ঈশ্বরগঞ্জ কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ থেকে পুনর্নির্দেশিত)
ঈশ্বরগঞ্জ কলেজ
নীতিবাক্যশিক্ষাই আলো
ধরনসরকারি কলেজ
স্থাপিত১৯৬৮
অধ্যক্ষমোঃ রফিকুল ইসলাম খান
প্রশাসনিক ব্যক্তিবর্গ
১০০
শিক্ষার্থী২,০০০+
অবস্থান
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
শিক্ষাঙ্গনশহুরে
ক্রীড়াফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, হকি, ব্যাডমিন্টন
ওয়েবসাইটhttp://www.idc.edu.bd/
মানচিত্র

ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ বাংলাদেশের ময়মনসিংহ জেলায় অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান।[১] [২]

ইতিহাস[সম্পাদনা]

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় সর্ব প্রথম ১৯৬৮ সালে ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয় পুরাতন ব্রহ্মপুত্র নদের শাখা কাঁচামাটিয়া নদীর তীর ঘেষে। এর ঠিক অপর পাশে রয়েছে ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ। তাই জায়গাটি কলেজ রোড নামেই পরিচিত।[যাচাই করার জন্য উদ্ধৃতি প্রয়োজন]

অনুষদ ও বিভাগ[সম্পাদনা]

  • একাদশ-দ্বাদশ শ্রেণি
    • বিজ্ঞান বিভাগ
    • ব্যবসায় শিক্ষা বিভাগ
    • মানবিক বিভাগ
    • ব্যবসায় ব্যবস্থাপনা
  • ডিগ্রি কোর্স
  • অনার্স কোর্স
    • বি.এস.এস
    • বি.এস.সি
    • বি.এ

গ্রন্থাগার[সম্পাদনা]

কলেজটির একটি সমৃদ্ধ পাঠাগার রয়েছে যেখানে বিভিন্ন বিষয়াবলীর উপর লেখকের বইসহ নানাবিধ প্রকাশনা সরবরাহ করা হয়ে থাকে। প্রকাশনাগুলোর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির নিজস্বভাবে প্রকাশিত ম্যাগাজিন সহ বহিঃর্বিশ্বের বিভিন্ন প্রকাশনা। প্রতিষ্ঠানটিতে আধুনিক সরঞ্জামমন্ডিত একটি সুসজ্জিত কম্পিউটার ল্যাব রয়েছে।

সহশিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

লেখাপড়ার পাশাপাশি ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজে শিক্ষা-সহায়ক কার্যক্রমকেও বিশেষ গুরুত্ব দেয়া হয়।

ক্লাবসমূহ[সম্পাদনা]

পাঠদানের পাশাপাশি অন্যান্য কার্যক্রমের জন্য কলেজটি পরিচিত। শিক্ষার্থীদের অংশগ্রহণে কয়েকটি ক্লাব বা সংঘ গড়ে তোলা হয়েছে যেগুলোতে পরিবেশ গবেষণা, বিজ্ঞানচর্চা, বিতর্ক ইত্যাদি কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এই ক্লাবগুলো কলেজের অভ্যন্তরীণ সহ বিভিন্ন আন্তঃপ্রতিষ্ঠান প্রতিযোগিতা আয়োজন করে থাকে।

পোশাক[সম্পাদনা]

  • ছাত্র: কালো প্যান্ট, সাদা শার্ট, সাদা সু, কালো বেল্ট
  • ছাত্রী: সাদা সালোয়ার কামিজ ও স্কার্ফ, নেভি ব্লু ওড়না ও বেল্ট বা সাদা বোরকা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://www.ittefaq.com.bd/print-edition/country/2018/08/13/295024.html
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২০১৮-০৮-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]