নড়াইল ইউনিয়ন
নড়াইল | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | ময়মনসিংহ জেলা |
উপজেলা | হালুয়াঘাট উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ৩৫৭.৬১ বর্গকিমি (১৩৮.০৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ এর আদমশুমারী) | |
• মোট | ২,৯০,০৪৩ |
• জনঘনত্ব | ৮১০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
নড়াইল ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার একটি প্রশাসনিক এলাকা।[১]
অবস্থান ও সীমানা[সম্পাদনা]
এই ৮নং নড়াইল ইউনিয়ন পরিষদ এর পূর্বে রয়েছে শাকুয়াই ইউনিয়ন পশ্চিমে ধারা ইউনিয়ন এবং উত্তরে হালুয়াঘাট ইউনিয়ন সবশেষে দক্ষিণে স্বদেশী ইউনিয়ন পরিষদের এর অবস্থান।
প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]
নড়াইল ইউনিয়ন হালুয়াঘাট উপজেলা আওতাধীন ৮ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম হালুয়াঘাট থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ময়মনসিংহ -১ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- কাওয়ালীযান
- কিসমত নড়াইল
- কুমুরিয়া
- গুপিনগড়
- বটগাছিয়া কান্দা
- খরমা
- বাঘমার
- বাদে-খরমা
শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]
এই ৮নং নড়াইল ইউনিয়ন শিক্ষার হার ৯০% শতাংশ এবং এই ইউনিয়নটি একটি উন্নতর ইউনিয়নে পরিচিত এই ইউনিয়নে প্রাথমিক মাধ্যমিক সর্বমোট ২০ টি বিদ্যালয় রয়েছে।
কমিউনিটি ক্লিনিক[সম্পাদনা]
৮নং নড়াইল ইউনিয়নে একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে যেটির অবস্থান বি.কে.কে উচ্চ বিদ্যালয়ের পাশে।
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
৮নং নড়াইল ইউনিয়নের অনেকগুলো রাস্তা ঘাট রয়েছে তার মধ্য প্রধান সড়ক হলো ধারা-শাকুয়াই সড়ক;এই সড়কটি স্বদেশী ইউনিয়ন এবং ৮নং নড়াইল ইউনিয়ন এর মাঝ দিয়ে চলে গেছে।
উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]
- এমদাদুল হক মুকুল - সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান
জনপ্রতিনিধি[সম্পাদনা]
সাইফুল ইসলাম (সাবেক চেয়ারম্যান)।
আনোয়ার হোসেন মানিক(বর্তমান চেয়ারম্যান)।
দর্শনীয় স্থান[সম্পাদনা]
- দুদুংগার হাওর
- বটগাছিয়াকান্দা গ্রাম
- শিবধরা বিল
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "নড়াইল ইউনিয়ন"। narailup.mymensingh.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০৪-০৬।
![]() |
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |