২০১৭ আয়ারল্যান্ড ত্রি-দেশীয় সিরিজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(2017 Ireland TriSeries থেকে পুনর্নির্দেশিত)
২০১৭ আয়ারল্যান্ড ত্রি-দেশীয় সিরিজ
তারিখ১২-২৪ মে ২০১৭
স্থানআয়ারল্যান্ড
ফলাফল নিউজিল্যান্ড সিরিজ জয় করে
সিরিজ সেরা খেলোয়াড়নিউজিল্যান্ড টম ল্যাথাম
দলসমূহ
 আয়ারল্যান্ড  বাংলাদেশ  নিউজিল্যান্ড
অধিনায়কবৃন্দ
উইলিয়াম পোর্টারফিল্ড সাকিব আল হাসান (১ম ওডিআই)
মাশরাফি বিন মর্তুজা
টম ল্যাথাম
সর্বাধিক রান
উইলিয়াম পোর্টারফিল্ড (৮২) তামিম ইকবাল (১৯৯) টম ল্যাথাম (২৫৭)
সর্বাধিক উইকেট
পিটার চেজ (৬) মুস্তাফিজুর রহমান (৭) মিচেল স্যান্টনার (৮)

আয়ারল্যান্ড ত্রি-দেশীয় সিরিজ একটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট যা ২০১৭ সালের মে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়। এটি আয়ারল্যান্ড, বাংলাদেশনিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজ। ম্যাচগুলি বাংলাদেশ ও নিউজিল্যান্ডের জন্য ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনুশীলনমূলক ছিল যা ইংল্যান্ডে এবং ওয়েলসে জুন ২০১৭-এ অনুষ্ঠিত হয়। ক্রিকেট আয়ারল্যান্ড জুলাই ২০১৬ সালে এই সিরিজের পূর্ণ সময়সূচি ঘোষণা করে। এই সিরিজকে সামনে রেখে, আয়ারল্যান্ড দুইটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলে; বাংলাদেশের বিরুদ্ধে ৫০ ওভার এবং নিউজিল্যান্ডের সঙ্গে ২০-ওভারের ম্যাচ।

টুর্নামেন্টের আগে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা শ্রীলঙ্কা সফরের তৃতীয় ম্যাচএ ধীর গতির ওভার রেট বজায় রাখার জন্য এক ম্যাচের জন্য সাসপেন্ড হন। এই সিরিজের প্রথম ম্যাচে তার পরিবর্তে সাকিব আল হাসান বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন।

প্রতিযোগিতার পঞ্চম ওডিআই ম্যাচে আয়ারল্যান্ডকে ১৯০ রানে হারিয়ে টুর্নামেন্ট জিতে নেয় নিউজিল্যান্ড।

দলীয় সদস্য[সম্পাদনা]

 আয়ারল্যান্ড[১]  বাংলাদেশ  নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড ক্রিকেট এপ্রিল ২০১৭-এর শুরু দিকে তাদের দল ঘোষণা করে।

পয়েন্ট টেবিল[সম্পাদনা]

অব দল খেলা হা টাই ফহ বোপ পয়েন্ট এনআরআর
 নিউজিল্যান্ড +১.২৪০
 বাংলাদেশ +০.৮৫১
 আয়ারল্যান্ড −২.৫৮৯

প্রস্তুতিমূলক খেলা[সম্পাদনা]

৫০-ওভার: আয়ারল্যান্ড এ ব বাংলাদেশ একাদশ[সম্পাদনা]

১০ মে ২০১৭
স্কোরকার্ড
বাংলাদেশ একাদশ 
৩৯৪/৭ (৫০ ওভার)
বনাম
 আয়ারল্যান্ড এ
১৯৫ (৪১.২ ওভার)
সাব্বির রহমান ১০০ (৮৬)
শেন গটক্যাটে ৩/৬০ (৭ ওভার)
বাংলাদেশী রানে ১৯৯ বিজয়ী
স্টরমন্ট, বেলফাস্ট
  • বাংলাদেশ একাদশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
  • দল প্রতি ১৩ জন খেলোয়াড়, ১১ ব্যাটিং, ১১টি ফিল্ডিং।

২০-ওভার: আয়ারল্যান্ড ব নিউজিল্যান্ড[সম্পাদনা]

১১ মে ২০১৭
স্কোরকার্ড
নিউজিল্যান্ড একাদশ 
২৩৪/৬ (২৫ ওভার)
বনাম
 আয়ারল্যান্ড এ
১৪৯/৯ (২৫ ওভার)
টম ল্যাথাম ৫২ (৩৭)
এডি রিচার্ডসন ২/৪৩ (৫ ওভার)
শন টেরি ৬৫ (৫৬)
সেথ র‍্যান্স ৪/১৩ (৪ ওভার)
নিউজিল্যান্ড ৮৫ রানে জয়ী
লিনস্টার ক্রিকেট ক্লাব, ডাবলিন
আম্পায়ার: আজম বেগ (আয়ারল্যান্ড) ও পল রেইনল্ডস (আয়ারল্যান্ড)
  • নিউজিল্যান্ড একাদশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
  • দল প্রতি ১২ জন খেলোয়াড়, ১১ ব্যাটিং, ১১টি ফিল্ডিং।

ওডিআই খেলা[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

১২ মে ২০১৭
স্কোরকার্ড
বাংলাদেশ 
১৫৭/৪ (৩১.১ ওভার)
বনাম
তামিম ইকবাল ৬৪* (৮৮)
পিটার চেজ ৩/৩৩ (৬ ওভার)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ৩১.১ ওভার পর খেলা বন্ধ হয়ে যায় ও পরে আর খেলা শুরু করা সম্ভব হয়নি।
  • পয়েন্ট: আয়ারল্যান্ড ২, বাংলাদেশ ২।

২য় ওডিআই[সম্পাদনা]

১৪ মে ২০১৭
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২৮৯/৭ (৫০ ওভার)
বনাম
 আয়ারল্যান্ড
২৩৮ (৪৫.৩ ওভার)
নিল ব্রুম ৭৯ (৬৩)
ব্যারি ম্যাকার্থি ২/৫৯ (১০ ওভার)
নিউজিল্যান্ড ৫১ রানে জয়ী
মেলাহাইড ক্রিকেট ক্লাব মাঠ, ডাবলিন
আম্পায়ার: মার্ক হাথর্ন (আয়ারল্যান্ড) ও নাইজেল লং (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)

৩য় ওডিআই[সম্পাদনা]

১৭ মে ২০১৭
স্কোরকার্ড
বাংলাদেশ 
২৫৭/৯ (৫০ ওভার)
বনাম
 নিউজিল্যান্ড
২৫৮/৬ (৪৭.৩ ওভার)
সৌম্য সরকার ৬১ (৬৭)
হামিশ বেনেট ৩/৩১ (১০ ওভার)
টম ল্যাথাম ৫৪ (৬৪)
সৌম্য সরকার ২/৩৩ (৯ ওভার)
নিউজিল্যান্ড ৪ উইকেটে জয়ী
ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, ডাবলিন
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও অ্যালান নেল (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: জেমস নিশাম (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জয়ী ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • এটি এই মাঠে দুটি পূর্ণ সদস্যের দলের মধ্যকার প্রথম খেলা।

৪র্থ ওডিআই[সম্পাদনা]

১৯ মে ২০১৭
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
১৮১ (৪৬.৩ ওভার)
বনাম
 বাংলাদেশ
১৪২/২ (২১.১ ওভার)
সৌম্য সরকার ৮৭* (৬৮)
কেভিন ওব্রায়েন ১/২২ (৫.১ ওভার)
  • বাংলাদেশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • সানজামুল ইসলাম (বাংলাদেশ) তার ওডিআই অভিষেক হয়।
  • পয়েন্ট: বাংলাদেশ ৪, আয়ারল্যান্ড ০।

৫ম ওডিআই[সম্পাদনা]

২১ মে ২০১৭
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
৩৪৪/৬ (৫০ ওভার)
বনাম
 আয়ারল্যান্ড
১৫৪ (৩৯.৩ ওভার)
টম ল্যাথাম ১০৪ (১১১)
পিটার চেজ ২/৬৯ (৮ ওভার)
নিউজিল্যান্ড ১৯০ রানে জয়ী
মেলাহাইড ক্রিকেট ক্লাব মাঠ, ডাবলিন
আম্পায়ার: অ্যালান নেল (আয়ারল্যান্ড) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: টম ল্যাথাম (নিউজিল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • পয়েন্ট: নিউজিল্যান্ড ৪, আয়ারল্যান্ড ০।

৬ষ্ঠ ওডিআই[সম্পাদনা]

২৪ মে ২০১৭
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২৭০/৮ (৫০ ওভার)
বনাম
 বাংলাদেশ
২৭১/৫ (৪৮.২ ওভার)
টম ল্যাথাম ৮৪ (৯২)
সাকিব আল হাসান ২/৪১ (৮ ওভার)
তামিম ইকবাল ৬৫ (৮০)
জিতেন প্যাটেল ২/৫৫ (১০ ওভার)
  • বাংলাদেশ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দেশের বাইরে নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম ম্যাচ জয়।[২]
  • পয়েন্ট: বাংলাদেশ ৪, নিউজিল্যান্ড ০।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের দলে ভারতীয় ক্রিকেটার"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৭ 
  2. "Bangladesh still searching for maiden away win against New Zealand"। ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]