বিদ্যাসাগর কলেজ
ধরন | Public |
---|---|
স্থাপিত | ১৮৭২ (মেট্রোপলিটন ইনস্টিটিউশন নামে) ১৯১৭ (বিদ্যাসাগর কলেজ নামে) |
অবস্থান | , , |
শিক্ষাঙ্গন | শহর |
অধিভুক্তি | কলকাতা বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | www.vidyasagarcollege.in |
বিদ্যাসাগর কলেজ ভারতের কলকাতার একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে স্নাতক পর্যায়ে পড়ানো হয়। কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ। এটি সর্বপ্রথম মেট্রোপলিটন ইনস্টিটিউশন নামে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক অধুনা বিধান সরণিতে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রধান লক্ষ্য ছিল শিক্ষাক্ষেত্রে প্রেসিডেন্সি কলেজের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা । এই কলেজটি সম্ভবত দেশের প্রথম প্রাইভেট কলেজে যেটা সম্পূর্ণ ভাবে ভারতীয় দের দ্বারা পরিচালিত ছিল। 1922 সালে গোটা দেশের মধ্যে এই কলেজেই প্রথম commerce department চালু করা হয়।
ইতিহাস
[সম্পাদনা]তৎকালীন ভারতের রাজধানী শহর কলিকাতার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে আত্মপ্রকাশ করেছিল আজকের বিদ্যাসাগর কলেজ। 1872 সালে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম প্রথম এই বেসরকারি কলেজটি, এর নাম ছিল মেট্রোপলিটন ইন্সটিটিউশন 1917 খ্রিষ্টাব্দে তৎকালীন এই কলেজের principal সারদারঞ্জন রায় প্রতিষ্ঠাতা র নামানুসারে এবং ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এর প্রতি সম্মান প্রদানে এই কলেজটির নামকরণ করেন বিদ্যাসাগর কলেজ। যদিও কলেজের মাঝেই মেট্রোপলিটন ইনস্টিটিউশন নামে উচ্চমাধ্যমিক স্কুলটি একই ভাবে আজও শিক্ষা প্রদান করে চলেছে। এই কলেজটিকে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর নিজ ব্যয়েই চালাতেন। এর মাধ্যমে তিনি উচ্চশিক্ষাকে সাধারণ মধ্যবিত্ত ভারতীয়দের কাছে পৌঁছে দিয়েছিলেন। এই কলেজটির সাথে বাংলার তথা গোটা দেশের বহু ইতিহাস জড়িয়ে রয়েছে। এই কলেজে একসময় রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর মতন বিখ্যাত মানুষ শিক্ষকতা করেছেন।
প্রাক্তনী
[সম্পাদনা]- স্বামী বিবেকানন্দ, দার্শনিক ও সন্ন্যাসী
- কেশব চন্দ্র সেন, ব্রাহ্মনেতা ও সমাজ সংস্কারক
- প্রফুল্ল চন্দ্র রায়, বিজ্ঞানী
- সত্যচরণ লাহা,প্রকৃতিবিদ ও পক্ষীবিদ
- যতীন্দ্রনাথ দাস, স্বাধীনতা সংগ্রামী
- রাম মনোহর লোহিয়া, স্বাধীনতা সংগ্রামী
- আনন্দ চন্দ্র আগরওয়াল, অহমিয়া সাহিত্যক
- গণেশ মান সিং, নেপালী স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ
- প্রভাতরঞ্জন সরকার, ধর্মগুরু ও আনন্দমার্গ, প্রভাত সঙ্গীত, নব্যমানবতাবাদ, প্রগতিশীল ব্যবহারিক তত্ত্ব-এর জনক
- শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ঔপন্যাসিক
- বিশ্বনাথ মুখোপাধ্যায়, রাজনীতিবিদ
- মান্না দে, গায়ক
- রাম সুন্দর দাস, রাজনীতিবিদ
- ব্রজেন দাস, সাঁতারু
তথ্যসূত্র
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |