বিষয়বস্তুতে চলুন

চর আলগী ইউনিয়ন, গফরগাঁও

স্থানাঙ্ক: ২৪°২৫′২″ উত্তর ৯০°৩২′৪৪″ পূর্ব / ২৪.৪১৭২২° উত্তর ৯০.৫৪৫৫৬° পূর্ব / 24.41722; 90.54556
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চর আলগী ইউনিয়ন
ইউনিয়ন
৩নং চর আলগী ইউনিয়ন পরিষদ
চর আলগী ইউনিয়ন ময়মনসিংহ বিভাগ-এ অবস্থিত
চর আলগী ইউনিয়ন
চর আলগী ইউনিয়ন
চর আলগী ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
চর আলগী ইউনিয়ন
চর আলগী ইউনিয়ন
বাংলাদেশে চর আলগী ইউনিয়ন, গফরগাঁওয়ের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২৫′২″ উত্তর ৯০°৩২′৪৪″ পূর্ব / ২৪.৪১৭২২° উত্তর ৯০.৫৪৫৫৬° পূর্ব / 24.41722; 90.54556 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাময়মনসিংহ জেলা
উপজেলাগফরগাঁও উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমাসুদুজ্জামান মাসুদ
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

চর আলগী ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[][]

অবস্থান

[সম্পাদনা]

চর আলগী ইউনিয়ন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। ভৌগোলিক ভাবে এটি গফরগাঁও উপজেলা স্বতন্ত্র ইউনিয়ন। এটির চারদিক পুরাতন ব্রহ্মপুুত্র দ্বারা বেষ্টিত, উত্তরে ত্রিশালের বালিপাড়া ইউনিয়ন ও নান্দাইলের বেতাগৈর ইউনিয়ন। দক্ষিণে গফরগাঁও উপজেলার গফরগাঁও ও পাঁচ বাগ ইউনিয়ন। পশ্চিমে গফরগাঁও উপজেলার রসুুুলপুর বারবাড়িয়া ও সালটিয়া ইউনিয়ন। পূূর্বে নান্দাইলের বেতাগৈর ও খারুুুয়া ইউনিয়ন। এবং হোসেনপুর উপজেলার জিনারী ও সিদলা ইউনিয়ন।[তথ্যসূত্র প্রয়োজন]

যোগাযোগ

[সম্পাদনা]

আয়তন

[সম্পাদনা]

ইতিহাস

[সম্পাদনা]

ইউনিয়নে অবস্থিত চরমছলন্দ গ্রামটি নিয়ে একটি ইতিহাস আছে, বার ভূঁইয়াদের একজন শাসক এই এলাকা শাসন করতেন যার নাম ছিল মস-নদ-ঈ-আলী, খান। সাধারণ জনগণ তাকে মসলান্দালী বলে ডাকত। ধারণা করা হয় মসলন্দালী থেকে চরমছলন্দ নামকরণ হয়েছে। এই ইউনিয়নে বিশেষ ধরনের বিশাল সাইজের বেগুন জন্মাতো এক সময়, যা লাফা বেগুন নামে পরিচিত ছিল। কালের বিবর্তনে তা আজ হারাতে বসেছে। এখনো এই ইউনিয়নটি সবজি ইউনিয়ন নামে পরিচিত। মাটি পলি-দোঁআশ হওয়ায় এই মাটিতে ধান, গম, ছাড়াও নানা প্রকার সবজি যেমন, শিম,মূলা, লাউ, কাঁচামরিচ, শশা, ঝিঙ্গা, আলু, পটল, পেপে সহ অনেক কিছু। সামাজিক বনায়নের মধ্যে দেখা যায় কাঁঠাল, বাঁশ, আম, মহগনি সহ বেশ কিছু গাছের উপস্থিতি।[তথ্যসূত্র প্রয়োজন]

জনসংখ্যা

[সম্পাদনা]

শিক্ষা

[সম্পাদনা]

শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
সরকারি প্রাথমিক বিদ্যালয়
  1. চরআলগী সরকারী প্রাথমিক বিদ্যালয়
  2. দক্ষিণ চরমছলন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়
  3. নিধিয়ার চর সরকারী প্রাথমিক বিদ্যালয়
  4. চরআলগী নড়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
  5. উত্তর চরমছলন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়
  6. চর মছলন্দ পূর্ব পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
  7. চরমছলন্দ পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
  8. চর শরীফ ফরাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়
  9. চর কামারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়

প্রশাসনিক কাঠামো

[সম্পাদনা]

হাট-বাজার

[সম্পাদনা]
  • কাচারি পারা বাজার (বড়ই তলা)।
  • চরমছলন্দ কাচারী বাজার।
  • শেখ রাসেল একতা বাজার (পাগলার মোর)।
  • উত্তর নয়াপাড়া ঐক্য বাজার।
  • বালুয়াকান্দা সৈনিক মোড় বাজার।

জনপ্রতিনিধি

[সম্পাদনা]
  • ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মাসুদুজ্জামান মাসুদ

ধর্মীয় উপাসনালয়

[সম্পাদনা]
  • চরআলগী বালুয়াকান্দা কেন্দ্রীয় জামে মসজিদ

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • আলতাফ হোসেন গোলন্দাজ সেতু

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "চর আলগী ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। 
  2. "গফরগাঁও উপজেলা"বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ২৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২০