বিষয়বস্তুতে চলুন

২০১৩ পাকিস্তান ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৩ পাকিস্তান ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর
 
  আয়ারল্যান্ড পাকিস্তান
তারিখ ২৩ মে ২০১৩ – ২৬ মে ২০১৩
অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড মিসবাহ-উল-হক
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে পাকিস্তান ১–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান এডমন্ড জয়েস (১৪৮) মোহাম্মদ হাফিজ (১২৪)
সর্বাধিক উইকেট অ্যালেক্স কুসাক (৪) আবদুর রেহমান (৪)
সিরিজ সেরা খেলোয়াড় কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড)

পাকিস্তান ক্রিকেট দল ২৩ মে থেকে ২৬ মে ২০১৩ তারিখ পর্যন্ত আয়ারল্যান্ড সফর করে। এই সফরে ১ম আন্তর্জাতিক ম্যাচটি টাই হয়[] এবং দ্বিতীয় ম্যাচটি পাকিস্তান ২ উইকেটে জয়ী হয়।

দলের সদস্যবৃন্দ

[সম্পাদনা]
ওডিআই
 পাকিস্তান  আয়ারল্যান্ড
  • উইলিয়াম পোটারফিল্ড (অধিনায়ক)
  • কেভিন ও’ব্রায়েন
  • এডমন্ড জয়েস
  • অ্যালেক্স কুসাক
  • পল স্টারলিং
  • ট্রেন্ট জনস্টন

একদিনের আন্তর্জাতিক সিরিজ

[সম্পাদনা]

১ম ওডিআই

[সম্পাদনা]
২৩ মে
১০:৪৫
স্কোরকার্ড
পাকিস্তান 
২৬৬/৫ (৪৭ ওভার)
 আয়ারল্যান্ড
২৭৫/৫ (৪৭ ওভার)
মোহাম্মদ হাফিজ ১২২* (১১৩)
অ্যালেক্স কুসাক ২/৫০ (৮ ওভার)
পল স্টারলিং ১০৩ (১০৭)
মোহাম্মদ হাফিজ ২/৩৪ (৯ ওভার)
ম্যাচ টাই (ডি/এল)
ক্লন্টারফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, ডাবলিন
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) এবং রিচার্ড স্মিথ (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: কেভিন ও’ব্রায়েন (আয়ারল্যান্ড)
  • পাকিস্তান টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টিজনিত কারণে ওভার সংখ্যা ৪৭ ওভার নির্ধারন করা হয়।
  • ডি/এল পদ্ধতিতে আয়ারল্যান্ডের লক্ষ্যমাত্রা ২৭৫ নির্ধারন করা হয়।

২য় ওডিআই

[সম্পাদনা]
২৬ মে
১০:৪৫
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
২২৯/৯ (৫০ ওভার)
 পাকিস্তান
২৩০/৮ (৪৮.৪ ওভার)
এডমন্ড জয়েস ১১৬* (১৩২)
আবদুর রেহমান ৪/৪৮ (১০ ওভার)
কামরান আকমল ৮১ (৮৫)
ট্রেন্ট জনস্টন ২/৩৫ (৯.৪ ওভার)
পাকিস্তান ২ উইকেটে জয়ী
ক্লন্টারফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, ডাবলিন
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) এবং রিচার্ড স্মিথ (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: কামরান আকমল (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • আয়ারল্যান্ডের পক্ষে জেমস শ্যানন এবং পাকিস্তানের পক্ষে আসাদ আলীর ওডিআই অভিষেক হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Kevin O'Brien secures Ireland dramatic tie, ক্রিকইনফো

বহিঃসংযোগ

[সম্পাদনা]