রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
![]() | |
বাংলায় নীতিবাক্য | সম্প্রদায়ের প্রতি অঙ্গীকার |
---|---|
ধরন | সরকারি চিকিৎসা মহাবিদ্যালয় |
স্থাপিত | ২০১৮ |
অধিভুক্তি | ডব্লিউবিইউএইচএস, এনএমসি |
অধ্যক্ষ | অধ্যাপক (ড.) কৌশিক সমাজদার |
স্নাতক | প্রতিবছর ১০০ জন |
অবস্থান | , , ৭৩৩১৩৪ , ভারত ২৫°৩৬′৩৬″ উত্তর ৮৮°০৭′৫৭″ পূর্ব / ২৫.৬০৯৯° উত্তর ৮৮.১৩২৫° পূর্ব |
শিক্ষাঙ্গন | শহুরে |
ওয়েবসাইট | www |
![]() |
রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল হল পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে অবস্থিত একটি সরকারিভাবে পরিচালিত চিকিৎসা মহাবিদ্যালয়। এই মহাবিদ্যালয়টি ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটি প্রধানত উত্তর দিনাজপুর জেলার মানুষকে প্রতিরোধমূলক, রোগ নির্ণয় ও নিরাময়মূলক পরিষেবা প্রদান করে।
বিদ্যায়ত
[সম্পাদনা]মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি দুটি ভিন্ন বিদ্যায়ত নিয়ে গঠিত। প্রধান বিদ্যায়ত ড. বি.সি. রায় সরণিতে (জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল ক্যাম্পাস, মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস) এবং একাডেমিক কার্যক্রমের জন্য আরও একটি বিদ্যায়ত প্রধান হাসপাতাল বিদ্যায়ত থেকে কয়েক কিলোমিটার দূরে আব্দুলঘাটায় কুলিক নদীর তীরে নির্মাণাধীন রয়েছে।
প্রশাসন
[সম্পাদনা]মহাবিদ্যালয়েরটি কলেজ কাউন্সিল দ্বারা পরিচালিত হয়, যার মধ্যে অধ্যক্ষ ও ডিন সহ ২১ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। বর্তমানে, কৌশিক সমাজদার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত রয়েছেন।[১]
এছাড়াও পৃথকভাবে চিকিৎসা শিক্ষা কমিটি ও হাসপাতাল পর্যবেক্ষণ কমিটি যথাক্রমে চিকিৎসা বিষয়ক পঠন-পাঠন ও হাসপাতাল পরিচালনা করে। অধ্যক্ষ চিকিৎসা শিক্ষা কমিটির সভাপতিত্ব করেন, অপরদিকে মেডিকেল সুপারিনটেনডেন্ট সহ উপাধ্যক্ষ (এমএসভিপি) হাসপাতাল পর্যবেক্ষণ কমিটির সভাপতিত্ব করেন।[২][৩]
অধ্যয়ন বিষয়ক
[সম্পাদনা]ভর্তি
[সম্পাদনা]প্রতিবছর ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রেন্স টেস্টে উত্তীর্ণ শিক্ষার্থীরা রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তির আবেদনের সুযোগ লাভ করে। মহাবিদ্যালয়ের মোট আসনের (১০০টি) মধ্যে ৮৫ শতাংশ আসনে রাজ্যের স্থানীয় শিক্ষার্থী ও ১৫ শতাংশ আসনে সর্বভারতীয় শিক্ষার্থীদের ভর্তি করা হয়।
গ্রন্থাগার
[সম্পাদনা]কেন্দ্রীয় গ্রন্থাগারটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য পাঠ্য বই সহ জার্নাল ও ইন্টারনেট মাধ্যমে ই-বই পাঠের সুবিধা প্রদান করে। অনুষদদের জন্য অনুষদ পঠন এলাকা ও শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের পঠন এলাকা নামে দুটি পৃথক কক্ষ রয়েছে। এছাড়াও ই-বই পাঠের জন্য ই-লার্নিং এলাকা রয়েছে।[৪]
গ্রন্থাগারে ৩ হাজারের বেশি বই এবং দেশীয় ও বিদেশি সহ ৫০ টির অধিক জার্নাল রয়েছে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "College Council"। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২২।
- ↑ "Medical Education Committee"। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২।
- ↑ "Hospital Monitoring Committee"। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২।
- ↑ ক খ "Library and Information Center"। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২।