বিষয়বস্তুতে চলুন

২০২১–২২ নেদারল্যান্ডস ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২১–২২ নেদারল্যান্ডস পুরুষ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
 
  নিউজিল্যান্ড নেদারল্যান্ডস
তারিখ ২৫ মার্চ ২০২২ – ৪ এপ্রিল ২০২২
অধিনায়ক টম ল্যাথাম পিটার সেলার
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান উইল ইয়াং (২২৪) মাইকেল রিপন (১০৯)
সর্বাধিক উইকেট কাইল জেমিসন (৬) লোগান ফন বেক (৭)
সিরিজ সেরা খেলোয়াড় উইল ইয়াং (নিউজিল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজ ০–০ ব্যবধানে ড্র

নেদারল্যান্ডস পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের মার্চ ও এপ্রিল মাসে একটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ও তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে।[] ওডিআই সিরিজটি ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের একটি অংশ হিসেবে খেলা হয়।[][] প্রাথমিকভাবে সফরটি ২০২২ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিউজিল্যান্ডে ভ্রমণের ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রান্ত জটিলতার কারণে সফরটি কিছুদিন পিছিয়ে দেয়া হয়।[] ২০২১ সালের নভেম্বর মাসে নিউজিল্যান্ড ক্রিকেট সফরের সূচি নিশ্চিত করে।[]

সফরের প্রাথমিক সূচি অনুসারে প্রথম ওডিআই ম্যাচটির আয়োজনস্থল ছিল ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল[] কিন্তু ২০২২ সালের ২৭ জানুয়ারি নিউজিল্যান্ড ক্রিকেট সূচিতে পরিবর্তন আনে, এবং ম্যাচটিকে বে ওভালে নিয়ে যাওয়া হয়।[] আন্তর্জাতিক ম্যাচগুলোর আগে নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড একাদশের মধ্যে তিনটি প্রস্তুতিমূলক ম্যাচ আয়োজন করা হয়।[]

সিরিজের একমাত্র টি২০আই ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।[] ওডিআই সিরিজে নিউজিল্যান্ড ৩–০ ব্যবধানে জয়লাভ করে।[১০]

দলীয় সদস্য

[সম্পাদনা]
 নিউজিল্যান্ড  নেদারল্যান্ডস
ওডিআই[১১] টি২০আই[১২] ওডিআই ও টি২০আই[১৩][১৪][১৫]

২০২২ সালের ১৩ মার্চ মাইকেল রিপনকে নেদারল্যান্ডসের দলে যোগ করা হয়।[১৬] ওডিআই সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যানের দেহে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় তিনি ওডিআই সিরিজের দল থেকে ছিটকে যান।[১৭] তাঁর বদলি হিসেবে জর্জ ওয়ার্কারকে দলে নেয়া হয়।[১৮]

প্রস্ততিমূলক ম্যাচ

[সম্পাদনা]
১৭ মার্চ ২০২২
১১:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড একাদশ 
২৮০/৮ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
১১৭/৪ (২৯.১ ওভার)
মাইকেল ব্রেসওয়েল ১২৭* (১০৮)
ফ্রেড ক্লাসেন ৩/৫৪ (১০ ওভার)
নিউজিল্যান্ড একাদশ ৪২ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
ম্যাকলিন পার্ক, নেপিয়ার
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)
  • নেদারল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।

১৯ মার্চ ২০২২
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
২১৪/৯ (৫০ ওভার)
 নিউজিল্যান্ড একাদশ
২১৫/৬ (৪২.১ ওভার)
বাস ডে লেডা ৭৪ (৯১)
অ্যাংগাস ম্যাককেনজি ৪/৩৩ (৯ ওভারে)
মাইকেল ব্রেসওয়েল ৮১ (৭২)
রায়ান ক্লাইন ২/৩০ (৫ ওভার)
নিউজিল্যান্ড একাদশ ৪ উইকেটে জয়ী
ম্যাকলিন পার্ক, নেপিয়ার
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)
  • টস হয়নি।

২১ মার্চ ২০২২
১৯:০০ (রাত)
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
ম্যাকলিন পার্ক, নেপিয়ার
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

একমাত্র টি২০আই

[সম্পাদনা]
২৫ মার্চ ২০২২
১৯:১০ (রাত)
স্কোরকার্ড
ম্যাচ পরিত্যক্ত
ম্যাকলিন পার্ক, নেপিয়ার
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও শন হেইগ (নিউজিল্যান্ড)
  • টস হয়নি।
  • বৃষ্টির কারণে কোনও খেলা সম্ভব হয়নি।

ওডিআই সিরিজ

[সম্পাদনা]

১ম ওডিআই

[সম্পাদনা]
২৯ মার্চ ২০২২
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
২০২ (৪৯.৪ ওভার)
 নিউজিল্যান্ড
২০৪/৩ (৩৮.৩ ওভার)
মাইকেল রিপন ৬৭ (৯৭)
ব্লেয়ার টিকনার ৪/৫০ (১০ ওভার)
উইল ইয়াং ১০৩ (১১৪)
মাইকেল রিপন ২/৩২ (৮ ওভার)
নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী
বে ওভাল, মাউন্ট মংগানুই
আম্পায়ার: ওয়েন নাইটস (নিউজিল্যান্ড) ও ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: উইল ইয়াং (নিউজিল্যান্ড)
  • নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ব্লেয়ার টিকনার, মাইকেল ব্রেসওয়েল (নিউজিল্যান্ড) ও বিক্রমজিত সিং (নেদারল্যান্ডস)-এর ওডিআই অভিষেক হয়।
  • উইল ইয়াং (নিউজিল্যান্ড) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১৯]
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: নিউজিল্যান্ড ১০, নেদারল্যান্ডস ০।

২য় ওডিআই

[সম্পাদনা]
২ এপ্রিল ২০২২
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২৬৪/৯ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
১৪৬ (৩৪.১ ওভার)
টম ল্যাথাম ১৪০* (১২৩)
লোগান ফন বেক ৪/৫৬ (১০ ওভার)
নিউজিল্যান্ড ১১৮ রানে জয়ী
সেডন পার্ক, হ্যামিল্টন
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: টম ল্যাথাম (নিউজিল্যান্ড)
  • নেদার‍ল্যান্ডস টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: নিউজিল্যান্ড ১০, নেদারল্যান্ডস ০।

৩য় ওডিআই

[সম্পাদনা]
৪ এপ্রিল ২০২২
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
৩৩৩/৮ (৫০ ওভার)
 নেদারল্যান্ডস
২১৮ (৪২.৩ ওভার)
উইল ইয়াং ১২০ (১১২)
ক্লেটন ফ্লয়েড ২/৪১ (৭ ওভার)
নিউজিল্যান্ড ১১৫ রানে জয়ী
সেডন পার্ক, হ্যামিল্টন
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও শন হেইগ (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: উইল ইয়াং (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: নিউজিল্যান্ড ১০, নেদারল্যান্ডস ০।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "NZ quarantine facilities in place for Bangladesh, Netherlands, South Africa to tour in 2021-22"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২১ 
  2. "South Africa announce their 2021-2022 home season schedule"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১ 
  3. "Men's Future Tours Programme" (পিডিএফ)আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯ 
  4. "India tour of New Zealand postponed as cricket's hefty MIQ allocation revealed"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২১ 
  5. "Summer of opportunity looms for Blackcaps and White Ferms"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ১১ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১ 
  6. "NZ Cricket revises home schedule for Black Caps and White Ferns"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২২ 
  7. "NZC announces revised home schedule"নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ২৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০২২ 
  8. "Taylor to turn out for New Zealand XI against touring Netherlands"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২২ 
  9. "Black Caps v Netherlands T20 abandoned without a ball bowled in Napier"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০২২ 
  10. "Young, Guptil tons, Henry four-for propel New Zealand to 3-0 sweep against Netherlands"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০২২ 
  11. "Michael Bracewell, Dane Cleaver earn maiden New Zealand call-ups for Netherlands series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২২ 
  12. "Michael Bracewell poised for Black Caps' debut against the Netherlands"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২২ 
  13. "Cricket selection announced for tour to New Zealand"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২২ 
  14. "O'Dowd, Myburgh and Van Beek back for Netherlands' tour of New Zealand"ইমার্জিং ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২২ 
  15. "'Homecoming' for van Beek, Klaassen as Netherlands name squad for New Zealand tour"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০২২ 
  16. "Michael Rippon added to Dutch squad"রাজকীয় ওলন্দাজ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২২ 
  17. "Chapman tests positive for Covid-19; Worker called in as replacement for Netherlands ODIs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২ 
  18. "Mark Chapman has Covid-19; replaced by George Worker in Black Caps' ODI squad"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২ 
  19. "New Zealand beat the Netherlands by seven wickets in ODI in Mount Maunganui"স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]