার প্রশ্ন , দুইটি জায়গা হতে অ্যাকাউন্টে লগইন করা কি নিষিদ্ধ ?? এতে কি কোনো নিরাপত্তা বা অন্য কোন ঝুঁকি আছে ?? ধন্যবাদ । ইশতিয়াকআব্দুল্লাহ (আলাপ) ০৫:২৯, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@ইশতিয়াকআব্দুল্লাহ: না, এটি নিষিদ্ধ নয়। আপনি একত্রে যেকোন জায়গা থেকে লগইন করতে পারবেন। কোন সমস্যা নেই।
আপনি মূলত আইপি বাধার কবলে পড়ছেন মনে হচ্ছে (লক্ষ্য করুন বাধাটি আপনাকে দেওয়া হয়নি)। প্রশ্ন: গত ১ সপ্তাহ ধরে আপনি কী ঘনঘন এই সমস্যার সম্মুখীন হচ্ছেন? -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
না , আমি অ্যাকাউন্ট থেকে লগআউট করার পর যখন আইপি অ্যাড্রেসের মাধ্যমে সম্পাদনা চালু হয় , তখনই এ সমস্যা হয় । আইপি অ্যাড্রেসের ব্লক করার কারণ কী হতে পারে ?? ইশতিয়াকআব্দুল্লাহ (আলাপ) ০৭:৫৯, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ইশতিয়াকআব্দুল্লাহ: আইপি ঠিকানা থেকে ধ্বংসাত্মক সম্পাদনা হলে, সাধারণত সেগুলিকে বাধা দেওয়া হয়।
আপনি যদি আইপি বাধার কারণে কখনো আপনার অ্যাকাউন্টে ঢুকারত অবস্থাতেও সম্পাদনা করতে সমস্যা পড়েন, তবে আমাকে জানাবেন। বা ইমেইল করে জানাবেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:২২, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Md. Sakawat Hossain-এর প্রশ্ন (০৯:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০২২)

কিভাবে কাজ করব একটু বলুন --Md. Sakawat Hossain (আলাপ) ০৯:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Md. Sakawat Hossain: আমি দেখেছি আপনি এখান থেকে কিছু কাজ করার চেষ্টা করেছেন। এই কাজটাই চালিয়ে যান। এছাড়া আমি দেখেছি আপনি জানতে চাচ্ছেন কীভাবে মেসেঞ্জারের মত দ্রুত যোগাযোগ করে সাহায্য পেতে পারেন। আপনি এই টেলিগ্রাম গ্রুপে যোগ দিতে পারেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৪২, ৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Robin shaha-এর প্রশ্ন (০৪:২২, ৯ ফেব্রুয়ারি ২০২২)

উইকিপ্রকল্প হিন্দুধর্ম তে সরাসরি সম্পাদনা করতে পারছি না। উৎস সম্পাদনা এসে পরছে । কি করতে পারি? --Robin shaha (আলাপ) ০৪:২২, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Robin shaha: উইকিপিডিয়া নামস্থানে দৃশ্যমান সম্পাদনা চালু নেই, এটি কেবল নিবন্ধের জন্য চালু আছে। ভয়ের কিছু নেই, আপনি সম্পাদনা করুন। যদি কিছু ভেঙে যায়, আমাকে জানিয়েন, আমি ঠিক করে দিব। -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:১৬, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
কিছু কাজ করতে পারছি না। প্রথম হেডলাইনের দিকে যেখানে হিন্দুধর্ম প্রবেশদ্বার লেখা, সেখানে উইকিপ্রকল্প হিন্দুধর্ম লিখতে হবে। পাশে বাংলায় ওঁ না দিয়ে File:Aum.svg এই ছবিটি ব্যবহার করলে ভাল দেখায়। -- Robin shaha (আলাপ) ০৪:১০, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Robin shaha: করেছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৫, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। দেখুন তো, উপরের একটি ছবি(File:Gayatri Mantra in Bengali.png) পরিবর্তে “সংস্কৃত গায়ত্রী মন্ত্র.png” এই ছবিটি ব্যবহার করলে ভাল দেখা যাবে কি না? আরো ভাল কোনো ছবি থাকলে ব্যবহার করুন। -- Robin shaha (আলাপ) ০৬:৩০, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Robin shaha: বাংলায় থাকলে মনে হয় ভালো হবে। যেমন, এখানে এখন সংস্কৃত ভাষায় কি লেখা আছে তা আমি পড়তেও পারছি না, কিন্তু পূর্বেরটা থাকলে অর্থ না বুঝলেও অন্তত পড়তে পেরেছিলাম। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১০, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
বাংলা ব্যবহার না হয়ে অন্য লিপিতে লিখা হয়েছে এরকম উদাহরণ আমার চোখে পড়েছে (উইকিপ্রকল্প ইসলাম-এ)। তাই আমি চেয়েছিলাম যেন আমার সংযুক্ত করা লিপিই ব্যবহার হোক। -- Robin shaha (আলাপ) ১৮:১৩, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

এস রাসুল-এর প্রশ্ন (০৯:০০, ১০ ফেব্রুয়ারি ২০২২)

আসসালামুআলাইকুম, আমি অনুবাদ প্রতিযোগিতায় যুক্ত হতে চাচ্ছি। আমি কি আমার পছন্দের ইংরেজি পৃষ্ঠার অনুবাদ করে ফেললে তা আপনাআপনি প্রতিযোগিতায় যুক্ত হয়ে যাবে?

আমি নিবন্ধ তালিকায় গিয়ে নতুন প্রস্তাব দিয়ে একটা প্রবন্ধ বাছাই করেছি। অনুগ্রহপূর্বক জানাবেন আমার প্রশ্নের উত্তর। ধন্যবাদ। --এস রাসুল (আলাপ) ০৯:০০, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@এস রাসুল: প্রতিযোগিতার বাইরে আপনি যেকোন কিছু অনুবাদ করতে পারেন, তবে প্রতিযোগিতার অংশ হতে হলে আপনাকে উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২/নিবন্ধ তালিকা থেকে কোন নিবন্ধ অনুবাদ করতে হবে। আপনি যে নিবন্ধ নিয়ে কাজ করবেন, উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২/নিবন্ধ তালিকায় সেই নিবন্ধের পাশে আপনার নাম যোগ করতে ভুলবেন না। তাহলেই যথেষ্ট, আপনি প্রতিযোগিতায় যুক্ত হয়ে যাবেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩০, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

শিরোনাম প্রসঙ্গে

শিরোনামের নিচে লেখার পদ্ধতি শিখিয়ে দিয়েন। Gc Ray (আলাপ) ১৩:২৫, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Gc Ray: আন্তঃউইকি সংযোগ দেবার পর, ডানদিকে কোণায় থাকা তিনবিন্দু আইকনে () ক্লিক করলে আপনি "উইকিউপাত্ত আইটেম" লেখা দেখতে পাবেন, তাতে ক্লিক করুন। তারপর যে পৃষ্ঠা আসবে সেখানে বাংলা ভাষার ঘরে বাংলা বিবরণ যুক্ত করে দিন। তাহলেই চলে আসবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৩২, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ভাই নিবন্ধটি পূর্বেই আন্তঃসংযোগ করা হয়েছে। এখন কিভাবে করবো? -- Gc Ray (আলাপ) ০৪:৩০, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ভাই তেত্রিশ দেবতা]] নিবন্ধের নিচে "হিন্দুধর্ম অনুসারীদের মধ্যে তেত্রিশ কোটি দেবতা হিসেবে পরিচিত' লিখে দিয়েন। -- Gc Ray (আলাপ) ০৬:২১, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ভাই, তেত্রিশ দেবতা নিবন্ধের নিচে হিন্দুধর্ম অনুসারীদের মধ্যে তেত্রিশ কোটি দেবতা হিসেবে পরিচিত লিখে দিয়েন এবং পদ্ধতি শিখিয়ে দিয়েন। Gc Ray (আলাপ) ০৬:২৪, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Gc Ray: এখানে যান ও আপনার উইকিপিডিয়া নাম ও একই পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন। যদি আপনি ইতোমধ্যে সেখানে প্রবেশরত থাকেন, তবে আপনাকে আর কিছু করতে হবে না। এবার:
  • ১. তেত্রিশ দেবতা নিবন্ধের ডানদিকে কোণায় থাকা তিনবিন্দু আইকনে () ক্লিক করুন।
  • ২. সেখানে থাকা "উইকিউপাত্ত আইটেম" লেখায় ক্লিক করুন।
  • ৩. তারপর যে পৃষ্ঠা আসবে সেখানে বাংলা ভাষার ঘরে, "কোনো বিবরণ যোগ করা হয়নি"-এর পাশে থাকা কলম আইকনে ক্লিক করে, বাংলা বিবরণ যুক্ত করে দিন। তাহলেই চলে আসবে।
ধাপগুলি চেষ্টা করুন ও কোথায় যেয়ে আটকে গিয়েছেন তা আমাকে জানান। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৩, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন


In more languages

Statements

Fewer languages Bangla তেত্রিশ কোটি দেবতা No description defined

Catalan Trenta-tres déus panteó de deïtats hindús

Sitelinks

Wikipedia(7 entries)

bnwiki তেত্রিশ দেবতা cawiki Trenta-tres déus enwiki Thirty-three gods eswiki Treinta y tres dioses fawiki سی و سه ایزد simplewiki Hindu deities tawiki முப்பத்தி மூன்று தேவர்கள் Wikibooks(0 entries)

দুটো জায়গায় তেত্রিশ দেবতা লেখা আছে। দুই জায়গায় চেষ্টা করলাম কিন্তু কিছু বুঝতে পারলাম না। Gc Ray (আলাপ) ০৭:০৯, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Gc Ray: এখানে যান, একটু নিচের দিকে স্ক্রোল করুন, তারপর "ভাষা" হিসেবে বাংলা নির্বাচন করুন ও সেটিং সংরক্ষণ করুন। তারপর আবার উপরে আমার দেওয়া ধাপগুলি অনুসরণ করুন, আশা করি এবার বুঝে যাবেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আব্দুল্লাহ আহাদ-এর প্রশ্ন (১৪:৪৬, ১০ ফেব্রুয়ারি ২০২২)

Sir, নিবন্ধ কি? --আব্দুল্লাহ আহাদ (আলাপ) ১৪:৪৬, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আমি ঠিক করছি দাদা

দেখুন আমি প্রথম প্রথম উইকিপিডিয়াতে এই কাজটি করছি তাই আমার নিয়ম কানুন জানা ছিলনা। এবার থেকে আমি যত গুলি পাতা কে বাংলাতে অনুবাদ করবো। সেগুলো ঠিক করে লিখবো। কিন্তু দাদা আমি unblock হবো কি করে (???) Jiboner&to (আলাপ) ২২:৫৫, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Jiboner&to: আপনাকে আংশিক বাধা দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি সকল কাজ করতে পারবেন কিন্তু সরাসরি নিবন্ধে লিখতে পারবেন না।
এবার আপনার প্রশ্নের উত্তর: আপনাকে আমাদের বিশ্বাস অর্জন করতে হবে যে আপনি ভবিষ্যতে যান্ত্রিক অনুবাদ করে নিবন্ধ লিখবেন না। আপনার আলাপ পাতায় দেখেন নাহিদ ভাই বলেছেন: তবে, আপনি যে নিবন্ধটি নিয়ে কাজ করতে চান সেটি এখানে উল্লেখ করুন এবং একজন প্রশাসক নিবন্ধটি পুনরুদ্ধার করে আপনার ব্যবহারকারী উপপাতায় ব্যবহারকারী:Jiboner&to/খেলাঘর-এখানে স্থানান্তর করে দেবেন। সেক্ষেত্রে আপনি ওই নিবন্ধটি নিয়ে কাজ করতে পারবেন। কাজ শেষ হলে, পুনরায় আর একটি নিবন্ধ পুনরুদ্ধারের অনুরোধ করবেন এবং একই প্রক্রিয়ায় উপপাতায় কাজ করতে পারবেন। অর্থাৎ
১. আমাদের বলুন এখান থেকে আপনি কোনটি নিয়ে কাজ করতে চান।
২. প্রশাসক সেটি উদ্ধার করে দিবে। তারপর আপনি সেটি নিয়ে কাজ করবেন।
৩. কাজ শেষে, আপনি কাউকে নিবন্ধটি পর্যালোচনা করতে বলবেন। আপনার কাজ ভালো হলে (অর্থাৎ যান্ত্রিক সমস্যা না থাকলে), নিবন্ধটিকে প্রধান নামস্থানে নিবন্ধ হিসেবে প্রকাশ করা হবে।
৪. এভাবে চলবে।
৫. মাসখানেক পর আপনার বাধা উঠানো হবে (যদি দেখতে পাওয়া যায় যে আপনি ভালো অনুবাদ করছেন, যান্ত্রিক অনুবাদ করছেন না)। -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:১২, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আলি মুহম্মদ ইদরৃস-এর প্রশ্ন (১১:০১, ১১ ফেব্রুয়ারি ২০২২)

ধন্যবাদ, আমি উইকিতে নতুন। দিকনির্দেশনাগুলো জানা এবং বোঝার চেষ্টা করছি। --আলি মুহম্মদ ইদরৃস (আলাপ) ১১:০১, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@আলি মুহম্মদ ইদরৃস: আপনি বিদ্যমান কোন নিবন্ধ নিয়ে কাজ করুন। বিশেষ:নীড়পাতায় কিছু কাজ পাবেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১২, ১১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী

বিষয়শ্রেণী:হিন্দুধর্ম প্রবেশদ্বার পাতাটির কাজ কি -- Robin shaha (আলাপ) ১৩:৫২, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Robin shaha, এটি প্রবেশদ্বার:হিন্দুধর্ম সম্পর্কিত পাতাগুলির জন্য। --আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৫৪, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
প্রবেশদ্বার:হিন্দুধর্ম পাতাটি কিভাবে পরিবর্তন করতে হয়? -- Robin shaha (আলাপ) ১৪:০৬, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
Robin shaha, ডানদিকে উপরে কোণায় থাকা কলম আইকনে ক্লিক করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:১৯, ১২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Robin shaha-এর প্রশ্ন (০৫:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০২২)

বিষয়শ্রেণী:হিন্দু ধর্ম পাতাটি প্রবেশদ্বার:হিন্দুধর্ম/উইকিপ্রকল্প/শীর্ষক তে ব্যবহার করে দিন। আমি করতে পারছি না। --Robin shaha (আলাপ) ০৫:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Robin shaha, করেছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৩৯, ১৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
প্রবেশদ্বার:হিন্দুধর্ম/উইকিপ্রকল্প/শীর্ষক টিকে কি বিষয়শ্রেণী পাতায় ব্যবহার করা যাবে? -- Robin shaha (আলাপ) ০২:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
Robin shaha, না দাদা। সাধারণত বিষয়শ্রেণীর পাতাকে এই জাতীয় টেমপ্লেট দ্বারা সাজানো হয় না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৯, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ

আমার ব্যবহারকারী পাতাটি লক করে দিন। ~Ramija Sumaiya (আলাপ) ১১:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Ramija Sumaiya: সম্পূর্ণ সুরক্ষিত করলে আপনি আপনার ব্যবহারকারী পাতাটি সম্পাদনা করতে পারবেন না। নিশ্চিত? --আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৩৭, ১৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
জ্বি আমি নিশ্চিত। ~Ramija Sumaiya (আলাপ) ১৭:৩৯, ১৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Ramija Sumaiya: করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অধিকার প্রত্যাহার

আমি আমার নিরীক্ষক অধিকারটি প্রত্যাহার করলাম। -- ওহিদ (আলাপ) ০০:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@ওহিদ: কেন বলুনতো?! -- আফতাবুজ্জামান (আলাপ) ০০:২২, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ও ছেড়ে দিন, বেকার রাগ করে লাভ কি? অপসারণ করুক বা নাই করুক তাতে আমার যায় আসে না। আপনার জন্য এসছি, আপনার জন্য সম্পাদনা অব্যাহত রাখবো। -- ওহিদ (আলাপ) ০১:০৫, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
শুধু কারণটাই বুঝতে চেয়েছিলাম তাদের কাছে, এই আর কি। -- ওহিদ (আলাপ) ০১:০৮, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ওহিদ: আপনার অবদান থেকে নাহিদ ভাইয়ের আলাপ পাতায় দেওয়া বার্তা দেখে বুঝতে পারলাম উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/মোহাম্মদ মহসিন (২য় মনোনয়ন) দ্রুত রেখে দেওয়ায় সম্ভবত আপনি অভিমান/রাগ করেছেন। জানতে চেয়েছেন এটি কীভাবে WP:NPOL-এর আওতায় উল্লেখযোগ্য হয়।
আমি বুঝানোর চেষ্টা করছি: WP:NPOL-এ লেখা "নিম্নোক্তদের উল্লেখযোগ্য ধরা হয়: রাজনীতিবিদ এবং বিচারক, যাঁরা কোন আন্তর্জাতিক, জাতীয় বা রাজ্যস্তরের পদে আসীন ছিলেন, এবং জাতীয়, প্রাদেশিক বা রাজ্যের আইনসভার সদস্য বা সাবেক সদস্য।" মোহাম্মদ মহসিন ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আর জাতীয় সংসদ হল বাংলাদেশের জাতীয় আইনসভা। ফলে তিনি WP:NPOL-এর ১ নং মানদণ্ড পূরণ করেন।
অপসারণ প্রস্তাবে আপনার প্রস্তাবনা ছিল: "... নিবন্ধে যে যে উৎস ব্যবহার করা হয়েছে তাতে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না, যা স্পষ্টভাবে প্রমাণ করে উল্লেখযোগ্যতা সম্পর্কে।" আপনি যা বলেছেন তা সত্য, উৎসে তার সম্পর্কে বিস্তারিত তথ্য নেই। কিন্তু নিবন্ধের উৎস দুটি বাংলাদেশ সরকারের প্রকাশিত, যা থেকে আমরা নিশ্চিত আমাদের আলোচ্য মোহাম্মদ মহসিন বাংলাদেশের জাতীয় আইনসভার সাংসদ ছিলেন। যেহেতু তিনি WP:NPOL-এর ১ নং মানদণ্ড পূরণ করেন, তাই তথ্য না থাকলেও তার নিবন্ধটি রাখা হয়। (আপনি হয়ত আমাকে বিকল্প প্রশ্ন করতে পারেন, তবে কী আমি এই রকম উল্লেখযোগ্য তবে অসম্পূর্ণ নিবন্ধ লিখব? হ্যাঁ আপনি তা করলে পারেন ও কেউ উল্লেখযোগ্য নিবন্ধ অপসারণ করলে আমি তার সাথে বিতর্ক করতে প্রস্তুত, তবে আমার অনুরোধ থাকবে, একটা পয়েন্ট প্রমাণের জন্য তা না করতে।)
আপনার আরেকটি অভিযোগ ছিল কেন নাবিল আপনার সম্পাদনা দুটি বাতিল করল? অনেকক্ষণ মোহাম্মদ মহসিন নিবন্ধের ইতিহাস দেখে আমার মনে হয় আমি কারণটি বের করতে পেরেছি। আপনি https://www.banglanews24.com/index.php/daily-chittagong/news/bd/807033.details এর উপর ভিত্তি করে তার মৃত্যু তারিখ দিয়েছিলেন কিন্তু আপনি যদি লিঙ্ক পড়েন তবে দেখবেন লিঙ্কের মোহাম্মদ মহসিন ও আমাদের আলোচ্য মোহাম্মদ মহসিন এক ব্যক্তি না। লিঙ্কের মসজিদ "মুক্তিযোদ্ধা ও চট্টগ্রামের নিউ মার্কেটের (বিপণি বিতান) বিশিষ্ট ব্যবসায়ী" আর আমাদের আলোচ্য মহসিন "মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের জাতীয় আইনসভা সদস্য"। আপনি আরও নিশ্চিত হতে নাবিল ভাইকে জিজ্ঞেস করে দেখতে পারেন।
আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম। কোন কিছু খোলাসা না হলে আমাকে জিজ্ঞেস করুন।
ও ছেড়ে দিন, বেকার রাগ করে লাভ কি? 👍 ঠিক তাই। উইকিতে ভুল বুঝাবুঝি, মতের বিরোধ, তর্ক-বিতর্ক হতেই পারে। সাময়িক হয়ত রাগ আসবে, তার রাগের কারণে উইকি ছেড়ে যাবে না। যতক্ষণ যতদিন সম্ভব বাংলা উইকি সমৃদ্ধ করে যান। ব্যক্তিগত ব্যস্ততার কারণে যদি আসতে না পারেন সেটা অন্য জিনিস। আমিও সব সময় থাকব না, একদিন ছেড়ে যেতে হবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ০২:১৩, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পশ্চিমবঙ্গের portal-এ এই চিএটি রয়েছে, একটি ভালো দেখে অন্য চিএ দিয়ে দেন, তাহলে ভালো দেখাবে। -- ওহিদ (আলাপ) ০১:৫৩, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আইপি বাধার কারণে অ্যাকাউন্টে থাকা অবস্থাতেও বাধা

আমি যখন Bosnia and Herzegovina (বাংলা নিবন্ধ : সেন্ট কিটস ও নেভিস ) অনুবাদ করতে যাই ,তখন আমাকে বলা হয় যে শুধুমাত্র semi-protected userরাই এই নিবন্ধটি সম্পাদনা করতে পারবেন । অথচ আমি ১ বছরেরও বেশি সময় উইকিপিডিয়ার সাথে আছি এবং এ সময়ে আমার ১৫৫টি সম্পাদনা রয়েছে । এমতাবস্থায় আমি কি করতে পারি ?? ইশতিয়াকআব্দুল্লাহ (আলাপ) ০৭:৫৬, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ইশতিয়াকআব্দুল্লাহ, আমি পুরো লেখা এখানে এনে দিয়েছি। এবার এতে যা করার করুন ও কাজ শেষে সেন্ট কিটস ও নেভিস নিবন্ধে যোগ করে নিন।--আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৭, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ । আরো একটি কথা হল , অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় দেশ ও শহর এর ৩৫ ও ৩৮ নংয়ে ভুল আছে । যেমন : আমি Bosnia & Herzegovina অনুবাদ করছি , অথচ এর বাংলা হিসেবে দেয়া হয়েছে সেন্ট কিটস ও নেভিস । আমার মনে হয় এটি সংশোধন করা উচিত । ইশতিয়াকআব্দুল্লাহ (আলাপ) ১৫:১৪, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ইশতিয়াকআব্দুল্লাহ: ধন্যবাদ, ঠিক করেছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:১৮, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ভাল নিবন্ধন হিসেবে যোগের অনুরোধ

তেত্রিশ দেবতা পাতাটিকে কি ভাল নিবন্ধন হিসেবে যোগ করা যাবে? -- Robin shaha (আলাপ) ০৯:১৩, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Robin shaha: প্রথমে উইকিপিডিয়া:ভালো নিবন্ধ এটা পড়ে নিন, যে আপনার তৈরি নিবন্ধটি ভালো নিবন্ধ হওয়ার মানদণ্ড পূরণ করছে কিনা, তারপর এখানে মনোনয়ন দিন আপনার নিবন্ধ। নিবন্ধের আলোচনা পাতায় {{ভালো নিবন্ধের জন্য মনোনীত|১৪ ফ্রেব্রুয়ারি ২০২২|nominator=[[ব্যবহারকারী:Robin shaha|Robin shaha]]|page=১|subtopic=দর্শন এবং ধর্ম}} -এটি অনুলিপি প্রতিলিপি করুন। -- ওহিদ (আলাপ) ১০:০৪, ১৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

দেখুন

এই পাতাটি অনুবাদ করে দিন। — SHEIKH (আলাপন) ১৩:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

এটি, এটিএটিও অনুবাদ করে দিন। ধন্যবাদ। — SHEIKH (আলাপন) ১৩:৫২, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@SHEIKH আমি অনুবাদ উইকিতে অনুবাদ করে দিয়েছি। -- — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৫:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

টীকা তালিকা

মুহাম্মদ মহসিন নিবন্ধে পাদটীকায় {{টীকা তালিকা}} কাজ করছে না কেন দেখেন তো, নতুন করে <references group="টীকা" /> দিতে হচ্ছে। আবার শুধু {{সূত্র তালিকা|group="টীকা"}} লিখলে কাজ করছে। টীকা তালিকা টেমপ্লেটটি তাহলে কোন reference-এর জন্য? -- ওহিদ (আলাপ) ২০:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আর টেমপ্লেট:NoteTag-এটিকে বাংলায় শুধু টীকা বা এরকম কিছু করা যাবে? আমার মনে হয় নোটট্যাগের পরিবর্তে বাংলায় টীকা লেখাটা উত্তম। -- ওহিদ (আলাপ) ২০:৪৮, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ওহিদ: {{টীকা তালিকা}}, {{efn}}-এর জন্য। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:১১, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

এখানে ২-নং রেফারেন্সে 'এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=' দেখাচ্ছে কেন? ঠিকই তো লিখলাম তারিখটা। -- ওহিদ (আলাপ) ২২:৫৫, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ওহিদ: ফ্রেব্রুয়ারি লিখেছেন। ফ-এর নিচে র-ফলা দিয়েছেন। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:০১, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট ত্রুটি

টেমপ্লেট:রচনা পরবর্তী নকল টেমপ্লেটটি অনুবাদ করার পর ত্রুটি রয়ে গেছে এবং ইসলামি বর্ষপঞ্জি নিবন্ধের আলাপ পাতায় এটি ঠিকমত দেখা যাচ্ছেনা। আপনি একটু দেখুন সমস্যাটা। মেহেদী আবেদীন ১০:৩২, ১৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin: টেমপ্লেটটি ঠিক করেছি। -- ওহিদ (আলাপ) ১১:১২, ১৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Rifat Hasan (Shuvro)-এর প্রশ্ন (১৩:৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২২)

কি ভাবে শুরু করবো? --Rifat Hasan (Shuvro) (আলাপ) ১৩:৩১, ১৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ তালিকায় নাম যোগ

নিবন্ধ তালিকায় পছন্দের বিষয়ের পাশে আমার নাম মালিহা আহসান (আলাপ) ১০:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি) চিহ্ন দিয়ে যুক্ত করার কথা বলেছে। কিন্তু আমি এডিট করতে পারছিনা। সেটা কিভাবে করতে হবে?উত্তর দিন

@মালিহা আহসান: আমি দেখতে পাচ্ছি আপনি নাম যোগ করতে পেরেছেন। এবার উক্ত নিবন্ধ নিয়ে কাজ শুরু করে দিন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০২, ১৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আরিফ আজাদ নিবন্ধ

@আফতাবুজ্জামান, ব্যবহারকারী:Shah Emtiaj/আরিফ আজাদ পাতাটি পুনর্নির্দেশ ছাড়া মূল নামস্থানে স্থানান্তর করে দিন। আমি আরো তথ্যসূত্র যোগ করেছি। Shah Emtiaj (আলাপ) ১৯:২৩, ১৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Shah Emtiaj: নিবন্ধটি মূল নামে নেওয়ার উপযুক্ত নয়। উল্লেখযোগ্য তথ্যসূত্র যোগ করে, সব কিছু ঠিকঠাক করেই মূল নামে নেওয়া উচিত, যা অপসারণ প্রস্তাবনা আসার সম্ভাবনাকে কমাবে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২২:৫২, ১৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান ভাই, আর কি ঠিকঠাক করতে পারি? কোনো পরামর্শ?? আর উনার বই প্যারাডক্সিক্যাল সাজিদের একটা নিবন্ধ আছে। ঐটার তথ্যসূত্র গুলো কি এইটাতে যোগ করে দিবো? আরো কি কি যোগ করবো?Shah Emtiaj (আলাপ) ২৩:০৬, ১৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Shah Emtiaj: এমন তথ্যসূত্র দেওয়া উচিত যেখানে ওনাকে নিয়ে লেখা হয়েছে। তথ্যসূত্র কোন ভালো মানের উৎস (যেমন জাতীয় দৈনিক সংবাদপত্র) থেকে দেওয়া উচিত। -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:১১, ১৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Tihi Das-এর প্রশ্ন (০৭:১০, ১৮ ফেব্রুয়ারি ২০২২)

আমি tiger woods এর জীবনি তে 2 টি নিবন্ধন অনুবাদ করেছি। আপনি কি আমাকে confirm করতে পারবেন যে আমি সে গুলো সঠিক ভাবে সংযুক্ত করতে পেরেছি কি না? --Tihi Das (আলাপ) ০৭:১০, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Tihi Das: হ্যাঁ, লেখা দুটি প্রকাশিত হয়েছে। তবে
১. "পটভূমি এবং পরিবার" অনুচ্ছেদটি সরাসরি টাইগার উডস নিবন্ধে যুক্ত হয়েছে।
২. "কলেজ গল্ফ ক্যারিয়ার" অনুচ্ছেদটি ব্যবহারকারী:Tihi Das/টাইগার উডস পাতায় যুক্ত হয়েছে। তবে এটি কোন সমস্যা নয়। ডানদিকে কোণায় থাকা কলম আইকনে ক্লিক করে, পাতার পুরো লেখা কপি করে তা টাইগার উডস নিবন্ধের শেষের দিকে থাকা কলম আইকনে ক্লিক করে পেস্ট (প্রতিলেপন) করে দিন।
চেষ্টা করুন, না পারলে জানান। আর যেহেতু আমার উত্তর দিতে দেরি হয়, আপনি আরও দ্রুত উত্তর পেতে এখানে জিজ্ঞেস করতে পারেন। -- আফতাবুজ্জামান (আলাপ) ০০:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ Tihi Das (আলাপ) ০৪:১০, ১৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পাতা স্থানান্তর

রণদাপ্রসাদ সাহা পাতাটিকে রণদা প্রসাদ সাহা নামে স্থানান্তর করে দিন। অর্থাৎ রণদাপ্রসাদ এর মাঝে একটি ফাঁকা স্থান থাকবে। নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ওয়েবসাইট এবং রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখা যেতে পারে। একই কথা ইংরেজি পাতার ক্ষেত্রেও প্রযোজ্য। উল্লেখ্য, রণদা প্রসাদ সাহা শিরোনাম থেকে বর্তমান শিরোনামে একটি পুনর্নির্দেশ রয়েছে।--Factcheckerhuman (আলাপ) ১৬:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Factcheckerhuman: করেছি -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৪৭, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। -- Factcheckerhuman (আলাপ) ০৫:৪৪, ১৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ফন্ট

একটি নিদিষ্ট ফন্ট যেমন ধরেন সেরিফ ফন্ট (serif) পুরো উইকিপিডিয়ার ফন্টগুলিকে পরিবর্তন করতে, আমার common.css-এ কি কোড লিখতে হবে? -- ওহিদ [আলাপ] ০১:২৩, ১৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

    body {
        font-family: "অমুক"
    }
    .mw-body h1, .mw-body h2 {
        font-family: "অমুক"
    }
--আফতাবুজ্জামান (আলাপ) ০১:৩২, ১৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বলছি, হয়েছে, কিন্তু ইংরেজিটা হচ্ছে বাংলাগুলি সেরকম হচ্ছে না, যেমনটি আমার সাক্ষরে হচ্ছে। -- ওহিদ [আলাপ] ০১:৫৪, ১৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@ওহিদ: উদ্ধৃতি চিহ্ন সরিয়ে font-family: serif লিখে চেষ্টা করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:০০, ১৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
সত্যিকারে সর্বদিকে আপনার জ্ঞান রয়েছে, আমি বা অন্য কেউ আপনার যাই বলুক করতে; আপনি কোন দিক দিয়ে কিছু না কিছুভাবে সমাধান ঠিকই বার করে দেন। যদি আমার মন্তব্য তাদের কাছে পৌঁছায় আমি উইকিমিডিয়া ফাউন্ডেশনকে দৃঢ়ভাবে আহ্বান করছি, বিশেষ করে আফতাবুজ্জামান ভাইকে কিছু না হলেও একটি বৃহত্তর পুরস্কার দিয়ে সম্মানিত করতে। বাংলা উইকিপিডিয়া গঠনে আফতাবুজ্জামান ভাইয়ের অবদান অতুলনীয়। সত্যিই তাই! -- ওহিদ [আলাপ] ০২:১০, ১৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২/নিবন্ধ তালিকা নিয়ে জে আহমেদ-এর প্রশ্ন (০৯:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০২২)

আসসালামুয়ালাইকুম দয়া করে বলবেন কি ; আমি কিভাবে নিবন্ধন শুরু করব ? --জে আহমেদ (আলাপ) ০৯:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

জে আহমেদ, উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২/কীভাবে অনুবাদ করবেন একবার পড়ে দেখুন। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:১৪, ২০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

লোটের স্ত্রী নিয়ে Mahfuzur Rahman Kafe khan-এর প্রশ্ন (১২:১১, ২০ ফেব্রুয়ারি ২০২২)

যে পাতা তৈরি করেছি , তার উৎস ও দলীল কিভাবে যুক্ত করবো। --Mahfuzur Rahman Kafe khan (আলাপ) ১২:১১, ২০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

মি কিভাবে নিবন্ধন শুরু করব

আসসালামুয়ালাইকুম দয়া করে বলবেন কি ; আমি কিভাবে নিবন্ধন শুরু করব -- 103.7.250.210 (আলাপ) ১৩:০২, ২৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সাহায্য দরকার

জনাব, টেমপ্লেট:বাংলাদেশ-কবি-অসম্পূর্ণ এখানে চিত্র আসছে না। আরেকটা বিষয় Category:Parent-only stub categories -এর বাংলা কি দেব? --  কুউ পুলক  ১৩:৫৮, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@কুউ পুলক: টেমপ্লেট ঠিক করেছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:১৯, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya অনেক ধন্যবাদ। --  কুউ পুলক  ১৪:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আরেকটা সমস্যা জনাব, টেমপ্লেট:বাংলাদেশ-কূটনীতিবিদ-অসম্পূর্ণ --  কুউ পুলক  ১৫:৫২, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী সাহায্য

ভাইয়া, এই বিষয়শ্রেণীটি একটু দেখুন। এখানে আপনার সাহায্যের প্রয়োজন। — আদিভাইআলাপ১৫:২১, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আমদানি

ভাই, hi:Template:Metacaixa টেমপ্লেটটি বাংলা আমদানি করে দিন।• — সাফি মাহফুজ 《ডাকঘর》 ১৪:২৯, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Safi Mahfouz: ভাই টেমপ্লেট:মেটাবাক্স তৈরি করেছি, তবে এটা ঠিকমত কাজ করাতে হলে মিডিয়াউইকি:Common.js-এ জাভাস্ক্রিপ্ট যোগ করতে হবে, যেটা আমি করতে চাচ্ছি না। কারণ মিডিয়াউইকি:Common.js সবার জন্য লোড হয়, অন্যদিকে এই টেমপ্লেটটি বড়জোর কিছু ক্ষেত্রে ব্যবহৃত হবে। ফলে অল্প কিছু পাতার জন্য আমি সবার জাভাস্ক্রিপ্ট লোড বাড়াতে চাচ্ছি না। --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৩২, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ডা এম মিজানুর রহমান-এর প্রশ্ন (১৬:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০২২)

আপনাকে অনেক শুভেচ্ছা। আমি সম্পাদনার পদ্ধতি গুলো কীভাবে করবো,বুঝতে পারছি না। সহযোগিতা করলে,উপকৃত হতাম। --ডা এম মিজানুর রহমান (আলাপ) ১৬:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক!

আসল উইকিপদক
For your tireless contribution to Bangla Wikipedia non-stop. Tame (আলাপ) ২০:০৫, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

দৃষ্টিগোচর না হওয়ায়

আবার প্রশ্নটা করছি Category:Parent-only stub categories -এর বাংলা কি দেব? --  কুউ পুলক  ২১:৫৯, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@কুউ পুলক: আচ্ছা, উপরের প্রশ্নের দ্বিতীয় অংশ খেয়াল করিনি। "অসম্পূর্ণ প্রধান বিষয়শ্রেণী শুধুমাত্র" দেওয়া যায়। -- আফতাবুজ্জামান (আলাপ) ২২:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন

মাহদিয়া চৌধুরী-এর প্রশ্ন (০৬:০১, ১ মার্চ ২০২২)

আমি উইকিপিডিয়া তে কিভাবে অবদান রাখতে পারি? আমি একাউন্ট খুলেছি কিন্তু আমার এই একাউন্ট টি দিয়ে আমি কিই বা করতে পারি? আমার এই ব্যাপারে ধারণা নেই। --মাহদিয়া চৌধুরী (আলাপ) ০৬:০১, ১ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন