বিষয়বস্তুতে চলুন

মেলাহাইড ক্রিকেট ক্লাব মাঠ

স্থানাঙ্ক: ৫৩°২৬′৫৭″ উত্তর ৬°০৯′৪০″ পশ্চিম / ৫৩.৪৪৯৩° উত্তর ৬.১৬১২° পশ্চিম / 53.4493; -6.1612
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্যা ভিলেজ
মেলাহাইড ক্রিকেট ক্লাব মাঠ
২০১৩ সালে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম ম্যাচ
স্টেডিয়ামের তথ্যাবলি
অবস্থানমেলাহাইড, ডাবলিন, আয়ারল্যান্ড
দেশআয়ারল্যান্ড
স্থানাঙ্ক৫৩°২৬′৫৭″ উত্তর ৬°০৯′৪০″ পশ্চিম / ৫৩.৪৪৯৩° উত্তর ৬.১৬১২° পশ্চিম / 53.4493; -6.1612
প্রতিষ্ঠা১৮৬১
ধারণক্ষমতা১১,৫০০[]
স্বত্ত্বাধিকারীমেলাহাইড ক্রিকেট ক্লাবের
পরিচালকক্রিকেট আয়ারল্যান্ড
ভাড়াটেআয়ারল্যান্ড ক্রিকেট দল
প্রান্তসমূহ
ডাবলিন রোড ইন্ড
ক্যাসেল ইন্ড
আন্তর্জাতিক খেলার তথ্য
প্রথম পুরুষ টেস্ট১১-১৫ মে ২০১৮:
আয়ারল্যান্ড  বনাম  পাকিস্তান
প্রথম পুরুষ ওডিআই৩ সেপ্টেম্বর ২০১৩:
আয়ারল্যান্ড  বনাম  ইংল্যান্ড
প্রথম পুরুষ টি২০আই১৭ জুলাই ২০১৫:
নেপাল    বনাম  পাপুয়া নিউগিনি
২৯ জুন ২০১৮ অনুযায়ী
উৎস: ESPN Cricinfo

মেলাহাইড ক্রিকেট ক্লাব মাঠ বা দ্যা ভিলেজ আয়ারল্যান্ডের মেলাহাইডে মেলাহাইড দুর্গের কাছে অবস্থিত। এই মাঠের মালিকানা রয়েছে মেলাহাইড ক্রিকেট ক্লাবের কাছে।[] ২০১৩ সালে এই মাঠটিকে সংস্কার করে ১১,৫০০ ধারনক্ষমতায় উন্নীত করা হয়, যা বর্তমানে আয়ারল্যান্ডের সবচেয়ে বড় ক্রিকেট মাঠ। ২০১৭ সালের নভেম্বরে এই মাঠটিতে টেস্ট ম্যাচ আয়োজনের সিদ্বান্ত নেয়া হয় এবং ২০১৮ সালের মে'তে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ এই মাঠে খেলে আয়ারল্যান্ড[]

ইতিহাস

[সম্পাদনা]

মেলাহাইড দুর্গ প্রাঙ্গণে মেলাহাইড ক্রিকেট ক্লাব মাঠ স্থাপিত হয় ১৮৬১ সালে। এর ১৩০ বছর পর ১৯৯১ সালে এই মাঠে প্রথম শ্রেনীর ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়, ম্যাচটিতে আয়ারল্যান্ড মোকাবেলা করে স্কটল্যান্ডের বিরুদ্ধে। []

আন্তর্জাতিক ক্রিকেট

[সম্পাদনা]

২০১৩ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মাঠটিকে আন্তর্জাতিক ক্রিকেটের উপযুক্ত বলে স্বীকৃতি দেয়। এই মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচে ইয়ন মরগানের ১২৪ রানের ইনিংসের সাহায্যে আয়ারল্যান্ডকে

৬ উইকেটে হারায় ইংল্যান্ড। ম্যাচটির মাধ্যমে মেলাহাইড ক্রিকেট ক্লাব মাঠটি আয়ারল্যান্ডের ৩য় আন্তর্জাতিক ক্রিকেট মাঠ হিসেবে স্বীকৃতি লাভ করে, অন্য দুইটি মাঠ হচ্ছে ডাবলিনের ক্যাসেল এভিনিউ এবং স্টরমন্টের সিভিল সার্ভিস ক্রিকেট মাঠ। ২০১৫ সালে আইসিসি টি২০ বিশ্বকাপের বাছাইপর্বের খেলা আয়োজন করে এই মাঠ। []

টেস্ট ম্যাচ

[সম্পাদনা]

ওয়ান ডে ইন্টারন্যাশনাল

[সম্পাদনা]
  • ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর এই মাঠে প্রথম ওয়ান্ডে ম্যাচ অনুষ্ঠিত হয়।
  • প্রথম সেঞ্চুরী করেন আয়ারল্যান্ডের উইলিয়াম পোর্টারফিল্ড[]
  • ইনিংসে প্রথম ৫ উইকেট সংগ্রহ করে আয়ারল্যান্ডের ক্রেগ ইয়ং[]
  • প্রথম আন্তর্জাতিক ওয়ান্ডে জয়লাভ করে ইংল্যান্ড

ছবিঘর

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]