বাংলাদেশের উপপ্রধানমন্ত্রী
বাংলাদেশের উপ-প্রধানমন্ত্রী | |
---|---|
Deputy Prime Minister of Bangladesh | |
দায়িত্ব পদশূন্য ১৯৯০ থেকে | |
এর সদস্য | বাংলাদেশের জাতীয় সংসদ বাংলাদেশের মন্ত্রিসভা |
মনোনয়নদাতা | বাংলাদেশের প্রধানমন্ত্রী |
নিয়োগকর্তা | বাংলাদেশের রাষ্ট্রপতি |
সর্বপ্রথম | মওদুদ আহমেদ (১৯৭৯-১৯৮০) |
গঠন | ১৫ এপ্রিল ১৯৭৯ |
বাংলাদেশ প্রবেশদ্বার |
বাংলাদেশের উপ-প্রধানমন্ত্রী (ইংরেজি: Deputy Prime Minister of Bangladesh) হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-প্রধান এবং জাতীয় সংসদের দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার সংসদ নেতা। একজন উপ-প্রধানমন্ত্রী সাধারণত স্ব-পদ ছাড়া প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রিসভার কার্যভার এর পাশাপাশি যেকোনো স্বতন্ত্র মন্ত্রাণলয়ের দায়িত্বও পালন করতে পারেন। এই পদটি অনিয়মিতভাবে তৈরী করা হয়েছে, প্রতিষ্ঠার পর মাত্র ৯ বার এটি বহাল করা হয়েছিল। এই পদটি সাধারণত রাষ্ট্রপতি শাসন আমলে বিশেষ ভাবে লক্ষ্য করা যায়। বর্তমানে বাংলাদেশ সরকারের কোনো উপ-প্রধানমন্ত্রীর পদ নেই।
ইতিহাস
[সম্পাদনা]বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম (১৯৭৫–১৯৭৭) এর রাষ্ট্রপতিত্বে এবং জিয়াউর রহমানের (১৯৭৭–১৯৮১) শাসন আমলে মওদুদ আহমেদ ১৯৭৬ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বাংলাদেশের উপ-প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জামাল উদ্দিন আহমেদ ১৯৭৭ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত বাংলাদেশের উপ-প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।[১][২][৩] হুসেইন মুহাম্মদ এরশাদ এর শাসন আমলেও ১৯৮৪ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত এম এ মতিন বাংলাদেশের উপ-প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।[৪] কাজী জাফর আহমেদ প্রথমে উপ-প্রধানমন্ত্রী হিসাবে ১৯৮৫ সাল থেকে দায়িত্ব পালন করেন কিন্তু তিনি ১৯৮৯ থেকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হোন।
গুঞ্জন
[সম্পাদনা]২০১৭ সালে কিছু সামাজিক মাধ্যমগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এর উপ-প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের গুঞ্জন ছড়িয়ে পড়ে।[৫][৬] পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এটিকে গুজব বলে উড়িয়ে দেন এবং বলেন, "প্রধানমন্ত্রীই সিদ্ধান্ত নিবেন কাকে রাখবেন, কাকে বাদ দিবেন। তবে একটি পরিবর্তন আসতে পারে। এখন সেটি কখন হবে তা আমি জানি না।"[৫]
বিরোধীদলীয় নেতার পদকে উপ-প্রধানমন্ত্রীর মর্যাদার দাবী
[সম্পাদনা]২০১৯ সালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংসদের বিরোধী দলের নেতাকে উপ-প্রধানমন্ত্রীর এবং দলের চিফ হুইপের পদকে প্রতিমন্ত্রীর মর্যাদার দাবী করেন।[৭][৮] তিনি সংসদে স্পিকারের কাছে উত্থাপন করার কথা জানান।[৮]
বাংলাদেশের উপ-প্রধানমন্ত্রীর তালিকা
[সম্পাদনা]- রাজনৈতিক দল
প্রতিকৃতি | নাম | জন্ম | মৃত্যু | কার্যকাল | দল | প্রধানমন্ত্রী | রাষ্ট্রপতি | |
---|---|---|---|---|---|---|---|---|
মওদুদ আহমেদ | ২৪-০৫-১৯৪০ | ১৬-০৩-২০২১ | ১৫ এপ্রিল ১৯৭৯-০২ জানুয়ারি ১৯৮০ | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | শাহ আজিজুর রহমান (১৫.০৪.১৯৭৯-২৪.০৩.১৯৮২) | জিয়াউর রহমান (২১.০৪.১৯৭৭-৩০.০৫.১৯৮১)
আবদুস সাত্তার (৩০.০৫.১৯৮১–২৪.০৩.১৯৮২) | ||
একিউএম বদরুদ্দোজা চৌধুরী | ০১-১১-১৯৩২ | - | ১৫ এপ্রিল ১৯৭৯-২৩ আগষ্ট ১৯৭৯ | |||||
জামাল উদ্দিন আহমেদ | ১৯২৯ | ০৪-০১-২০১৫ | ২৩ আগস্ট ১৯৭৯-১১ ফেব্রুয়ারি ১৯৮২ | |||||
এস. এ. বারী | ২৮-০৩-১৯২৭ | ০৩-০৩-১৯৮৭ | ২৩ আগস্ট ১৯৭৯-২৭ নভেম্বর ১৯৮১ | |||||
এম এ মতিন | আনু. ১৯৩২ | ১৩-০৬-২০১২ | ০৯ জুলাই ১৯৮৬–১৩ আগস্ট ১৯৮৯ | জাতীয় পার্টি | মিজানুর রহমান চৌধুরী (০৯.০৭.১৯৮৬–২৭.০৩.১৯৮৮)
মওদুদ আহমেদ (২৭.০৩.১৯৮৮-১২.০৮.১৯৮৯) |
হুসেইন মুহাম্মদ এরশাদ (১১.১২.১৯৮৩–০৬.১২.১৯৯০) | ||
কাজী জাফর আহমেদ | ০১-০৭-১৯৩৯ | ২৭-০৮-২০১৫ | ০৯ জুলাই ১৯৮৬-১০ আগস্ট ১৯৮৭
২৭ মার্চ ১৯৮৮-১২ ডিসেম্বর ১৯৯০ |
মিজানুর রহমান চৌধুরী (০৯.০৭.১৯৮৬–২৭.০৩.১৯৮৮)
মওদুদ আহমেদ (২৭.০৩.১৯৮৮-১২.০৮.১৯৮৯) | ||||
মওদুদ আহমেদ | ২৪-০৫-১৯৪০ | ১৬-০৩-২০২১ | ০৯ জুলাই ১৯৮৬–২৭ মার্চ ১৯৮৮ | মিজানুর রহমান চৌধুরী (০৯.০৭.১৯৮৬–২৭.০৩.১৯৮৮) | ||||
শাহ মোয়াজ্জেম হোসেন | ১০-০১-১৯৩৯ | – | ২০ নভেম্বর ১৯৮৭-০৬ ডিসেম্বর ১৯৯০ | মিজানুর রহমান চৌধুরী (০৯.০৭.১৯৮৬–২৭.০৩.১৯৮৮)
মওদুদ আহমেদ (২৭.০৩.১৯৮৮-১২.০৮.১৯৮৯) কাজী জাফর আহমেদ (১২.০৮.১৯৮৯-০৬.১২.১৯৯০) |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Former deputy prime minister Jamal Uddin Ahmad dies"। Bdnews24.com। ২০১৫-০১-১৪। সংগ্রহের তারিখ ২০১৫-০১-০৪।
- ↑ jagonews24.com। "সাবেক উপ-প্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমদের ইন্তেকাল"। jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৬।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "সাবেক উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিনের ইন্তেকাল"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৬।
- ↑ "সাবেক মন্ত্রী ডা. এম এ মতিন আর নেই"। বিডিনিউজ.কম। ১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ ক খ "'উপ-প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি গুজব, রদবদল হতে পারে মন্ত্রিসভায়'"। m.poriborton.news। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৬।
- ↑ "প্রয়োজন দক্ষ ও যোগ্যতাসম্পন্ন ছোট মন্ত্রিসভা"। প্রিয়.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৬।
- ↑ "বিরোধীদলীয় নেতার পদকে উপ-প্রধানমন্ত্রীর মর্যাদা চান এরশাদ"। Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "'উপ প্রধানমন্ত্রী' মর্যাদা চান এরশাদ"। Dhaka Tribune Bangla। ২০১৯-০১-০৬। ২০২০-১১-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০২-১৬।