নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসা
মাদ্রাসার লোগো
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত২ এপ্রিল ১৮৫০; ১৭৪ বছর আগে (1850-04-02)
প্রতিষ্ঠাতাশাহ কারামত আলী জৌনপুরী
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (২০০৬- ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান)
অধ্যক্ষড. মুহাম্মদ আমীনুল্লাহ
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ২৪০০
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহুরে
EIIN সংখ্যা১০৭৬১৮
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল, ব্যাটমিন্টন
ওয়েবসাইট107618.ebmeb.gov.bd

নোয়াখালী কারামতিয়া কামিল মাদ্রাসা বাংলাদেশের নোয়াখালী জেলার সদর উপজেলার ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসা[১][২] মাওলানা কারামাত আলী জৌনপুরী ১৮৫০ সা‌লে মাদ্রাসাটি প্র‌তিষ্ঠা ক‌রেন। মাদ্রাসাটি ২০১৬ সাল থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি মাদ্রাসা ও বর্তমানে এটি অনার্স কোর্স চালু থাকা মাদ্রাসা।[৩] বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এই মাদ্রাসার ইসলাম প্রচারে ব্যপক অবদান রয়েছে। দাখিল ও আলিম শ্রেণীর ফলাফলের দিক থেকেও মাদ্রাসাটি এই জেলার শীর্ষে অবস্থান করে। বর্তমানে মাদ্রাসাটিতে ২৪০০ এর অধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। মাদ্রাসার বর্তমান অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন ড. মুহাম্মদ আমীনুল্লাহ।[৪]

ইতিহাস[সম্পাদনা]

উপমহাদে‌শের আধ্যা‌ত্মিক সাধক মাওলানা কারামাত আলী জৌনপুরী ১৮৫০ সা‌লে মাদ্রাসাটি প্র‌তিষ্ঠা ক‌রেন। এরপর ধীরে ধীরে মাদ্রাসাটি একটি কামিল মাদ্রাসায় উন্নীত হয়। ২০০৬ সালে মাদ্রাসাটি ইসলামী বিশ্ববিদ্যালয় সংশোধনী আইন, ২০০৬ মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধিভুক্ত হয়।[৫] এরফলে ফাজিল ও কামিল পরীক্ষা উভয় মিলিয়ে সাধারণ শিক্ষার পূর্ণ স্নাতক ডিগ্রির সমমান লাভ করে। এরপরে ২০১৬ সালে মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিকরন করার জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়, এবং মাদ্রাসাটি সেখানে স্থানান্তরিত হয়।[৬]

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

মাদ্রাসাটিতে ইসলামি ও আধু‌নিক শিক্ষার সম‌ন্বিত ধারায় পাঠদান করা হয়। মাদ্রাসার দাখিল ও আলিম উভয় শ্রেণীতে মানবিকের পাশাপাশি বিজ্ঞান বিভাগ চালু আছে। এখানে প্রাথমিক স্তর ইবতেদায়ী থেকে শুরু করে কামিল শ্রেণী পর্যন্ত বিদ্যমান রয়েছে, এবং কামিল শ্রেণীতে দাওয়াহ এন্ড ইসলা‌মিক স্টা‌ডিজ বিষ‌য়ে অনার্স কোর্স চালু র‌য়ে‌ছে। এবং কুরআন, হাদিস, দাওয়াহ বিষয়ে ডিগ্রি কোর্স চালু আছে। এই মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিবছর ঢাবি, চ‌বি, রা‌বি, ইবি, নো‌বিপ্র‌বি প্রভৃতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল করে থাকে।

সহশিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

এই মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি রোভার স্কাউট, ব্লাড ডোনেশান ক্লাব, গার্লস গাইড, রেড‌ক্রি‌সেন্ট ক্লাব, স্বেচ্চা‌সেবী নানাধরনের কার্যক্রম বিদ্যমান রয়েছে। খেলাধুলা সহ নানা প্রতিযোগিতামূলক আয়োজনে এই মাদ্রাসা নিয়মিত অংশগ্রহণ করে থাকে।

সুযোগ-সুবিধা[সম্পাদনা]

এই মাদ্রাসা আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে। ছাত্রদের খেলার মাঠ, পড়াশোনার জন্য লাইব্রেরী, মেয়েদের অবসর কাটানোর জন্য কমন রুম সহ বিভিন্ন সুবিধা রয়েছে।

খেলার মাঠ[সম্পাদনা]

মাদ্রাসার শিক্ষার্থীদের খেলার জন্য সুবিশাল মাঠ রয়েছে। এখানে অবসর সময়ে ও পাঠদান শেষে মাদ্রাসার ছাত্ররা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এখানে খেলা-ধুলা করে থাকে। মাদ্রাসার উদ্যোগে এরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে থাকে।

গ্রন্থাগার[সম্পাদনা]

মাদ্রাসার সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত লাইব্রেরী রয়েছে। দাখিল থেকে শুরু করে কামিল পর্যায়ের সকল শিক্ষার্থীরা এখান থেকে বই ধার নিয়ে পড়াশোনা করতে পারে। ফাজিল ও কামিল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষ উচ্চতর গবেষণাধর্মী বই রয়েছে। এছাড়াও মাদরাসায় মু‌জিব কর্ণার র‌য়ে‌ছে।

মসজিদ[সম্পাদনা]

মাদ্রাসার কেন্দ্রীয় একটি সুবিশাল মসজিদ রয়েছে। এই মসজিদে মাদ্রাসা শিক্ষক ও ছাত্ররা নামাজ আদায় করে থাকে, এছাড়াও স্থানীয়রা ঈদের নামাজ এই মসজিদে আদায় করে থাকে।[৭]

শিক্ষকবৃন্দ:[সম্পাদনা]

উপাধ‌্যক্ষ: আহমদ আলী ছি‌দ্দিকী

মুহা‌দ্দিস: মাহবুব রাব্বানী

মুহা‌দ্দিস: ‌মোঃ আবদুল গনী শিব্বীর

সহ: অধ‌্যাপক: আবদুল্লাহ আল মাহমুদ

সহ: অধ‌্যাপক: ‌মোঃ ওয়া‌লি উল্লাহ

প্রভাষক: মোঃ জালাল উদ্দিন

প্রভাষক: মোঃ মাহমুদুর রহমান

প্রভাষক: মোঃ আশরাফ উল্লাহ

প্রভাষক: মোঃ ছালেহ উদ্দিন

প্রভাষক: ফারযানা

প্রভাষক: সাদেকাতুন নাঈম

সহকারী মৌল‌ভি: মোঃ আ‌নোয়ারুল হক

সহকারী শিক্ষক: মাহমুদা আক্তার


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অডিট আপত্তির মতামত গ্রহণ প্রসংগে"কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২২ 
  2. "Karamotia Kamil Madrasha - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৭-০২। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৩ 
  3. "আরো ২১ মাদরাসায় অনার্স কোর্স চালু"jagonews24.com। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৩ 
  4. "কা‌লের সাক্ষীঃ ঐ‌তিহ্যবাহী নোয়াখালী কারামা‌তিয়া কা‌মিল মাদরাসা"www.dailyprottoy.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৩ 
  5. "আলিয়া মাদরাসার উৎপত্তি ও ক্রমবিকাশ"lekhapora24.net। ২০২১-০৮-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৭ 
  6. "মাদ্রাসা শিক্ষার উন্নয়নে প্রত্যাশা"SAMAKAL (ইংরেজি ভাষায়)। ২০২১-০৬-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১০ 
  7. ব্যুরো, নোয়াখালী। "নোয়াখালীর সর্বত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৩