সংবাদ প্রভাকর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সংবাদ প্রভাকর
সংবাদ প্রভাকর পত্রিকার একটি সংস্করণ (৫ ডিসেম্বর ১৮৪০)
ধরনদৈনিক সংবাদপত্র
প্রকাশকঈশ্বরচন্দ্র গুপ্ত
সম্পাদকঈশ্বরচন্দ্র গুপ্ত, রামচন্দ্র গুপ্ত, গোপালচন্দ্র মুখোপাধ্যায়, মণীন্দ্রকৃষ্ণ গুপ্ত
প্রতিষ্ঠাকাল২৮ জানুয়ারি, ১৮৩১
রাজনৈতিক মতাদর্শপ্রযোজ্য নয়
ভাষাবাংলা
প্রকাশনা স্থগিত২০শ শতাব্দীর প্রথম ভাগ
সদর দপ্তরকলকাতা, বাংলা প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত

সংবাদ প্রভাকর ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত কর্তৃক প্রতিষ্ঠিত একটি দৈনিক বাংলা সংবাদপত্র৷ ১৮৩১ সালে একটি সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে এটি চালু হয় এবং আট বছর পর ১৮৩৯ সালে এটি একটি দৈনিক সংবাদপত্রে রূপান্তরিত হয়৷ এটিই বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র৷ ব্রিটিশ ভারত ও বিদেশের সংবাদ প্রকাশের পাশাপাশি এই সংবাদপত্র ধর্ম, রাজনীতি, সমাজসাহিত্য সম্পর্কে নিজস্ব মতামত প্রকাশ করত৷ বাংলার নবজাগরণনীল বিদ্রোহের প্রতি মানুষকে সহানুভূতিশীল করে তোলার ক্ষেত্রে এই সংবাদপত্রের বিশেষ প্রভাব ছিল৷[১]

ইতিহাস[সম্পাদনা]

সংবাদ প্রভাকর ছিল ঈশ্বরচন্দ্র গুপ্তের মস্তিস্কপ্রসূত একটি সংবাদপত্র৷ তার পৃষ্ঠপোষক ছিলেন পাথুরিয়াঘাটার যোগেন্দ্রমোহন ঠাকুর৷ ১৮৩১ সালের ২৮ জানুয়ারি (মাঘ, ১২৩৭ বঙ্গাব্দ) ছিল এর প্রথম প্রকাশ৷[১] যোগেন্দ্রমোহন ঠাকুর ছিলেন এই সংবাদপত্রের পৃষ্ঠপোষক৷ তার মৃত্যুর পর ১৮৩২ সালে এই সংবাদপত্রটি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়৷

১৮৩৬ সালের ১০ অগস্ট ঈশ্বরচন্দ্র গুপ্ত একটি ত্রি-সাপ্তাহিক সংবাদপত্র হিসেবে এটি আবার চালু করেন৷ ১৮৩৭ সালে পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবার আবার এই সংবাদপত্রটিকে অর্থসাহায্য করতে শুরু করেন এবং ১৮৩৯ সালের ১৪ জুন সংবাদ প্রভাকর বাংলা ভাষার প্রথম দৈনিক সংবাদপত্র হিসেবে আত্মপ্রকাশ করে৷[১] ১৮৫৩ সাল থেকে পত্রিকাটি মাসিক সংস্করণরূপে প্রকাশিত হয়৷[২][৩]

বিশিষ্ট লেখক[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ইন্দ্রজিৎ চৌধুরী (২০১২)। "সংবাদ প্রভাকর"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. "সংবাদ প্রভাকর"www.kalerkantho.com। ২০২০-০৯-১১। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৮ 
  3. Azadi, Dainik (২০২১-০১-২৮)। "সংবাদ প্রভাকর : বাংলায় প্রকাশিত সর্বপ্রথম দৈনিক"দৈনিক আজাদী (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]