মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Mouryan মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলকাতা পাতাটিকে মেডিকেল কলেজ এবং হাসপাতাল, কলকাতা শিরোনামে কোনো পুনর্নির্দেশনা ছাড়াই স্থানান্তর করেছেন
সম্পাদনা সারাংশ নেই
১ নং লাইন: ১ নং লাইন:
{{Infobox_University |
{{Infobox_University |
name = কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল |
name = কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল |
image = [[চিত্র:Mchbuilding.JPG|255px|The [[Medical College and Hospital Building|Medical College and Hospital building]]]]|
image = [[চিত্র:Mchbuilding.JPG|255px|The [[Medical College and Hospital Building|Medical College and Hospital building]]]]|
type = মেডিকেল কলেজ হাসপাতাল |
type = মেডিকেল কলেজ এবং হাসপাতাল |
established = {{শুরুর তারিখ ও বয়স|১৮৩৫|১|২৮}} |
established = {{শুরুর তারিখ ও বয়স|১৮৩৫|১|২৮}} |
principal = অধ্যাপক (ডাক্তার) উৎপলকুমার দত্ত|
principal = অধ্যাপক (ডাক্তার) উৎপলকুমার দত্ত|
১৭ নং লাইন: ১৭ নং লাইন:
}}
}}


'''কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল''' [[কলকাতা|কলকাতায়]] অবস্থিত একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। ১৮৩৫ সালে '''মেডিকেল কলেজ, বেঙ্গল''' নামে এটি প্রতিষ্ঠিত হয়। এটি [[এশিয়া|এশিয়ার]] দ্বিতীয় ইউরোপীয় মেডিসিন কলেজ।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল= http://medicalcollegekolkata.org/heritage.html|শিরোনাম= Heritage|সংগ্রহের-তারিখ= 2007-11-20|কর্ম= |প্রকাশক= Medical College and Hospital Kolkata|আর্কাইভের-ইউআরএল= https://web.archive.org/web/20071009050622/http://medicalcollegekolkata.org/heritage.html|আর্কাইভের-তারিখ= ২০০৭-১০-০৯|অকার্যকর-ইউআরএল= হ্যাঁ}}</ref> এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল জাতি ও বর্ণ নির্বিশেষে দেশীয় যুবকদের আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যায় পারদর্শী করে তোলা। ১৮৩৫ সালের ২৮ জানুয়ারি এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার অব্যবহিত পরেই ওই বছর ২ ফেব্রুয়ারি [[মাদ্রাজ মেডিকেল কলেজ]] প্রতিষ্ঠিত হয়।
'''কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল''' [[কলকাতা|কলকাতায়]] অবস্থিত একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। ১৮৩৫ সালে '''মেডিকেল কলেজ, বেঙ্গল''' নামে এটি প্রতিষ্ঠিত হয়। এটি [[এশিয়া|এশিয়ার]] দ্বিতীয় ইউরোপীয় মেডিসিন কলেজ।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল= http://medicalcollegekolkata.org/heritage.html|শিরোনাম= Heritage|সংগ্রহের-তারিখ= 2007-11-20|কর্ম= |প্রকাশক= Medical College and Hospital Kolkata|আর্কাইভের-ইউআরএল= https://web.archive.org/web/20071009050622/http://medicalcollegekolkata.org/heritage.html|আর্কাইভের-তারিখ= ২০০৭-১০-০৯|অকার্যকর-ইউআরএল= হ্যাঁ}}</ref> এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল জাতি ও বর্ণ নির্বিশেষে দেশীয় যুবকদের আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যায় পারদর্শী করে তোলা। ১৮৩৫ সালের ২৮ জানুয়ারি এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার অব্যবহিত পরেই ওই বছর ২ ফেব্রুয়ারি [[মাদ্রাজ মেডিকেল কলেজ]] প্রতিষ্ঠিত হয়।


এই কলেজ থেকে বর্তমানে সাড়ে পাঁচ বছরের শিক্ষাক্রমের শেষে [[ব্যাচেলরস অফ মেডিসিন অ্যান্ড সার্জারি]] (এমবিবিএস) ডিগ্রি দেওয়া হয়। এছাড়াও এমএস/এমডি বা পোস্ট ডক্টোরাল এমসিএইচ/ডিএম ডিগ্রিও দেওয়া হয়। ডাক্তারি শিক্ষার সঙ্গে সঙ্গে এখানে নার্সিং ও বিভিন্ন প্যারামেডিক্যাল শিক্ষাক্রমও চালু রয়েছে। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল শহরের অন্যতম বৃহৎ হাসপাতাল।
এই কলেজ থেকে বর্তমানে সাড়ে পাঁচ বছরের শিক্ষাক্রমের শেষে [[ব্যাচেলর অব মেডিসিন, ব্যাচেলর অব সার্জারি|ব্যাচেলরস অফ মেডিসিন অ্যান্ড সার্জারি]] (এমবিবিএস) ডিগ্রি দেওয়া হয়। এছাড়াও এমএস/এমডি বা পোস্ট ডক্টোরাল এমসিএইচ/ডিএম ডিগ্রিও দেওয়া হয়। ডাক্তারি শিক্ষার সঙ্গে সঙ্গে এখানে নার্সিং ও বিভিন্ন প্যারামেডিক্যাল শিক্ষাক্রমও চালু রয়েছে। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল শহরের অন্যতম বৃহৎ হাসপাতাল।


==মেডিকেল কলেজ==
==মেডিকেল কলেজ==

০৫:৫৯, ৮ মে ২০২১ তারিখে সংশোধিত সংস্করণ

কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল
The Medical College and Hospital building
নীতিবাক্যCum Humanitate Scientia
ধরনমেডিকেল কলেজ এবং হাসপাতাল
স্থাপিত২৮ জানুয়ারি ১৮৩৫; ১৮৯ বছর আগে (1835-01-28)
অধ্যক্ষঅধ্যাপক (ডাক্তার) উৎপলকুমার দত্ত
ঠিকানা, ,
অধিভুক্তিপশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটwww.medicalcollegekolkata.org
মানচিত্র

কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল কলকাতায় অবস্থিত একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। ১৮৩৫ সালে মেডিকেল কলেজ, বেঙ্গল নামে এটি প্রতিষ্ঠিত হয়। এটি এশিয়ার দ্বিতীয় ইউরোপীয় মেডিসিন কলেজ।[১] এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল জাতি ও বর্ণ নির্বিশেষে দেশীয় যুবকদের আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যায় পারদর্শী করে তোলা। ১৮৩৫ সালের ২৮ জানুয়ারি এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হওয়ার অব্যবহিত পরেই ওই বছর ২ ফেব্রুয়ারি মাদ্রাজ মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়।

এই কলেজ থেকে বর্তমানে সাড়ে পাঁচ বছরের শিক্ষাক্রমের শেষে ব্যাচেলরস অফ মেডিসিন অ্যান্ড সার্জারি (এমবিবিএস) ডিগ্রি দেওয়া হয়। এছাড়াও এমএস/এমডি বা পোস্ট ডক্টোরাল এমসিএইচ/ডিএম ডিগ্রিও দেওয়া হয়। ডাক্তারি শিক্ষার সঙ্গে সঙ্গে এখানে নার্সিং ও বিভিন্ন প্যারামেডিক্যাল শিক্ষাক্রমও চালু রয়েছে। কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল শহরের অন্যতম বৃহৎ হাসপাতাল।

মেডিকেল কলেজ

মেডিকেল কলেজ তৈরি হয়ে গিয়েছে ১৮৩৫ সালে। ক্লাসও শুরু হয়েছে সে বছর ১ জুন থেকে। ডা. মাউন্টফোর্ড জোসেফ ব্রামলি ছিলেন কলেজের প্রথম সুপারিনটেন্ডেন্ট — তখনও সেটিই শীর্ষপদ। ডা. ব্রামলি ও ডা. গুডিভ, এই দুজন সাহেব শিক্ষক ছাড়া আরও দুজন এদেশীয় শিক্ষক ছিলেন, মধুসূদন গুপ্ত ও নবকৃষ্ণ গুপ্ত। দুজনেই পাশ্চাত্য চিকিৎসাবিদ্যায় শিক্ষিত, মধুসূদন গুপ্ত ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন ‘মেডিক্যাল কলেজে শবব্যবচ্ছেদকারী প্রথম ভারতীয়’ হিসেবে। প্রাথমিক ভাবে একটা পরীক্ষার মাধ্যমে মেডিক্যাল কলেজে ছাত্র ভর্তি নেওয়া হয়েছিল। একশো জন প্রার্থীর অধিকাংশই ছিলেন হেয়ার স্কুল, হিন্দু কলেজ স্কচ অ্যাসেম্বলি স্কুল (এখন স্কটিশ চার্চ স্কুল) থেকে। মোট ৪৯ জনকে নেওয়া হয়েছিল ‘ফাউন্ডেশন ছাত্র’ হিসেবে।[২]

হাসপাতাল

হাসপাতাল স্থান নির্ণায়ক অনেকগুলো প্রস্তাব এর মধ্যে ডা. ডব্লু গ্রাহামের প্রস্তাব ছিল, মেডিকেল কলেজের আশেপাশেই কোথাও হাসপাতাল তৈরি হওয়া বাঞ্ছনীয়। তাকে সমর্থন করলেন মেডিক্যাল কলেজের সচিব ডেভিড হেয়ার। ফলে কলেজ সংলগ্ন জমিতেই হাসপাতাল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হল। জমি দান করলেন মতিশাল শীল। ১৮৪৭ সালে হাসপাতাল প্রতিষ্ঠা সম্পর্কে চূড়ান্ত রিপোর্ট পেশ করা হল। পরের বছর, ১৮৪৮ সালে লর্ড ডালহৌসি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। তবে ‘ফিভার’ নামটা পেডিমেন্টের নিচে স্থান পেল না। তাতে লেখা হল ‘মেডিকেল কলেজ হাসপাতাল’। রুগি ভর্তি শুরু হল ১৮৫২ সালের ১ ডিসেম্বর থেকে।

উল্লেখযোগ্য শিক্ষার্থী

উপেন্দ্রনাথ ব্রহ্মচারী
মেডিকেল কলেজ ভবনের পুরনো ছবি

তথ্যসূত্র

  1. "Heritage"। Medical College and Hospital Kolkata। ২০০৭-১০-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১১-২০ 
  2. "কলেজ" 

বহিঃসংযোগ

আরও দেখুন

[[বিষয়শ্রেণী:কলকাতার মেডিক্যাল কলেজ]]