বেইজিং সাবওয়ে
বেইজিং সাবওয়ে | |
---|---|
![]() | |
তথ্য | |
অবস্থান | বেইজিং |
ধরন | দ্রুত পরিবহন |
লাইনের সংখ্যা | ৫ |
বিরতিস্থলের সংখ্যা | ৯৩ |
দৈনিক যাত্রীসংখ্যা | প্রায় ৩০ লক্ষ |
কাজ | |
কাজ শুরু | ১৯৬৯ |
পরিচালক | Beijing Mass Transit Railway Operation Corp., Ltd |
প্রযুক্তি | |
লাইনের দৈর্ঘ্য | ১৪২ কিমি |
গতিপথ গেজ | ১৪৩৫ মিমি |
বেইজিং সাবওয়ে (চীনা ভাষায়: 北京地鐵 পেইচিং তিথিয়ে "বেইজিং পাতাল রেল") চীনের রাজধানী বেইজিং ও তার আশেপাশের এলাকাকে সেবা প্রদানকারী দ্রুত রেল পরিবহন ব্যবস্থা। বর্তমানে এটিতে ৫টি লাইন আছে, যাদের মোট দৈর্ঘ্য ১৪২ কিমি এবং স্টেশনসংখ্যা ৯৩। প্রতিদিন প্রায় ৩০ লক্ষ লোক এই ব্যবস্থা ব্যবহার করেন। সাংহাই সাবওয়ে-র পরে এটি চীনের ২য় দীর্ঘতম সাবওয়ে ব্যবস্থা। ২০১৫ সালের মধ্যে এর দৈর্ঘ্য বাড়িয়ে ৫৬১ কিমি করার পরিকল্পনা নেয়া হয়েছে।