ব্যবহারকারী আলাপ:কুউ পুলক



নাম পরিবর্তন করে (জাফর ফ্রাউটন) থেকে (জাফর ফ্রটন)[সম্পাদনা]
অনুগ্রহ করে আপনি কি পৃষ্ঠার নাম (জাফর ফ্রাউটন) থেকে (জাফর ফ্রিটন) করতে পারেন?
Jjff1 (আলাপ) ১০:৩৩, ১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
জরুরী সাহায্য জন্য[সম্পাদনা]
আপনার মাঝে মাঝে আমার সাহায্য লাগতে পারে The Piash (আলাপ) ২১:৪৭, ৪ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
সেন্ট পলস উচ্চ বিদ্যালয়, মাজুলি নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা[সম্পাদনা]

সেন্ট পলস উচ্চ বিদ্যালয়, মাজুলি নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।
একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/সেন্ট পলস উচ্চ বিদ্যালয়, মাজুলি পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।
অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। — হাসিব (আলাপ) ১৭:১৮, ৬ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ পদক[সম্পাদনা]
শুভেচ্ছা। -- আফতাবুজ্জামান (আলাপ) ০২:০০, ৭ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ[সম্পাদনা]
প্রিয় কুউ পুলক,
আশা করি কনকনে এই ঠাণ্ডাতেও ভালো আছেন। বিগত ২০২২ খ্রিস্টাব্দের ১লা নভেম্বর থেকে ৩০ নভেম্বর নাগাদ বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ এডিটাথনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন। যদি আপনি ইতোমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন, তাহলে দয়া করে দ্বিতীয়বার পূরণ করবেন না।
শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, উইকিপিডিয়া এশীয় মাস ২০২২ (বাংলা)
১৫:১২, ১৩ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
ফুশি কান্দু নিবন্ধটি সম্পর্কে[সম্পাদনা]
সুপ্রিয় কুউ পুলক, আমি মোহাম্মদ মারুফ। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি ১৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে অর্থাৎ এই বার্তা প্রদানের ৩৩৯ দিন পূর্বে ফুশি কান্দু নিবন্ধটি তৈরি করেছেন। যদিও উইকিপিডিয়ায় যে কেউই সম্পাদনা করতে পারে, কিন্তু উইকিপিডিয়ায় বিশ্বকোষীয় ও গঠনমূলক সম্পাদনার করার জন্য একটি নীতিমালা রয়েছে। আমাদের স্বাগত পাতায় এই নীতিমালার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। নীতিমালা অনুসারে, আপনার তৈরি করা নিবন্ধটিতে একাধিক সমস্যা পরিলক্ষিত হয়েছে। সমস্যাগুলো নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো:
- নিবন্ধটি আকারে অনেক ছোট
- নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল
আপনি যা করতে পারেন:
- নিবন্ধটি সম্প্রসারণ করে উইকিপিডিয়াকে সাহায্য করুন। অন্যথায়, এটি অপসারণের জন্য বিবেচিত হতে পারে
- নির্ভরযোগ্য উৎস থেকে আরো বেশি তথ্যসূত্র প্রদান করে এই নিবন্ধটির মানোন্নয়ন করুন। তা নাহলে নিবন্ধটি অপসারণ করা হতে পারে
এ সম্পর্কে আপনার মতামত বা পরামর্শ জানাতে আমার আলাপ পাতায় বার্তা দিতে পারেন। উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হোক। ধন্যবাদ। মোঃ মারুফ হাসান (আলাপ) ০৮:৩২, ২২ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
গণহারে স্থানান্তর[সম্পাদনা]
আপনি গণহারে হত্যাকাণ্ড শিরোনামযুক্ত নিবন্ধগুলোকে খুন শিরোনামে স্থানান্তর করতেছেন। এটার বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে নাকি নিজে থেকে আলোচনা ছাড়াই করতেছেন? আলোচনা ব্যতীত গণহারে স্থানান্তর করবেন না, যদি শিরোনামে ভুলও থাকে। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৪:৪১, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Al Riaz Uddin Ripon জনাব, murder তো খুন। আর massacre হলো হত্যাকাণ্ড (নিহতের সংখ্যা মাত্র কয়েক জন থেকে কয়েক লক্ষ হতে পারে)। আর যেখানে একটা মানুষ খুন হয় সেটা তো কোনভাবেই হত্যাকাণ্ড হতে পারে না। এই নিয়ে কি আলোচনা করবো বলুন। কুউ পুলক
০৪:৪৯, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- বাংলাদেশে সংঘটিত হত্যার ঘটনাসমূহ বেশিরভাগ ক্ষেত্রে হত্যাকাণ্ড নামেই গণমাধ্যমে বহুলভাবে পরিচিত। সবক্ষেত্রেই ইংরেজির অনুকরণে অনুবাদ করতে হবে এমন তো কথা নেই। যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশি পরিচিত সেটাই ব্যবহার করা উচিত। আপনি বলতেছেন কেন আলোচনা করবো? কিন্তু আপনি নিবন্ধগুলো স্থানান্তরের সময় কোথাও কি উল্লেখ করেছেন কি কারণে স্থানান্তর করতেছেন? অল্প কয়েকটা হলে তো মানা যায়। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:০৭, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Al Riaz Uddin Ripon ঠিক আছে জনাব, আর করবো না। আগের গুলো পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে পারেন (যদি আপনার মনে হয়)। ধন্যবাদ। কুউ পুলক
০৫:১৩, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- আমি আপাতত আগের অবস্থায় নিচ্ছি না। পূর্বাস্থায় নিতে চাইলে আপনাকে বার্তা না দিয়েই আগের অবস্থায় নিয়ে আসতাম। আমার বার্তা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকগুলো নিবন্ধে প্রভাব পড়বে এমন কিছু করতে গেলে যাতে অন্তত কিছু ব্যবহারকারীদের মতামত নেওয়া হয়। আমি সক্রিয় কয়েকজনকে উল্লেখ করে দিচ্ছি, যাতে ওনারাও মতামত দেয় এবং সে অনুসারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয় @আফতাবুজ্জামান, Yahya, MdsShakil, MS Sakib, এবং Mehediabedin:। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:২৩, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Al Riaz Uddin Ripon উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ অংশে আমি আলোচনা উত্থাপন করছি। আমি নিশ্চিত করে বলতে পারি, আলোচনা শেষে এই বিষয়ে কাজ করার আগ্রহ আমার আর থাকবে না। বাংলা উইকিতে মার্ডার, এজাজিনেশন, ম্যাসাকর সব যদি হত্যাকাণ্ড হয় তবে আমরা যারা বিষয়শ্রেণী তৈরি করি তারা আগাবো কি করে। তাই তো এই কাজে হাত দিয়েছিলাম। আলোচনা করে নেয়া অবশ্যই ভালো। কুউ পুলক
০৫:২৯, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- আমি আপনাকে অনুৎসাহিত করছি না। আমি যদি আপনাকে না জানাই সব আগের অবস্থায় নিয়ে আসতাম তাহলে কেমন লাগতো? আমি কেন বার্তা দিয়েছি সেটাও উল্লেখ করেছি৷ আশা করি বুঝাতে পেরেছি। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:৪১, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Al Riaz Uddin Ripon উইকিপিডিয়া:আলোচনাসভা/পরিভাষা ও অনুবাদ অংশে আমি আলোচনা উত্থাপন করছি। আমি নিশ্চিত করে বলতে পারি, আলোচনা শেষে এই বিষয়ে কাজ করার আগ্রহ আমার আর থাকবে না। বাংলা উইকিতে মার্ডার, এজাজিনেশন, ম্যাসাকর সব যদি হত্যাকাণ্ড হয় তবে আমরা যারা বিষয়শ্রেণী তৈরি করি তারা আগাবো কি করে। তাই তো এই কাজে হাত দিয়েছিলাম। আলোচনা করে নেয়া অবশ্যই ভালো। কুউ পুলক
- আমি আপাতত আগের অবস্থায় নিচ্ছি না। পূর্বাস্থায় নিতে চাইলে আপনাকে বার্তা না দিয়েই আগের অবস্থায় নিয়ে আসতাম। আমার বার্তা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকগুলো নিবন্ধে প্রভাব পড়বে এমন কিছু করতে গেলে যাতে অন্তত কিছু ব্যবহারকারীদের মতামত নেওয়া হয়। আমি সক্রিয় কয়েকজনকে উল্লেখ করে দিচ্ছি, যাতে ওনারাও মতামত দেয় এবং সে অনুসারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয় @আফতাবুজ্জামান, Yahya, MdsShakil, MS Sakib, এবং Mehediabedin:। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:২৩, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
- @Al Riaz Uddin Ripon ঠিক আছে জনাব, আর করবো না। আগের গুলো পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে পারেন (যদি আপনার মনে হয়)। ধন্যবাদ। কুউ পুলক
- বাংলাদেশে সংঘটিত হত্যার ঘটনাসমূহ বেশিরভাগ ক্ষেত্রে হত্যাকাণ্ড নামেই গণমাধ্যমে বহুলভাবে পরিচিত। সবক্ষেত্রেই ইংরেজির অনুকরণে অনুবাদ করতে হবে এমন তো কথা নেই। যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশি পরিচিত সেটাই ব্যবহার করা উচিত। আপনি বলতেছেন কেন আলোচনা করবো? কিন্তু আপনি নিবন্ধগুলো স্থানান্তরের সময় কোথাও কি উল্লেখ করেছেন কি কারণে স্থানান্তর করতেছেন? অল্প কয়েকটা হলে তো মানা যায়। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:০৭, ২৮ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)
নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন[সম্পাদনা]
প্রিয় কুউ পুলক,
শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন।
আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)