বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন, ২০২৩
| ||||||||||||||||||||||||||||
নিবন্ধিত ভোটার | ২,৭৬,২৯৮ | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||
মেয়র নির্বাচন | ||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
বরিশাল সিটি কর্পোরেশনের ৪০টি ওয়ার্ড | ||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||
বাংলাদেশ প্রবেশদ্বার |
২০২৩ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন বাংলাদেশের বরিশালে একটি নির্বাচন, যা ১২ জুন ২০২৩ তারিখে বরিশালের পরবর্তী মেয়র ও কাউন্সিলরদের নির্বাচন করার জন্য অনুষ্ঠিত হবে।[১] বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২৬টি ভোটকেন্দ্রের ৮৯৪টি কক্ষে মোট ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোট দেবেন।
পটভূমি
[সম্পাদনা]সিটি কর্পোরেশন বা সিটি কাউন্সিলগুলি বাংলাদেশের স্থানীয় কাউন্সিলগুলির মধ্যে সর্বোচ্চ স্তর - সাধারণত শহর বা মেট্রোপলিটন এলাকা নিয়ে গঠিত। প্রতি পাঁচ বছর অন্তর মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। ওয়ার্ডগুলি আরও বিভক্ত একটি শহরের প্রশাসনিক অংশ, এবং একটি শহরের ওয়ার্ড সংখ্যা মোট প্রশাসনিক এলাকার উপর নির্ভর করে। প্রতিটি ওয়ার্ডের জন্য ওয়ার্ড কাউন্সিলর তাদের ওয়ার্ডের বাসিন্দাদের দ্বারা নির্বাচিত হয়। প্রতি ৩টি ওয়ার্ডের জন্য সাধারণ পরিষদে মহিলাদের জন্য একটি সংরক্ষিত আসন রয়েছে, তারাও জনগণের দ্বারা নির্বাচিত। তবে মেয়র নির্বাচন রাজনৈতিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ভোটার এবং রাজনৈতিক বিশ্লেষকদের দ্বারা অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) বাংলাদেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে একটি। এটি বরিশাল মহানগর নিয়ে গঠিত। এটি আরও ৩০টি ওয়ার্ডে বিভক্ত। ২৫ জুলাই ২০০২-এ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঘোষণার মাধ্যমে এটি সিটি কর্পোরেশনের মর্যাদা না পাওয়া পর্যন্ত সংস্থাটি আগে বরিশাল পৌরসভা নামে পরিচিত ছিল।[২]
গত নির্বাচন
[সম্পাদনা]গত নির্বাচনে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ২০১৮ সালের সিটি নির্বাচনে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচিত হন।[৩] ভোট কারচুপির অভিযোগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা নির্বাচন বর্জন করেন।[৪]
সময়সূচী
[সম্পাদনা]বাংলাদেশের নির্বাচন কমিশন ২০২৩ সালের ২৯ মার্চ নির্বাচনের তফসিল ঘোষণা করে।[৫]
ঘটনা | তারিখ | দিন |
---|---|---|
বিজ্ঞপ্তির তারিখ | ৩ এপ্রিল ২০২৩ | সোমবার |
মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা | ১৬ মে ২০২৩ | মঙ্গলবার |
মনোনয়ন যাচাই-বাছাইয়ের তারিখ | ১৮ মে ২০২৩ | বৃহস্পতিবার |
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের বিরুদ্ধে আপিল | ১৯-২১ মে ২০২৩ | |
আপিল নিষ্পত্তি | ২২-২৪ মে ২০২৩ | |
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ | ২৫ মে ২০২৩ | বৃহস্পতিবার |
প্রতীক বিতরণ | ২৬ মে ২০২৩ | শুক্রবার |
ভোট ও গণনার তারিখ | ১২ জুন ২০২৩ | সোমবার |
প্রার্থী
[সম্পাদনা]মেয়র নির্বাচন
[সম্পাদনা]মেয়র পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নাম | নির্বাচনী প্রতীক | সূত্র. | ||
---|---|---|---|---|
আবুল খায়ের আবদুল্লাহ | নৌকা | বাংলাদেশ আওয়ামী লীগ | [৬][৭] | |
সৈয়দ ফয়জুল করিম | হাতপাখা | ইসলামী আন্দোলন বাংলাদেশ | ||
ইকবাল হোসেন তাপস | লাঙল | জাতীয় পার্টি (এরশাদ) | ||
মিজানুর রহমান বাচ্চু | গোলাপ ফুল | জাকের পার্টি | ||
কামরুল আহসান | ঘড়ি | স্বতন্ত্র | ||
আসাদুজ্জামান | হাতি | স্বতন্ত্র | ||
আলী হোসেন | হরিণ | স্বতন্ত্র |
কাউন্সিল নির্বাচন
[সম্পাদনা]সিটি কাউন্সিলের ৩০টি সাধারণ এবং ১০টি সংরক্ষিত (মহিলা) আসনে যথাক্রমে ১১৬ জন এবং ৪২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৬টির মধ্যে ১১৫টিতে প্রতীক বিতরণ করা হয়েছে। ৭ নম্বর ওয়ার্ডে একজন প্রার্থী থাকায় প্রতীক বরাদ্দ হয়নি।[৮]
ঘটনা
[সম্পাদনা]নির্বাচন বয়কট
[সম্পাদনা]সহিংসতা
[সম্পাদনা]ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ ফয়জুল করিম অভিযোগ করেন, সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজের কাছে প্রায় ৩০-৪০ জন নৌকা প্রতীকের সমর্থক লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।[১০]
নির্বাচনের দিন বিকেলে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আহসান হাবিব খান আশ্বস্ত করেন, ফয়জুলের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে নির্দেশ জারি করা হয়েছে।[১১][১২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Polls to 5 city corporations: AL nominates mayoral candidates"। The daily star। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০২৩।
- ↑ তপন পালিত (২০১২)। "বরিশাল সিটি করপোরেশন"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ "New Barisal mayor Sadiq Abdullah sworn in"। ঢাকা ট্রিবিউন। ২০১৮-১০-২২। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৭।
- ↑ "BCC polls: Serniabat leads by huge margin"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৭-৩১। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৭।
- ↑ "EC announces polls schedule for five city corporations"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ৩ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।
- ↑ "Awami League's contender - JaPa or others?"। দৈনিক প্রথম আলো (ইংরেজি ভাষায়)। ১৪ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৯।
- ↑ "Barishal city polls: 7 mayoral candidates get symbols"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২৩।
- ↑ "Barisal city polls: Symbols allotted to 7 mayoral candidates"। Daily Observer (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০২৩। সংগ্রহের তারিখ ২৯ মে ২০২৩।
- ↑ "বরিশাল সিটি নির্বাচন বর্জনের ঘোষণা বাসদের"। The daily star। ২৬ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৩।
- ↑ "BCC polls: Islami Andolan candidate Mufti Faizul Karim injured in clash"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ১২ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৩।
- ↑ "Arrest those involved in attack on Mufti Syed Faizul Karim: EC"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ১২ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৩।
- ↑ "EC: Attack on Islami Andolan candidate an isolated event"। ঢাকা ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ১২ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৩।