ডায়মন্ড হারবার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল
অবয়ব
স্থাপিত | ২০১৮: ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল |
---|---|
অধ্যক্ষ | অধ্যাপক (ডাঃ). ফিরোজ আহমেদ এমবিবিএস (ক্যাল), এমএস (জেনারেল সার্জারি), এম এইচচি (প্লাস্টিক সার্জারি)। |
অবস্থান | ২৫°২০′০২″ উত্তর ৮৮°১৯′১১″ পূর্ব / ২৫.৩৩৩৮৯° উত্তর ৮৮.৩১৯৭২° পূর্ব |
অধিভুক্তি |
|
ওয়েবসাইট | ডায়মন্ড হারবার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল |
ডায়মন্ড হারবার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল[২] পূর্বে দক্ষিণ চব্বিশ পরগণার ডায়মন্ড হারবার শহরের একটি জেলা হাসপাতাল ছিল। পরে এটিকে ২০১৮ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল হিসাবে আধুনিকীকরণ করা হয়েছিল। এর পিছনে ধারণা ছিল শুধু ডায়মন্ড হারবার শহর ও এর পার্শ্ববর্তী স্থানগুলিতেই নয় বরং দক্ষিণ চব্বিশ পরগণা জেলার আশেপাশের জেলায়ও চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা সেবা সম্প্রসারিত করা।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ http://www.thewbuhs.org/
- ↑ "3 medical colleges get MCI nod for 350 UG seats"। www.millenniumpost.in। ৩০ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৯।