গারাংগিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাজিল মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গারাংগিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাজিল মাদ্রাসা
মাদ্রাসার লোগো
ধরনএমপিও ভুক্ত
স্থাপিত১ জানুয়ারি ১৯৭৯; ৪৫ বছর আগে (1979-01-01)
প্রতিষ্ঠাতামুহাম্মদ আবদুর রশিদ
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (২০০৬- ২০১৬)
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (২০১৬- বর্তমান)
মাধ্যমিক অন্তর্ভুক্তিবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
শিক্ষার্থীআনু. ৮০০
ঠিকানা
আলিয়া গারাংগিয়া দরবার শরীফ
, , ,
শিক্ষাঙ্গনশহুরে
EIIN সংখ্যা১০৫০৪৯
ওয়েবসাইটhttps://girmm.edu.bd/
http://105049.ebmeb.gov.bd/

গারাংগিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাজিল স্নাতক মাদ্রাসা চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার একটি উল্লেখযোগ্য আলিয়া মাদ্রাসা[১] ১৯৭৯ সালে মুহাম্মদ আবদুর রশিদ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। মাদ্রাসাটির দাখিল ও আলিম স্তর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের তত্ত্বাবধায়নে পরিচালিত হয়ে থাকে এবং ফাজিল স্তর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি রয়েছে। মাদ্রাসাটি সাতকানিয়া উপজেলার নারী শিক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখতে সমর্থ হয়েছে।[২] মাদ্রাসাটিতে বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক কোর্স চালু রয়েছে।[৩] মাদ্রাসার বর্তমান অধ্যক্ষের নাম নুরুল আলম ফারুকী।

ইতিহাস[সম্পাদনা]

মুহাম্মদ আবদুর রশিদ নিজে একজন আধ্যাত্নিক ব্যক্তি ছিলেন, তিনি আল্লামা মুহাম্মদ আবদুল মজিদের (বড় হুজুর কেবলা) অনুগামী ছিলেন। বড় হুজুর কেবলার পরামর্শেই তিনি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।[৪] স্থানীয় ব্যক্তিরা তার অবদান ও মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য ছোট হুজুর কেবলা বলে সম্বোধন করতো। তবে মাদ্রাসার নামকরণের ব্যপারে নানা পরামর্শ ও মতভেদ দেখা দেয়, সর্বশেষে উপমহাদেশের মোজাদ্দেদে শেখ আহমদ ফারুকী চরহিন্দির নামানুসারে মাদ্রাসার নাম দেওয়া হয় গারাংগিয়া ইসলামিয়া রব্বানী বালিকা মাদ্রাসা। পরবর্তীতে মাদ্রাসার কার্যক্রম বৃদ্ধি পেলে এ.টি.এম. মমতাজুল ইসলাম ছিদ্দিকী মাদ্রাসার নামের বালিকা শব্দ প্রতিস্থাপন করে মহিলা শব্দ যুক্ত করেন। এই নামেই মাদ্রাসাটি সরকারি নথিভুক্ত রয়েছে।[৫]

শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

মাদ্রাসা প্রথমে ইবতেদায়ী শাখা হিসাবে কার্যক্রম শুরু করলেও ১৯৯৪ সালে মাদ্রাসাটি দাখিল স্তরে পাঠদান শুরু করা হয়, পরের বছর শিক্ষাবোর্ড কর্তৃক দাখিল স্তরের স্বীকৃতি লাভ করে এবং ১৯৯৯ সালে দাখিল স্তর সরকার থেকে এমপিও ভুক্তি লাভ করে। এরপরে ২০০২ সালে আলিম শ্রেণীতে পাঠদান শুরু করা হয়, ২০০৪ সালে আলিম শ্রেণির স্বীকৃতি লাভ করে এবং ২০১০ সালে আলিম শ্রেণী এমপিও ভুক্তি লাভ করে।

২০০৬ সালে যখন বাংলাদেশের সব ফাজিল মাদ্রাসা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে, সেই বছর মাদ্রাসাটিতে ফাজিল শ্রেণীর ক্লাস নেওয়া শুরু করা হয়, পরবর্তীতে মাদ্রাসাটি বিশ্ববিদ্যালয়ের সংশোধনী আইন অনুসারে ইবি অধিভুক্তি লাভ করে। এরপরে ২০১৬ সালে ইসলামি আরবি বিশ্ববিদ্যাল হলে মাদ্রাসাটির ফাজিল স্তর উক্ত বিশ্ববিদালয়ের অধিভুক্তি লাভ করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dainikshiksha (২০২২-১১-৩০)। "গারাংগিয়া ইসলামিয়া রব্বানী মহিলা ফাযিল মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি - দৈনিকশিক্ষা"Dainik shiksha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২ 
  2. "গারাংগিয়া মহিলা মাদ্রাসার বার্ষিক সভা ২৮ ও ২৯ জানুয়ারি, প্রস্তুতি সভা সম্পন্ন"Alokito Satkania News (ইংরেজি ভাষায়)। ২০২১-০১-১২। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২ 
  3. "গভর্নিং বডি – চট্টগ্রাম বিভাগের আলিয়া মাদ্রাসা – Islamic Arabic University"iau.edu.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২ 
  4. "DETAILS HISTORY OF GARANGIA IS. RABBANI MOHILA FAZIL MADRASAH"105049.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২ 
  5. "History of Garangia Islamia Rabban Mohila Fazil Madrasah"girmm.edu.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-০২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]