বেসরকারি কলেজ
যে সব কলেজ সরকারের রাজস্ব থেকে কোন বরতন পায়না তাদের বেসরকারি কলেজ বলা হয়। তবে আমাদের দেশে সরকারের রাজস্ব থেকে বেতন ভাতা পেলেও তাদের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বলে এধরনের কলেজ সাধারণত সরকার থেকে শতভাগ বেতন এবং কিছু পরিমাণ বাসা ভাড়া পায়। এই কলেজ সমূহ সরকারের ব্যবস্থাপনায় ম্যানেজিং ক্ষেত্রমতে গর্ভনিং বডির দ্বারা পরিচালিত হয়ে থাকে। পৃথিবীর বেশীরভাগ দেশে বেসরকারি কলেজ রয়েছে। বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে বেসরকারি কলেজের সংখ্যা সরকারি কলেজ হতে বেশি।
বাংলাদেশ[সম্পাদনা]
বাংলাদেশের বেসরকারি কলেজের তালিকা সমূহ নিম্নে দেওয়া হলঃ
ঢাকা বিভাগ[সম্পাদনা]
রাজশাহী বিভাগ[সম্পাদনা]
কলেজের নাম | স্থাপিত তারিখ | স্থান | উপজেলা | জেলা |
---|---|---|---|---|
সৈয়দ আহম্মদ কলেজ | ১৯৭০ | সুখানপুকুর | গাবতলি | বগুড়া |
বগুড়া কলেজ | ১৯৮৪ | বগুড়া | ||
চৌবাড়ী ড. সালাম জাহানারা ডিগ্রী কলেজ | ১৩ মে ১৯৯৩ | চৌবাড়ী, | কামারখন্দ | সিরাজগঞ্জ |
নিমগাছী ডিগ্রী কলেজ | ১৯৯৫ | নিমগাছি, | রায়গঞ্জ | সিরাজগঞ্জ |
দৌলতপুর ডিগ্রি কলেজ | ১৯৯৬ | দৌলতপুর, , | বেলকুচি | সিরাজগঞ্জ |
বেলকুচি মডেল কলেজ | ১৯৯৮ | চালা | বেলকুচি | সিরাজগঞ্জ |
রাজাপুর ডিগ্রি কলেজ | ১৯৯৮ | রাজাপুর, | বেলকুচি | সিরাজগঞ্জ |
লাইটহাউস টেকনিক্যাল এন্ড বিএম কলেজ | ২০০৪ | ধুকুরিয়া | বেলকুচি | সিরাজগঞ্জ |
ইলিয়াস-কণা গোপরেখী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ | ২০০৪ | গোপরেখী | বেলকুচি | সিরাজগঞ্জ |
বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ | ১৯৯৭ | শেরখালি | শাহজাদপুর | সিরাজগঞ্জ |
চট্টগ্রাম বিভাগ[সম্পাদনা]
খুলনা বিভাগ[সম্পাদনা]
কলেজের নাম | স্থাপিত তারিখ | স্থান | উপজেলা | জেলা |
---|---|---|---|---|
রূপসা কলেজ | ১৯৬৬ | রূপসা | খুলনা | |
বাঘারপাড়া ডিগ্রী কলেজ | ২৫ আগস্ট ১৯৭২ | বাঘারপাড়া | যশোর | |
নারিকেলবাড়ীয়া ডিগ্রী কলেজ | ১৯৯৪ | বাঘারপাড়া | যশোর | |
মির্জপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজ | ১৯৯৮ | বাঘারপাড়া | যশোর | |
কলেজ অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড টেকনোলজি | ২০০৭ | ৬৩ আর সি আর সি রোড, সাউথ টাউয়ার | নতুন কোর্টপাড়া | কুষ্টিয়া |