খচ্চর
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। (মার্চ ২০১০) |
খচ্চর | |
---|---|
![]() |
|
পোষ মানা
|
|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | স্তন্যপায়ী |
বর্গ: | অযুগ্ম-খুর-যুক্ত চতুষ্পদ |
পরিবার: | Equidae |
গণ: | Equus |
প্রজাতি: | Equus asinus x Equus caballus |
দ্বিপদী নাম | |
নেই অধিকাংশ খচ্চরই বাঁজা। বাঁজা সংকর জাত নিজ অধিকারে কোনো প্রজাতি নয়। |
|
প্রতিশব্দ | |
|
ঘোড়া ও গাধার সংকর প্রাণীকে খচ্চর বলে। ছেলে গাধা আর মেয়ে ঘোড়ার বাচ্চা হলে তাকে ইংরেজিতে বলে মিউল আর মেয়ে গাধা আর ছেলে ঘোড়ার বাচ্চা হলে তাকে বলে হিনি। বাংলা ভাষায় খচ্চর ছেলে বা মেয়ে হতে পারে। কিন্তু এরা সংকর, তাই প্রজননে অক্ষম। খচ্চরের মধ্যে ঘোড়া ও গাধা দুইয়েরই অনেক গুণ আছে। যেমন গাধার মত শান্ত ও এবং ঘোড়ার মত সাহসী ও শক্তিশালী।