আইকেয়ার ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ
অবয়ব
ধরন | বেসরকারি |
---|---|
স্থাপিত | ২০১১ |
অধিভুক্তি | পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়; জাতীয় মেডিকেল কমিশন |
চেয়ারম্যান | লক্ষ্মণ চন্দ্র শেঠ |
অধ্যক্ষ | অধ্যাপক (ড.) অমিতা মজুমদার গিরি |
ডিন | অধ্যাপক (ড.) সুকান্ত সেন |
পরিচালক | সন্তোষ রমন |
শিক্ষার্থী | মোট:
|
ঠিকানা | বনবিষ্ণুপুর, বালুঘাটা , , , ৭২১৬৪৫ , ২২°৩′৫০.৮৯″ উত্তর ৮৮°২′৯.৪৪″ পূর্ব / ২২.০৬৪১৩৬১° উত্তর ৮৮.০৩৫৯৫৫৬° পূর্ব |
ওয়েবসাইট | icaremedicalcollege |
![]() | |
![]() |
আইকেয়ার ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ ২০১১ সালে প্রতিষ্ঠিত, পশ্চিমবঙ্গের হলদিয়ায় অবস্থিত একটি বেসরকারি মেডিকেল কলেজ। এই কলেজটি ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড সার্জারি (এমবিবিএস) কোর্স এবং প্যাথলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি ও বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর এমডি কোর্স অফার করে। এই কলেজটি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের সঙ্গে অনুমোদিত এবং ন্যাশনাল মেডিকেল কমিশন দ্বারা স্বীকৃত।[১][২] এটি ইন্ডিয়ান সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন (আইসিএআরই) নামে একটি সমিতি দ্বারা প্রতিষ্ঠিত। এটি বিধানচন্দ্র রায় হাসপাতাল নামে একটি ৫০০-শয্যার মাল্টিস্পেশালিটি সুবিধার সঙ্গে সংযুক্ত রয়েছে।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "List of Colleges, National Medical Commission"। ১৮ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১।
- ↑ "West Bengal gets five more medical colleges with 650 seats"। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১।
- ↑ "View details of college - ICARE Institute of Medical Sciences & Research, Haldia, Purba Midanpore"। www.mciindia.org। MCI। ৬ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৬।