২০২৩–২৪ বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৩–২৪ বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
 
  নিউজিল্যান্ড বাংলাদেশ
তারিখ ১৭ – ৩১ ডিসেম্বর ২০২৩
অধিনায়ক টম ল্যাথাম (ওডিআই)
মিচেল স্যান্টনার (টি২০আই)
নাজমুল হোসেন শান্ত
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান উইল ইয়াং (২২০) সৌম্য সরকার (১৭৩)
সর্বাধিক উইকেট উইলিয়াম ও'রোর্ক (৫) শরিফুল ইসলাম (৬)
সিরিজ সেরা খেলোয়াড় উইল ইয়াং (নিউজিল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান জেমস নিশাম (৭৬) লিটন দাস (৪২)
সর্বাধিক উইকেট মিচেল স্যান্টনার (৫) শরিফুল ইসলাম (৬)
সিরিজ সেরা খেলোয়াড় শরিফুল ইসলাম (বাংলাদেশ)

বাংলাদেশ ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এবং তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক (টি-টোয়েন্টি) ম্যাচ খেলতে ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর করছে। সিরিজের আগে, নিউজিল্যান্ড সেপ্টেম্বর, নভেম্বর এবং ডিসেম্বর ২০২৩ সালে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য বাংলাদেশ সফর করে।

দলীয় সদস্য[সম্পাদনা]

 নিউজিল্যান্ড  বাংলাদেশ
ওডিআই টি২০আই ওডিআই টি২০আই

ইশ সোধিকে শুধুমাত্র প্রথম ওডিআইয়ের জন্য নাম দেওয়া হয়েছিল, যেখানে আদিত্য অশোককে নিউজিল্যান্ডের দলে শেষ দুটি ওডিআইয়ের জন্য নাম দেওয়া হয়েছিল। ১৫ ডিসেম্বর ২০২৩-এ, কাইল জেমিসনের কভার হিসেবে বেন সিয়ার্সকে নিউজিল্যান্ডের ওডিআই স্কোয়াডে যোগ করা হয়। ২২ ডিসেম্বর ২০২৩-এ, কেন উইলিয়ামসন এবং কাইল জেমিসনকে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে প্রত্যাহার করা হয় এবং রচিন রবীন্দ্র এবং জেকব ডাফি এদের স্থলাভিষিক্ত হন। উইলিয়ামসনের অনুপস্থিতিতে মিচেল স্যান্টনারকে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়।

ট্যুর ম্যাচ[সম্পাদনা]

১৪ ডিসেম্বর ২০২৩
১১:০০
বাংলাদেশ 
৩৩৪ (৪৯.৫ ওভার)
 নিউজিল্যান্ড
৩০৮ (৪৯.২ ওভার)
রিশাদ হোসেন ৮৭ (৫৪)
সম্রাট সিং ৪/৭৩ (১০ ওভার)
ভরত পপলি ৯২ (৯০)
রিশাদ হোসেন ৩/৫২ (৭.২ ওভার)
বাংলাদেশ ২৬ রানে জয়ী
বার্ট সাটক্লিফ ওভাল, লিংকন
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও শন হেইগ (নিউজিল্যান্ড)

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

১৭ ডিসেম্বর ২০২৩
১১:০০
নিউজিল্যান্ড 
২৩৯/৭ (৩০ ওভার)
 বাংলাদেশ
২০০/৯ (৩০ ওভার)
উইল ইয়াং ১০৫ (৮৪)
শরিফুল ইসলাম ২/২৮ (৬ ওভার)
এনামুল হক বিজয় ৪৩ (৩৯)
জোশ ক্লার্কসন ২/২৪ (৪ ওভার)
নিউজিল্যান্ড ৪৪ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
ইউনিভার্সিটি ওভাল, ডানেডিন
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: উইল ইয়ং (নিউজিল্যান্ড)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ইনিংসপ্রতি ৩০ ওভারে খেলা হয়।
  • বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য ৩০ ওভারে ২৪৫ নির্ধারণ করা হয়।
  • জোশ ক্লার্কসন ও উইলিয়াম ও'রোর্ক (নিউজিল্যান্ড) উভয়েরই ওডিআই অভিষেক হয়।
  • টম ল্যাথাম (নিউজিল্যান্ড) ওডিআইতে তার ৪,০০০তম রান করেন।

২য় ওডিআই[সম্পাদনা]

২০ ডিসেম্বর ২০২৩
১১:০০
নিউজিল্যান্ড 
২৯১ (৪৯.৫ ওভার)
 বাংলাদেশ
২৯৬/৩ (৪৬.২ ওভার)
সৌম্য সরকার ১৬৯ (১৫১)
উইলিয়াম ও'রোর্ক ৩/৪৭ (৯.৫ ওভার)
হেনরি নিকোলস ৯৫ (৯৯)
হাসান মাহমুদ ২/৫৭ (৭ ওভার)
নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী
স্যাক্সটন ওভাল, নেলসন
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সৌম্য সরকার (বাংলাদেশ)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • আদিত্য অশোক (নিউজিল্যান্ড) এবং রিশাদ হোসেন (বাংলাদেশ) উভয়েরই ওডিআই অভিষেক হয়ে।
  • নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে এটাই ছিল বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।
  • সৌম্য সরকার (বাংলাদেশ) ওডিআইতে নিউজিল্যান্ডে একজন এশীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করে রেকর্ড গড়েছেন।
  • ওডিআইতে ঘরের বাইরে বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড করেছেন সৌম্য সরকার
  • হেনরি নিকোলস (নিউজিল্যান্ড) ওডিআইতে তার ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেন।

৩য় ওডিআই[সম্পাদনা]

২৩ ডিসেম্বর ২০২৩
১১:০০
বাংলাদেশ 
৯৮ (৩১.৪ ওভার)
 নিউজিল্যান্ড
৯৯/১ (১৫.১ ওভার)
নাজমুল হোসেন শান্ত ৫১* (৪২)
উইলিয়াম ও'রোর্ক ১/৩৩ (৪ ওভার)
বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
ম্যাকলিন পার্ক, নেপিয়ার
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: তানজিম হাসান সাকিব (বাংলাদেশ)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শরিফুল ইসলাম (বাংলাদেশ) বাংলাদেশের হয়ে তৃতীয় দ্রুততম বোলার যিনি তৃতীয় সর্বনিম্ন ইনিংস খেলে (৩২) ওডিআইতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন।
  • এটি ছিল বাংলাদেশের বিপক্ষে ওডিআইতে নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোর এবং সামগ্রিকভাবে বাংলাদেশের বিপক্ষে ওডিআইতে যেকোনো দলের তৃতীয় সর্বনিম্ন স্কোর।
  • নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআইতে এটাই বাংলাদেশের প্রথম জয়।

টি২০আই সিরিজ[সম্পাদনা]

১ম টি২০আই[সম্পাদনা]

২৭ ডিসেম্বর ২০২৩
১৯:১০ (রাত)
নিউজিল্যান্ড 
১৩৪/৯ (২০ ওভার)
 বাংলাদেশ
১৩৭/৫ (১৮.৪ ওভার)
জেমস নিশাম ৪৮ (২৯)
শরিফুল ইসলাম ৩/২৬ (৪ ওভার)
লিটন দাস ৪২[[[অপরাজিত (ক্রিকেট)|*]] (৩৬)
জেমস নিশাম ১/৭ (১ ওভার)
বাংলাদেশ ৫ উইকেটে জয়ী
ম্যাকলিন পার্ক, নেপিয়ার
আম্পায়ার: শন হেইগ (নিউজিল্যান্ড) ও ওয়েন নাইটস (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাহেদী হাসান (বাংলাদেশ)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • তানজিম হাসান সাকিব (বাংলাদেশ)-এর টি২০আই অভিষেক হয়।
  • টি২০আইতে প্রথমবারের মতো বাংলাদেশের অধিনায়কত্ব করেন নাজমুল হোসেন শান্ত
  • নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০আইতে এটি বাংলাদেশের প্রথম জয়।

২য় টি২০আই[সম্পাদনা]

২৯ ডিসেম্বর ২০২৩
১৯:১০ (রাত)
নিউজিল্যান্ড 
৭২/২ (১১ ওভার)
ফলাফল হয়নি
বে ওভাল, মাউন্ট মংগানুই
আম্পায়ার: কিম কটন (নিউজিল্যান্ড) ও শন হেইগ (নিউজিল্যান্ড)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নিউজিল্যান্ডের ইনিংসের সময় বৃষ্টির কারণে আর কোনো খেলা সম্ভব হয়নি।

৩য় টি২০আই[সম্পাদনা]

৩১ ডিসেম্বর ২০২৩
১৩:০০
নিউজিল্যান্ড 
১১০ (১৯.২ ওভার)
 বাংলাদেশ
৯৫/৫ (১৪.৪ ওভার)
ফিন অ্যালেন ৩৮ (৩১)
শরিফুল ইসলাম ২/১৭ (৩.৪ ওভার)
নিউজিল্যান্ড ১৭ রানে জয়ী (ডিএলএস পদ্ধতি)
বে ওভাল, মাউন্ট মংগানুই
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও ওয়েন নাইটস (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • অ্যাডাম মিলেন (নিউজিল্যান্ড) টি২০আইতে তার ৫০তম উইকেট নেন।

পাদটীকা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]