২০২০–২১ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
২০২০-২১ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর | |||
---|---|---|---|
![]() |
![]() | ||
নিউজিল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ | ||
তারিখ | ২৭ নভেম্বর – ১৫ ডিসেম্বর ২০২০ | ||
অধিনায়ক |
কেন উইলিয়ামসন (টেস্ট) টিম সাউদি (টি২০আই) |
জেসন হোল্ডার (টেস্ট) কিরণ পোলার্ড (টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | কেন উইলিয়ামসন (২৫১) | জার্মেইন ব্ল্যাকউড (২১৬) | |
সর্বাধিক উইকেট | টিম সাউদি (১২) | শ্যানন গ্যাব্রিয়েল (৬) | |
সিরিজ সেরা খেলোয়াড় | কাইল জেমিসন (নিউজিল্যান্ড) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয় | ||
সর্বাধিক রান | গ্লেন ফিলিপস (১৩০) | কিরণ পোলার্ড (১০৩) | |
সর্বাধিক উইকেট | লকি ফার্গুসন (৭) | ওশেন টমাস (৩) | |
সিরিজ সেরা খেলোয়াড় | লকি ফার্গুসন (নিউজিল্যান্ড) |
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে, যা নভেম্বর থেকে ডিসেম্বর ২০২০-এ অনুষ্ঠিত হয়। [১][২]
দলীয় সদস্য[সম্পাদনা]
টেস্ট | টি২০আই | ||
---|---|---|---|
![]() |
![]() |
![]() |
![]() |
প্র্যাকটিস ম্যাচ[সম্পাদনা]
২০–২২ নভেম্বর ২০২০
|
ব
|
||
- নিউজিল্যান্ড এ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৬–২৯ নভেম্বর ২০২০
|
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩–৬ ডিসেম্বর ২০২০
|
ব
|
||
- নিউজিল্যান্ড এ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
১১–১৪ ডিসেম্বর ২০২০
|
ব
|
||
- নিউজিল্যান্ড এ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- জেইডেন সিলস (ওয়েস্ট ইন্ডিজ এ) তার প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়।
টি২০আই সিরিজ[সম্পাদনা]
১ম টি২০আই[সম্পাদনা]
২৭ নভেম্বর ২০২০
১৯:০০ (রাত) |
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে নিউজিল্যান্ড ১ ওভার থেকে ১৭৬ রানের সংশোধিত লক্ষ্য নির্ধারণ করেছিল।
- ডেভন কনওয়ে ও কাইল জেমিসন (নিউজিল্যান্ড) উভয়ই তার টি২০আই অভিষেক হয়।
- লকি ফার্গুসন (নিউজিল্যান্ড) তার প্রথম স্থান গ্রহণ করেছে টি২০আইতে পাঁচ উইকেট শিকার।
২য় টি২০আই[সম্পাদনা]
২৯ নভেম্বর ২০২০
১৪:০০ |
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কাইল মায়ার্স (ওয়েস্ট ইন্ডিজ) তার টি২০আই অভিষেক হয়।
- গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড) টি২০আইতে প্রথম সেঞ্চুরি করেছে।
- গ্লেন ফিলিপস টি২০আইতে (৪৬ বলে) নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের হয়ে দ্রুততম সেঞ্চুরিও করেছিলেন।
৩য় টি২০আই[সম্পাদনা]
৩০ নভেম্বর ২০২০
১৯:০০ (রাত) |
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সময় বৃষ্টি আর কোনও খেলা বাধা দেয়।
- মিচেল স্যান্টনার নিউজিল্যান্ডের অধিনায়ক ছিলেন টি২০আইতে প্রথমবার।
টেস্ট সিরিজ[সম্পাদনা]
১ম টেস্ট[সম্পাদনা]
৩–৭ ডিসেম্বর ২০২০
|
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে প্রথম দিন দুপুরের খাবারের আগে কোনও খেলা সম্ভব হয়নি।
- উইল ইয়ং (নিউজিল্যান্ড) তার টেস্ট অভিষেক হয়।
- ইনিংসের জয়ের বিচারে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয়।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: নিউজিল্যান্ড ৬০, ওয়েস্ট ইন্ডিজ ০।
২য় টেস্ট[সম্পাদনা]
১১–১৫ ডিসেম্বর ২০২০
|
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- জশুয়া দা সিলভা ও চেমার হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) উভয়ই তার টেস্ট অভিষেক হয়।
- নিল ওয়াগনার (নিউজিল্যান্ড) ও শ্যানন গ্যাব্রিয়েল (ওয়েস্ট ইন্ডিজ) উভয়ই তার পঞ্চাশতম টেস্টে খেলেছে।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: নিউজিল্যান্ড ৬০, ওয়েস্ট ইন্ডিজ ০।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Men's Future Tours Programme" (পিডিএফ)। International Cricket Council। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৯।
- ↑ "Black Caps home season likely to start mid-November as cricket schedule takes shape"। Stuff। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২০।