২০১৬ আফগানিস্তান ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৬ আফগানিস্তান ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর
 
  আয়ারল্যান্ড আফগানিস্তান
তারিখ ১০ – ১৯ জুলাই ২০১৬
অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড আসগর আফগান
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজ ২–২ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান এড জয়েস (৩৩৯) মোহাম্মাদ শেহজাদ (১৭৬)
সর্বাধিক উইকেট কেভিন ও’ব্রায়েন (১০)
ব্যারি ম্যাকার্থি (১০)
রশীদ খান (৭)
সিরিজ সেরা খেলোয়াড় এড জয়েস (আয়ারল্যান্ড)

আফগান ক্রিকেট দল ২০১৬ সালের জুলাইয়ে ৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে আয়ারল্যান্ড সফরে যায়। খেলাগুলো অনুষ্ঠিত হয় স্টোরমন্ট, বেলফাস্ট[১][২][৩] আয়ারল্যান্ড দল প্রথমবার ৫ ম্যাচ ওডিআই সিরিজ খেলছে।[৪] সিরিজটি ২-২ এ ড্র হয়, যার প্রথম ম্যাচ পরিত্যাক্ত হয় বৃষ্টির কারণে।

দলীয় সদস্য[সম্পাদনা]

ওডিআই
 আয়ারল্যান্ড[৫]  আফগানিস্তান[৬]

নাসির জামাল, ইমরান জানাত এবং আফসার জাজাই কে আফগান দলের সংরক্ষিত খেলোয়াড়ের তালিকায় রাখা হয়।[৬]

ওডিআই সিরিজ[সম্পাদনা]

১ম ওডিআই[সম্পাদনা]

১০ জুলাই ২০১৬
স্কোরকার্ড
খেলা পরিত্যাক্ত
স্টরমন্ট, বেলফাস্ট
আম্পায়ার: রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড) ও ইয়ান রামাগে (স্কটল্যান্ড)
  • টস হয়নি
  • বৃষ্টির কারণে কোন খেলা সম্ভব হয়নি।

২য় ওডিআই[সম্পাদনা]

১২ জুলাই ২০১৬
স্কোরকার্ড
আফগানিস্তান 
২৫০ (৪৯.২ ওভার)
 আয়ারল্যান্ড
২১১ (৪৮.২ ওভার)
এড জয়েস ৬২ (৮৭)
রশীদ খান ৩/২৮ (১০ ওভার)
আফগানিস্তান ৩৯ রানে জয়ী
স্টরমন্ট, বেলফাস্ট
আম্পায়ার: অ্যালান নেল (আয়ারল্যান্ড) ও ইয়ান রামাগে (স্কটল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই[সম্পাদনা]

১৪ জুলাই ২০১৬
স্কোরকার্ড
আফগানিস্তান 
২৩৬ (৪৯.১ ওভার)
 আয়ারল্যান্ড
২৩৭/৪ (৪৭.৩ ওভার)
এড জয়েস ১০৫* (১৩৫)
হামিদ হাসান ২/২১ (৬ ওভার)
আয়ারল্যান্ড ৬ উইকেটে জয়ী
স্টরমন্ট, বেলফাস্ট
আম্পায়ার: রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড) ও ইয়ান রামাগে (স্কটল্যান্ড)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শন টেরি (আয়ারল্যান্ড) তার ওডিআই অভিষেক হয়।

৪র্থ ওডিআই[সম্পাদনা]

১৭ জুলাই ২০১৬
স্কোরকার্ড
আফগানিস্তান 
২২৯/৭ (৫০ ওভার)
 আয়ারল্যান্ড
১৫০ (৪১ ওভার)
কেভিন ও’ব্রায়েন ৩৪ (৪৯)
রশীদ খান ৪/২১ (৮ ওভার)
আফগানিস্তান ৭৯ রানে জয়ী
স্টরমন্ট, বেলফাস্ট
আম্পায়ার: অ্যালান নেল (আয়ারল্যান্ড) ও চেত্তিথোদি শামসুদ্দিন (ভারত)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৫ম ওডিআই[সম্পাদনা]

১৯ জুলাই ২০১৬
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
২৬৫/৫ (৫০ ওভার)
 আফগানিস্তান
২৫৩/৯ (৫০ ওভার)
এড জয়েস ১৬০* (১৪৮)
দৌলত জাদরান ২/৪৯ (১০ ওভার)
আয়ারল্যান্ড ১২ রানে জয়ী
স্টরমন্ট, বেলফাস্ট
আম্পায়ার: রোল্যান্ড ব্ল্যাক (আয়ারল্যান্ড) ও চেত্তিথোদি শামসুদ্দিন (ভারত)
  • আফগানিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড) ১০০তম ওডিআই খেলে।[৭]
  • এড জয়েস (আয়ারল্যান্ড) ওডিআইয়ে তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করে এবং আয়ারল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। [৮]
  • এড জয়েস এর অবদান ছিল আয়ারল্যান্ডের মোট স্কোরের ৬০.৩৭%। যা সহযোগী সদস্য দেশের হয়ে একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ অবদান।[৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ireland to play five one-day internationals against Afghanistan"Sky Sports। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৬ 
  2. "Ireland to host Afghanistan in record breaking ODI series"Cricket Ireland। ১ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৬ 
  3. "Ireland to host Afghanistan in one-day international series"BBC Sport। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৬ 
  4. "Ireland to host Afghanistan in July"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৬ 
  5. "Adair and Terry called into Ireland squad for Afghanistan series"Cricket Ireland। ২৭ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০১৬ 
  6. "Uncapped Ihsanullah in Afghanistan's Intercontinental Cup squad"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৬ 
  7. "O'Brien Set To Win 100th ODI Cap"Cricket Ireland। ২১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৬ 
  8. "এড জয়েস regroups from run-out row with 160 as Ireland draw Afghanistan series"BBC Sport। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৬ 
  9. "Joyce 160* lifts Ireland to series-levelling win"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]